Fahima Saba

Fahima Saba Hi there
My name is Fahima Saba
and I’m a digital marketer.

➡️Communication Skill বা যোগাযোগ  দক্ষতার ব্যাপারে কমবেশি আমরা সবাই জানি।  ➡️Communication  বা যোগাযোগ  হলো মুখের ভাষা, ...
18/02/2023

➡️Communication Skill বা যোগাযোগ দক্ষতার ব্যাপারে কমবেশি আমরা সবাই জানি।

➡️Communication বা যোগাযোগ হলো মুখের ভাষা, সাংকেতিক চিহ্ন,কলা অথবা অন্য যেকোনো মাধ্যম ব্যবহার করে যেকোনো তথ্য আদান–প্রদান করা।
আর এই বিষয়ের ওপর দক্ষতা মানেই যোগাযোগ দক্ষতা।

আসুন এইবার জেনেনি Communication Skill বা যোগাযোগ দক্ষতার গুরুত্ব!⬇️

➡️বর্তমান বিশ্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে অন্যতম প্রধান হচ্ছে কমিউনিকেশন স্কিল বা যোগাযোগ দক্ষতা! বিশ্বায়নের এই সময়ে যে যত ধরনের মানুষ এর সাথে যতবেশি যোগাযোগ রাখতে পারবে, সে ততবেশি ইনফরমেশন বা তথ্য সংগ্রহের সুযোগ পাবে! যা আমাদের সবার ব্যক্তিত্ব বিকাশ এবং ক্যারিয়ার ডেভেলপিং এর জন্য সাহায্য করে! ভালো কমিউনিকেশন স্কিল প্রোডাক্টিভিটি বাড়ায়।অফিস ম্যানেজমেন্ট এর জন্য এবং কোম্পানির প্রোডাক্টিভিটি উন্নতি নিশ্চিত করার জন্য কর্মক্ষেত্রে কমিউনিকেশন স্কিল বা যোগাযোগ দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ!

➕যোগাযোগ দক্ষতার ৬টি প্রয়োজনিয় টিপস্
বা Essential Communication 6 skills :—

1/Possetive Body Language .
2/Transparency & Honesty.
3/Effective Listening.
4/Accurate Information Giving.
5/Professional Language.
6/personalization.

সেলস ফানেল কী?সেলস ফানেল একটি একশন যেখানে কাস্টমারকে অনুপ্রাণিত করা হয় প্রোডাক্ট কেনার জন্য।মূলত সেলস ফানেলে চারটা বিষয...
11/02/2023

সেলস ফানেল কী?

সেলস ফানেল একটি একশন যেখানে কাস্টমারকে অনুপ্রাণিত করা হয় প্রোডাক্ট কেনার জন্য।

মূলত সেলস ফানেলে চারটা বিষয় খেয়াল করতে হয়।

আমরা যতই বিজ্ঞাপন দেখি না কেন সবগুলো ই এটার অন্তর্ভুক্ত।

যে চারটে বিষয় খেয়াল রাখতে হয় সেগুলো হল:

১. এওয়ারনেস: কাস্টমার কে কোন প্রোডাক্ট সম্পর্কে পরিচিত করা হয়, সংক্ষেপে ধারণা দেওয়া।

২. ইন্টারেকশন: এখানে কাস্টমারকে প্রোডাক্ট যে সমস্যার সমাধান করতে পারে সে সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হয় এবং কাস্টমার যাতে অনুপ্রাণিত হয় সে সম্পর্কেও ছোট ব্যাখ্যা থাকে।

৩. ইন্টারেস্ট: এখানে কাস্টমার কে আগ্রহ তৈরি করা হয় যাতে সে কেনার জন্য ব্যাকুল হয়ে থাকে। তার যেন মনে হয় ওই প্রোডাক্টটি তার এখনই লাগবে।

