মারসিহা মম- Marsiha mom

মারসিহা মম- Marsiha mom my love village life
(26)

ডাঙ্গা জমিদার বড়ি, পলাশ, নরসিংদী ❤️
30/06/2025

ডাঙ্গা জমিদার বড়ি, পলাশ, নরসিংদী ❤️

হিন্দু মা ও ছেলের কিছু  কথোপকথন।🙄ছেলে = মা তাজমহল এতো সুন্দর তাজমহল আমরা বানিয়েছি তাই না ??? 😥 মা = জ্বী না , যিনি বানি...
17/04/2025

হিন্দু মা ও ছেলের কিছু কথোপকথন।
🙄ছেলে = মা তাজমহল এতো সুন্দর তাজমহল আমরা বানিয়েছি তাই না ???
😥 মা = জ্বী না , যিনি বানিয়েছিলেন উনার নাম শাজাহান বাদশা , উনি মুসলিম ছিলেন ।
ছেলে = ওহ । আচ্ছা তাহলে কুতুবমিনার নিশ্চয়ই আমরা বানিয়েছি ???🙄
মা= জ্বী না । উনিও মুসলিম ছিলেন । উনার নাম কুতুবুদ্দিন আইবক ।😥
ছেলে = । তাহলে লালকেল্লা নিশ্চয়ই আমরা বানিয়েছি ??🙄
মা = না । ওটাও মুসলিম শাসকরা বানিয়েছে ।🤧
ছেলে = তাহলে পুরাতন কেল্লা আমরা বানিয়েছি ??🙄
মা= না। পুরাতন কেল্লা মুসলিমরা বানিয়েছে ।😔
ছেলে =তাহলে চারমিনার নিশ্চয়ই আমরা বানিয়েছি😕
মা= না। চারমিনার মুসলিম শাসকরা বানিয়েছে।😟
ছেলে = মা আমি শুনেছি ভারত প্রথম মিসাইল তৈরি করেছিল , মিসাইল হিন্দু শাষকরা বানিয়েছে তাই না😀
মা= না । ভারতে প্রথম মিসাইল আবিষ্কার করেছিলেন টিপু সুলতান । উনিও মুসলিম।😪
ছেলে= মা আমি শুনেছি ভারতের সবচেয়ে বড় ও পুরাতন রোড গ্ৰান্ড ট্রাঙ্ক রোড ।
প্রায় ৩০০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ।
আচ্ছা মা সেটা তো আমরা বানিয়েছি ??😌
মা=না । গ্ৰান্ড ট্রাঙ্ক রোড আমরা বানায়নি ।
গ্ৰান্ড ট্রাঙ্ক রোড একজন মুসলিম শাসক বানিয়েছি , উনার নাম শের শাহ 🙁
ছেলে = তাহলে মোঙ্গলদের সাথে যুদ্ধ আমরা করেছি , তাই না ?? 🤗
মা = না । আলাউদ্দিন খলজি মোঙ্গলদের সাথে যুদ্ধ করেছেন । সেই যুদ্ধে আলাউদ্দিন খলজি যদি পরাজিত হতো , তাহলে আজ ভারত ধ্বংস হয়ে যেতো ।😟
ছেলে = আচ্ছা তাহলে মুঘল সাম্রাজ্য আমাদের ছিল, তাই না ???😯
মা = না । মুঘল সাম্রাজ্য মুসলিমদের সাম্রাজ্য ছিল ।😒
ছেলে = আচ্ছা জয় হিন্দ , এই শব্দটি আমরা প্রথম তৈরি করেছিলাম , তাই না ??🤤
মা = না । ওটাও একজন মুসলিম প্রথম বলেছিল ।😢
ছেলে = আচ্ছা মা , সারে জাহাসে আচ্ছা হিন্দুস্তান হামারা , এই শব্দটি আমরা প্রথম বলেছিলাম , তাই না ??? 🙂
মা = না , ওটা একজন মুসলিম কবি লিখেছিলেন । উনার নাম ইকবাল ।😢
ছেলে = আচ্ছা তাহলে ভারতের পতাকা আমরা বানিয়েছি, তাই না ???😯
মা = হ্যাঁ , তবে বলতে গেলে না । ভারতের পতাকা পিঙ্গলি ভেনকায়া তৈরি করলেও , তো
উনার তৈরি করা পতাকাকে স্বীকৃতি দেওয়া হয়নি ।
ভারতের পতাকার Latest Update করেছিলেন একজন মুসলিম মেয়ে । উনার নাম সুরিয়া তৌওবজি , উনার বাড়ি হায়দ্রাবাদে ।😞
ছেলে = তাহলে প্রথম Satellite launch করেছিলাম আমরাই,তাই না মা ???😀
মা = জ্বী না । ভারত অনেক বার Satellite launch করেছিল , কিন্তু প্রতিবারই Failed হয়েছে ।
তারপর APJ. Abdul Kalamথম Successful ভাবে Satellite launch করেছিল ।😤😖
উনি না থাকলে আজ ভারত Satellite launch করতে পারতো না । 😭
ছেলে = তাহলে Nuclear weapons নিশ্চয়ই আমরা বানিয়েছি ???😡
মা = না । Nuclear weapons একজন মুসলিম আবিষ্কার করেছে ।
উনার নাম APJ Abdul Kalam । 😭
উনি Nuclear weapons তৈরি না করলে আজকে চীন ও পাকিস্তান মিলে আমাদের আদর করতো ।😱
ছেলে = ব্রিটিশদের বিরুদ্ধে ভারত ছোড়ো আন্দোলন প্রথম আমরা করেছিলাম তাই না ??😨
মা = না । ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলন শুরু করেছিল টিপু সুলতান ।😭

