হোসাইনিয়া বালক/বালিকা মাদরাসা, নারায়ণগঞ্জ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • হোসাইনিয়া বালক/বালিকা মাদরাসা, নারায়ণগঞ্জ

হোসাইনিয়া বালক/বালিকা মাদরাসা, নারায়ণগঞ্জ ↪️সন্তানের জন্য সম্পদ জমা না রেখে, সন্তানকেই সম্পদ বানিয়ে নিন↩️

আজ ২৫ শে অক্টোবর রোজ শনিবার ২০২৫ ইং হইতে আমাদের মাদ্রাসার ছাত্র/ছাত্রীদের দ্বিতীয় (ইমতেহানি) পরীক্ষা শুরু হয়েছে আলহামদ...
25/10/2025

আজ ২৫ শে অক্টোবর রোজ শনিবার ২০২৫ ইং হইতে আমাদের মাদ্রাসার ছাত্র/ছাত্রীদের দ্বিতীয় (ইমতেহানি) পরীক্ষা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ✅

আল্লাহ তাআ'লা সকল শিক্ষার্থীদের পরীক্ষায় কামিয়াবি দান করুন🤲

02/10/2025

মাত্র ৫ মিনিটে ধীর-স্থিরভাবে
১০০ বার
দুরুদ শরিফ পড়া যায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (ﷺ) 🕋

02/10/2025

দুনিয়াতে মানুষ পাঠানোর উদ্দেশ্য....

02/10/2025

"যে ব‍্যক্তি অন্যের গুনাহ/অপরাধ নিয়ে খোঁটা দেয়,
আল্লাহ তায়ালা তাকে সেই গুনাহ/অপরাধ না করানো পযর্ন্ত মৃত্যু দিবেন না!
কেউ যখন অন্য কোনো মানুষের দোষ খুঁজে বেড়ায়, তখন সে জেনে রাখুক, সে নিজেই ধ্বংস হয়ে যাবে।
আর যে ব্যক্তি অন্যের দোষত্রুটি লুকিয়ে রাখবে, আল্লাহ তায়ালা কেয়ামতের দিন তার দোষত্রুটি লুকিয়ে রাখবেন।"
~ আখেরী ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ {সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম}
[হাদীস রেফারেন্স: তিরমিযী শরীফ: ২৫০৫]

01/10/2025

হাদিসে এসেছে كل مصور في النار যারা ছবি তুলে বা বানায় তারা সকলেই জাহান্নামী।

এজন্য প্রোফাইল ছবি মুক্ত রাখা চাই।
আমি/আপনি প্রোফাইলে ছবি রেখেছি কোন বরকতের জন্য?
প্রোফাইলে ছবি রাখার দ্বারা কি রহমত নাযিল হয় নাকি লা'নত হয় এ ব্যাপারে অনেকেই বে-খবর!!
তাহলে আমি প্রোফাইলে ছবি রাখলাম কোন বরকতের জন্য?
আল্লাহ বুঝ দিন🤲🏻

যেটা না হলে আমাদের ক্ষতি হবে সেটা হল জরুরত।
ছবি না তুললে কি এমন ক্ষতি হয়??

এ রকম কিছু তো ক্ষতি নাই এখানে!
এটা একটা উন্মাদনা! যারা ছবি তোলার জন্য এত অস্থির এত উন্মাদ!
তারা কি তাহাজ্জুদের জন্য এত উন্মাদ..??
কুরআন শরীফ তেলাওয়াতের জন্য এত উন্মাদ?
ইশরাক ও আওয়াবিনের জন্য এত উন্মাদ?
প্রতিদিন জিকির করার জন্য এত উন্মাদ?
১০ মিনিট আল্লাহর কাছে কান্নাকাটির জন্য এত উন্মাদ?

যেটা দ্বীন, যেটা শরিয়ত, যেটা সুন্নাত, যেটা নূর, যেটা জান্নাতের পথ সেটার জন্য উন্মাদনা ও ব্যাকুলতা নাই।
ছবির জন্য ব্যাকুলতা!
এটাই আলামত "ডাল মে কালা হ্যায়" দিল নষ্ট হয়ে গেছে।
বিভ্রান্তি ছড়ানো ছাড়া এটা আর কিছু না।
এর থেকে তাওবা করে ফিরে আসা ওয়াজিব। যারা এসব কাজ করতেছেন।

আমার প্রিয় শায়েখ আরেফ বিল্লাহ শায়খূল হাদিস, শায়খুল উলামা, আল্লামা শাহ্ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দাঃবাঃ
পীর সাহেব ঢালকানগর, গেন্ডারিয়া, ঢাকা।

19/06/2025
কোনটি উপযুক্ত হবে?হবে
18/05/2025

কোনটি উপযুক্ত হবে?হবে

আজ ১৩ ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার ২০২৫ ইং হইতে আমাদের মাদ্রাসার ছাত্র/ছাত্রীদের বার্ষিক (ইমতেহানি) পরীক্ষা শুরু হয়েছে...
13/02/2025

আজ ১৩ ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার ২০২৫ ইং হইতে আমাদের মাদ্রাসার ছাত্র/ছাত্রীদের বার্ষিক (ইমতেহানি) পরীক্ষা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ✅

আল্লাহ তাআ'লা সকলের পরীক্ষায় কামিয়াবি দান করুন🤲

ভর্তি চলছে! ভর্তি চলছে!সকল বিভাগে সীমিত আকারে ভর্তি চলছে!
05/01/2025

ভর্তি চলছে! ভর্তি চলছে!
সকল বিভাগে সীমিত আকারে ভর্তি চলছে!

