
17/07/2024
চলমান আন্দোলনের বিপক্ষে গিয়ে, ফ্রি-ফায়ার ই-স্পোর্টসের একটি গ্রুপে উস্কানিমূলক কথাবার্তা বলার কারনে Bloody Brand Int এর CEO এবং নিজেকে Fire E-Sports Bangladesh (FFEB) এর হেড দাবি করা Md Rakib Hasan (Fida) কে এবং FFEB এর সকল স্টাফদের নিচের দুইটি পদক্ষেপ নিতে বলা হলো আগামী ২৪ ঘন্টার ভিতরে।
২৪ ঘন্টার ভিতরে যদি কোন পদক্ষেপ গ্রহণ করা না হয় তাহলে আমরা পরবর্তীতে কি করতে পারি তা আমরা দেখিয়ে দেব।
১। তাকে ফ্রি ফায়ার ই-স্পোর্টস কমিউনিটি (FFEB) থেকে ব্যান করতে হবে এবং পরবর্তীতে সে যেন কোন প্রকার কোন কাজের জন্য তাদের সাথে যুক্ত না থাকে।
ব্যান দেওয়ার প্রমাণ হিসেবে FFEB এর অফিসিয়াল ফেসবুক পেইজে তাকে নিয়ে পোস্ট করে ব্যান দিতে হবে।
২। সে যদি তার অর্গানাইজেশন Bloody Brand Int. এর পেজ থেকে তার ভুলের জন্য সকলের কাছে ক্ষমা না চায় (লাইভে এসে) তাহলে তার সেই পেজটি চিরদিনের জন্য ডিজেবল করে দেওয়া হবে এবং তার সাথে সেই ম্যানেজমেন্টের সকল স্টাফদেরও সকল কিছু থেকে ব্যান করা হবে।
ধন্যবাদ