
10/07/2025
গবেষণায় দেখা গেছে, উটের চোখের পানিতে থাকা ন্যানোবডি ২৬ প্রজাতির সাপের বিষকে নিষ্ক্রিয় করতে সক্ষম। এর মধ্যে অত্যন্ত বিষাক্ত ভাইপার সাপও রয়েছে, যা পৃথিবীর অন্যতম প্রাণঘাতী সাপের একটি।
এছাড়া এই উটের ন্যানোবডিগুলো গ্রামের প্রত্যন্ত এলাকায় ব্যবহারের উপযোগী এবং এটা ঘোড়া থেকে তৈরি অ্যান্টিভেনমের তুলনায় অনেক বেশি সুবিধাজনক।
বাংলাদেশে প্রতি বছর প্রায় চার লক্ষ মানুষ সাপের কামড়ের শিকার হন এবং প্রায় ৭,৫০০ জন মারা যান। এছাড়া সাপের কামড়ে আক্রান্তদের মধ্যে ১০.৬% শারীরিক এবং ১.৯% মানসিক জটিলতা দেখা যায়।