শুদ্ধস্বর

শুদ্ধস্বর প্রাপ্ত মনস্ক বইয়ের শ্রেষ্ঠ ও প্রথম স্থান ...

ভারতবর্ষের ইতিহাসপিওতর কোকা আন্তনভা, গ্রেগোরি বোনগার্দ-লেভিন, গ্রেগোরি কতোভস্কিঅনুবাদ : মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়, দ্বিজেন...
17/07/2025

ভারতবর্ষের ইতিহাস
পিওতর কোকা আন্তনভা, গ্রেগোরি বোনগার্দ-লেভিন, গ্রেগোরি কতোভস্কি
অনুবাদ : মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়, দ্বিজেন শর্মা
প্রথম সংস্করণ ১৯৮২
প্রগতি প্রকাশন, মস্কো

প্রস্তর যুগ থেকে শুরু করে বিংশ শতাব্দীর প্রায় শেষ ভাগ পর্যন্ত ভারতের ইতিহাস অন্তর্ভূক্ত হয়েছে বৃহৎ এই বইটিতে। ভারত সহ দক্ষিণ এশিয়ার বিস্তৃত রাজনৈতিক ইতিহাস, এ অঞ্চলের রাজনৈতিক সংস্কৃতির বিবর্তন ও সোভিয়েত দৃষ্টিকোণ থেকে তার বহুমাত্রিক বিশ্লেষণ পাওয়া যাবে এ বইয়ে। ভারত, দক্ষিণ এশিয়ার রাজনীতি ও ইতিহাসের পাঠকের জন্য গুরুত্বপূর্ণ একটি বই 'ভারতবর্ষের ইতিহাস'। মস্কো থেকে প্রকাশিত অত্যন্ত দুর্লভ বইটি যে কোনো সংগ্রাহক ও পাঠকের কাছেই আকর্ষণীয় সংগ্রহ বলে মনে হবে।

📚 বিজ্ঞান, ইতিহাস ও বোধের সংকলন✈️ পাঠকের মন ও মনন যেখানে পাড়ি জমায়—সেইখানে পৌঁছায় শুদ্ধস্বরের বই!🔬 বিজ্ঞান ও বস্তুবাদসেপ...
17/07/2025

📚 বিজ্ঞান, ইতিহাস ও বোধের সংকলন
✈️ পাঠকের মন ও মনন যেখানে পাড়ি জমায়—সেইখানে পৌঁছায় শুদ্ধস্বরের বই!

🔬 বিজ্ঞান ও বস্তুবাদ

সেপিয়েন্স – ইউভাল নোয়া হারারি

হোমো ডিউস – ইউভাল নোয়া হারারি

প্রজাতির উৎপত্তি – চার্লস ডারউইন

অরিজিন অব স্পিসিস – চার্লস ডারউইন

দ্য সেলফিশ জিন – রিচার্ড ডকিন্স

শূন্য থেকে মহাবিশ্ব – স্টিফেন হকিং

কসমস – কার্ল সেগান

নেক্সাস

📖 যুক্তিবাদ, নাস্তিকতা ও চিন্তার মুক্তি

গড ডেল্যুশন – রিচার্ড ডকিন্স

অবিশ্বাসের দর্শন – অভিজিৎ রায়

বিশ্বাস ও বিজ্ঞান – অভিজিৎ রায়

স্বতন্ত্র ভাবনা – অভিজিৎ রায়

বিশ্বাসের ভাইরাস – অভিজিৎ রায়

ধর্মের উৎস সন্ধানে – অভিজিৎ রায়

একুশ শতকের একুশ পাঠ – ইউভাল হারারি

---

🏛️ ইতিহাস, সভ্যতা ও দার্শনিক অন্বেষা

পৃথিবীর সংক্ষিপ্ত ইতিহাস

সিন্ধু থেকে হিন্দু

আরব জাতির ইতিহাস – পি. কে. হিট্টি

আর্যজন ও সিন্ধু সভ্যতা

কৌটিল্যের অর্থশাস্ত্র

---

🕉️ মহাকাব্য ও পুরাকথা: মনের গভীরে শিকড় খোঁজার পাঠ

মহাভারত – রাজশেখর বসু

রামায়ণ – রাজশেখর বসু

🧭 এই সংগ্রহ কাদের জন্য?
✅ যারা ধর্মীয় প্রশ্ন করতে ভয় পান না
✅ যারা বিজ্ঞানের ভাষায় জীবন বোঝেন
✅ যারা ইতিহাসকে বর্তমানের আয়নায় দেখেন
✅ এবং যারা চিন্তা করার স্বাধীনতাকে ভালোবাসেন।

