18/10/2024
মিরপুর ১০ মেট্রোরেল ঠিক করা হয়েছে আরো কয়েকটা মেট্রো স্টেশন থেকে যন্ত্রাংশ খুলে এনে। ওসব স্টেশনে নাকি যাত্রী চাপ কম। ওসব স্টেশনে সেবা সীমিত করে পাবলিককে বোঝানোর চেষ্টা চলছে আমরা কম টেকায় স্টেশন ঠিক করেছি। ঐ যন্ত্রাংশগুলো কেনার টেন্ডার কয়দিন পরেই পাওয়া যাবে। ওদিকে হাততালি দেখছি চরম আকারে পড়ছে। বাংলাদেশের নেতার দরকার না। দরকার ছিল রাখালের। সেই রাখালের দেখা বাংলাদেশ অবশেষে পেয়েছে।