Boosthobe

Boosthobe Boosthobe Is a Social media marketing Platform In Bangladesh.

24/06/2022
31/05/2022
ডিয়ার উদ্যোক্তা,  বুস্ট বার বার বন্ধ হয়ে যাচ্ছে? বুস্ট করে রিচ নেই? বা রিচ হলেও কাষ্টমার নেই?কারণ কী?হ্যাঁ প্রিয় উদ্যোক্...
14/05/2022

ডিয়ার উদ্যোক্তা,
বুস্ট বার বার বন্ধ হয়ে যাচ্ছে?
বুস্ট করে রিচ নেই? বা রিচ হলেও কাষ্টমার নেই?

কারণ কী?
হ্যাঁ প্রিয় উদ্যোক্তা কারণ এবং সমাধান দুটোই আছে আমাদের কাছে।
কুপন বা থ্রোসল্ড ব্যবহার করলে বুস্ট তো বার বার বন্ধ হবেই !

দামে কম পেয়ে হুমড়ি খেয়ে পড়ছেন না তো?
কুপন দিয়ে পেজের হেলথ নষ্ট করছেন না তো?
রিচ আছে সেল নেই?
পন্যের ধরণ অনুযায়ী টার্গেট করতে না পারলে সেলস হবেই না সিম্পল!
ধরুন, আপনার আটা প্রয়োজন আপনাকে চিনি অফার করলে কী নিবেন?
হ্যাঁ, ব্যাপারটা ঠিক এমনই যার যেটাতে ইন্টারেস্ট নেই তাকে সেটা অফার করলে কী সে সেটা নিবে?
এবার আপনি নিজেই ধরে ফেলেছেন?

ভোক্তার যে পন্য/সার্ভিস প্রয়োজন তার কাছেই রিচ করলেই সে সেটি ক্রয় করবে তাইনা?
আমরা ১০০% টার্গেটেড কাষ্টমারের কাছে রিচ করাবো আপনার পন্যটি।
তাই দাম নয় কাজের মান বিবেচনা করুন, হুমড়িখেয়ে সস্তার ভোগান্তি কিনতে যাবেন না!

'ব্যবসা আপনার'
'প্রচেষ্টা আমাদের'

বর্তমানে বিক্রয় বৃদ্ধির জন্য ফেসবুক বুস্ট খুবই কার্যকর।
আমরা বুস্টের মাধ্যমে আপনার পোষ্ট/পন্যটি পৌঁছে দেবো লাখো মানুষের কাছে, যার ফলে আপনার বিক্রয় বৃদ্ধি পেতে পারে কয়েক গুণ।
আমরা USD ডলার দিয়ে বিজ্ঞাপন দিয়ে থাকি।
যার ফলে আপনার পোষ্টটি সবচেয়ে বেশী রিচ/রেসপন্স হবে এবং আপনার SALE কয়েক গুণ বেড়ে যাবে।

সর্বনিম্ন ১০ ডলার থেকে আমাদের বিজ্ঞাপন বুস্টিং শুরু।
আমরা ফেসবুকের সকল রুলস মেন্টেইন করে বিজ্ঞাপন দিয়ে থাকি।
আমরা প্রডাক্ট অনুযায়ী সঠিক - ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট, বিহেভিয়ার
নির্ধারণ করে বুস্ট করি, যার ফলে আপনার পন্য অনুযায়ী সঠিক কাস্টমার পাবেন।

আমাদের সেবা সমূহ:

পেইজ প্রমোট
পোষ্ট ইনগেইজমেন্ট বুস্ট
ভিডিও বুস্ট
টার্গেটেড লোকেশন/জেলা ভিওিক বুস্ট করা হয়।
টার্গেটেড জেন্ডার বাছাইকরণ করার সুবিধা।
টার্গেটেড বয়স অনুযায়ী বুস্ট করা হয়।
প্রডাক্ট অনুযায়ী কি-ওয়ার্ড দিয়ে বুস্ট করা হয়।
_______________________
১০০% বৈধতার সঙ্গে আমাদের মাধ্যমে বিজ্ঞাপন দিন।
★সরকারের ভ্যাট, এবং ফেসবুক এর রিয়েল টাইম বিল পরিশোধ করে ফেসবুকে বিজ্ঞাপন দিন।

১০$ ডলার ১-৪ দিনের বুস্ট করার সুবিধা।
ফেসবুকে প্রমোট/বুস্ট করতে এখনই যোগাযোগ করুন।

বিস্তারিত জানতে আজই কল করুন -
Phone: 01911-519181

👉দৃষ্টি আকর্ষণঃ📢🚫 সস্তা বিজ্ঞাপনের প্রলোভনে পড়ে প্রতারণার শিকার হবেন না।➡ ইদানিং প্রায়ই দেখি ফেসবুকে বিজ্ঞাপন দিন ৫৫/৬০/...
12/05/2022

