Anika's Gallery

Anika's Gallery সকল প্রসংশা একমাত্র আল্লাহর জন্য 🤲
(9)

13/07/2025

এমন কাউকে বিয়ে করো যার কাছে ভাতের অভাব হলেও, তোমার জন্য সময়-সম্মান যত্নের অভাব হবে না! 🌸

10/07/2025

আমি সৎ থাকবো! আপনি আমারে ঠকাইবেন, আমার আল্লাহ আমারে জিতায় দিবে পারলে ঠেকাইয়েন।

05/07/2025

নিজেকে অনেক পরিবর্তন করতে হবে।

আবেগ কমাতে হবে, বাস্তবতা মেনে নিতে শিখতে হবে, অপরিচিত মানুষের সাথে কম মিশতে হবে, কম কথা বলতে হবে, অল্প পরিচয়ে কাউকে বিশ্বাস করা যাবে না, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে কোনো ধরনের আশা করা যাবে না।

ইন'শা'আল্লাহ জীবন সুন্দর হবে!🤍

ছবিতে যিনি বসে আছেন, তিনি কেবল একজন স্বামী নন—তিনি এক জীবন্ত প্রেমকাব্য।সামনের গাড়িটিতে যার নিথর দেহ শুয়ে আছে, তিনি তার ...
04/07/2025

ছবিতে যিনি বসে আছেন, তিনি কেবল একজন স্বামী নন—তিনি এক জীবন্ত প্রেমকাব্য।
সামনের গাড়িটিতে যার নিথর দেহ শুয়ে আছে, তিনি তার প্রিয়তমা স্ত্রী।

রাত ৯টায় জানাজা হওয়ার কথা ছিল।
কিন্তু তিনি চাইছিলেন না—এতো রাতে এত তাড়াহুড়ো করে স্ত্রীকে মাটি দেওয়ার প্রক্রিয়া শুরু হোক।
তবু মুখে কিছু বলতেও পারছিলেন না…
কি বলবেন?
“ওকে একটু থাকতে দাও… ওকে একা ফেলে দিতে মন চায় না”—
এই কথাটাও যেন খুব বেশি হয়ে যাচ্ছিল তার কাছে।

একটা মৃতদেহকে সামনে রেখে কেউ এমন করে বসে থাকতে পারে?
হ্যাঁ, পারে—যদি সেটা ভালোবাসা হয়।
ভালোবাসার শেষ প্রহরে এসে কেউ কাউকে এমন করে আগলে রাখে,
যখন কেউ আর অনুভব করতে পারে না, তবু পাশে থাকা মানুষটা যেন বলে—
"তুমি চলে গেছো, ঠিক আছে। কিন্তু আমি এখনো আছি। আমি কোথাও যাইনি।"

তার ছোট ছেলে বুঝেছিল বাবার চোখের ভাষা।
তাই শেষ পর্যন্ত জানাজা হয়েছে পরদিন সকালেই।
তবুও সারারাত তিনি বসে ছিলেন গাড়ির সামনে। নিঃশব্দে। নিঃসঙ্গভাবে।
কোনো শব্দ নেই, কোনো অভিযোগ নেই—শুধু নিঃশব্দে প্রহর গোনা, শেষ সঙ্গ দেওয়া।

এই মানুষটা স্ত্রীর মৃত্যুর পরও তাকে একা ফেলে যেতে পারেননি।
তিনি বসে থেকেছেন—একটা আশ্বাস হয়ে, একটুকরো সঙ্গ হয়ে।

এটাই ভালোবাসা।
যে ভালোবাসা শোরগোল করে না। দাবি রাখে না।
শুধু পাশে থাকে—চোখে জল নিয়ে, ঠোঁটে নীরবতা নিয়ে।

যার পাশে এমন কেউ থাকে—
সে পৃথিবী ছেড়ে গেলেও হারিয়ে যায় না, সে অমর হয়ে যায় ভালোবাসার স্মৃতিতে।

ভাগ্যবান ছিলেন সেই স্ত্রী—
কারণ মৃত্যুর পরেও কেউ ছিলো তার পাশে,
যে বলেছিলো না বলেই—
“আমি আছি।”

30/06/2025

কখনো কখনো কোনো কিছুই ভালো লাগে না!
কারো ভালো কথা না,মন্দ কথাও না।

কে কি ভাবলো,কে কি বললো কিংবা কে কি করলো তা নিয়ে যেন বিন্দুমাত্র মাথা ব্যথা নেই।কখনো কখনো নিজেকে ঠিক অনুভূতি শূন্য মানুষ মনে হয়!