📨 বইগুলো পাঠানো হবে বাংলাদেশ থেকে স্কটল্যান্ড পর্যন্ত, যত্নে ও আস্থায়।
আপনি কি এই যাত্রার সঙ্গী হবেন?

বিবর্তনের পথ ধরে - বন্যা আহমেদ। প্রচেষ্টা চলছে এসব স্থানকে কেন্দ্র করে। তাই বলা যায় এগুলো হয়ে পড়ছে মধ্যযুগীয় মুর্খতা...
16/07/2025

বিবর্তনের পথ ধরে - বন্যা আহমেদ।

প্রচেষ্টা চলছে এসব স্থানকে কেন্দ্র করে। তাই বলা যায় এগুলো হয়ে পড়ছে মধ্যযুগীয় মুর্খতা প্রচার কেন্দ্র। এর ঢেউ এসে লাগছে আমাদের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ সেক্যুলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও। এ পরিমন্ডলেই কয়েক বছর আগে আমাদের উচ্চ মাধ্যমিক স্তরের জীববিজ্ঞানের পাঠক্রম ও পাঠ্যপুস্তক থেকে বাদ পড়েছে বিবর্তন তত্ত্ব। অথচ সেই ব্রিটিশ আমল থেকে উক্ত স্তরের পাঠ্য পাঠ্যপুস্তকে বিষয়টির জন্য নির্দিষ্ট থাকত একটি অধ্যায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ধর্মান্ধ ও মৌলবাদী একটি ছাত্র সংগঠনের প্রকাশ্য চাপে পড়ে বিবর্তনবিদ্যা পড়ানো বন্ধ করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়েও প্রথমে মাস্টার্স শ্রেণী থেকে বিবর্তনবিদ্যার কোর্স বাদ দিয়ে এবং পরে সম্মান শ্রেণীর সিলেবাস সঙ্কোচন করে বিষয়টির যথেষ্ট গুরুত্ব হ্রাস করা হয়েছে। অথচ এ বিশ্ববিদ্যালয়ের আওতাধীন কলেজগুলোতে পড়ে দেশের সিংহভাগ স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী। একাডেমিক জগতের বাইরেও নানাভাবে বিজ্ঞানবিমুখ প্রচারণা বেশ শক্তিশালী হয়ে চলেছে। এসবের প্রভাব পড়ছে জনমানসে, আমাদের সমাজে। আমার বিশ্বাস, বিজ্ঞানবিমুখ পশ্চাদগামিতার এই আত্মঘাতি শক্তিকে প্রতিরোধ করতে পারে একমাত্র শতভাগ বিজ্ঞানমনস্ক বিবর্তনবাদী বিশ্বদৃষ্টিভঙ্গী। জীববিজ্ঞানের সব শাখার ভিত্তিমূল হিসেবে বিবেচিত আধুনিক বিজ্ঞানের প্রত্যয়টির নাম বিবর্তনবাদ; আমার বিশ্বাস সেটি বাংলাদেশের মানুষদের কাছে সহজবোধ্যভাবে উপস্থাপন করতে সক্ষম হবে বন্যা আহমেদের বিবর্তনের পথ ধরেবইটি। আমি বইটির বহুল প্রচার কামনা করি।

সংগ্রহ করতে ইনবক্স করুন।

শুদ্ধস্বর  নিয়ে এলো, সালমান রুশদী'র - দ্যা স্যাটানিক ভার্সেস'ইউকে এডিশন (লন্ডন)বইটি সংগ্রহ করতে ইনবক্সে আসুন অথবা আমাদের...
16/07/2025

