
16/08/2025
নব্বই দশকের বিতর্ক প্রতিযোগিতার সেই পরিচিত মুখ – রেবেকা শাফি! 🌟
বন্ধুরা, ছবিতে যাকে দেখছেন, তাকে কি মনে আছে? 😮
হ্যাঁ, তিনিই রেবেকা শাফি — যিনি একসময় বাংলাদেশ টেলিভিশনের (BTV) বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে সবার মন জয় করেছিলেন।
কিন্তু আজ তিনি কোথায় আছেন? তার যাত্রাপথ জানলে রীতিমতো হতবাক হয়ে যাবেন!
📍 শিক্ষাজীবন (বাংলাদেশ)
👉 SSC ও HSC সম্পন্ন করেছেন Holy Cross থেকে।
👉 BUET-এ ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিলেন।
👉 কিন্তু Caltech থেকে অফার পাওয়ায় BUET-এ ভর্তি হননি।
👉 এরপর শুরু হয় তার আন্তর্জাতিক সাফল্যের যাত্রা, যা তার সিভি-তে ভরপুর সাফল্যের সাক্ষ্য দেয়।
📍 পারিবারিক পটভূমি
রেবেকার পরিবারটিই যেন এক উজ্জ্বল নক্ষত্রমালা ✨
🔥 বোন: Fariel Shafee
S.B. (MIT) — Major in Physics & Mathematics
Ph.D. in Physics (Princeton University)
🔥 মা: Dr. Sultana Shafee
পূর্ব পাকিস্তান মাধ্যমিক বোর্ডে মেট্রিকে Top Female School-Leaver (Gold Medal) 🏅
I.Sc. (ঢাকা বিশ্ববিদ্যালয়): মেধা তালিকায় ৭ম
B.Sc. (Hons) Physics (DU): প্রথম শ্রেণি
M.Sc. Physics (DU): প্রথম নারী হিসেবে First in First Class 💪
Ph.D. in Theoretical Particle Physics (Cavendish Lab, Cambridge University)
Fellow, Girton College, Cambridge
অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯৭৭–২০১১)
বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির সেক্রেটারি, ভাইস-প্রেসিডেন্টসহ বহু আন্তর্জাতিক পদে দায়িত্ব পালন
🔥 বাবা: Dr. Ahmed Shafee (Stephen Hawking-এর সহপাঠী ছিলেন!)
মেট্রিক ও I.Sc.-এ পূর্ব পাকিস্তানে শীর্ষস্থান 🥇
B.Sc. Physics (DU): সর্বোচ্চ নম্বরের রেকর্ড
Ph.D. in High Energy Physics (Cambridge University)
প্রতিষ্ঠাতা-পরিচালক, Institute of Information Technology (DU)
সাবেক চেয়ারম্যান, পদার্থবিজ্ঞান বিভাগ, DU
বহু বছর The Physicist জার্নালের সম্পাদক
বর্তমানে উপাচার্য, East West University
💡 শেষ কথা
রেবেকা শাফির গল্প প্রমাণ করে — একটি ভালো পরিবার ও অনুকূল পরিবেশ তরুণ প্রজন্মকে কত দূর এগিয়ে নিতে পারে। 🌍
কিন্তু দুঃখজনকভাবে, আমাদের দেশ এখনো মেধাবীদের ধরে রাখতে ব্যর্থ। আমরা পরিবার ও সমাজের বাঁধা গণ্ডি থেকে বের হতে ভয় পাই। Think Outside the Box এখনো আমাদের কাছে অচেনা বিষয়।
👉 যতদিন না আমরা মানসিকতার পরিবর্তন আনতে পারব, ততদিন রেবেকার মতো প্রতিভারা দেশের হয়ে নয়, বিদেশের হয়ে আলো ছড়াবে।
💬 আপনি কি তখনকার বিতর্ক প্রতিযোগিতায় রেবেকাকে মনে করতে পারেন?
আপনার মতামত জানাতে ভুলবেন না ✍️