Cill mama

Cill mama একের ভিতর সব 😁😁


welcome🥰
from Mymensingh
(1)

28/09/2025

সাকিব আল হাসান হাসিনাকে আপা ডেকে শুভ জন্মদিন জানাইসে।

ইয়াহিয়াকে আব্বা ডেকে শুভ জন্মদিন জানানো আর

হাসিনাকে আপা ডেকে শুভ জন্মদিন জানানোর মধ্যে কোন পার্থক্য নাই।

এই দুই জানোয়ার ই বাংলাদেশের মানুষের উপর নির্মমতম গনহত্যা চালাইসে।

আর সাকিব সেই জানোয়ার , যে এই জেনোসাইডারকে প্রকাশ্যে এনডোর্স করলো।

তো যারা এতদিন এই জানোয়ারকে ক্রিকেটার সাকিব, সাকিব কী করবে, সাকিব মাঠের লোক, রাজনীতির লোক না, বলে টলে সাকিবকে মুক্তি দিয়েছিলেন, সাকিবের এই উইশ তাদের কেমন লাগলো?

সাকিব কোন ক্রিকেটার না।

সাকিব একজন খুনী।

আমাদের ভাই ইয়ামিনের লাশ পড়ার দিন সাকিব হাসতে হাসতে যে ছবি দিসিলো, সেটা কোন ভুল করে দেওয়া ছবি ছিল না।

সাকিব আজ প্রমাণ করলো, সে বাঙালীকে না, বরং বাঙালির রক্ত খাওয়াকে বেশি ভালোবাসে।

২০০০ মানুষের রক্ত আর ২০ হাজার মানুষের চোখ, মুখ, হাত বা পা এর চেয়ে সাকিবের কাছে আওয়ামী লীগ বড়।

রাজাকার অনেকেই হয়। মনে মনে সাপোর্ট অনেকেই করে।

বাট সাকিব হইলো সেই জানোয়ার, যেই জানোয়ার আমাদের উপর চলা পাশবিকতাকে সেলিব্রেট করলো।

একজন জেনোসাইডারকে সেলিব্রেট করা কোন সুস্থ মানুষের পক্ষে পসিবল না।

সাইকোপ্যাথ এর পক্ষে পসিবল।

আর আপনারা যারা সাকিবের দুইটা উইকেটের বিনিময়ে আমাদের ২০০০ ভাই বোনের রক্ত বিক্রি করে দিয়ে সাকিবের পক্ষে ওকালতি করেছেন, আপনারাই বা কতটুকু সুস্থ আছেন, কতটুকু মানুষ আছেন, একটু চিন্তা করে দেইখেন।

বাংলাদেশের ফাইনালে যাওয়ার সমীকরণ
25/09/2025

বাংলাদেশের ফাইনালে যাওয়ার সমীকরণ

Bangali reaction  now
25/09/2025

Bangali reaction now

23/09/2025

হানিয়া আমির দেশে এসেছে, রাফসান দ্যা ছোটভাইয়ের সাথে ঘোরাঘুরি করছে, আপনারা রাফসানের সুনামে পঞ্চমুখ।

এই ঘটনার কারণে রাফসানের গার্লফ্রেন্ড সুনেহরা কতটা জেলাস, সেটা নিয়ে ফেসবুকে হাজারে হাজারে মিমসের ছড়াছড়ি। আপনাদের এই ভালোবাসার কাপলটা নিয়ে আপনাদের আলোচনা দেখে আমার মনে পড়লো অন্য ঘটনা।

২০২৪ সালের মে মাসের মাঝামাঝি সময়ে রাফসান দ্যা ছোটভাই এর বাবার ঋ*ণখে'লাপির কাহিনী বের হয়। লোকজনের ব্যা'শিং চরম মাত্রায় যাওয়ার পরে সুনেহরা তার কিউট বফটাকে সাপোর্ট দিয়ে অনলাইনে আম পাবলিককে হেয় করে অনেক আজেবাজে কথা লিখেছিলো। ওরা যে আমাদেরকে কত নিচু চোখে দেখে, সেই পোস্টেই ওটা পরিষ্কার হয়ে গিয়েছিলো।

