Simra Khan

Simra Khan ➕POSTITIVE INSPIRATIONS |
🧑‍🧑‍🧒PARENTING ADVICES |
💪🏻HEALTHY LIFESTYLE TIPS |
🥘 EASY RECIPES |

ঈদ শেষ… আর সত্যি কথা বলতে কী — আমরা সবাই একটু বেশি খেয়েই ফেলেছি! 😅গরুর মাংস, মিষ্টি, তেলেভাজা খাবার… আর এক্সারসাইজ?সেটা...
10/06/2025

ঈদ শেষ… আর সত্যি কথা বলতে কী — আমরা সবাই একটু বেশি খেয়েই ফেলেছি! 😅
গরুর মাংস, মিষ্টি, তেলেভাজা খাবার… আর এক্সারসাইজ?
সেটা হয়তো বাদই পড়ে গেছে!

এবার শরীরটাকেও একটু বিশ্রাম দেওয়া দরকার।
৩ দিনের একটা সিম্পল ডিটক্স প্ল্যান শেয়ার করছি — না, এটা কোন ডায়েট না, না খেয়ে থাকা না।
ডিটক্স মানে হলো নিজের শরীরকে সাহায্য করা যেন সে নিজে নিজেই পরিষ্কার হতে পারে।

🍋 ১। সকাল শুরু করুন হালকা গরম পানি + লেবু + ১ চামচ চিয়া সিডস দিয়ে
→ এটা হজমে সাহায্য করে, টক্সিন বের করতে সাহায্য করে।

🥦 ২। খাওয়া হালকা রাখুন – মাংস বাদ দিন, সবজি, ফল, খিচুড়ি বা সুপ ট্রাই করুন
→ শরীর হালকা লাগবে, মনেরও প্রশান্তি আসবে।

🚶‍♀️ ৩। প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন
→ বাড়িতেই হাঁটা চলতে পারে — কিন্তু শরীরকে একটু নড়াচড়া দরকার।

আর কিছু জরুরি টিপস:
❌ কোল্ড ড্রিংকস বন্ধ
❌ মিষ্টি থেকে বিরতি
✅ প্রচুর পানি পান করুন
✅ রাত জেগে না থেকে আগে ঘুমোতে যান

আপনার শরীর প্রতিদিন আপনাকে সাপোর্ট দিচ্ছে, এবার আপনি ওর পাশে থাকুন। 💚

এই ৩ দিনের ছোট্ট চ্যালেঞ্জে আপনি আছেন?
কমেন্ট করুন: “আমি আছি!”

Detox Chia Drink Recipe:
Chia 2 tsp, 1/2 lemon juice, 1 tablespoon raw unfiltered apple cider vinegar. 1.5 cups warm water.

🌙 হজ্জ করতে পারছেন না?কিন্তু reward পেতে তো কোনো মানা নেই। 🌙🌟 আরাফাহর দিন — সব গোনাহ মাফ হবার আশ্চর্য সুযোগ 🌟দুনিয়ার সব...
04/06/2025

🌙 হজ্জ করতে পারছেন না?
কিন্তু reward পেতে তো কোনো মানা নেই। 🌙

🌟 আরাফাহর দিন — সব গোনাহ মাফ হবার আশ্চর্য সুযোগ 🌟

দুনিয়ার সবচেয়ে পবিত্র দিনগুলোর মধ্যে একটা — ৯ই জ্বুল হিজ্জা, আরাফাহর দিন।
এদিনে লাখো হাজ্জী ময়দানে দাঁড়িয়ে আল্লাহর কাছে কাঁদেন।
আর আমরা?
আমরাও ঘরে বসে এই দিনের বরকতে শরিক হতে পারি।

রাসুল (সা.) বলেছেন:
“যে ব্যক্তি আরাফার দিনে রোযা রাখবে, তার আগের বছরের এবং পরের বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে।”
(মুসলিম)

🤲 এটা মাফ চাওয়ার দিন। দোয়ার দিন। ফিরে আসার দিন।

এই দিনগুলোতে করুণ:
✔️ বেশি বেশি তাসবিহ (সুবহানআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার)
✔️ রোযা রাখুন — বিশেষ করে আরাফার দিন (৯ তারিখ)
✔️ কুরআন তিলাওয়াত
✔️ সাদাকা দিন
✔️ দোয়া করুন — কারণ এই দিনগুলোতে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

Collagen কী? আর বয়স বাড়লে এটা কীভাবে বাড়াবেন?Collagen হলো আমাদের শরীরের একধরনের protein, যা চামড়া, হাড়, চুল, নখ – সব কিছ...
31/05/2025

Collagen কী? আর বয়স বাড়লে এটা কীভাবে বাড়াবেন?

