
24/06/2025
একটি গ্রামে ছিল একটি বড় খামার। সেই খামারে অনেকগুলো গরু থাকলেও, তাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান ছিল লালচে রঙের একটি গরু, যার নাম ছিল রাঙ্গা।
রাঙ্গা শুধু শক্তিশালীই ছিল না, সে ছিল দয়ারও প্রতীক। যখন খামারের অন্য গরুগুলো লড়াই করত খাবার নিয়ে, তখন রাঙ্গা সবাইকে শান্ত করতে চেষ্টা করত।
একদিন, খামারের দরজা হঠাৎ খুলে যায়। সুযোগ বুঝে একটি ছোট বাছুর খামার থেকে বেরিয়ে রাস্তার দিকে দৌড়ে যায়। সবাই ভয় পেয়ে যায়—কেউই জানে না কী করবে।
তখন রাঙ্গা কোনো দ্বিধা না করে ছোট বাছুরটির পেছনে ছুটে যায়। সে তার শিং দিয়ে খুব সতর্কভাবে বাছুরটিকে ঘুরিয়ে আবার খামারের ভেতর নিয়ে আসে। সবাই রাঙ্গার বুদ্ধি আর সাহস দেখে অভিভূত হয়ে যায়।
খামারের মালিক তখন ঘোষণা করেন,
“আজ থেকে রাঙ্গা হবে আমাদের খামারের রোল মডেল। যে শুধু শক্তি নয়, হৃদয় দিয়ে বাঁচে।”