রাফসানের বাবা কিন্তু ঋ*ণের টাকা ফেরত দেয় নাই। সুনেহরা আম পাবলিককে আজেবাজে কথা বলার কারণে এখন পর্যন্ত মাফও চায় নাই।

অথচ ৩০০ টাকার শাড়ির একটা ভিডিও আপলোড করে সুনেহরা এখন জাতীয় ক্রাশ, আজকে সে দেশসেরা কন্টেন্ট ক্রিয়েটর বনে গেছে।

ঋ*ণখে'লাপীর ছেলে এখন হানিয়া আমিরের সাথে ফুচকা খেয়ে দিব্যি লোকজনের গুডবুকে।

দেড়টা বছরও হয় নাই, আপনারা সব ভুলে গেছেন ভাই, সব ভুলে গেছেন!!

আজ যেমন রাফসান সুনেরাহরে ক্ষমা করে দিয়েছেন, তেমনি একদিন হাসিনাকেও ক্ষমা করে দিবেন, এটাই বাস্তবতা💔🇧🇩

21/09/2025

আফগানিস্তানে পুরুষের লিখা ৫০০+ এবং নারীদের ১০০+ বই নিষিদ্ধ করলেও পশ্চিমাদের পা চাটা মিডিয়া সেটার টাইটেল দিচ্ছে -

"নারীদের লিখা বই নিষিদ্ধ করলো আফগানিস্তান" । এই টাইটেল তারা কোথাও পুরুষের কথা উল্লেখ করে না।

নারীদের অত্যাচার করা হচ্ছে এটা মানুষকে গিলানোর জন্য তারা পুরুষের অংশ টা কাট করে দিয়েছে....

এই রকম তথ্য সন্ত্রা - স হতে সাবধান।

20/09/2025

Personal Honey thakar jonno haniya amir niye post korte partesi na guys ......sorry

Alhamdulillah Islamic
19/09/2025

Alhamdulillah
Islamic

18/09/2025

facebook মনিটাইজেশনের নেশায়, মানুষকে ব্যক্তিত্বহীন করে দিচ্ছে।

13/09/2025

বুয়েটে নিহত আবরার ফাহাদের সর্বশেষ ফেসবুক পোস্টটা এখন পর্যন্ত ৪ লাখ ৭৭ হাজার লাইক এবং ৭৩ হাজার বার শেয়ার হয়েছে। এটা দেখে সূরাহ বুরুজের সেই বালক আর রাজার কথা মনে পড়ল। এক রাজা ছিল যে নিজেকে আল্লাহ দাবি করত। কেউ তার বিরোধিতা করলেই তাকে মেরে ফেলা হতো। এরমধ্যে এক বালক রাজাকে আল্লাহ মানতে অস্বীকার করল। রাজা নির্দেশ দিল বালককে হত্যা করার। কিন্তু এক অলৌকিক কারণে বালককে হত্যা করা যাচ্ছিল না। তাকে পাহাড় থেকে ফেলে, পানিতে ডুবিয়ে নানাভাবে হত্যা করার চেষ্টা করা হয়েছে। কিন্তু রাজার সাঙ্গপাঙ্গরা প্রতিবারই ব্যর্থ। এরপর বালক রাজাকে একটা অদ্ভুত প্রস্তাব দিল। বালক বলল, আমি জানি আমাকে কীভাবে মারলে তুমি হত্যা করতে পারবে। যদি তুমি তীর নিয়ে সেটা বিসমিল্লাহ বলে ছুড়ো, তবে সেই তীরের আঘাতে আমার মৃত্যু হবে। তবে সেটা করতে হবে জনগণের সামনে। বালক জানত এতে সে মারা যাবে, কিন্তু এর মাধ্যমে তার লক্ষ্য ছিল রাজার নিজেকে আল্লাহ দাবি করার এই অহমকে মিথ্যা প্রমাণিত করা। লোক জড়ো হলো, রাজা বিসমিল্লাহ বলে তীর ছুড়ল, বালক মারা গেল। রাজা ভাবল, যাক আপদ দূর হলো।