Collagen হলো আমাদের শরীরের একধরনের protein, যা চামড়া, হাড়, চুল, নখ – সব কিছু শক্ত করে ধরে রাখে।

২৫ এর পর থেকে collagen কমতে শুরু করে —
ফলে ত্বকে ভাঁজ পড়ে, skin loose হয়, চুল পাতলা হয়।

কিন্তু চিন্তা নেই, কিছু সহজ অভ্যাসে collagen naturally বাড়ানো যায়:

🍊 লেবু, কমলা, আমলকি (Vitamin C-rich food)
🥣 Bone broth বা হাড় দিয়ে বানানো স্যুপ
🐟 মাছ, ডিম, বাদাম
🥦 শাকসবজি
🚫 চিনি কম, ঘুম বেশি
🧘‍♀️ মানসিক চাপ কম রাখা

বয়স বাড়লেও ত্বক glow করবে — যদি ভিতর থেকে care করেন।

ভিতরের যত্নই হলো আসল anti-aging!

Duas to read before 💤 sleeping!
30/05/2025

Duas to read before 💤 sleeping!

মাত্র ১ সপ্তাহ চিনি খাওয়া বন্ধ করলে কী হয় জানেন?• শরীরের Energy naturally বাড়ে• ত্বকে glow আসে, ব্রণ কমে• পেট ফাঁপা, ...
30/05/2025

মাত্র ১ সপ্তাহ চিনি খাওয়া বন্ধ করলে কী হয় জানেন?

• শরীরের Energy naturally বাড়ে
• ত্বকে glow আসে, ব্রণ কমে
• পেট ফাঁপা, গ্যাস কমে যায়
• ঘুম আরও গভীর হয়
• মুড ভাল থাকে, মন শান্ত হয়
• মিষ্টির প্রতি অকারণে টান কমে যায়

চিনি দেখতে যতই harmless লাগে, body-r জন্য it’s actually slow poi$0n.
১ সপ্তাহ চেষ্টা করে দেখুন — your body will thank you!

চিনি ছাড়বেন কীভাবে? মাত্র ১ সপ্তাহের জন্য? শুরুটা এমন হোক:

✅ সকালে চা/কফিতে চিনি add করবেন না
✅ মিষ্টি খাবার বা cold drinks ১ সপ্তাহ avoid করুন
✅ ফল খান — natural sweetness পাবেন
✅ দিনে পর্যাপ্ত পানি খান, craving কমবে
✅ মুড খারাপ লাগলে walk বা light exercise করুন
✅ খাবার খাওয়ার পর মিষ্টি খেতে ইচ্ছে করলে, ১টা খেজুর বা dark chocolate

১ সপ্তাহ পার করলেই দেখবেন, চিনি ছাড়া থাকা অসম্ভব না বরং empowering!

29/05/2025

আপনি কি মেন্টালি স্ট্রং ?

স্ক্রিন ছাড়া বাচ্চাদের সাথে সময় কিভাবে কাটাই?এই ছোট্ট গার্ডেনটা একসাথে বানিয়েছি।একজন পাথর বসিয়েছে, কেউ গাছ ধরেছে,মাট...
26/05/2025

স্ক্রিন ছাড়া বাচ্চাদের সাথে সময় কিভাবে কাটাই?
এই ছোট্ট গার্ডেনটা একসাথে বানিয়েছি।
একজন পাথর বসিয়েছে, কেউ গাছ ধরেছে,

মাটি লাগেছে, হাত ময়লা হয়েছে,
তবুও ওদের চোখে যে excitement, সেটা স্ক্রিনে পাওয়া যায় না।

সব সময় ঘরের ভেতর বসে মোবাইল বা টিভি না দেখে —
এমন ছোট কাজ গুলোই ওদের সাথে আমার real connection তৈরি করে।