শুদ্ধস্বর নিয়ে এলো, সালমান রুশদী'র - দ্যা স্যাটানিক ভার্সেস'
ইউকে এডিশন (লন্ডন)

বইটি সংগ্রহ করতে ইনবক্সে আসুন অথবা আমাদের পেইজের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান।

ধন্যবাদ 💚

পৃথিবীর সংক্ষিপ্ত ইতিহাস  এইচ জি ওয়েলসভাষান্তর - সুনীলকুমার গঙ্গোপাধ্যায়, মনোজ ভট্টাচার্যএইচ জি ওয়েলসের একটি যুগান্তকারী...
16/07/2025

পৃথিবীর সংক্ষিপ্ত ইতিহাস
এইচ জি ওয়েলস
ভাষান্তর - সুনীলকুমার গঙ্গোপাধ্যায়, মনোজ ভট্টাচার্য

এইচ জি ওয়েলসের একটি যুগান্তকারী বই পৃথিবীর সংক্ষিপ্ত ইতিহাস। মহাকাশ থেকে শুরু করে সরীসৃপ যুগ, নিওলিথিক সভ্যতা, ইহুদি ধর্মের উত্থান, এথেন্সের স্বর্ণযুগ, খ্রিষ্টের জীবন, ইসলামের উত্থান, আমেরিকা আবিষ্কার ও শিল্পবিপ্লবের মতো বিষয়গুলোকে লেখক সহজ ও আকর্ষণীয় ভাষায় বর্ণনা করেছেন। পাঠক বইটি উপন্যাসের মতো পড়ে যেতে পারবেন।

1971 2025
16/07/2025

1971

2025

রাঢ়বঙ্গের ইতিহাস ও লোকসংস্কৃতি" বইটি সর্বজিৎ যশ ও যুগল মুখোপাধ্যায় যৌথভাবে লিখেছেন। এটি রাঢ় অঞ্চলের ইতিহাস ও লোকসংস্ক...
16/07/2025

রাঢ়বঙ্গের ইতিহাস ও লোকসংস্কৃতি" বইটি সর্বজিৎ যশ ও যুগল মুখোপাধ্যায় যৌথভাবে লিখেছেন। এটি রাঢ় অঞ্চলের ইতিহাস ও লোকসংস্কৃতি নিয়ে রচিত একটি বই। বইটিতে রাঢ় অঞ্চলের ইতিহাস, লোককাহিনী, গান, নৃত্য, মেলা, উৎসব এবং অন্যান্য সাংস্কৃতিক ঐতিহ্য বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
বইটির বিষয়বস্তু:
রাঢ় অঞ্চলের ভৌগোলিক অবস্থান ও পরিচয়।
ঐতিহাসিক প্রেক্ষাপট: প্রাচীন, মধ্য এবং আধুনিক যুগ।
লোকসাহিত্য: ছড়া, প্রবাদ, ধাঁধা, লোকগল্প, পালাগান ইত্যাদি।
লোকনৃত্য ও গান: টুসু, ভাদু, ডোমকচ, গম্ভীরা, আলকাপ ইত্যাদি।
লোক উৎসব ও মেলা: পৌষ পার্বণ, টুসু পরব, ভাদু পরব, গাজন ইত্যাদি।
লোকশিল্প: মৃত্​শিল্প, বস্ত্রবয়ন, অলংকার, মুখোশ ইত্যাদি।
সামাজিক রীতিনীতি ও বিশ্বাস।
উপজাতি সম্প্রদায়: সাঁওতাল, ওঁরাও, ভূমিজ ইত্যাদি।
বইটির বৈশিষ্ট্য:
বিশদ গবেষণা ও তথ্যের সমাহার: বইটি লেখার জন্য লেখকদ্বয় ব্যাপক গবেষণা করেছেন এবং বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করেছেন।
সরল ও প্রাঞ্জল ভাষা: বইটি সহজবোধ্য ভাষায় লেখা হয়েছে, যা সাধারণ পাঠকের জন্যও উপযোগী।
ঐতিহ্য ও সংস্কৃতির মূল্যবান দলিল: রাঢ় অঞ্চলের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানতে আগ্রহী সকলের জন্য এটি একটি মূল্যবান দলিল।
বইটি সম্পর্কে কিছু সাধারণ মন্তব্য:
"রাঢ়বঙ্গের ইতিহাস ও লোকসংস্কৃতি" বইটি রাঢ় অঞ্চলের ইতিহাস ও সংস্কৃতির একটি চমৎকার উপস্থাপনা।
এই বইটিতে লেখকদ্বয় রাঢ় অঞ্চলের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার জন্য পরিশ্রম করেছেন।
বইটি ইতিহাস প্রেমী, লোকসংস্কৃতি গবেষক এবং সাধারণ পাঠকের জন্য সমানভাবে উপযোগী।
বইটি পাঠ করে, রাঢ় অঞ্চলের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাওয়া যায়।
বইটি একটি সমৃদ্ধ এবং মূল্যবান সংকলন।
যদি আপনি রাঢ় অঞ্চলের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানতে আগ্রহী হন, তাহলে এই বইটি আপনার জন্য একটি চমৎকার পছন্দ হতে পারে।