৪. একশন: সবশেষে কাস্টমারকে কিনতে বাধ্য করা হয়। এজন্য সব সময় সীমিত সময়, এখনই শেষ হয়ে যাচ্ছে, এসব কথা বলে কেনার জন্য অ্যাকশন নিতে বলে।

এ বিষয়গুলো একটি ওয়েবসাইটে লান্ডিং পেজ আকারে থাকে।

তাই আপনি যদি ব্যবসা করতে চান তাহলে এই চারটি বিষয় অবশ্যই খুব ভালো করে খেয়াল করে ব্যবসা করতে হবে।

অনলাইনে কিভাবে নিজের ক্যারিয়ার গড়বেন?কি!শুনতে অবাক লাগছে তাই তোকিন্তু এটাই সত্য বর্তমানে বিভিন্ন পেশার পাশাপাশি অনলাইন...
06/02/2023

অনলাইনে কিভাবে নিজের ক্যারিয়ার গড়বেন?
কি!শুনতে অবাক লাগছে তাই তো
কিন্তু এটাই সত্য বর্তমানে বিভিন্ন পেশার পাশাপাশি অনলাইনেও নিজের ক্যারিয়ার গড়া সম্ভব। অনলাইনের মাধ্যমে বিভিন্ন পেশায় নিজেকে নিয়োজিত করে স্বাবলম্বী করতে পারেন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ। অনলাইন পেশাগুলোর মধ্যে বেশিরভাগ স্বাধীন পেশা। অনেকেই অনলাইনে বিভিন্ন নিজেকে নিয়োজিত করে তাদের ক্যারিয়ার গড়েছেন এবং অনলাইন এ আয় করছেন লক্ষ লক্ষ টাকা।

বর্তমানের চাকরির বাজার কতটা প্রতিযোগিতামূলক এটা কারো অজানা নয়। অনেকেই উচ্চশিক্ষা লাভ করে বিভিন্ন চাকরির পেছনে দৌড়াচ্ছেন। কিন্তু চাকরি নামের সোনার হরিণ টি ধরা দিচ্ছে না। এমতাবস্থায় আপনি যদি অনলাইনে বিভিন্ন কাজ করে আয় করতে পারেন তাহলে চাকরি নামের সোনার হরিণের পেছনে আর দৌড়াতে হবে না।

অনলাইনে ক্যারিয়ার কি?
অনলাইন ক্যারিয়ার হল ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে বিভিন্ন মার্কেটপ্লেস, অথবা নিজস্ব ব্যবসা দাঁড় করিয়ে ইন্টারনেট এর মাধ্যমে আয় করা।
এখানে বেশ কিছু কাজ রয়েছে যেখানে কিছু কিছু ইনভেস্ট করে করতে হয় আবার অনেক কাজ রয়েছে যেখানে কোন ইনভেস্ট এর প্রয়োজন হয় না।

এবং এখানে অনেক কাজ রয়েছে যেগুলো করলে ক্লায়েন্টের কাছে জবাবদিহিতা করতে হয়। আবার অনেক কাজ রয়েছে আপনাকে কোনো জবাবদিহিতা ও করতে হবে না।
যেহেতু এটি একটি মুক্ত পেশা তাই নির্বাচনের ক্ষেত্রে অনেক ভেবেচিন্তে আপনাকে নির্বাচন করতে হবে।

এখানে আপনি যেকোন একটি বিষয়ের উপর দক্ষতা অর্জন করে অনলাইনে বিভিন্ন মার্কেটপ্লেসে কাজ করে টাকা আয় করতে পারেন।

হয় এর জন্য প্রচুর পরিমাণে পড়াশোনার প্রয়োজন হয়
কোন একটি নতুন কাজ আসলে সে কাজটি সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি করতে হয়
একই টাইপের কাজ বারবার রিপিট নাও হতে পারে।

Affiliate marketing:~~~~~~~~~~~~এটি এমন একটি উপায় বা মাধ্যম যার দ্বারা আমরা যেকোনো অনলাইন কোম্পানির ডিজিটাল প্রোডাক্ট (D...
05/02/2023

