29/10/2025
যখন আকাশ ভারাক্রান্ত হয়, তখন তা প্রায়শই আমাদের মনের ভেতরের অজানা বিষাদ বা হতাশার প্রতিচ্ছবি হয়ে ওঠে। মনে হয় যেন আকাশও আজ নীরব কান্নায় মগ্ন।অপেক্ষার প্রহর: ঘন কালো মেঘেরা হয়তো বৃষ্টি হয়ে ঝরে পড়ার অপেক্ষায় আছে, তেমনি জীবনও যেন কোনো বড় পরিবর্তনের অথবা মুক্তির প্রতীক্ষায় থমকে আছে।এই আকাশ যেন কোনো কথা না বলেও অনেক কিছু বলে দিচ্ছে। তার ধূসরতা বা কালো রং, এক ধরণের স্থবিরতা বা ভারী অনুভূতির ইঙ্গিত দেয়।ভারাক্রান্ত আকাশ আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের সব দিন সমান হয় না। রোদ, আলো যেমন আছে, তেমনি মেঘ, অন্ধকারও প্রকৃতিরই অংশ। এই ভারাক্রান্ততাও এক ধরণের সৌন্দর্য নিয়ে আসে, যা মনকে শান্ত ও introspective করে তোল। শেষমেশ, এই ভার যখন বৃষ্টি হয়ে ঝরে পড়ে, তখন সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। ঠিক তেমনি, মনের ভারও একদিন মুক্তির আনন্দ নিয়ে আসে।