বিক্রয় মূল্য ৯০০ টাকা
সংগ্রহ করতে ইনবক্স বা কমেন্ট করুন

ইতহাস ও সংস্কৃতির দারুন বইগুলো দেখে যান...১।হর্ষবর্ধন গোবর্ধন সমগ্র (১ও২)২।বাংলার লোক সংস্কৃতি৩।ধর্মের ভবিষ্যৎ ৪।বঙ্গ ইত...
16/07/2025

ইতহাস ও সংস্কৃতির দারুন বইগুলো দেখে যান...

১।হর্ষবর্ধন গোবর্ধন সমগ্র (১ও২)
২।বাংলার লোক সংস্কৃতি
৩।ধর্মের ভবিষ্যৎ
৪।বঙ্গ ইতিহাস প্রবাহ
৫।ইহুদি রসিকতা
৬।সিপাহী বিদ্রোহ থেকে স্বাধীনতা

"তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণ যাত্রা যেদিন যাবে, সেদিন তোমায় কে আটকাবে?"এই লাইনটা আজ মাথায় ঘুরছে, কারণ ইতিহাস আজ যেন ...
16/07/2025

"তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণ যাত্রা যেদিন যাবে, সেদিন তোমায় কে আটকাবে?"
এই লাইনটা আজ মাথায় ঘুরছে, কারণ ইতিহাস আজ যেন মুখ তুলে দাঁড়িয়েছে।

আজ গোপালগঞ্জের মাটি—যেখানে বঙ্গবন্ধু ঘুমিয়ে আছেন, যেখানে তাঁর প্রতিকৃতি জাতিকে পথ দেখায়—সেই মাটিতে ‘এন সি পি’র প্রোগ্রাম!
হ্যাঁ, সেই এন সি পি—যাদের নেতৃত্বে ইউনুস সরকার, যার রাজনীতি রাজাকার প্রজন্মের প্রতিনিধিত্ব করে। যাদের আদর্শ ৩২ নম্বর বাড়ি ধুলোয় মিশিয়েছে। যারা মুক্তিযুদ্ধকে বেমালুম ভুলে গিয়ে তথাকথিত বুদ্ধিজীবী মুখোশ পরে এদেশের ঘাড়ে চেপে বসতে চায়।

তারা আজ ‘পদযাত্রা’ করে গোপালগঞ্জে!
কিন্তু মানুষ গেল না। ছিল কিছু চেয়ার, ফাঁকা মাঠ, আর অনেক লজ্জা।

জাতি জানে কারা ইতিহাস গড়েছে, আর কারা ইতিহাসের পৃষ্ঠায় কলঙ্ক।
গোপালগঞ্জ কোনোদিন ইউনুসদের দলকে মাথা তুলে দাঁড়াতে দেবে না।

