04/09/2025
🔲 প্রতি আরবী মাসের ১৩, ১৪ এবং ১৫ তারিখ রোজা রাখা সুন্নত। এই রোজাকে আইয়্যামে বীজের রোজা বলা হয়। এই রোজা রাখার দ্বারা পূর্ণ ১ মাস নফল রোজা রাখার সওয়াব লাভ করা যায়। আর প্রতি মাসে ৩ দিন রোজা রাখা হলে পূর্ণ ১ বছর নফল রোজা রাখার সওয়াব লাভ করা যাবে ইন শা আল্লাহ। [সুনানে তিরমিযি, হাদীস নং- ২৪৪৯]