Zoa জোয়া

Zoa জোয়া You will get exclusive products on ZOA. The most special way to say your care.

শাড়ি বাঙালি মেয়েদের অন্যতম পছন্দের পোশাক। আর Zoa সেই কথা মাথায় রেখে শাড়ি নিয়ে কাজ করছে। এইখানে নানা রকম দেশীয় শাড়ী আপ্নারা পাবেন।
তাই সাথে থাকুন সব সময়।

যে পুরুষ জীবনে যত সাকসেসফুল সে তার জীবনসঙ্গিনীকে তত বেশি admire করে(৯৯% men)। তারা একদম Pookie Man💗। তারা ঠিকই সময় বের ক...
07/11/2025

যে পুরুষ জীবনে যত সাকসেসফুল সে তার জীবনসঙ্গিনীকে তত বেশি admire করে(৯৯% men)।

তারা একদম Pookie Man💗। তারা ঠিকই সময় বের করে, ওয়াইফকে প্যাম্পারিং করে, ওয়াইফের কখন কি দরকার খোঁজ নেয়, সংসারের কাজেও কন্ট্রিবিউশান করে এত ব্যস্ততার পরেও। কারণ কি জানেন? সাকসেস কখনও একার প্রচেষ্টায় আসে না। আপনি মানেন বা না মানেন সাকসেসফুল হতে হলে আপনার আশেপাশের পরিবেশ কেমন, মানুষগুলো কেমন সাপোর্টিভ সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। আপনি আপনার পার্টনারকে যত ভালবাসবেন খারাপ সময়ে সে আপনার জন্য ঢাল হয়ে দাঁড়াবে।

Some unsuccessful men এর মেন্টালিটি এত ছোট যে তারা তাদের ফ্রাস্টেশন সবসময় পার্টনারের উপর দিয়ে Sigma male সেজে চালায় দিতে চায়। তাদের কাছে ফুল দেয়া বার্ডেন, ডেটে যাওয়া ওয়েস্ট, এমনকি পার্টনারকে দুইটা সুন্দর কথা বলতেও এদের মাড়ি ব্যথা করে। এমন মানুষ তার ব্যর্থতার জন্য সবাইকে দায়ী করে।

Zohran Mamdani ইলেকশনে জিতলো। স্টেজে দেখলাম সে আগে তার বউকে সবার আগে চুমু দিলো। সবার সামনে ভালবাসা প্রকাশ করল। এই কাজ তার না করলেও হতো। কিন্তু সে বুঝালো🥰 She matters. That’s all.
That’s what every woman wants. তারা শুধু পাশে থাকতে চায় either you are already successful or trying to be successful.

Rule no 1: আপনার ব্যাক্তিগত মানুষটিকে ভালোবাসুন, তাকে তার প্রাপ্য সম্মান করুন।

Dear Comrade in real life! 💔🙂
06/11/2025

Dear Comrade in real life! 💔🙂

কুলেখাড়া শাক 🌿ইউনানী ও আয়ুর্বেদিক নামঃ তালমাখনাসারা বাংলাদেশ জুড়েই এই প্রজাতি দেখা গেলেও দেশের দক্ষিনাঞ্চলে ব্যাপকভাবে ব...
06/11/2025

কুলেখাড়া শাক 🌿

ইউনানী ও আয়ুর্বেদিক নামঃ তালমাখনা
সারা বাংলাদেশ জুড়েই এই প্রজাতি দেখা গেলেও দেশের দক্ষিনাঞ্চলে ব্যাপকভাবে বিস্তৃত, বিশেষ করে খুলনা, বাগেরহাট, বরিশালে এই শাক খাওয়ার প্রচলন বেশি। ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসায় এর বীজ ব্যবহৃত হয়।

কুলেখাড়ার পাতা, শিকড় ও বীজ উপকারী রাসায়নিক উপাদানে ভরপুর। কুলেখাড়ায় অ্যালকালয়েড, ফাইটোস্টেরল, স্টিগমাস্টেরল, লুপিয়ল, উদ্বায়ী তেল, হাইড্রোকার্বন, ভিটামিন A, আয়রন, এপিজেনিন, এনজাইম ডাইয়াসটেস ও লিপেস বিদ্যমান।