এই গান তাই আবার বেজে ওঠে:
"তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণ যাত্রা যেদিন যাবে, সেদিন তোমায় কে আটকাবে.."
কারণ ইতিহাসের দিকে যারা পিঠ দেয়, ইতিহাস একদিন তাদের মুখে চুনকালি মাখায়।

ইতিহাস জানতে পড়ুন এই দুটো বই... ১। ভারতবর্ষের ইতিহাস ২। পূর্ববঙ্গের চিন্তাচর্চা
16/07/2025

ইতিহাস জানতে পড়ুন এই দুটো বই...
১। ভারতবর্ষের ইতিহাস
২। পূর্ববঙ্গের চিন্তাচর্চা

ইতিহাস, জাতি ও বিবর্তনের ধারায় জ্ঞানসমৃদ্ধ ৭টি নির্বাচিত গ্রন্থ👉 মননশীল পাঠকের জন্য, শুদ্ধ পাঠের প্রতিজ্ঞায়...🔹 আরব জাতি...
15/07/2025

ইতিহাস, জাতি ও বিবর্তনের ধারায় জ্ঞানসমৃদ্ধ ৭টি নির্বাচিত গ্রন্থ
👉 মননশীল পাঠকের জন্য, শুদ্ধ পাঠের প্রতিজ্ঞায়...

🔹 আরব জাতির ইতিহাস – ১৫০০/-
🔹 পূর্ববঙ্গের চিন্তাচর্চা – ১৬০০/-
🔹 India Wins Freedom – ৯০০/-
🔹 জিন্না ও ভারত-বিভাজন – ১২০০/-
🔹 বাংলাদেশের জনপদ ও সংস্কৃতি – ৯০০/-
🔹 ভারতবর্ষের ইতিহাস – ১২০০/-
🔹 বিবর্তনের পথ ধরে – ৯০০/-

🕌 মধ্যপ্রাচ্য থেকে উপমহাদেশ,
📖 উপনিবেশ থেকে স্বাধীনতা,
🌱 বিবর্তন থেকে বাঙালির বুদ্ধিবৃত্তিক উন্মেষ—
এই সব বই একত্রে পড়লে ইতিহাসের গভীর ও স্পষ্ট একটি চিত্র পাবেন। ভারত ও বাংলাদেশের পাঠ্যপুস্তকের বাইরের সেই 'আলোকিত' ইতিহাস, যা বুঝলে সময়, সমাজ ও জাতির মানসিক গঠন বোঝা সহজ হয়।

📦 অর্ডার করতে ইনবক্স করুন:
👉 নাম + ঠিকানা + মোবাইল নম্বর + বইয়ের তালিকা পাঠিয়ে দিন।

🔍 প্রত্যেকটি বই গবেষণালব্ধ, তথ্যভিত্তিক এবং চিন্তার খোরাকস্বরূপ।
জ্ঞানকে যাঁরা চর্চা করেন, এ সংগ্রহ তাঁদের জন্য অপরিহার্য।

#শুদ্ধস্বর #ইতিহাস_চিন্তা #মুক্তচিন্তা #বিবর্তন #ভারত_পাকিস্তান_বাংলাদেশ #পাঠকের_প্রিয় #বইমেলা_চলছেই

ইউভাল নোয়া হারারি’র স্যাপিয়েন্স পাঠ আর শরতচন্দ্র চট্টপাধ্যায়ের উপন্যাস পাঠ দুটোই খুব জরুরী। হারারির স্যাপিয়েন্স পড়লে আমর...
15/07/2025

