সবুজ জৈন্তাপুর

সবুজ জৈন্তাপুর অনলাইন মিডিয়া।

11/01/2024

এবার সংসদে সিলেট বিভাগে কোন মন্ত্রী নেই,
প্রতিমন্ত্রী একজন,
শফিকুর রহমান চৌধুরী
সিলেট ২।

সিলেটে যাদের পাশ দেখানো হয়েছে,,, সিলেট ১  এ কে আব্দুল মুমিন চৌধুরী, নৌকা। সিলেট ২  শফিক চৌধুরী, নৌকা।সিলেট ৩  হাবিবুর রহ...
07/01/2024

সিলেটে যাদের পাশ দেখানো হয়েছে,,,

সিলেট ১ এ কে আব্দুল মুমিন চৌধুরী, নৌকা।
সিলেট ২ শফিক চৌধুরী, নৌকা।
সিলেট ৩ হাবিবুর রহমান হাবিব, নৌকা।
সিলেট ৪ ইমরান আহমেদ, নৌকা।
সিলেট ৫ হুসামুদ্দিন চৌধুরী ফুলতুলী কেটলি মার্কা।
সিলেট ৬ নুরুল ইসলাম নাহিদ,নৌকা

সিলেটের ৯০% ভোট কেন্দ্রের সর্বশেষ পরিস্থিতি। ডামি নির্বাচন ২০২৪সাল সকলের কাছে স্বরণীয় হয়ে থাকবে,,,
07/01/2024

সিলেটের ৯০% ভোট কেন্দ্রের সর্বশেষ পরিস্থিতি।

ডামি নির্বাচন ২০২৪সাল সকলের কাছে স্বরণীয় হয়ে থাকবে,,,

06/01/2024

সিলেট কানাইঘাট সুরইঘাট বাজারে বিএনপি আওয়ামী লীগের মধ্যে তুমুল সংঘর্ষ চলছে।
আল্লাহ হেফাজত করুন।

ভেজালের মাঝে, বাজারে  নিয়ে এলো শতভাগ খাটি ও বিশুদ্ধ ফায়জান প্রোডাক্টস কনজ্যুমার এর খাটি শরিষার তৈল।কোম্পানির চেয়ারম্যান ...
05/01/2024

ভেজালের মাঝে, বাজারে নিয়ে এলো শতভাগ খাটি ও বিশুদ্ধ ফায়জান প্রোডাক্টস কনজ্যুমার এর খাটি শরিষার তৈল।
কোম্পানির চেয়ারম্যান মুফতি সৈয়দ ফয়জুল করিম শায়েখে চরমোনাই।

গত বুধবার থেকে সিলেট ১,৩,৪,৫,৬ আসন নির্বাচনের মাঠ পরিদর্শন করলাম! নির্বাচনে প্রধানমন্ত্রীর মনোনীত মনে হচ্ছে সিলেটে ১আসনে...
01/01/2024

গত বুধবার থেকে
সিলেট ১,৩,৪,৫,৬ আসন নির্বাচনের মাঠ পরিদর্শন করলাম! নির্বাচনে প্রধানমন্ত্রীর মনোনীত মনে হচ্ছে সিলেটে ১আসনে নৌকার প্রার্থী ড.এ কে আব্দুল মুমিন, বিরোধী প্রার্থীর পোস্টার বা প্রার্থী মাঠে নেই।
সিলেট ৪ আসনে নৌকার প্রার্থী ইমরান আহমেদ এর পোস্টোর ছাড়া বিরোধী প্রার্থীর পোস্টার এবং কোন প্রার্থী মাঠে নেই।
সিলেট ৫আসনে প্রার্থী কয়েকজন আছেন,জনগণ থেকে যতটুকু জানলাম এখানে না কি ড.আহমদ আল কবির, হুসামুদ্দিন ফুলতুলী সাহেব ও নৌকা মার্কার মধ্যে উত্তাপ সৃষ্টি হয়েছে।
সিলেট ৬আসনে শমসের মুবিন চৌধুরীর পক্ষে আওয়ামীলীগের একাংশ কাজ করেছে ধারণা করা হচ্ছে প্রধানমন্ত্রীর ইঙ্গিতে তারা শমসের মুবিন চৌধুরীর পক্ষে কাজ করেছে।
সিলেট ৩ আসনে নৌকা প্রার্থী হাবিবুর রহমান হাবিব ছাড়া বিকল্প কোন প্রার্থী মাঠে নেই বললেই চলে।
জনগণ ধারণা করেছে প্রধানমন্ত্রীর ইঙ্গিতে ফলাফল এমনটাই হবে।
সিলেট ১ আব্দুল মুমিন চৌধুরী, সিলেট ৩ হাবিবুর রহমান হাবিব। সিলেট ৪ ইমরান আহমেদ, সিলেট ৫ হুসামুদ্দিন ফুলতুলী,সিলেট ৬ শমসের মুবিন চৌধুরীর বিজয় নিশ্চিত করবে।
তবে জনগণের ধারণা ১০/১৫% ভোট কাস্ট হবে কি না সন্দেহ হচ্ছে, নির্বাচনের আমেজ যেমনটা নেই।