ঔষধীগুন:
কুলেখাড়া পাতার রস রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে সাহায্য করে।
কুলেখাড়া মূত্র বৃদ্ধি করে দেহের শোথ বা ফোলা কমায়।

এনিমিয়া / পাণ্ডূ রোগ/ রক্তস্বল্পতার ক্ষেত্রে কুলেখাড়া পাতার রস ব্যবহার করা হয়।
পেটের অসুখ ও আমাশয়ে কুলেখাড়া পাতা শাক হিসেবে ভাজি করে খাওয়া হয়।

সর্দি ও ঠান্ডাতে কুলেখাড়া পাতা ভাল কাজ দেয়।

কেটে গিয়ে যদি রক্তপাত বন্ধ না হয় তাহলে কুলেখাড়ার পাতা থেঁতো করে কাঁটা স্থানে দিয়ে বেঁধে দিলে রক্ত পড়া বন্ধ হয়ে যায় এবং ক্ষত শুকিয়ে যাবে।

কুলেখাড়ার শিকড়ের রস অনিদ্রার সমস্যা দূর করে।

03/11/2025

My life after leaving everything in Allah's hand..

সুদানের মুসলমানদের রkক্তে আরবরা হাবিবী সাজে।দুবাইয়ে যে স্বর্ণ দেখেন তার ৯০ভাগ সুদান থেকে আসে।আর এই সোনার খনিটা সুদানের ...
01/11/2025

সুদানের মুসলমানদের রkক্তে আরবরা হাবিবী সাজে।
দুবাইয়ে যে স্বর্ণ দেখেন তার ৯০ভাগ সুদান থেকে আসে।
আর এই সোনার খনিটা সুদানের একটা অঞ্চলে সেই অঞ্চল দখল করতে আরব আমিরাত sন্ত্রাসী ভাড়া করেছে সুদানীদের হত্যা করতে। তাঁদেরকে অনাহারে অর্ধাহারে মেরে ফেলতে, গুম খুnন ধর্ষণ করে ভয় দেখিয়ে তাঁদেরকে এলাকা ছাড়া করতে।

এটি কোনো সাধারণ যুদ্ধ নয়!
এটা এক পুরো শহর মুছে ফেলার চেষ্টা।

দুনিয়া নীরব।
মিডিয়া চুপ।
কিন্তু সত্য হলো এটা এক পরিকল্পিত গ*ণহ*tত্যা।
আর এর নীরব দর্শক হওয়া, সেটাও এক ধরনের অপরাধ।

শেষ কথা:
"কেউই এমন অবরোধের মধ্যে বাঁচার যোগ্য নয়!

এটা কি ফেসবুক থেকে দিয়েছে??? কেও হেল্প করতে পারবেন?
30/10/2025

এটা কি ফেসবুক থেকে দিয়েছে???
কেও হেল্প করতে পারবেন?

🍏 আমলকীর বেনেফিট (Benefits):💪 ইমিউনিটি বাড়ায়:আমলকীতে থাকা ভিটামিন C শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।✨ স্কিন উজ্জ্বল ও গ...
29/10/2025

🍏 আমলকীর বেনেফিট (Benefits):

💪 ইমিউনিটি বাড়ায়:
আমলকীতে থাকা ভিটামিন C শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

✨ স্কিন উজ্জ্বল ও গ্লো করে:
নিয়মিত আমলকী খেলে ও ফেস প্যাকে ব্যবহার করলে স্কিন ব্রাইট ও ইয়াং দেখায়।

💇‍♀️ চুল পড়া কমায় ও ঘন করে:
আমলকী হেয়ার রুট শক্ত করে, ড্যানড্রাফ কমায়, ও চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে।

❤️ হার্ট হেলথ ভালো রাখে:
কোলেস্টেরল ও ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে সাহায্য করে।