ইউভাল নোয়া হারারি’র স্যাপিয়েন্স পাঠ আর শরতচন্দ্র চট্টপাধ্যায়ের উপন্যাস পাঠ দুটোই খুব জরুরী। হারারির স্যাপিয়েন্স পড়লে আমরা মানবজাতির ক্রম-ইতিহাস জানতে পারবো যা আমাদের মধ্যে ধর্মীয় রেষারেষি, জাতীয়তাবাদের ঠুনকো অস্তিত্ব সম্পর্কে সজাগ করে। বিজ্ঞান এই পর্যন্তই আমাদের সাহায্য করতে পারে। বাকীটা করে সাহিত্য। সাহিত্য কখনোই বর্বরতাকে ধারণা করে রচিত হয় না। হলেও তাকে সাহিত্য বলে না। শরতচন্দ্রের নায়িকারা পতিতা বাঈজি হলেও তারা দেবীর মতই একেকজন চরিত্র, তাদের মন আছে, প্রেম আছে, আছে জগতের সকলের প্রতি মমতা। শরতের এই চরিত্র নির্মাণ পাঠককে একটা পতিতার প্রতিও সংবেদনশীলতা এনে দেয়। বিজ্ঞান তো আপনাকে পতিতার প্রতিও সহানুভূতিশীল হতে বলবে না। বিজ্ঞানের কাজ এটা নয়। এমনকি হারারি বা ডকিন্সের বইতে যতখানি মানবিকতার প্রতি পাঠককে জাগ্রত করে তার সবটাই লেখকের নিজস্ব মতামত যা তিনি সমাজ থেকে পেয়েছেন। সেটা কোথা থেকে পেয়েছেন? খুঁজে দেখুন এইসব বিজ্ঞান লেখকরা একেকজন সর্বভূক পাঠক। বিশ্ব সাহিত্য তারা গুলে খেয়েছেন।

এইসব মানবিকতার প্রতি দৃঢ়ভাবে দাঁড়ানোর শিক্ষা সাহিত্য কাব্য থেকে আমরা পেয়েছি। মহাভারতে দ্রৌপদী তার অপমানের জন্য যেভাবে পঞ্চ পান্ডব আর দ্রোণ বিদুরের সমালোচনা করে, তাদের নিরবতাকে কটাক্ষ করে, তখন আমাদের মনে সাহিত্যের এক নিরব নারীবাদ কুসুম আলোর ছটার মত বিরাজ করে দেয়। সর্বপরি মহাকাব্য তার সাহিত্য রস মানুষের শৈল্পিক ক্ষমতা যা অন্য প্রাণী থেকে তাকে আলাদা করে দিয়েছে। এই চর্চার বিশেষ মহাত্ব আছে। শাহ আবদুল করিম বলেছেন, এই পৃথিবীটা একদিন বাউলের হবে। এই আশাবাদ আসলে পৃথিবীতে যুদ্ধ হানাহানি ঘৃণা বিদ্বেষের অবসানের। কারণ বাউল যুদ্ধ করে না। ঘৃণা করে না। জাত মানে না। তাই আমাদের স্টেফিন হকিং যেমন লাগবে, তেমন বাউলও লাগবে। যেসব বিজ্ঞানীদের চিকিত্সা বিজ্ঞানের আবিস্কার আমাদের বাঁচিয়ে রাখছে তারা আমাদের নমস্য। কিন্তু আমরা কেবল চিকিত্সা বিজ্ঞানের বই পড়ে ডাক্তার হলে রোগীর প্রতি সংবেদনশীল হতে পারবো না। ডাক্তার সাহিত্য পাঠক, সংগীত, শিল্পের অনুরাগী হলে অনেক মানবিকতা আশা করা যায়...। ডাক্তার ইঞ্জিনিয়াররা মাদ্রাসার মতই এক বইয়ের পাঠক। এটি খুবই চিন্তার বিষয়...।

জার্মান দার্শনিক ফ্রেডরিখ নিতশে প্রথম বিশ্বযুদ্ধের পর বলেছিলেন, ঈশ্বর মৃত। যুদ্ধের ভয়াবহতায় নির্বিকার ঈশ্বর যে মানুষের কাজে লাগে না এটা তারই স্বীকারোক্তি। কিন্তু নিতশের এই কথা মানবজাতি মেনে নিলেও যুদ্ধ যে ক্ষত তাদের হৃদয়ে রেখেছে তার উপশম হয় না। তখন তাদের হাত পাততে হয় এক বাঙালি কবির কাছে। গীতাঞ্জলির অনুবাদ ব্রিটেন, ইতালি, জার্মানি, জাপান, রাশিয়া, আমেরিকা... সমগ্র ইউরোপের ভগ্ন হৃদয়ের মানুষের সান্ত্বনা বয়ে আনে। আজ কেউ কল্পনা করতে পারবে না গীতাঞ্চলি পাশ্চত্যে কী গভীর প্রভাব রেখেছিল। এ জন্যই সাহিত্য দরকার।

