It's Emon

It's Emon it's Emon নিয়মিত পোষ্ট আপনার টাইম লাইনে পেতে ফলো করুন
আপনার কাছে থাকা যেকোন স্টোরি শেয়ার করতে পারেন

গবেষণায় দেখা গেছে, উটের চোখের পানিতে থাকা ন্যানোবডি ২৬ প্রজাতির সাপের বিষকে নিষ্ক্রিয় করতে সক্ষম। এর মধ্যে অত্যন্ত বিষাক...
10/07/2025

গবেষণায় দেখা গেছে, উটের চোখের পানিতে থাকা ন্যানোবডি ২৬ প্রজাতির সাপের বিষকে নিষ্ক্রিয় করতে সক্ষম। এর মধ্যে অত্যন্ত বিষাক্ত ভাইপার সাপও রয়েছে, যা পৃথিবীর অন্যতম প্রাণঘাতী সাপের একটি।

এছাড়া এই উটের ন্যানোবডিগুলো গ্রামের প্রত্যন্ত এলাকায় ব্যবহারের উপযোগী এবং এটা ঘোড়া থেকে তৈরি অ্যান্টিভেনমের তুলনায় অনেক বেশি সুবিধাজনক।

বাংলাদেশে প্রতি বছর প্রায় চার লক্ষ মানুষ সাপের কামড়ের শিকার হন এবং প্রায় ৭,৫০০ জন মারা যান। এছাড়া সাপের কামড়ে আক্রান্তদের মধ্যে ১০.৬% শারীরিক এবং ১.৯% মানসিক জটিলতা দেখা যায়।

দুইজন অনলাইন টিচার ক্লাস চলাকালীন সময়ে ভুলবশত নিজেদের মধ্যে মি*লিত হয়েছে সেইটা আসলে চিন্তার একটা বিষয়।কিন্তু তার থেকে...
10/07/2025

দুইজন অনলাইন টিচার ক্লাস চলাকালীন সময়ে ভুলবশত নিজেদের মধ্যে মি*লিত হয়েছে সেইটা আসলে চিন্তার একটা বিষয়।

কিন্তু তার থেকেও চিন্তার বিষয় হচ্ছে এরা দুইজন অবিবাহিত এবং একটা স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। তাহলে বুঝতে পারতেছেন দেশের বিশ্ববিদ্যালয় গুলোর কি অবস্থা?
আবার মেয়েটি ধ*র্মিয় লে*বাসধারী এক ভ*ন্ড।

বর্তমান কালচারের সাথে আপনি ভবিষ্যতে
না দিতে পারবেন একজন ভালো বাবা,
না দিতে পারবেন একজন ভালো মা ,
আর না দিতে পারবেন একজন ভালো শিক্ষক!!

#ছাত্র #ছাত্রী #শিক্ষা #অশ্লীলতা

বুড়া গুলার এমন করে কখন জানেন?যখন কোন কাজ থাকে নাতখন পোলাপান এর মত করে। যদি কাজ করে জীবন যাপন করা লাগতোতাহলে মাথায় চিন্তা...
10/07/2025

বুড়া গুলার এমন করে কখন জানেন?
যখন কোন কাজ থাকে না
তখন পোলাপান এর মত করে।

যদি কাজ করে জীবন যাপন করা লাগতো
তাহলে মাথায় চিন্তা থাকতো
কি পায় কি খরচ করে।

রাজনিতি করে টাকা ইনকাম করে জীবন যাপন করবে আর দুষ্টুমি করবে।

#বাংলাদেশ #রাজনিতি

এটাই বাংলাদেশ কোটা নিয়ে এতো সমস্যাএখন যে কোটা ডাবল হইছে সেটার কি হবেআগে ছিলো ৭১ এর মানুষের জন্য কোটাআর এখন ২৪ শে মানুষের...
10/07/2025

এটাই বাংলাদেশ
কোটা নিয়ে এতো সমস্যা
এখন যে কোটা ডাবল হইছে সেটার কি হবে

আগে ছিলো ৭১ এর মানুষের জন্য কোটা
আর এখন ২৪ শে মানুষের জন্য কোটা

আর এই সুভিধা গুলা কিছু পরিচিত মুখ ছাড়া আর কেউ এই পাবে না।

জুলাই আগস্ট এ ছাত্ররা ছাড়াও অনেক সাধারণ মানুষ মারা গেছে যারা আন্দোলন এ যোগ দেয় নাই।

জিবনের তাগিদ এ বের হয়েছিলো রাস্তায়
আর লাশ হয়ে ফিরতে হয়েছে বাসায়।

তাদের কি দোষ ছিলো বলতে পারেন?
ওরা জিবনের তাগিদ এ রাস্তায় বের হয়েছিলো
এটাই ছিলো তাদের বড় দোষ।

কয়জন ছাত্র মারা গেছে আহত হইছে এই গুলা সবার চোখে পরে বলে আর এদের মাঝে হারিয়ে যায় সাধারণ মানুষ গুলা।

এসব এর জন্যই তো এতো কিছুতাহলে হয়ে যাক আবার এক দফালাগা আন্দোলন 🤣
10/07/2025

এসব এর জন্যই তো এতো কিছু
তাহলে হয়ে যাক আবার এক দফা
লাগা আন্দোলন 🤣

09/07/2025

বিনামূল্যে এক #জিবি #ডেটা পাবেন সব অপারেটরের গ্রাহক

09/07/2025

পাত্রী দেখতে ভাবিকে কখনো পাঠাবেন না! কারন সে চাইবেনা তার চেয়ে সুন্দরী কেউ ঘরে আসুক!

স্বামীর হা*র্টে সার্জারি চলছে, বউ তীক্ষ্ণ মনোযোগের সহিত দেখছে ঐ হার্টের ভিতরে অন্য নারী আছে কিনা।🤣সংগৃহীত!
09/07/2025

স্বামীর হা*র্টে সার্জারি চলছে, বউ তীক্ষ্ণ মনোযোগের সহিত দেখছে ঐ হার্টের ভিতরে অন্য নারী আছে কিনা।🤣
সংগৃহীত!

বাংলাদেশ এ বন্যা মানেকিছু মানুষের জীবন বিলাসিতাছাত্র ছাত্রী গুলা কই এখনি সুযোগজনগণ এর থেকে বন্যা টাকা তুলে একাউন্ট এ রেখ...
09/07/2025

বাংলাদেশ এ বন্যা মানে
কিছু মানুষের জীবন বিলাসিতা

ছাত্র ছাত্রী গুলা কই এখনি সুযোগ
জনগণ এর থেকে বন্যা টাকা তুলে একাউন্ট এ রেখে দেয়ার।

#বন্যা

যমুনা টিভি তে একবার বলেছিলো সে ছাত্র ছাত্রী পড়িয়ে মাসে লাখ লাখ টাকা ইনকাম করেআর এখন জনগণ এর টাকা চায় 🤣
09/07/2025

যমুনা টিভি তে একবার বলেছিলো সে ছাত্র ছাত্রী পড়িয়ে মাসে লাখ লাখ টাকা ইনকাম করে
আর এখন জনগণ এর টাকা চায় 🤣

09/07/2025

একটা ছেড়ে আরেকটা ধরার জেনারেশনে, আমি এখনো কাউরেই ধরতে পারলাম না!

09/07/2025

নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে বিয়ে করো, সে তোমাকে অনেক মূল্য দিবে!

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when It's Emon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to It's Emon:

Share