Creative Lk Zone

Creative Lk Zone আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ

বৃষ্টির দিনে একজন দিনমজুরের জীবনে কষ্ট ও সংগ্রামের সীমা থাকে না। রাষ্ট্র ও সমাজের উচিত তাদের জন্য বর্ষাকালীন সহায়তা ও নি...
09/07/2025

বৃষ্টির দিনে একজন দিনমজুরের জীবনে কষ্ট ও সংগ্রামের সীমা থাকে না। রাষ্ট্র ও সমাজের উচিত তাদের জন্য বর্ষাকালীন সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করা। শুধুমাত্র প্রকৃতি নয়, মানবিক সহযোগিতাও হতে পারে তাদের আশার আলো।

Motijheel area.

সুবহানাল্লাহ। ❤️❤️❤️
09/07/2025

সুবহানাল্লাহ। ❤️❤️❤️

🌴🌴🌴 “আমি শুধু গাছটা বিক্রি করেছিলাম... আমি জানতাম না এত প্রাণ মরবে…”ঝালকাঠির পূর্ব গুয়াটন গ্রামেএকটা তালগাছ ছিল,যেটার প্...
06/07/2025

🌴🌴🌴 “আমি শুধু গাছটা বিক্রি করেছিলাম... আমি জানতাম না এত প্রাণ মরবে…”
ঝালকাঠির পূর্ব গুয়াটন গ্রামে
একটা তালগাছ ছিল,
যেটার প্রতিটি পাতায়, প্রতিটি শাখায়
নির্মাণ হয়েছিল শত শত বাবুই পাখির ঘর।
সেই ঘরে ছিল ডিম, ছিল ছানা, ছিল তাদের ছোট্ট সুখের জীবন।

সেই গাছটা—
মোবারক আলী ফকির নামের এক ব্যক্তি বিক্রি করে দেন।
মিজানুর রহমান ও ফারুক হোসেন নামের দুইজন শ্রমিক সেই গাছটা কে/টে ফেলেন।

তারা জানতো না,
গাছ কাটার শব্দ মানেই—
শত শত ছানার শেষ চিৎকার,
ডিমের ভাঙা খোলস আর মৃ/ত মা পাখির উড়ালহীন কান্না।

কেউ বললো,
“একটা গাছ কেটেছে, এতো কিছু কেন বলছো?”
তাদের বলি—

এই একটা গাছেই ছিল ১৫০+ বাবুই বাসা।
একেকটা বাসা মানে একেকটা ঘর।
যেখানে ছোট্ট মা পাখিটা প্রতিদিন তার ছানাগুলোকে ঠোঁটে করে খাবার এনে খাওয়াতো।
এখন সেই বাসা গুঁড়িয়ে পড়ে আছে মাটিতে।
ছানাগুলোর নিথর দেহ ঠান্ডা হয়ে গেছে।
আর পাখিরা শুধু চক্কর দিয়ে যাচ্ছে…
শুধু খুঁজছে তার হারিয়ে যাওয়া ঘরটাকে। 🕊️💔

আর আশেপাশে?
কিছু মানুষ দেখছিলো। কেউ দাঁড়িয়ে হেসে হেসে বলছিলো,
“এইগুলা আবার পাখির ঘর?”

আমরা কি এতটাই অনুভূতিহীন হয়ে গেছি?
একটা গাছ মানেই শুধু কাঠ না।
সেটা অনেকের জন্য জীবন।
প্রকৃতির আশ্রয়। জীববৈচিত্র্যের নিরাপদ ঘর।

⚖️ এখন কী হচ্ছে?

এই ঘটনার পর দুটি মামলা হয়েছে—
✅ একটি গাছ কাটার অপরাধে
✅ আরেকটি পাখি হত্যা ও বাসা ধ্বংসের জন্য

মোবারক ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে

অন্যদের বিরুদ্ধে বন বিভাগ ব্যবস্থা নিচ্ছে

📣 আসুন আমরা মানুষ হই।
আর গাছ কাটার আগে একবার ভাবি—
একটা ঘর না ভাঙলেও তো চলে…

🔁 এই পোস্টটা শেয়ার করুন,
যেন আর কোনো গাছের সাথে পাখিদের স্বপ্ন না কাঁদে।
সকল প্রাণীদের ই তাদের বাচ্চার জন্য অনুভূতি হয়।

📍স্থান: পূর্ব গুয়াটন, ঝালকাঠি
📅 সময়: ২৭–২৮ জুন ২০২৫

চীনের নদী পাহাড়া দিচ্ছে AI মাছভাবুন তো, নদীর পানির নিচে সাঁতরে বেড়াচ্ছে ছোট ছোট মাছ। কিন্তু ওগুলো আসলে মাছ নয়—রোবট! চী...
06/07/2025

চীনের নদী পাহাড়া দিচ্ছে AI মাছ
ভাবুন তো, নদীর পানির নিচে সাঁতরে বেড়াচ্ছে ছোট ছোট মাছ। কিন্তু ওগুলো আসলে মাছ নয়—রোবট! চীনে শুরু হয়েছে এক প্রযুক্তিগত বিপ্লব যেখানে বায়োনিক মাছ ব্যবহার করে বিশুদ্ধ করা হচ্ছে নদীর দূষিত পানি।