তাইলে আমরা কি করছি????? 😤
গোমুত্র পান করছি আর কি ?? 😭 এইবার থাম,

💞 অন্ধকারাচ্ছন্ন ইতিহাসের দুনিয়া থেকে বের হয়ে সত্যেকে জানুন 💙

অলৌকিকভাবেই হোক, আর ঝড়ে বক পড়ে, ফকিরের কেরামতি বাড়ে সেই নীতিই হোক কথাগুলো কিন্তু সত্যি।গত ৬ মাসে ডঃ মুহাম্মদ ইউনুস দর...
28/03/2025

অলৌকিকভাবেই হোক, আর ঝড়ে বক পড়ে, ফকিরের কেরামতি বাড়ে সেই নীতিই হোক কথাগুলো কিন্তু সত্যি।

গত ৬ মাসে ডঃ মুহাম্মদ ইউনুস দরব্যমূল্যের লাগাম টেনে ধরেছেন। লুট হওয়া ব্যাংকগুলোকে বন্ধ না করে ধীরে ধীরে বাড়িয়ে তুলেছেন! ২০০ টাকার পেঁয়াজ ৪০ টাকা কেজি, ৪০০ টাকার কাঁচা মরিচ ৫০ টাকা কেজি, ১০০ টাকার তরকারি এখন ৪০/৫০ টাকা। টমেটো মাশ ১০ টাকা আরও ২০ টাকা প্রতি বছর বোরো আসলে বেতন হলে ১৫০/২০০ টাকা এখন বেতন ৩০/৪০ টাকা। দাম বাড়লে আমরা পোস্ট দেই বলি আগেই ভাল ছিলাম কমলে পোস্ট দেই না! এটা মোনাফেকদের কাজ!

থ্রী জিরো থিউরির জন্য উনি আবার নোবেল মঞ্চে দাঁড়াবেন মনে হয়।

উনি চা বিক্রেতা নন। তিনি একজন উচ্চশিক্ষিত ভদ্রলোক। ভালো কাজের প্রশংসা করাটা আমাদের দায়িত্ব ও কর্তব্য বলে আমি মনে করি।

(কপিকৃত)

প্রধান উপদেষ্টার সাথে চীন সফরে যাওয়া এই উপদেষ্টার নাম ফাওজুল কবির খান (লালবৃত্তে)। সরকারের সবচেয়ে বেশি বাজেটের ৫টা মন্ত...
28/03/2025

প্রধান উপদেষ্টার সাথে চীন সফরে যাওয়া এই উপদেষ্টার নাম ফাওজুল কবির খান (লালবৃত্তে)। সরকারের সবচেয়ে বেশি বাজেটের ৫টা মন্ত্রণালয় তার অধীনে। সড়ক পরিবহন, সেতু বিভাগ, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ ও রেল। আগে এসব জায়গার মন্ত্রীদের লাইফস্টাইল সবার মুখস্থ। তবে এই লোকটার অবস্থা দেখে আমার বেশ ভাল লাগছে। পুরাতন একটা জামা পুরাতন গ্যাবাডিং প্যান্ট আর কেডসটার বয়স দেখেই বোঝা যাচ্ছে যে বাম পায়ের জুতার ছৌল একপাশে ঢেবে আছে। নিজের হ্যান্ড ব্যাগ কাধেই ক্যারি করছেন সরকারের ৫টা বিভাগের প্রধান।

আরেকজন কথাও বলা উচিত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টাকে এই একটা ব্লেজার পরে কতোগুলো ইন্টারভিউতে যে দেখছি, তা অসংখ্য। আমার কাছে এমন সাধারণ জীবন যাপন বড্ড আনন্দের।
সড়ক পরিবহন মন্ত্রী একজন ছিলেন যার ঘড়ির দাম ছিল ২৮ লাখ, ১২ লাখ, নয় লাখ ।

চন্দ্রিমা উদ্যান..
27/03/2025

চন্দ্রিমা উদ্যান..

হিমছড়ি..
07/03/2025

হিমছড়ি..

18/01/2025
তাহসান দ্বিতীয় বিয়ে করলো, তার থেকে অনেক ছোট একটা মেয়েকে। মেয়ে cosmetologist এবং বেশ ভালো ক্যারিয়ার। দেখতেও সুন্দর। তাহসা...
04/01/2025

তাহসান দ্বিতীয় বিয়ে করলো, তার থেকে অনেক ছোট একটা মেয়েকে। মেয়ে cosmetologist এবং বেশ ভালো ক্যারিয়ার। দেখতেও সুন্দর। তাহসানের জায়গায় অন্য কোনো ছেলে এই কাজ করলে, আবার কেন বিয়ে করলেন, বুড়া বয়সে ভিমরতি অনেক কথা শুনা লাগতো। অথচ তাহসানকে সবাই বাহবা দিচ্ছে। ব্যক্তি জীবনে তাহসান ভাই কেমন জানি না। কিন্তু ভালো মানুষের সাথে আসলে ভালো হয়। তার প্রাক্তন বউ, যা তা করে বেড়ানোর পরো সে তাকে নিয়ে ক'টুক্তি করে নাই। এই সম্মানটুকু সে দিসে। আর তাই সে এখন সম্মানটা ফেরত পাচ্ছে।❤️

30/12/2024

একটা মানুষকে নিয়ে কতটা ভাবলে
সেই মানুষটা স্বপ্নে আসে।

Address

Dhaka

Telephone

+8801782154021

Website

Alerts

Be the first to know and let us send you an email when মারসিহা মম- Marsiha mom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মারসিহা মম- Marsiha mom:

Share