Affiliate marketing:
~~~~~~~~~~~~
এটি এমন একটি উপায় বা মাধ্যম যার দ্বারা আমরা যেকোনো অনলাইন কোম্পানির ডিজিটাল প্রোডাক্ট (Digital product) অনলাইন স্টোরের ফিজিক্যাল প্রোডাক্ট (physical product) বা অনলাইনে কিনতে পাওয়া যেকোনো জিনিস নিজের ওয়েবসাইট, ব্লগ, সোশ্যাল মিডিয়া, পেজ বা ইউটিউবের চ্যানেলে “এফিলিয়েট লিংক এর মাধ্যমে” প্রোমোট (promote) করতে পারি।

এবং,যখনি সেই প্রোমোট করা জিনিসটি আপনার দেয়া লিংকের মাধ্যমে গিয়ে লোকেরা কিনবেন বা প্রোমোট করা লিংকের মাধ্যমে PRODUCT এর official ওয়েবসাইটে গিয়ে অন্য কোনো product কিনবেন, তখন আপনাকে সেই প্রোডাক্টটি বিক্রি করানোর জন্য কিছু commission টাকা দেয়া হয়।

এই আয় করা কমিশনের রাশি অন্য অন্য প্রোডাক্ট এর ওপর আলাদা আলাদা হতে পারে। কমিশনের রাশি বা আপনাকে কত টাকা কমিশন দেয়া হবে সেটা “আপনি যে অনলাইন ওয়েবসাইট এর প্রোডাক্ট প্রোমোট বা শেয়ার করছে একজন এফিলিয়েট হিসেবে সেই অনলাইন ওয়েবসাইট কোম্পানি নির্ধারিত বা ঠিক করবে।
এমনিতে সবটাই আপনাকে আগের থেকেই ডিটেইলসে বলে দেয়া হয়।

সোজাভাবে বললে“affiliate marketing" এমন একটি মার্কেটিং এর মাধ্যম যেখানে আপনি যেকোনো অনলাইন প্রোডাক্ট বা জিনিস অন্যদের কেনার জন্য আগ্রহ করেন
এবং, আপনার প্রমোট করা প্রোডাক্টটি যখন কেও কিনে, তখন আপনাকে কিছু টাকা কমিশন হিসেবে দেয়া হয়।

আপনি যেকোনো digital product যেমন “ডোমেইন”, “হোস্টিং”, “ওয়ার্ডপ্রেস থিম”, “অনলাইন সফটওয়্যার” আদির মার্কেটিং নিজের ব্লগ বা ওয়েবসাইটে করে তাদের বিক্রি করতে পারেন।

এর বাইরে, সব থেকে প্রচলিত উপায় এফিলিয়েট মার্কেটিং এর এটাই যে, আপনি ইন্টারনেটে থাকা যেকোনো একটি অনলাইন শপিং ওয়েবসাইটে (online shopping website) একটি affiliate marketer হিসেবে রেজিস্টার কোরেতে হবে।

তারপর, আপনি সেই শপিং ওয়েবসাইটে থাকা যেকোনো জিনিশ যেমন, “Mobile”, “TV”, “জামা কাপড়”, বই (books), সফটওয়্যার বা যেকোনো জিনিস affiliate link এর দ্বারা প্রোমোট বা শেয়ার কোরে টাকা আয় করতে পারবেন।
যদি আপনার ব্লগে অনেক ট্রাফিক ভিউস হচ্ছে, তাহলে আপনি কল্পনা করতে পারবেননা যে এই affiliate marketing আপনাকে কত টাকা আয় করে দিতে পারবে। আপনি অনলাইন যেকোনো জিনিস বিক্রি করিয়ে আনলিমিটেড টাকা কামিয়ে নিতে পারবেন।

Address

Narayanganj
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fahima Saba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fahima Saba:

Share