21/03/2025
আসালামু আলাইকুম,আজ বৃহস্পতিবার, প্রবাসী যুব সমাজ আয়োজিত ইফতার আয়োজোনে আপনাদের অনেকেরই অংশগ্রহনের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি এলাকার যারা মুরব্বি ও অভিবাবক থেকে শুরু করে ছোটদের ও মাদ্রাসার ছাত্রদের একসাথে নিয়ে, এক প্লেটে ইফতারের আয়োজন করা। আলহামদুলিল্লাহ তা সম্ভব হয়েছে। এ আয়োজনে HM Naimur Rahman Sakil শাকিল ভাই, বড় ভাই মো:সফিউদ্দিন(সভাপতি মাদ্রাসা) ও আমি সর্বোচ্চ চেষ্টা করেছি যে ভূলের উর্দ্বে থাকার জন্য ও সুষ্ঠ ভাবে পরিচালনা করা। তার পরও যদি আমাদের মেহমনদারীতে কোনো ভুলত্রুটি থেকে থাকে, আমরা যেহেতু আপনাদেরই সন্তান আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন।সামনে বছর গুলো যেন আরো ভালো ও বৃহৎ পরিসরে করতে পারি ইনশাআল্লাহ(চেষ্টা করব) আমাদের জন্য দোয়াকরবেন আর উৎসাহ দিয়ে পাশে থাকবেন।
যাদের সম্পর্কে না বললেই নয়-তাদের কে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই, আমার উপর বিশ্বাস করে - আমাদের ইফতার কে পূর্ণতাদানকরেছে,তন্মোধ্য
শরীফ চাচা, বন্ধু আবু সাঈদ,রুবেল ভাই, সাইফুল ভাই, বন্ধু মেহেদী, রিসাল,মামুন ভাই,বন্ধু অন্তর, কাউসার, দিলভার ভাই, জাহিদুল ভাই, রাসেদ বন্ধু, কাউসার বন্ধু,কাউসার ভাই, ফরহাদ ভাই,ইমন বন্ধু, ইয়াসিন বন্ধু, মামুন বন্ধু ও সজিব মধ্যের চর, শাকিল ভাই,সাজ্জাদ বন্ধু, আরো ছিলেন ছোটভাই আরিফ ও তার বন্ধুরা