বাংলাদেশের কৃষকরা সাবধান, এখন ধান কাটার সিজন।অনেক জায়গায় ধানের জমিতে রাসেল ভাইপার পাওয়া যাচ্ছে!এই সাপ কামড় দেওয়ার ৮০-৯০ ...
12/12/2023

বাংলাদেশের কৃষকরা সাবধান, এখন ধান কাটার সিজন।
অনেক জায়গায় ধানের জমিতে রাসেল ভাইপার পাওয়া যাচ্ছে!
এই সাপ কামড় দেওয়ার ৮০-৯০ মিনিটের মধ্যে এন্টিভেনম না দিলে মৃত্যু নিশ্চিত,😑

ধান কাটার আগের দিন জমিতে ব্লিচিং বা গমবুট ছড়িয়ে দিবেন.আর জমিতে যাওয়ার আগে গামবুট পড়ে যাবেন..আর রাসেল ভাইপার পাওয়া গেলে রেস্কিউ না করে মে রে ফেলা উত্তম,, কারণ এরা একেবারে ৪০/৫০ টা বাচ্চা প্রসব করে বংশ বিস্তার করে!
কৃষক ভাইদের সতর্কতার জন্য সকলে পোস্টি শেয়ার করি।

সবুজ জৈন্তাপুর লাতু দারুল হাদিস মাদ্রাসা H M Tufayel Ahmed Shah Alom ডৌবাড়ী ইসলামী যুব সমাজ ফয়জুর রহমান মাওঃ বেলাল হোসাইন আসাদী @

একযুগ পরে হেমু তিনপাড়া রাস্তার কাজ শুরু হয়েছে। এলাকাবাসী বহুপ্রত্যাশিত এই রাস্তা,কাজ শুরু হওয়ায় সবাই অনেক খুশি।
09/12/2023

একযুগ পরে হেমু তিনপাড়া রাস্তার কাজ শুরু হয়েছে।
এলাকাবাসী বহুপ্রত্যাশিত এই রাস্তা,কাজ শুরু হওয়ায় সবাই অনেক খুশি।

29/11/2023

হাঃ মাওলানা আব্দুশ শুকুর সাহেব এর খু*নি*দের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিলে সংগীত পরিবেশন করেছেন
>>>>>>>>>>>মাওঃ নুরুল ইসলাম।

হাফিয মাও. আব্দুশ শাকুর এর *হ-ত্যা'র প্রতিবাদে হরিপুরে বিক্ষোভ সমাবেশ।[ 🔴পোস্টটি শেয়ার করে আসামীদের গ্রেফতার করতে সহযোগি...
29/11/2023

হাফিয মাও. আব্দুশ শাকুর এর *হ-ত্যা'র প্রতিবাদে হরিপুরে বিক্ষোভ সমাবেশ।

[ 🔴পোস্টটি শেয়ার করে আসামীদের গ্রেফতার করতে সহযোগিতা করুন প্লিজ🔴 ]