Screen ছাড়া বাচ্চাদের সাথে কিভাবে সময় কাটানো যেতে পারে ?
Here are a few things I actually do with mine:
• একসাথে গার্ডেনিং করা
• ঘরের ভেতর ছোট্ট picnic
• ওদের নিয়ে সহজ রান্না — like banana shake or cake এর ব্যাটার তৈরি করা
• পুরানো খাতা কেটে art & craft
• ছাদে বসে indoor board games খেলা

26/05/2025

Ajke kintu ai cake ta banate paren 😋

Salah- Namaj-is not for Allah. It’s a gift from Him for YOU.
26/05/2025

Salah- Namaj-is not for Allah. It’s a gift from Him for YOU.

পড়ালেখার চাপ দরকার আছে — কিন্তু সীমার মধ্যে।যতটুকু চাপ গ্রহণযোগ্য: • যখন বাচ্চা প্রতিদিন ১-২ ঘণ্টা মনোযোগ দিয়ে পড়ে • ...
25/05/2025

পড়ালেখার চাপ দরকার আছে — কিন্তু সীমার মধ্যে।

যতটুকু চাপ গ্রহণযোগ্য:
• যখন বাচ্চা প্রতিদিন ১-২ ঘণ্টা মনোযোগ দিয়ে পড়ে
• পড়ার পাশাপাশি খেলার সময়, বিশ্রাম, আর পরিবারকে সময় দেওয়ার সুযোগ থাকে
• যখন ও শেখার আনন্দ পায়, ভয়ের জন্য পড়ে না

যতটুকু চাপ অতিরিক্ত হয়ে যায়:
• যখন স্কুল থেকে ফিরে সরাসরি কোচিং ক্লাস
• যখন দিনের শুরু পড়া দিয়ে, আর শেষ হয় পরীক্ষার ভয়ে
• যখন জীবনে কোনো break নেই — না কিছু উপভোগ করার সময়, না নিজের মনের কথা বলার সুযোগ
• যখন শুধু নম্বর নিয়ে চিন্তায় থাকে, না বুঝে শুধু মুখস্ত করছে

তাহলে ব্যালান্স কোথায়?
• পড়া হওয়া উচিত নিয়মিত, কিন্তু নমনীয়
• ভালো রেজাল্ট জরুরি, কিন্তু তার থেকেও বেশি জরুরি সন্তানের মানসিক শান্তি
• একটা বাচ্চা যখন বুঝে পড়ছে, আগ্রহ নিয়ে শিখছে, আর তার জীবনেও আনন্দ আছে — তখনই বুঝবেন Balance ঠিক আছে

ছোটবেলায় শিখেছিলাম —See no evil, hear no evil, speak no evil.কিন্তু বড় হতে হতে এই একটা জিনিস ঠিক রাখতে পারি নাই—— মুখ ...
23/05/2025

ছোটবেলায় শিখেছিলাম —
See no evil, hear no evil, speak no evil.
কিন্তু বড় হতে হতে এই একটা জিনিস ঠিক রাখতে পারি নাই—
— মুখ সামলানো 🫢

কারো ভালো কিছু দেখলেই যদি মুখ টিপে কথা বলি-
অথবা রেগে গিয়ে এমন কিছু বলে ফেলি—
যেটা হজম করা যায় না আবার ভোলা ও যায় না।

বাজে কথা মানে শুধু গালি না —
বাজে কথা মানে এমন কিছু বলা,
যেটা অপরকে ছোট করে,
আর নিজেকে আরও বেশি ছোট প্রমাণ করে।

তাই নিজেকে একটা প্রশ্ন করি —
এই কথাটা জদি কেউ আমার সম্পর্কে বলতো, আমি কেমন ফিল করতাম?

Sometimes, silence is the most graceful answer.
সব কথার উত্তর দিতে হয় না,
সব পরিস্থিতিতে মুখ খোলা লাগেই না।

Respectful মানুষ তার মুখ দিয়ে না, আচরণ দিয়ে বিচার হয়।

So next time, মনের ভিতর যদি খারাপ কিছু বলার ইচ্ছে আসে —
মনে রাখবেন: চুপ থাকাও একটা ক্ষমতা।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Simra Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Simra Khan:

Share

Category