👉দৃষ্টি আকর্ষণঃ
📢🚫 সস্তা বিজ্ঞাপনের প্রলোভনে পড়ে প্রতারণার শিকার হবেন না।
➡ ইদানিং প্রায়ই দেখি ফেসবুকে বিজ্ঞাপন দিন ৫৫/৬০/৭৫/৮০/- টাকা করে প্রতি ডলার।
➡ আরও অনেক দেখি ১০,০০০ লাইক ১৫০০/২৫০০/৩০০০/- টাকা।
ইত্যাদি, ইত্যাদি।

শুরুতে বলি ভাই একটু থামেন আগে বুঝুন যেখানে প্রতিদিন এর গড় হিসেবে প্রতি ডলার USD $ বাংলাদেশী টাকায় ৮৫-৮৬+ টাকা। সেখানে কি করে আপনাকে ৬০/৮০ টাকায় বিজ্ঞাপন দিয়ে দিবে?? ⁉️

এর পর আসি পরের কথায় আপনি হয়তো ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ সরকার গত ০১-১২-২০১৯ ইং থেকে ফেসবুক, গুগল ইত্যাদি অনলাইন এডভাটাইজিং এর উপর ১৫% ভ্যাট আরোপ করেছেন। এবং উক্ত তারিখ হতে তা বাংলাদেশের সকল বিজ্ঞাপনদাতাকে পরিশোধ করতে হচ্ছে।

☑ এখন হিসেব করুন, ধরুন প্রতি ডলার গড়ে ৮৫/- এবং ভ্যাট ১৫/- তাহলে মোটঃ ১০০/- তাহলে বিজ্ঞাপন এর প্রতি ডলার পরলো ১০০/- করে।
💎 আচ্ছা এতো গেল আপনার খরচ তো যে বিজ্ঞাপন এজেন্সি এই বিজ্ঞাপন সার্ভিস দিবে আপনাকে তো সে কি খাবে? তার প্রফিট কই? যদি সর্বনিম্ন প্রফিট ও ধরি তবে ১৫%। এর নিচে কেউই এই সার্ভিস দিতে চাইলে সে বিজনেস এ টিকতে পারবেনা। কারণ অনেক ঝামেলা আছে এবং সার্বক্ষণিক লাইভ হেল্প সাপোর্ট অফিস খরচ, নিজের প্রফিট ইত্যাদি ইত্যাদি হিসেবে।

🚩 তাহলে মূল কথা হল কেউ যদি বিজ্ঞাপন এজেন্সি বা সার্ভিস প্রদান করে তবে তাকে সর্বনিম্ন প্রতি ডলার USD $ কমপক্ষে ১২০/- টাকা করে নিতে হবে।
(✅ আমাদের স্টার্টিং প্যাকেজ রেট প্রতি ডলারঃ ১২০/- টাকা।)

🚫 এবারে আসি ওই প্রতারকদের কথায় ওরা কি করে সহজে বলে দিচ্ছি।
(০১) ওরা কিছু সার্ভে সাইট এর আয় করা ফেসবুক কুপন (কানাডিয়ান, অট্রেলিয়ান) ডলারের কুপন দিয়ে বিজ্ঞাপন চালু করে যার ভ্যালু প্রতি ডলার ৫৮-৭১/- টাকা হয়ে থাকে।
(০২) ওরা অনেক অনেক ফেসবুক বিজ্ঞাপন একাউন্ট খুলে রেখে দেয়। এবং তাতে কিছু ফ্রি কুপন দিয়ে থাকে ফেসবুক থেকে (তবে তা পরবর্তীতে পরিশোধ করতে হয়) কিন্তু এই চিটাররা ওই বকেয়া বিল আর পরিশোধ করে না।
(০৩) এটি হচ্ছে ফেসবুক ক্রেডিট সিস্টেম বা লিমিট স্পেন্ড যা বিজ্ঞাপন একাউন্ট এ পেমেন্ট মেথড এড করার সময় ফেসবুক সেট করে দেয়। তা প্রাথমিক পর্যায়ে USD $2-25 পর্যন্ত হয়ে থাকে। এরা কি করে জানেন এই লিমিট দিয়ে আপনার বিজ্ঞাপন চালু করে দেয় কিন্তু পরবর্তীতে আর ওই বকেয়া বিল ফেসবুক কে পরিশোধ করে না। (এই লিমিট পেমেন্ট এর উপর ভিত্তি করে ১,০০০ ডলার পর্যন্ত হয়)
০৪। সর্বশেষ বলি আরও একটা পদ্ধতি ব্যবহার করে, অনলাইনে কিছু সার্ভে কাজ (ইনলিগেল সার্ভে) ভাওতাবাজি করে কিছু ভার্চুয়াল ভিসা গিফট কার্ড আয় করে। এগুলো দিয়ে কয়েক ডজন বিজ্ঞাপন একাউন্ট এ এড করে আপনার বিজ্ঞাপন রান করাবে। এটাই পরবর্তী কাল হয়ে দাঁড়ায়। ফেসবুক এর উপর খুব নজর রাখে।