কারো সাথে কথা বলতে ইচ্ছে করে না-কোনো ব্যপারেই না।সবকিছু বোঝেও না বোঝার ভান করে এড়িয়ে যেতে হয়,সব দেখেও না দেখার মতো করে পাশ কা*টিয়ে চলে যেতে হয়।“নাহ,আমি কিচ্ছু দেখিনি,আমি আদৌ কিচ্ছু বুঝি না!"

কখনো কখনো কেউ তীব্র আঘাত করলেও আর প্রতিবাদ করতে ইচ্ছে করে না!কে গালি দিলো,কে ভালোবেসে বুকে টেনে নিলো,কে অপমান করলো,কে প্রশংসা করলো;তাতে কিচ্ছু যায় আসে না।

কখনো কখনো হাসতে ইচ্ছে করে না,আবার কাঁদতেও ইচ্ছে করে না।নিজেকে আর কারো কাছে প্রকাশ করতেও ইচ্ছে করে না।কারো কাছে কোনো কিছু চাইতে ইচ্ছে করে না,আবার কাউকে কিছু দিতেও ইচ্ছে করে না।কারো কথা শুনতে ভালো লাগে না,আবার কাউকে কিছু বলতেও ভালো লাগে না!

অনূভুতি শূন্য মানব হয়ে শুধু জীবনের নিয়মে বেঁচে থাকতে ইচ্ছে করে।জীবন যেভাবে যাচ্ছে,সেভাবেই তাল মিলিয়ে জীবন স্রোতের সাথে গা ভাসিয়ে দিয়ে,বেঁচে থাকতে ইচ্ছে করে যে কটা দিন বেঁচে থাকা যায়।

কখনো কখনো কোনো কিছুই আর ভালো লাগে না,এমনকি নিজেকেও না!

29/06/2025

"ধৈর্য কাঁদায়,
কিন্তু ঠিক সময়মতো একজন মানুষকে হেসে উঠতেও শেখায়।"

কারণ, আল্লাহ্ তো নিজেই ধৈর্যের পুরস্কার দেন।
তিনি বলেন—
"নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাঁদের পুরস্কার পূর্ণমাত্রায় দেওয়া হবে, কোনো হিসাব ছাড়া।"
— সূরা যুমার: ১০

তাই কষ্টের সময়টায় ধৈর্য ধরো।
আল্লাহ্ কখনো ধৈর্যের মূল্য অপচয় করেন না।

28/06/2025

"চুপ থাকার মধ্যেই অনেক সময় সবচেয়ে বড় জবাব লুকিয়ে থাকে।"
জীবনের কিছু মুহূর্তে সুযোগ ছিলো… অন্যায়কারীর সামনে দাঁড়িয়ে জবাব দেওয়ার, নিজের ক্ষতি করার আগুনে তাদেরও পোড়ানোর।
তবুও চুপ থেকেছি।
কারণ আমি চেয়েছি — আমার নয়, আল্লাহর আদালতে তাদের পরিণতি দেখতে।

আমার বিশ্বাস, সেই পরিণতি হবেই।
কারণ আমি ছিলাম ন্যায়ের পাশে, আর তারা অন্যায়ের ছায়ায়।
আমি ছিলাম সত্যের মানুষ, আর তারা লুকিয়ে ছিল মিথ্যার মুখোশে।
আমি ছিলাম বিশ্বাসে গড়া, আর তারা ছিল প্রতারণায় মোড়া।

সৎ থাকার শান্তি এইখানেই —
যেখানে প্রতিশোধ নয়,
নীরবতা হয় সবচেয়ে শক্তিশালী উত্তর।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anika's Gallery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share