07/11/2025
যে পুরুষ জীবনে যত সাকসেসফুল সে তার জীবনসঙ্গিনীকে তত বেশি admire করে(৯৯% men)।
তারা একদম Pookie Man💗। তারা ঠিকই সময় বের করে, ওয়াইফকে প্যাম্পারিং করে, ওয়াইফের কখন কি দরকার খোঁজ নেয়, সংসারের কাজেও কন্ট্রিবিউশান করে এত ব্যস্ততার পরেও। কারণ কি জানেন? সাকসেস কখনও একার প্রচেষ্টায় আসে না। আপনি মানেন বা না মানেন সাকসেসফুল হতে হলে আপনার আশেপাশের পরিবেশ কেমন, মানুষগুলো কেমন সাপোর্টিভ সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। আপনি আপনার পার্টনারকে যত ভালবাসবেন খারাপ সময়ে সে আপনার জন্য ঢাল হয়ে দাঁড়াবে।
Some unsuccessful men এর মেন্টালিটি এত ছোট যে তারা তাদের ফ্রাস্টেশন সবসময় পার্টনারের উপর দিয়ে Sigma male সেজে চালায় দিতে চায়। তাদের কাছে ফুল দেয়া বার্ডেন, ডেটে যাওয়া ওয়েস্ট, এমনকি পার্টনারকে দুইটা সুন্দর কথা বলতেও এদের মাড়ি ব্যথা করে। এমন মানুষ তার ব্যর্থতার জন্য সবাইকে দায়ী করে।
Zohran Mamdani ইলেকশনে জিতলো। স্টেজে দেখলাম সে আগে তার বউকে সবার আগে চুমু দিলো। সবার সামনে ভালবাসা প্রকাশ করল। এই কাজ তার না করলেও হতো। কিন্তু সে বুঝালো🥰 She matters. That’s all.
That’s what every woman wants. তারা শুধু পাশে থাকতে চায় either you are already successful or trying to be successful.
Rule no 1: আপনার ব্যাক্তিগত মানুষটিকে ভালোবাসুন, তাকে তার প্রাপ্য সম্মান করুন।