01/10/2025
হাদিসে এসেছে كل مصور في النار যারা ছবি তুলে বা বানায় তারা সকলেই জাহান্নামী।
এজন্য প্রোফাইল ছবি মুক্ত রাখা চাই।
আমি/আপনি প্রোফাইলে ছবি রেখেছি কোন বরকতের জন্য?
প্রোফাইলে ছবি রাখার দ্বারা কি রহমত নাযিল হয় নাকি লা'নত হয় এ ব্যাপারে অনেকেই বে-খবর!!
তাহলে আমি প্রোফাইলে ছবি রাখলাম কোন বরকতের জন্য?
আল্লাহ বুঝ দিন🤲🏻
যেটা না হলে আমাদের ক্ষতি হবে সেটা হল জরুরত।
ছবি না তুললে কি এমন ক্ষতি হয়??
এ রকম কিছু তো ক্ষতি নাই এখানে!
এটা একটা উন্মাদনা! যারা ছবি তোলার জন্য এত অস্থির এত উন্মাদ!
তারা কি তাহাজ্জুদের জন্য এত উন্মাদ..??
কুরআন শরীফ তেলাওয়াতের জন্য এত উন্মাদ?
ইশরাক ও আওয়াবিনের জন্য এত উন্মাদ?
প্রতিদিন জিকির করার জন্য এত উন্মাদ?
১০ মিনিট আল্লাহর কাছে কান্নাকাটির জন্য এত উন্মাদ?
যেটা দ্বীন, যেটা শরিয়ত, যেটা সুন্নাত, যেটা নূর, যেটা জান্নাতের পথ সেটার জন্য উন্মাদনা ও ব্যাকুলতা নাই।
ছবির জন্য ব্যাকুলতা!
এটাই আলামত "ডাল মে কালা হ্যায়" দিল নষ্ট হয়ে গেছে।
বিভ্রান্তি ছড়ানো ছাড়া এটা আর কিছু না।
এর থেকে তাওবা করে ফিরে আসা ওয়াজিব। যারা এসব কাজ করতেছেন।
আমার প্রিয় শায়েখ আরেফ বিল্লাহ শায়খূল হাদিস, শায়খুল উলামা, আল্লামা শাহ্ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দাঃবাঃ
পীর সাহেব ঢালকানগর, গেন্ডারিয়া, ঢাকা।