11/10/2025
I WANT TO DO SAFE EXIT 🏃♂️
বর্তমান বাংলাদেশে সেফ এক্সিট একটি মারাত্মক ভাইরাল টপিক। কেউ রাজনীতিবিদদের সেফ এক্সিট করাতে যাচ্ছেন অথবা কেউ নিজে সেফ এক্সিট হতে চাচ্ছেন যে যার ঘারে দোষ দিয়ে চলতেছে।
কিন্তু বর্তমান বাংলাদেশের যে অবস্থা ছোট থেকে বড় সবারই সেইফ এক্সিট নেওয়া উচিত।
বিশ্বাস করেন ভাই এই দেশে কিছুই নাই 😥
অর্থনৈতিক স্তবিরতা নাই
ভবিষ্যতের নিরাপত্তা নাই
সুস্থ চিন্তার চর্চা নাই
আবিষ্কার নাই
আবিষ্কারের পিছনে ইনভেস্ট নাই
সত্যতা যাচাইয়ের প্রবনতা নাই
গুরুজনের প্রতি শ্রদ্ধা নাই
বহুমুখী রপ্তানি নাই
তাহলে কি আছে
হুজুগে বাঙালি আছে
গুরুজনের প্রতি অসম্মান আছে
প্রচুর গুজব আছে
অলসতা আছে
পায়ে ধরে টেনে নামানোর লোক আছে
শুধু ঘরমুখো মানুষ আছে
আপনি মানেন আর নাই মানেন এই দেশ কখনো ভালো হবে না এদেশকে ভাল করতে হলে মানুষের চিন্তার পরিবর্তন করতে হবে আর চিন্তার পরিবর্তন ১০০ বছরে হয়।
বর্তমান দেশের নেতা-নেত্রীদের সেফ এক্সিটের দরকার নেই আপনারা যে অবস্থা করে রাখছেনা দয়া করে আমাদের মতো তরুণদেরকে সেইফ এক্সিট করার ব্যবস্থা করে দেন এই জাতিতে ঘুণে ধরে গেছে