সিলেটের জৈন্তাপুর উপজেলার ৫ নং ফতেহপুর ইউনিয়নের দলইপাড়া গ্রামের মরহুম আব্দুল মালিক (আমির সাব) এর জৈষ্ঠ পুত্র হাফিয মাওলানা আব্দুশ শাকুর (৬০) কে গত ২৪ নভেম্বর শুক্রবার সকাল ৯ টায় পথরোধ করে ধারালো ও দেশীয় অস্ত্র দিয়ে নির্মমভাবে *হ- ত্যা করা হয়। এই *হ-ত্যা' কাণ্ডে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ২৯ নভেম্বর বুধবার হরিপুর বাজার বাসস্ট্যান্ডে এলাকাবাসীর আয়োজনে এক বিরাট বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, *হ-ত্যা' কাণ্ডের পাঁচদিন অতিবাহিত হয়ে গেলো, কিন্তু উল্লেখযোগ্য কোনো আসামী এখনো গ্রেফতার না হওয়া নিতান্তই দুঃখজনক। বক্তারা বলেন, আমরা প্রশাসনের ওপর আস্তা রেখেছিলাম, কিন্তু তাঁরা সেই আস্তার সম্মান দেখাতে ব্যর্থ হয়েছে। তাই আমরা এখন থেকে কঠোর কর্মসূচি গ্রহণে বাধ্য হবো। যদি অবিলম্বে আসামিদের গ্রেফতার করা না হয়, তাহলে সিলেট-তামাবিল লাইন অবরোধের কঠিন কর্মসূচিরও হুমকি দেন বক্তারা।

মাওলানা আব্দুল কাদির বাগেরখালীর সভাপতিত্বে ও মাওলানা জয়নাল আবেদীন ও মাওলানা মীম সুফিয়ানের যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- জৈন্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব মুহিব্বুল হক মুহিব, জৈন্তাপুর উপজেলার বর্তমান ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন এম এ, ৫নং ফতেহপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রফিক আহমদ, সাবেক চেয়ারম্যান এম এ মতিন, হরিপুর বাজার মাদরাসার মুহতামিম মাওলানা হিলাল আহমদ, হেমু মাদরাসার মুহতামিম মুফতি জিল্লুর রহমান, মাওলানা আব্দুল জব্বার, মাওলানা শামসুদ্দিন ইলিয়াস, জাকারিয়া মাহমুদ, আলাউদ্দিন,হাঃ মাওঃ শরিফ উদ্দিন খাঁ, মাওলানা জয়নুল আবেদীন হেমু,শ্রমিক নেতা এস ইউ সাদ্দাম প্রমুখ।

সমাবেশ থেকে তিনটি কর্মসূচি ঘোষণা করা হয়-
১.আগামি ৩ ডিসেম্বর রবিবার জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান। সাথে সাথে এস পি ও ওসি বরাবরে অনুলিপি প্রেরণ।

২. ১০ ডিসেম্বর রবিবার জৈন্তাপুর উপজেলা প্রোফারে প্রতিবাদ সভা।

৩. যদি এর মধ্যে আসামি গ্রেফতার না করা হয়, তাহলে এলাকার মুরব্বিয়ান ও আলেম সমাজের সাথে পরামর্শক্রমে জৈন্তা অবরোধের মতো কঠোর কর্মসূচি হাতে নেয়া হবে।

উল্লেখ্য, ৫নং ফতেহপুর ইউনিয়ন (হরিপুর) এর বাগেরখাল দলইপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধ-কে কেন্দ্র করে একই এলাকার প্রতিবেশী হাজির আলী, পুত্র নজরুল ইসলাম, তার ভাই বদরুল ইসলাম সহ প্রতিপক্ষ ৭/৮ জনের সংঘবদ্ধ গ্রুপ পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে মাওলানা আব্দুশ শাকুরকে কুপিয়ে *হ-ত্যা করে।

এই ব্যাপারে জৈন্তাপুর মডেল থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে হাজির আলী, নজরুল ইসলাম, বদরুল ইসলাম, সাবেক মেম্বার আবুল মিয়া ও তার ভাই বাবুল গংকে আসামী করে মামলা দায়ের করেন। পুলিশ এই পর্যন্ত বাবুল মিয়া (৬৩) ছাড়া কাউকে গ্রেফতার করতে পারে নি।

29/11/2023

মাওলানা আব্দুশ শুকুর সাহেব এর খুনিদের বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখছেন জৈন্তাপুর থানা ওসি,,,স্থান হরিপুর বাজার স্টেশন। জৈন্তাপুর, সিলেট।

26/11/2023

সিলেটের ১০নং নতুন গেস কুপথেকে সরাসরি ভিডিও ধারণ। হেমু, হরিপুর,জৈন্তাপুর, সিলেট।

Address

জৈন্তাপুর উপজেলা, সিলেট।
Dhaka
ABDULWAHID

Telephone

+8801966956048

Website

Alerts

Be the first to know and let us send you an email when সবুজ জৈন্তাপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সবুজ জৈন্তাপুর:

Share

Category