🔄✅ মুলত কথা হলো ওরা সরকারের ভ্যাট পরিশোধ করবে কি ওরা তো ফেসবুকের বিল ই পরিশোধ করে না। তাই যেকোনো টাকায় ডলার লোভ দেখাতে পারে। যেখানে খরচই নেই সেখানে আবার লস কি? সবই তো লাভ। তাই লালে লাল কমলার বাপ।
👉 👍👍এর পর লাইক কেমনে বেসি দিবে বলে বা হয়। এর মূল কথা হল। এই প্রতারক রা কি করে জানেন ধরেন আপনি আপনার থিপিস বা শাড়ি বিক্রি করেন একটা পেজে এবং সেই পেজে লাইক দরকার। আপনি সস্তা দেখে তাদের অর্ডার দিলেন, এখন তারা কি করে এবার দেখুন তারা একটা ইসলামিক ছবি এবং লিখা দিয়ে আপনার পেজটি প্রমোট করে দিলো। (কাবা ঘরের ছবি বা কোরআনের? অথবা ভাল একজন সেলিব্রেটির ছবি এবং আকর্ষণীয় কিছু লিখা দিল (হতে পারে একজন নায়ক-নায়িকা বা ক্রিকেটার) তো আপনার পেজে ব্যবসার জন্য দরকার ফিমেল লাইক এবং যারা থ্রিপিস, বা শাড়ি কিনবে। কিন্তু সেখানে যারা লাইক দিলো তারা হয় ছেলে না গল্প বা উপন্যাস পড়ার ইচ্ছে অথবা ভাল ভাল মেয়েদের পিক পেতে লাইক দিয়েছে। এখন বুঝেন আপনার ব্যবসা কোথায় গিয়ে দাড়াবে? সেইম একই ভাবে অন্যান্য বিজনেস এর হিসেব মিলিয়ে নিন।
📝আসলে লিখে এতকিছু বুঝানো যায়না। তারপর ও সতর্ক করা চেষ্টা করলাম মাত্র। 👌
🔄 এছাড়াও ওই বাটপার গুলো আরও বিভিন্ন ধরনের কৌশলে প্রতারণা করে থাকে যেমন, পেজ মার্জ এবং বিভিন্ন এক্সচেঞ্জ।
👉👌কিন্তু ভাবতে পারেন তাতে আপনার কি?⁉️
↪তো জেনে নিন আপনার কি সমস্যা হতে পারে;
১। আপনার পেজের বিজ্ঞাপন এর টাকা যেহেতু পরিশোধ করেনি তাই যেকোনো সময় আপনার সখের পেজটি আনপাবলিশড/ব্লক করে দিবে।
০২। আপনার পেজে যদি মনিটাইজ অন থাকে তবে যেকোনো সময় তা অফ করে দিবে।
০৩। আপনার ব্যবসা/নিজের সঠিক তথ্য দিয়ে আর ফেসবুকে কোন কিছুই করতে পারবেন না। আবারও ব্লক/সাসপেন্ড ইত্যাদি হতে পারে।
০৪। আপনার পেজে আর কখনোই পেইড বিজ্ঞাপন-বুষ্ট বা প্রমোট করতে পারবেন না। আগে যে-ধরনের বিজনেস এর এড দিয়েছেন তেমন কোন এড ই আর এপ্রুভ হবেনা। (সাথে এড একাউন্ট নিষ্ক্রিয় তো ফ্রি) এবং চেষ্টা করা হলেও আপনার বা এজেন্সির বিজ্ঞাপন একাউন্ট গুলো ডিজাবেল করে দিবে।
০৫। আপনার পেজের বিজ্ঞাপন ডিউ এমাউন্ট যদি একেবারে বেশি হয়, যদি মনে করে আপনি বার বার তাদের নীতি লঙ্ঘন করেছেন। তবে আপনার বিরূদ্ধে আইনিপদক্ষেপ নিতে পারে। এবং আপনি গ্রেপ্তার ও হতে পারেন।।
০৬। যদি অনেক ভার্চুয়াল কার্ড বা একাউন্ট থেকে আপনার বিজ্ঞাপন চালায় তবে এতে আপনার পেজে ফেস'বুক বিভিন্ন কার্ড এবং কারেন্সি থেকে বিজ্ঞাপন এর রিপোর্ট পাবে (Unusuall Activists)। একসময় আপনার মনিটাইজ বা পেইজ ই ব্লক করে দিবে। আর আপনার বিজনেস সারাজীবনের জন্য শেষ। সুতরাং এখনই সাবধান হউন।
🖊️নোটঃ এখানে মাত্র কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে।
🎈সর্বশেষ এ একটা কথা, একবার সস্তায় মার্কেটিং করতে গিয়ে আজীবন এর তরে বিজনেসটা কেনই বা জেনে শুনে নষ্ট করবেন?
________________________________
১০০% বৈধতার সঙ্গে আমাদের মাধ্যমে বিজ্ঞাপন দিন।
★সরকারের ভ্যাট, এবং ফেসবুক এর৷ রিয়েল টাইম বিল পরিশোধ করে ফেসবুকে বিজ্ঞাপন দিন।
১৫% ভ্যাট এবং আমাদের সার্ভিস চার্জ সহ প্রতি ডলারঃ ১২০/- টাকা। ১০ হাজারের উপরে বিজ্ঞাপনে ১০% ছাড়।
/