🧠 মেমরি ও মেন্টাল হেলথে ভালো:
ব্রেন সেলকে একটিভ রাখে, মনোযোগ বাড়ায়।

🍽️ ডাইজেশন ভালো রাখে:
গ্যাস, অ্যাসিডিটি, ও কোষ্ঠকাঠিন্য কমায়।

🌙 ত্বকের বয়স ধীরে বাড়ায়:
অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি র‍্যাডিক্যাল কমায়, ফলে ত্বক তরুণ থাকে।

🌿 আমলকীর রেমিডি (Home Remedies):

🧴 ১. স্কিন গ্লো প্যাক:
উপকরণ:
১ চা চামচ আমলকী গুঁড়া
১ চা চামচ দই
অল্প মধু
ব্যবহার:
সব একসাথে মিশিয়ে মুখে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
👉 স্কিন হবে উজ্জ্বল, দাগ হালকা, ও গ্লো বাড়বে।

💆‍♀️ ২. চুলের জন্য আমলকী হেয়ার মাস্ক:

উপকরণ:
২ টেবিল চামচ আমলকী গুঁড়া
১ টেবিল চামচ নারকেল তেল
অল্প পানি
ব্যবহার:
স্কাল্পে লাগিয়ে ৩০ মিনিট রাখুন, তারপর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
👉 চুল হবে মজবুত, চকচকে ও ড্যানড্রাফ-মুক্ত।

🫖 ৩. আমলকী জুস (ইমিউনিটি বুস্টার):

উপকরণ:
১ কাপ পানি
১ টেবিল চামচ আমলকী জুস
১ চা চামচ মধু
ব্যবহার:
খালি পেটে প্রতিদিন সকালে পান করুন।
👉 শরীরের ইমিউনিটি, স্কিন ও হেয়ার হেলথ উন্নত হবে।

🩺 ৪. ডাইজেশনের জন্য:

উপকরণ:
শুকনা আমলকী গুঁড়া ১ চা চামচ
গরম পানি ১ গ্লাস
ব্যবহার:
রাতে খাবার পর পান করুন।
👉 গ্যাস, এসিডিটি, কোষ্ঠকাঠিন্য দূর হবে।

28/10/2025
এক গ্রামে এক যুবক আর তার সুন্দরী স্ত্রী বাস করত। একদিন গ্রামের মোড়লের নজর পড়ে যুবকের স্ত্রীর প্রতি।মোড়ল মনে মনে ফন্দি...
28/10/2025

এক গ্রামে এক যুবক আর তার সুন্দরী স্ত্রী বাস করত। একদিন গ্রামের মোড়লের নজর পড়ে যুবকের স্ত্রীর প্রতি।

মোড়ল মনে মনে ফন্দি আঁটে, কীভাবে যুবকটিকে কিছুদিনের জন্য বাড়ি থেকে দূরে পাঠানো যায়।

কয়েকদিন পর এক আসরে মোড়ল আলোচনা তোলে, "শহরে আমার পরিচিত এক ফ্যাক্টরিতে কিছু লোক নেবে। কে কে যেতে চাও?"

এরপর সে ৪ জন লোক বাছাই করে, যার মধ্যে যুবকটিও ছিল। পরদিন ওই ৪ জন শহরের উদ্দেশ্যে রওনা দেয়।

সেদিন রাতে মোড়ল চুপিচুপি যুবকের বাড়ির দিকে এগোয়। অন্ধকার বারান্দায় বাঁশের খুঁটিতে ধাক্কা খেয়ে সে শব্দ করে ফেলে। যুবকের স্ত্রীর ঘুম ভেঙে যায়। ভয় পেয়ে সে জিজ্ঞাসা করে, "কে ওখানে?"

মোড়ল নিজের পরিচয় দিলে মেয়েটি অবাক হয়ে বলে, "এত রাতে? সবকিছু ঠিক আছে তো?"

