
21/07/2025
No more homework for tomorrow 😥😓
আমার মেয়ে মাইলস্টোনে পড়ে, মোহাম্মদ পুর শাখা।
কলিজার ভেতরে কেমন করছে, আল্লাহপাক জানেন।
শুধু ভাবছি আমার মেয়েকে নিয়ে আমি যখন বাসায় আসছি, তেমনি ওই বাচ্চাদের ও বাসায় ফেরার কথা ছিল.........হে আল্লাহ তুমি মহান। যে বাচ্চা, শিক্ষক /শিক্ষকা, অভিভাবক, অথবা অন্য যে হোক, যারা আহত হয়েছে, তুমি তাদের সহায় হও। তাদের সুস্থ করে দাও মাবুদ।