➡বিস্তারিত যোগাযোগ করুনঃ
boosthobe.com
ফোনঃ
✆ 01911-519181 (এডমিন)
✆ 01552-493484 ( অফিস )
(24 Hours Available)
~~~~~~~~~~~~~~~~~~~~
আমাদের সকল সার্ভিস সম্পর্কে জানতে ভিজিট করুনঃ
www.boosthobe.com

মাস্টার কার্ড ভিসা কার্ডের ঝামেলা শেষ এখন নিজের বুস্ট নিজে করুন বিকাশ, রকেট ও নগদ দিয়ে  একটি বাংলাদেশী ওয়েবসাইট যা আপন...
26/04/2022

মাস্টার কার্ড ভিসা কার্ডের ঝামেলা শেষ
এখন নিজের বুস্ট নিজে করুন বিকাশ, রকেট ও নগদ দিয়ে

একটি বাংলাদেশী ওয়েবসাইট যা আপনাদের মাঝে সকল ধরনের সোশ্যাল মিডিয়া সার্ভিস নিয়ে এসেছে।
এই সাইটে আপনি যা যা সার্ভিস পাচ্ছেন -

ইউটিউব মনিটাইজেশন প্যাকেজ
ফেসবুক মনিটাইজেশন প্যাকেজ
 ফেসবুক ফলোয়ার
 ফেসবুক পেইজ লাইক & ফলোয়ার
 ফেসবুক পোষ্ট লাইক & রিয়েক্ট
 ফেসবুক গ্রুপ মেম্বার
 ইন্সটাগ্রাম ফলোয়ার
 ইন্সটাগ্রাম ভিউ
 টিকটক লাইক & ফলোয়ার
 টিকটক ভিডিও ভিউ
এছাড়া আরও অসংখ্য সার্ভিস নিয়ে আমাদের ওয়েবসাইটটি সাজানো হয়েছে।
Helpline: Whatsapp 01911519181 ( Don't call )

25/04/2022
Bangladeshi Social Media Marketing Website boosthobe.comSign-up now and order the package you needAny query Plz Whatsapp...
25/04/2022

Bangladeshi Social Media Marketing Website
boosthobe.com

Sign-up now and order the package you need
Any query Plz Whatsapp - 01911519181 (Don't Call)

মাস্টার কার্ড ভিসা কার্ডের ঝামেলা শেষ এখন নিজের বুস্ট নিজে করুন বিকাশ, রকেট ও নগদ দিয়ে  একটি বাংলাদেশী ওয়েবসাইট যা আপন...
25/04/2022

মাস্টার কার্ড ভিসা কার্ডের ঝামেলা শেষ
এখন নিজের বুস্ট নিজে করুন বিকাশ, রকেট ও নগদ দিয়ে

একটি বাংলাদেশী ওয়েবসাইট যা আপনাদের মাঝে সকল ধরনের সোশ্যাল মিডিয়া সার্ভিস
এই সাইটে আপনি যা যা সার্ভিস পাচ্ছেন -
ইউটিউব মনিটাইজেশন প্যাকেজ
ফেসবুক মনিটাইজেশন প্যাকেজ
 ফেসবুক ফলোয়ার
 ফেসবুক পেইজ লাইক & ফলোয়ার
 ফেসবুক পোষ্ট লাইক & রিয়েক্ট
 ফেসবুক গ্রুপ মেম্বার
 ইন্সটাগ্রাম ফলোয়ার
 ইন্সটাগ্রাম ভিউ
 টিকটক লাইক & ফলোয়ার
 টিকটক ভিডিও ভিউ
এছাড়া আরও অসংখ্য সার্ভিস নিয়ে আমাদের ওয়েবসাইটটি সাজানো হয়েছে
WhatsApp - 01911519181

01/04/2022

Address

Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Boosthobe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share