17/11/2022
ফ্রিলান্সিং কি?
🔥ফ্রিল্যান্সিং এর ডিমান্ড বা গ্রোথ নিয়ে বলতে গেলে..!🔥
👩🏫১/ ফ্রীলান্সাররা অনলাইন জগতে দক্ষ, কারণ পৃথিবীর ৯০% বেশি কাজ আইটি নির্ভর।
👩🏫২/ ফ্রিল্যান্সারদের স্বাধীন জীবন, তারা কাজ করে আনন্দ পায়।
👩🏫৩/ ইন্টারন্যাশনাল বন্ধুত্ব হয় অনেকের সাথে।
👩🏫৪/ ফ্রিল্যান্সাররা তাদের পরিবারের সাথে বেশি সময় দিতে পারে,যা সবচেয়ে বড় অবদান।
👩🏫৫/ ফ্রিল্যান্সারদের ইনকাম দিন দিন বাড়ে ও লেগে থাকলে সফলতা আসে।
👩🏫৬/ তারা খুবই ধৈর্যশীল হয় ও বহুদূর যাবার আগ্রহ বাড়ে কাজের ওপর নির্ভর করে।
👩🏫৭/ তারা অন্যকেও কাজ করতে উৎসাহী করে এবং কাজের গ্রোথ সম্পর্কে অন্যান্যদের সহযোগিতা করে।
👩🏫৮/ ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতে গিয়ে অনেক দেশের সংস্কৃতি জানতে পারে।
👩🏫৯/ফ্রিল্যান্সিং এর কিছু সেরা কাজ তারা নিজেরাই পছন্দ করে নেয় কে কোন ডিপার্টমেন্ট নিয়ে কাজ করবে।