কিন্তু এরপরেই ঘটল আসল ঘটনা।

নিজেকে আল্লাহ দাবি করা রাজা বালককে হত্যা করতে পারল না, তাকে বিসমিল্লাহ অর্থাৎ আল্লাহর নামে তীর ছুড়তে হলো। এক আল্লাহর ইবাদাতে বিশ্বাসী বালকের মৃত্যুতে সেখানে উপস্থিত সমস্ত প্রজাদের মনে এটা গেঁথে গেল যে বালক সত্যের উপর ছিল, তাই উল্টো সবাই ঈমান এনে ফেলল। সবাই রাজাকে আল্লাহ মানতে অস্বীকার করে বসল। রাজার সেটাও সহ্য হলো না। বিশাল গর্ত খুড়ে সেখানে আগুন জ্বালানো হলো। বলা হলো যারা যারা ঈমান এনেছ তারা ঝাঁপ দাও! কী আশ্চর্য! হঠাৎ পাওয়া এই ঈমান তাদের কাছে এতটাই মূল্যবান হয়ে গেল যে, এর বিনিময়ে সবাই সেই আগুনে ঝাঁপ দিতেও পিছপা হলো না। এক মা তার দুধের বাচ্চা কোলে নিয়ে ঝাঁপ দিতে ইতস্তত করছিল, সেদিন সেই কোলের বাচ্চাও কথা বলে উঠেছিল। বলেছিল, মা আপনি এগিয়ে যান, আপনি হক্বের পথেই আছেন। কুরআনের সূরাহ বুরুজে আল্লাহ সেসব বান্দাদের কথা উল্লেখ করেছেন যারা সেদিন ঈমানের বিনিময়ে ঝাঁকে ঝাঁকে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়েছিল। আল্লাহ এই ঘটনাকে বলেছেন—

"জালিকাল ফাউযুল কাবির—আর এটাই মহাসাফল্য।" (সূরাহ বুরুজ, ৮৫: ১১)

আল্লাহ যেন আবরারকে জান্নাতে সূরাহ বুরুজের সেই বালকের প্রতিবেশী করেন।

আবরার ফাহাদ আর দশজনের মতোই নিতান্ত একটা সাধারণ ছেলে ছিল মাত্র। কিন্তু সে আজ এক আলোকবর্তিকা। তার মৃত্যু তাকে সূরাহ বুরুজের সেই বালকের মতো অমর করে দিয়েছে।

তাই মৃত্যু মানেই শেষ নয়, জালিমের হাতে নিহত হওয়া মানেই ব্যর্থতা নয়। মাঝে মাঝে একটা মৃত্যুই একটা জাতিকে জাগিয়ে দিতে পারে। ইখলাসের সাথে, আল্লাহর সন্তুষ্টির জন্য ছোট একটা কাজও অনেক বড় প্রভাব ফেলতে পারে।

আকাশের ওপারে একটা অনিন্দ্য সুন্দর বাড়ি। রাসূল (সাঃ) জিজ্ঞেস করলেন, এই বাড়িটি কার? সঙ্গি ফেরেশতা জবাব দিলেন, ইয়া রাসূলাল্লাহ! এই বাড়িটি সেই ব্যক্তির যে আল্লাহর পথে লড়াই করে নিহত হয়েছে। আমরা খুব করে চাই, আমাদের রব যেন আবরারকেও এরকম একটা বাড়ির মালিকানা দান করেন। লাল নীল হীরার বাড়ি...

© সাজিদ ইসলাম

09/09/2025

বহুবছর ভোট গণনার প্র্যাকটিস না থাকলে যা হয় আর কি!

Ohh
09/09/2025

Ohh

Oi kireee.🙂
09/09/2025

Oi kireee.🙂

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Cill mama posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share