মোড়ল তখন নিজের আসল উদ্দেশ্য প্রকাশ করে, "তোমাকে দেখার পর থেকে মনে শান্তি নেই! তোমাকে আমি চাই।"

মেয়েটি একটুও রাগে না। স্বভাবজাত ধীরস্থির কণ্ঠে বলে, "ভালোবাসা চাইলে ঠিক আছে, তবে আগে আমার একটা প্রশ্নের উত্তর দিন। যদি সঠিক উত্তর দিতে পারেন, তবে আপনার মনের ইচ্ছা পূরণ হবে।"

মোড়ল খুশি হয়ে বলে, "বলো, বলো!"

মেয়েটি তখন বলে, "মাংসকে নষ্ট হওয়া থেকে রক্ষা করতে আমরা লবণ ব্যবহার করি। কিন্তু প্রশ্ন হলো, লবণই যদি নষ্ট হয়, তাহলে মাংসকে পচন থেকে রক্ষা করব কীভাবে?"

মোড়ল গভীর চিন্তায় ডুবে যায়। একদিন একরাত পেরিয়ে যায়, কিন্তু সে কোনো উত্তর খুঁজে পায় না। পরের দিন আসরে সে সবার উদ্দেশ্যে প্রশ্নটি করে, কিন্তু কারো কাছ থেকেই সন্তোষজনক কোনো উত্তর আসে না। আসরের এক কোণে এক বৃদ্ধ চুপচাপ বসে মাথা নাড়ছিল। মোড়ল তাকে জিজ্ঞেস করে, "কি ব্যাপার, আপনি অকারণে মাথা নাড়ছেন কেন?"

বৃদ্ধ উত্তর দেয়, "কারণ, এটা কেবল একটা প্রশ্ন নয়, এটা একটি নীরব বার্তা! পুরো ঘটনাটা আমি জানি, মেয়েটি আমাকে সবকিছু খুলে বলেছে। সে চাইলে তোমাকে অপমান করতে পারত। কিন্তু তা না করে তোমার বিবেক জাগিয়ে দিল।"

তারপর বৃদ্ধ ব্যাখ্যা করে, "লবণ মাংসকে পচে যাওয়া থেকে রক্ষা করে। কিন্তু লবণ যদি নিজেই নষ্ট হয়ে যায়, তবে মাংসকে রক্ষা করবে কে? অর্থাৎ, সাধারণ মানুষ ভুল করলে নেতা তাদের সঠিক পথ দেখায়, কিন্তু নেতা যদি নিজেই বিপথগামী হয়, তখন জনগণকে কে রক্ষা করবে?"

মোড়ল লজ্জায় মাথা নিচু করে।

পিতা-মাতা যদি বিপথে যায়, কে সন্তানকে পথ দেখাবে? যদি শিক্ষক পথ হারায়, কে জ্ঞানের আলো ছড়াবে? যদি বিচারক, নেতা, সেনাবাহিনী, পুলিশ পথভ্রষ্ট হয়, কে জাতিকে রক্ষা করবে?

#সংগৃহীত

🧅 পেঁয়াজের খোসার উপকারিতা (Benefits of Onion Peels):💆‍♀️ ১. চুলের জন্য:খোসায় আছে Quercetin নামের অ্যান্টিঅক্সিডেন্ট, যা ...
27/10/2025

🧅 পেঁয়াজের খোসার উপকারিতা (Benefits of Onion Peels):

💆‍♀️ ১. চুলের জন্য:
খোসায় আছে Quercetin নামের অ্যান্টিঅক্সিডেন্ট, যা চুল পড়া কমায়।
চুলের রুট শক্ত করে ও নতুন চুল গজাতে সাহায্য করে।
নিয়মিত ইউজ করলে হেয়ার গ্রোথ বাড়ে।
প্রিম্যাচিউর গ্রে হেয়ার (চুল পাকা) কমাতে সাহায্য করে।

✨ ২. ত্বকের জন্য:
খোসার অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ ব্রণ, র‍্যাশ ও ইনফ্লেমেশন কমায়।
ত্বককে পরিষ্কার, উজ্জ্বল ও ডিটক্স করে।

💖 ৩. শরীরের জন্য (খাওয়ার উপকারিতা):
এতে থাকা Quercetin রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।
শরীরের টক্সিন দূর করে ও ইমিউন সিস্টেম শক্ত করে।
হার্টের স্বাস্থ্যের জন্যও উপকারী।