এই ছোট রোবট মাছগুলো দেখতে একদম আসল মাছের মতো। এগুলো বানিয়েছে চীনের উহান বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। দৈর্ঘ্যে প্রায় ৫৩ সেন্টিমিটার, মাথা ও লেজে রয়েছে দুটি চলনক্ষম জয়েন্ট। এদের চলাফেরা, সাঁতার কাটা একেবারে জীবন্ত মাছের মতো। কিন্তু সবচেয়ে বিস্ময়কর দিক হলো, এরা কাজ করছে চীনের দীর্ঘতম নদী Yangtze River-এ পানির মান বিশ্লেষণ এবং দূষণ নিয়ন্ত্রণে।

এই বায়োনিক মাছগুলোর ভিতরে আছে স্মার্ট সেন্সর, LED আলো এবং AI সিস্টেম। তারা পানির pH, তাপমাত্রা, দ্রবীভূত অক্সিজেন, এমনকি রাসায়নিক দূষণের উপস্থিতি শনাক্ত করতে পারে। তারা পানির গভীরে গিয়ে নিজে থেকেই খুঁজে বের করে কোথায় দূষণ বেশি, কোথায় পানির মান খারাপ। তারপর সেই তথ্য পাঠিয়ে দেয় রিয়েল টাইমে গবেষকদের কাছে, যেন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যায়।

কপিপোস্ট

এই ছবিটা চ্যাটজিপিটিকে দিয়ে জিজ্ঞেস করছিলাম এই ট্রাকে আনুমানিক কয়টা ডাব আছে? চ্যাট জিপিটি হিসাব নিকাশ করে কইলো ২১০০ থেকে...
03/07/2025

এই ছবিটা চ্যাটজিপিটিকে দিয়ে জিজ্ঞেস করছিলাম এই ট্রাকে আনুমানিক কয়টা ডাব আছে?

চ্যাট জিপিটি হিসাব নিকাশ করে কইলো ২১০০ থেকে ২১৫০ টার মতো হবে।

এরপর ট্রাকের মালিককে জিজ্ঞেস করলাম, মালিক তার খাতা দেখে কইলো মোট ২১৭৫ টা।

দুনিয়া কই চলে যাচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স কতো এগিয়ে যাচ্ছে, ভাবা যায় !

C

গোবরে ফুটে থাকা পদ্মও  অনেক সময় সফলতার জানান দেয়।
03/07/2025

গোবরে ফুটে থাকা পদ্মও অনেক সময় সফলতার জানান দেয়।

গতকালের পো-স্ট ছড়িয়ে পড়ার পর অনেকেই এগিয়ে এসেছেন।সহকর্মী জানালেন, তিনি মহিলাটিকে বাচ্চাসহ খুঁজে পেয়েছেন, বাসা ও কর্মস্থল...
01/07/2025

গতকালের পো-স্ট ছড়িয়ে পড়ার পর অনেকেই এগিয়ে এসেছেন।
সহকর্মী জানালেন, তিনি মহিলাটিকে বাচ্চাসহ খুঁজে পেয়েছেন, বাসা ও কর্মস্থলে গিয়ে কথা বলেছেন। NID ও টিকা কার্ড দেখে নিশ্চিত হয়েছেন, তিনিই বাচ্চার মা।

তিনি যে এক রুমের ঘরে থাকেন তার ২০০০ টাকা মাসিক ভাড়া, এবং বর্তমানে ৩০০০ টাকা বাকি পড়ে গেছে। ফলে কেয়ারটেকার তাকে বাসা ছাড়ার কথা বলেছে। তিনি বাচ্চা নিয়ে কিছুদিন ধরেই রাস্তায় দিন কাটাচ্ছিলেন। কেয়ারটেকারের কাছ থেকে বাড়ির মালিকের নাম্বার নিয়ে পুরো ঘটনা জানালে সৌভাগ্যক্রমে, বাড়ির মালিক ৩০০০ টাকা মওকুফ করে দিয়েছেন। এছাড়াও, তিনি যে বাসায় কাজ করেন, তারা প্রতিদিন ৩ বেলা খাবারের ব্যবস্থা করেছেন।

মহিলার স্বামীর সাথে বাচ্চার ৬ মাস বয়সের পর থেকে কোনো যোগাযোগ নেই, এবং তার আরেকটি ছেলে এ-তি-মখানায় থেকে মাদ্রাসায় পড়ে।

আলহামদুলিল্লাহ, তিনি এখন নিরাপদে আছেন ❤️

©

যারা শহীদ হয়েছেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি।
01/07/2025

যারা শহীদ হয়েছেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি।

29/06/2025

পুরো একটা জেনারেশন পাগল হয়ে গেছে বিকাশে ২ হাজার টাকার জন্য...
🐸🐸

28/06/2025

ঘরে বসে কিভাবে যেকোনো ক্রিয়েটিভ ভিডিও তৈরি করবেন

28/06/2025

সবচেয়ে সস্তায় সবচেয়ে ভালো মানের ব্লুটুথ ডিভাইস।

শুভ জন্মদিন বাংলাদেশের প্রিয় লিডার।
27/06/2025

শুভ জন্মদিন বাংলাদেশের প্রিয় লিডার।

Address

Kodomtoli Merajnagar Dhaka 1362
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Creative Lk Zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share