18/02/2023
➡️Communication Skill বা যোগাযোগ দক্ষতার ব্যাপারে কমবেশি আমরা সবাই জানি।
➡️Communication বা যোগাযোগ হলো মুখের ভাষা, সাংকেতিক চিহ্ন,কলা অথবা অন্য যেকোনো মাধ্যম ব্যবহার করে যেকোনো তথ্য আদান–প্রদান করা।
আর এই বিষয়ের ওপর দক্ষতা মানেই যোগাযোগ দক্ষতা।
আসুন এইবার জেনেনি Communication Skill বা যোগাযোগ দক্ষতার গুরুত্ব!⬇️
➡️বর্তমান বিশ্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে অন্যতম প্রধান হচ্ছে কমিউনিকেশন স্কিল বা যোগাযোগ দক্ষতা! বিশ্বায়নের এই সময়ে যে যত ধরনের মানুষ এর সাথে যতবেশি যোগাযোগ রাখতে পারবে, সে ততবেশি ইনফরমেশন বা তথ্য সংগ্রহের সুযোগ পাবে! যা আমাদের সবার ব্যক্তিত্ব বিকাশ এবং ক্যারিয়ার ডেভেলপিং এর জন্য সাহায্য করে! ভালো কমিউনিকেশন স্কিল প্রোডাক্টিভিটি বাড়ায়।অফিস ম্যানেজমেন্ট এর জন্য এবং কোম্পানির প্রোডাক্টিভিটি উন্নতি নিশ্চিত করার জন্য কর্মক্ষেত্রে কমিউনিকেশন স্কিল বা যোগাযোগ দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ!
➕যোগাযোগ দক্ষতার ৬টি প্রয়োজনিয় টিপস্
বা Essential Communication 6 skills :—
1/Possetive Body Language .
2/Transparency & Honesty.
3/Effective Listening.
4/Accurate Information Giving.
5/Professional Language.
6/personalization.