না, আমি মনে করি না সাহিত্য জ্ঞান দান বা শিক্ষা দেয়ার উদ্দেশ্যে রচিত হয়। বা কোন নৈতিক শিক্ষার জন্য আমাদের সাহিত্য পড়তে হবে। সাহিত্যিকের কোন কমিটমেন্টও থাকতে নেই। রবীন্দ্রনাথ তো গীতাঞ্জলি যুদ্ধবিধ্বস্থ মানুষদের সান্ত্বনা দেয়ার জন্য লিখেননি। তিনি শিলাইদহের চিলেকোঠায় দিগন্ত বিস্তৃত হলুদ সর্ষে ক্ষেতের সমুদ্রের দিকে তাকিয়ে, ভগ্ন হৃদয়ের কবি, ব্যক্তি জীবনে একের পর এক মৃত্যু তাঁকে আঘাত করেছিল, সেখান থেকে যে সংগীত সান্ত্বনার মত করে বেজে উঠেছিল সেকথাই লিখেছিলেন। আমাদের পাঠক হৃদয় সেখান থেকেই সান্ত্বনা নিয়েছে...।

এই পৃথিবীটা আরো একটু জটিল হয়ে পড়ে যখন এক বইয়ের পাঠক বেশি হয়ে যায়। একজন পূর্ণাঙ্গ মানুষকে সব পড়তে হয়। বিজ্ঞান, ইতিহাস, দর্শন, সাহিত্য, ধর্ম, পুরাতত্ত্ব, মিথলজি...। নাস্তিকতার সঙ্গে মানবতাবাদ খুবই জরুরী। ম্যাকবেথের নাটকে তিনজন ডাইনি যে ভবিষ্যতবাণী করে সেটাই ফলেছিল ম্যাকবেথের জীবনে। এই অলৌকিকতা, ভূত প্রেত যুক্তিবাদী পাঠককে শেক্সপিয়র সাহিত্য বর্জন করতে বলে না। কারণ ম্যাকবেথ এক মহানুভব রাজাকে হত্যার পর তার হাতের রক্ত মুছতে পৃথিবীর সমস্ত সমুদ্রের জল খরচ করলেও সে রক্ত মুছছিল না। এটিই আমাদের নজর কাড়ে এটি আমাদের বুঝায় নরহত্যা কোন কিছুতে তামাদি হয়ে যায় না। কিংবা হ্যামলেটকে যখন তার বাবা ভূত হয়ে জানিয়ে দিয়ে যায় তাকে কানে বিষ ঢেলে হত্যা করেছে হ্যামরেটের বিমাতা, তখন পাঠক এটাকে কুসংস্কার হিসেবে দেখে না। বরং হ্যামলেট অনুতপ্ত রানীকে যখন বলেন, তোমার হৃদয়ের অন্ধকার অংশটুকু ফেলে দাও আর ভালো অংশটুকু নিয়ে বাঁচো- তখন আমরা জীবনে অনুপ্রেরণা পাই। এটাই সাহিত্য। নিউটনের যেমন আমাদের দরকার, তেমনি মার্কেজ দস্তয়ভস্তি মুরাকামিও দরকার।

আমার তরুণ যুক্তিবাদী বন্ধুদের উদ্দেশ্যে লিখিত।

লেখা -সুষুপ্ত পাঠক

সেপিয়েন্স বাংলা অনুবাদ পেতে নাম+ ঠিকানা + ফোন নাম্বার দিন...

Address

Dhaka

Telephone

+8801997734394

Website

Alerts

Be the first to know and let us send you an email when শুদ্ধস্বর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শুদ্ধস্বর:

Share