🌿 রেমেডি ও ইউজ করার উপায় (Remedies):

💆‍♀️ চুলের জন্য Onion Peel Water:
1️⃣ কিছু পেঁয়াজের শুকনো খোসা নাও।
2️⃣ ২ কাপ পানি দিয়ে ১০–১৫ মিনিট ফুটাও।
3️⃣ ঠান্ডা হলে ছেঁকে বোতলে ভরে রাখো।
4️⃣ চুল ধোয়ার পর রিন্স হিসেবে ব্যবহার করো।
➡️ এতে চুল মজবুত, উজ্জ্বল আর ড্যান্ড্রাফ-ফ্রি হয়।

💧 শরীরের জন্য Onion Peel Tea:
1️⃣ কয়েকটা খোসা পানিতে ৫–৭ মিনিট ফুটাও।
2️⃣ ছেঁকে হালকা গরম গরম খাও।
→ এতে শরীর ডিটক্স হয় ও ইমিউন সিস্টেম ভালো থাকে।

২০১৩ সালে তুরস্কের ৪২ বছর বয়সী ইব্রাহিম ইউসেল ধূ'ম'পা'ন ছাড়ার জন্য বেছে নেন এক অভিনব উপায়— নিজের মাথায় লোহার খাঁচা পরেছি...
27/10/2025

২০১৩ সালে তুরস্কের ৪২ বছর বয়সী ইব্রাহিম ইউসেল ধূ'ম'পা'ন ছাড়ার জন্য বেছে নেন এক অভিনব উপায়— নিজের মাথায় লোহার খাঁচা পরেছিলেন তিনি!

২৬ বছর ধরে দিনে দুই প্যাকেট সি'গা'রে'ট খেতেন ইউসেল। কৈশোর থেকে শুরু হওয়া এই অভ্যাস একসময় জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়।

কিন্তু বাবার মৃ'ত্যু— যিনি ফুসফুস ক্যা'ন্সা'রে আ'ক্রা'ন্ত হয়ে মা'রা যান। এই মৃ'ত্যু তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তখন তিনি বুঝতে পারেন, তিনিও একই পরিণতির দিকে এগোচ্ছেন।

অসংখ্যবার চেষ্টা করেও যখন তিনি ধূ'ম'পা'ন ছাড়তে ব্যর্থ হন, তখন এক অভিনব সিদ্ধান্ত নেন। মোটরসাইকেলের হেলমেট ও জেলের সেলের কাঠামো দেখে অনুপ্রাণিত হয়ে বানিয়ে ফেলেন এক লোহার খাঁচা।

যা তার মাথাকে পুরোপুরি ঘিরে রাখে। খাঁচায় ছিল শুধু নিঃশ্বাস নেওয়া, পানি পান করা এবং স্ট্র দিয়ে অল্প খাবার খাওয়ার মতো ফাঁকা জায়গা।

প্রতিদিন সকালে তার স্ত্রী ও মেয়ে সেই খাঁচা তালাবদ্ধ করে দিতেন, আর চাবি রেখে দিতেন নিজেদের কাছে— যাতে ইব্রাহিম কোনোভাবেই এটি খুলতে না পারেন।

এই অদ্ভুত পদ্ধতিই শেষ পর্যন্ত তার জন্য কাজ করে। লোহার খাঁচাটি হয়ে ওঠে তার আ'স'ক্তি'র বিরুদ্ধে এক বাস্তব দেয়াল।

ইব্রাহিম ইউসেলের এই ছবিগুলো দ্রুতই ছড়িয়ে পড়ে মিডিয়ায়, আলোচনার জন্ম দেয় আ'স'ক্তি থেকে মুক্তি পাওয়ার মনস্তাত্ত্বিক সংগ্রাম নিয়ে।

-সংগৃহীত।

Please don't use a calculator... What will be the answer
27/10/2025

Please don't use a calculator... What will be the answer

Address

Badda

Alerts

Be the first to know and let us send you an email when Zoa জোয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zoa জোয়া:

Share