04/05/2025
নবীজির ﷺ জীবনী নিয়ে মিশরের কায়রোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সিরাত প্রতিযোগিতায় সারা বিশ্ব থেকে আহ্বান করা হয় সিরাত বিষয়ক গবেষণাপত্র। বাছাই পর্ব শেষে প্রাথমিকভাবে বিভিন্ন ভাষায় রচিত ১৮০টি গবেষণাপত্র নির্বাচিত হয়। তারপর সেই ১৮০টি গবেষণাপত্র থেকেই প্রথম স্থান অর্জন করে ‘উসওয়াতুল লিল আলামিন।’ সিরাতের ওপর ড. রাগিব সারজানির ‘উসওয়াতুল লিল আলামিন’ রচনাটি এতটাই অসাধারণ ছিল যে, পরিচালনাপর্ষদ প্রতিযোগিতায় ২য় ও ৩য় পুরস্কার বাতিল বলে ঘোষণা করে দেন। কারণ, অন্য কারো গবেষণাপত্রই গুণে ও মানে ড. রাগিব সারজানির গবেষণাপত্রের কাছাকাছিও যেতে পারিনি।
‘উসওয়া’ অর্থ—আদর্শ, জীবনদর্শন, জীবনের ধারা। তাহলে ‘উসওয়াতুল লিল আলামিন’ অর্থ সমূহ জগতের আদর্শ। আমাদের নবী ও রাসুল—মুহাম্মদ ইবনু আবদুল্লাহ—উসওয়াতুল লিল আলামিন। তিনি শুধু আমাদের নন, জগতসমূহে আল্লাহর যত সৃষ্টি আছে; সবার নবী। সবার জন্যই উসওয়াহ—আদর্শ ও অনুসরণীয়। ইসলাম তাঁর আনীত ধর্ম; যারা ইসলামে বিশ্বাস করেনি, সমর্পিত হয়নি—সেই কাফিরদেরও নবি তিনি।
তাহলে ভাবুন, ইসলামে যাদের পূর্ণ আস্থা, পরিচয় যাদের মুসলিম; পুরো জীবনে তিনি তাদের জন্য কতটা অনুসরণীয়! ভোর থেকে ঘোর—সবখানে অনুসৃত হয় তাঁর আদর্শ। এই মহান আদর্শে নিজেদের সমর্পণ না করলে, আমরা সবই পাব—শুধু একটা আদর্শ জীবন খুঁজে পাব না।
‘নবিজি ﷺ : যাঁর আদর্শে বিমোহিত পৃথিবী’ নবিজির মহান সে আদর্শের গ্রন্থিত রূপ। এমন মোহময় এর গ্রন্থনা, বিন্যাস ও রূপরেখা আপনি থেমে পড়বেন বিস্ময়ে! সব ছেড়ে-ছুড়ে আরেকবার মনে হবে—নতুন করে শুরু করি জীবন…
বই : নবিজি সা. - যাঁর আদর্শে বিমোহিত পৃথিবী
লেখক : ড. রাগিব সারজানি
অনুবাদ : আবদুন নুর সিরাজি, আম্মার মাহমুদ, মুহাম্মদ রোকন উদ্দীন
কাভার : হার্ডকাভার
পৃষ্ঠা : ৬০৮ (ক্রিম কালার অফসেট পেপার)
মুদ্রিত মূল্য : ৭৮০ টাকা
বিক্রয় মূল্য : ৫৮৫ টাকা
বইটির কিছু অংশ পড়ে দেখতে এবং অর্ডার করতে নিচের লিংকে ভিজিট করুনঃ
https://bookpointbd.com/book/nobiji
অথবা আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে আমাদের মেসেজ করুন।
যে কোনো প্রয়োজনে কল করুন 01729-011588 নম্বরে।