Maruf

Maruf Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Maruf, Digital creator, ময়মনসিংহ, Dhaka.

12/09/2024

তুমি কেনো করেছ মিথ্যে অভিনয় 😭

゚viralシ ゚viralシ




GGogon SaKibSGogon SaKibMMaruf@

07/09/2024

Facebook :- আমি সব জানি.. 🤨

Messenger :- আমার কাছে সব প্রমান আছে..😏

Google :- আমার কাছে যা চাইবে তাই পাবে.. 😎

Internet :- আমি ছাড়া তোরা কিছুই না..🥱

Charger :- আওয়াজ নিচে..😒

*লে কারেন্ট :- আমি ছাড়া তোদের কোনো অস্তিত্বই নেই,,🌚🐸😂
🤣🤣👀 ゚viralシ

07/09/2024

বাঙালি চেনার কিছু বৈশিষ্ট্য..

০১. চা খাবে টোস্ট, বিস্কুট ডুবিয়ে।

০২. বেডের তলায় সারিসারি পুরনো পেপার ঢুকিয়ে রাখবে।

০৩. টয়লেটের ফ্লোরে পেশাব করে দেবে।

০৪. স্ত্রী ঘুমাবে দেয়ালের দিকটায় ঘেঁষে।

০৫. ঝাড়ু থাকবে দরজার পেছনে।

০৬. একজন ধনী হয়ে উঠলে, অন্যরা বলবে- নিশ্চয়ই সুদ/ঘুস/চুরির টাকা।

০৭. কেউ বুড়ো হতেই, অন্যরা অবাক হবে─ এখনো বাঁইচা আছে!

০৮. গোসল করলে, একে-একে জিজ্ঞেস করতে থাকবে─ কোথাও যাচ্ছ নাকি?

০৯. অতিথিদের জন্য থালাবাটি, কাপ, চামচ আলাদা করে তুলে রাখবে।

১০. মাংসের টুকরা গুনে রাখবে।

১১. এদের স্বাভাবিক মৃত্যু নেই, সব মৃত্যুতেই কারণ খুঁজবে, কারণ না-পেলে সমস্বরে বলবে─ সব উপরওয়ালার ইচ্ছা।

১২. এটিএম থেকে টাকা তুলে আবারও গুনবে, কারও উপরেই বিশ্বাস নেই।

১৩. কেউ সুন্দর মেয়ে বিয়ে করলেই, অন্যরা কানাঘুষা করবে─ চইদ্দ লম্বর মাইয়া। বাঙালি আজন্ম পরশ্রীকাতর।

১৪. মাছ, মাংসের বিশেষ কিছু অংশ স্বামীর জন্য আলাদা করে রাখবে, যেমন─ মাছের মাথা, মুরগির রান।

১৫. কাদায় হাঁটার সময় জুতো খুলে হাতে ঝোলাবে, তারপরও এঁকেবেঁকে চলবে যেন জুতোয় কাদা না-লাগে।

১৬. ঈদে,পূজায় নতুন কাপড় কিনবে, তারপর সারাবছর আফসোস করবে─ টাকাপয়সা নাই।

১৭. মাইক্রোফোন হাতে পেলে পয়লা একটা বিকট ফুঁ দিয়ে দেবে, তারপর আঙুল দিয়ে ঠুস করে একটা টোকা মারবে, ঠিক আছে কিনা পরীক্ষা-নিরীক্ষা। যদিও, যার হাত থেকে মাইক্রোফোনটি পেয়েছে, সে এতোক্ষণ ঠিকই কথা বলছিল ওটা দিয়ে।

১৮. অতিথি আসার সম্ভাবনা থাকলে পুরো ঘরবাড়ি, উঠান, এমনকি ছাদও, ঝাড়ু দিয়ে দিবে।

১৯. ওয়ান-ওয়ে রাস্তা পার হওয়ার সময়ও ডানে আর বামে চোখ ঘুরিয়েফিরিয়ে তাকাবে।

২০. পান করা শেষে খালি বোতলটি সযত্নে রেখে দিবে, ভবিষ্যতে ব্যবহারের জন্য।

*বোনাস: √বাসের মধ্যে কোনো বিদেশীর পাশে বসতে পারলে, না-নামা পর্যন্ত গর্বে বুকটা ঢোলের মতো ফুলিয়ে রাখবে।

√ আইসক্রিম খাওয়ার পরে সেই বক্সে রসুন ও মরিচ বাটা রাখবে

√কাপড় ধোয়ার পরে কাপড় চিপে সেই পানি পায়ে দিবে

√ বিমানে আসা যাওয়ার সময় বিমান বালারা যে কম্বল বালিশ দেয় এগুলো ব্যাগে ভরে নেয় -- অ-নে-ক টাকা দিয়ে টিকিট কেনা তাই।


゚viralシ


゚viralシ








14/04/2024
01/09/2023
01/09/2023

Address

ময়মনসিংহ
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maruf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Maruf:

Share