আজ ১২ ই নভেম্বর রোজ মঙ্গলবার ২০২৪ ইং হইতে আমাদের মাদ্রাসার ছাত্র/ছাত্রীদের দ্বিতীয় সাময়িক (ইমতেহানি) পরীক্ষা শুরু হয়ে...
12/11/2024

আজ ১২ ই নভেম্বর রোজ মঙ্গলবার ২০২৪ ইং হইতে আমাদের মাদ্রাসার ছাত্র/ছাত্রীদের দ্বিতীয় সাময়িক (ইমতেহানি) পরীক্ষা শুরু হয়েছে✅

আল্লাহ তাআ'লা সকলের পরীক্ষায় কামিয়াবি দান করুন🤲

29/10/2024

❒︎❒︎

#কথা_বলার_আদব:-_*

১.কম কথা বলা উত্তম। সত্য বলা ওয়াজিব, মিথ্যা বলা
হারাম❌

২.সাধারণভাবে আস্তে কথা বলাই উত্তম। তবে বড়
মজলিসের প্রয়োজন অনুপাতে জোরে কথা বলা যাবে।
প্রয়োজনের অতিরিক্ত জোরে কথা বলা ভালো নয়‼️

৩.নিজের চেয়ে অধিক বয়স এবং অধিক জ্ঞানসম্পন্ন
লোকদের কথা বলতে অগ্রাধিকার দেওয়া আদব✅

৪.তাহকীক বা তদন্ত ব্যতীত কথা বলা অন্যায়। যে কোনো কথা শুনেই তাহকীক-তদন্ত ব্যতিত তা বর্ণনা করা মিথ্যার
শামিল❌

৫.যে কথায় ঝগড়া এবং তর্ক সৃষ্টি হয়,তা বলা অন্যায়❌

৬.নিজের পক্ষ থেকে ভবিষ্যতের ব্যাপারে কোন খবর বা
প্রতিশ্রুতিমূলক কথা বললে ইনশাআল্লাহ বলতে হবে✅

৭.বড়দের সঙ্গে আদব রক্ষা করে কথা বলতে হবে✅

৮.বড়দেরকে সম্মানজনক সম্বোধন করে কথা বলা আদব ✅

৯.কাউকে কাফের, ফাসেক,মালাউন, আল্লাহর দুশমন,
বেঈমান ইত্যাদি বলে সম্বোধন করা নিষেধ❌

১০.নিজের ভাঙ্গা ভাঙ্গা অভিজ্ঞতার কথা বলবে না,এতে
শ্রোতাদের মনে বিরক্তির উদ্রেক হয়✅

১১.আত্মপ্রশংসা অর্থাৎ নিজের প্রশংসা নিজে করা নিষেধ❌

১২.অতিরিক্ত ঠাট্টা মজা না করা ভালো। এতে প্রভাব,
লজ্জা-শরম ও পরহেজগারী কমে যায়✅

১৩.যে শব্দ বা ভাষা খারাপ উদ্দেশ্যে এবং খারাপ অর্থে
ব্যবহার করা হয় সেটা পরিহার করা কর্তব্য❌

১৪.চিন্তা করে কথা বলতে হবে। বিনা চিন্তায় কথা বললে
অনেক সময় মিথ্যা হয়ে যায়✅

১৫.কথা সংক্ষেপ বা দীর্ঘ হবে না অর্থাৎ যতটুকু কথা বললে প্রয়োজন অনুযায়ী ততটুকু বলতে হবে✅

১৬.চাটুকারিতামূলক কথা অর্থাৎ কারও তোষামোদ করে
কথা বলা যাবে না✅

১৭.কোন প্রয়োজনের কথা পূর্বে বলে থাকলে আবার সেটা
পুনরাবৃত্তি করার ক্ষেত্রে পূর্ণ কথা বলতে হবে। পূর্ণ কথা
না বললে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে✅

১৮.কারও বক্তব্য শেষ হওয়ার পূর্বেই তার কথা কেটে
মাঝখানে কথা না বলা আদব✅

১৯.নিজের কথায় ভুল হলে সেটা স্বীকার করে নেয়া এবং
অপব্যাখ্যায় না যাওয়া আদব✅

আল্লাহ আমাদের কথাগুলো মেনে চলার তৌফিক দান করুন🤲🏼

❒︎❒︎

30/09/2024

আল্লাহ আমাদের ঈমান আমল হেফাজত করুন 🤲🏿

Address

Dhaka

Telephone

+8801734660980

Website

Alerts

Be the first to know and let us send you an email when হোসাইনিয়া বালক/বালিকা মাদরাসা, নারায়ণগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হোসাইনিয়া বালক/বালিকা মাদরাসা, নারায়ণগঞ্জ:

Share