Bilaimatarani Tintin -বিলাইমাতারানী টিনটিন

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Bilaimatarani Tintin -বিলাইমাতারানী টিনটিন

Bilaimatarani Tintin -বিলাইমাতারানী টিনটিন Its a group where only positivity, love and passion for all creations would be appreciated �

  আবারো একসাথে অনেক গুলি বাচ্চার জন্য  একসাথে অনেকগুলো টাকা লাগবে। নিচে হিসাব টা লিখেছি। ওদের যে কারো জন্য রেগুলার বেসিস...
13/03/2025


আবারো একসাথে অনেক গুলি বাচ্চার জন্য একসাথে অনেকগুলো টাকা লাগবে। নিচে হিসাব টা লিখেছি। ওদের যে কারো জন্য রেগুলার বেসিসে মান্থলি ডোনার হতে পারেন। অর্থাৎ অন্তত একজন বাচ্চার খরচের দায়িত্ব নিতে পারেন।তাহলে আমার ওপর এই বিশাল দায়িত্বের চাপ টা কিছুটা সহনীয় হবে।
এখানে নতুন রেসকিউড বাচ্চা ৬জন ( রণ,চিগী,পুস্পারাজ,অর্পা, সুবর্ণা,মালতী) এদের ভ্যাকসিন+বুস্টার ভ্যাকসিন। +ঐশ্বর্য,বিব্বোজান এর একটা করে ভ্যাকসিন। তার মানে টোটাল 14 টা ভ্যাকসিন=11,200/-
আর পুরানো দুইজন (ঐশ্বর্য,বিব্বোজান) ফ্লু এবং মাল্টিপল ইনফেকশনের জন্য ফস্টারে রাখা হয়েছিল আর ব্লাড টেস্ট+মেডিসিন (15000/-) টোটাল চারজনের ফস্টার এবং মেডিকেল বিল।
এবং একজন স্ট্রে বিড়াল , ওর নাম সুন্দরী,ওর ছবি নাই।স্পে (3000tk)

বিকাশ নাম্বার: 01819887246 ( টাকা পাঠালে অবশ্যই রেফারেন্সে "Tintin অথবা cat অথবা বিড়ালদের নাম লিখতে হবে এবং আমাকে জানাতে হবে)

শীতকাল আর বৃষ্টি আসলেই ভাড়াটিয়া রা সবাই যার যার অ্যাপার্টমেন্টে থাকে 😁😁 মাশাআল্লাহ 💚💚💚
18/11/2024

শীতকাল আর বৃষ্টি আসলেই ভাড়াটিয়া রা সবাই যার যার অ্যাপার্টমেন্টে থাকে 😁😁

মাশাআল্লাহ 💚💚💚

"Comforter e p*e korar jonno ami tomar pa dhore maaf chachchi ma "-chotu (mashallah)
03/11/2024

"Comforter e p*e korar jonno ami tomar pa dhore maaf chachchi ma "
-chotu (mashallah)

আমি সব সময় বলি স্পে/নিউটার করাবেন ভালো এক্সপেরিয়েন্সড একজন ভেটের কাছে। এটা হচ্ছে একটা খুব ভালো স্পে এর উদাহরণ। স্পে কর...
02/11/2024

আমি সব সময় বলি স্পে/নিউটার করাবেন ভালো এক্সপেরিয়েন্সড একজন ভেটের কাছে। এটা হচ্ছে একটা খুব ভালো স্পে এর উদাহরণ। স্পে করানোর ঠিক পাঁচদিন পরের ছবি এটা।মার্ক করা জায়গায় কাটা পড়সিলো যেটা একদম মিশে গেছে মাশাআল্লাহ।কালো সুতায় গিঁট টাও পড়ে যাবে। বাচ্চাটার পায়োমেট্রা ছিল !!!‌
ঢাকার ভিতর অনেক ভালো ভেট আছেন যারা এরকম নিঁখুতভাবে স্পে করেন। কাঁথা সেলাইয়ের মতন সেলাই পড়লে সেগুলোতে ইনফেকশন হওয়ার সুযোগ থাকে। কিন্তু সেলাই এরকম হলে অনেক নিরাপদ।একটু খোঁজখবর আর রিভিউ নিয়ে বাচ্চাকে স্পে করিয়ে ফেলবেন। ফ্লু এর ভ্যাকসিনের মতন স্পে/ নিউটার করানো খুব খুব জরুরী।

লেটেস্ট রেসকিউড বাচ্চাটার নাম রাখলাম অরিও।ডিওয়ার্ম করেছি।আজকে ফ্লু ভ্যাকসিন দিয়ে ফেললাম। আল্লাহ ওকে ভালো রাখুক। একটু একট...
09/06/2024

লেটেস্ট রেসকিউড বাচ্চাটার নাম রাখলাম অরিও।ডিওয়ার্ম করেছি।আজকে ফ্লু ভ্যাকসিন দিয়ে ফেললাম। আল্লাহ ওকে ভালো রাখুক। একটু একটু সলিড খাবার খাওয়া শিখাচ্ছি।বয়স এখনো দুধ খাওয়ার। মায়ের বুক থেকে আলাদা করে ঝড়ের রাতে কোন মানুষ ফেলে গিয়েছিলো 😔

আমার কাছে অনেকেই বিড়ালদের যত্নের ব্যাপারে বেসিক কিছু জিনিস জানতে চায়। বিশেষ করে নতুন যারা adopt করেন। আমি ও চেষ্টা করি ন...
07/06/2024

আমার কাছে অনেকেই বিড়ালদের যত্নের ব্যাপারে বেসিক কিছু জিনিস জানতে চায়। বিশেষ করে নতুন যারা adopt করেন। আমি ও চেষ্টা করি নিরলস ভাবে বলে যেতে। একজনের উপকার হলেও অনেক বড় ব্যাপার।আজকে একটা গ্রুপে একজনকে গুছিয়ে সব পয়েন্ট করে কমেন্ট করে দিতে হলো। সেটাই এখানে দিলাম। যার যার লাগবে পড়ে নিতে পারবে। এরপরেও আমাকে ইনবক্সে গুতাইতে পারবে। আমি জীবিত থাকলে উত্তর দিব ইনশাআল্লাহ 🥰🥰🥰
মানুষ হিসেবে আমার ভুল থাকতে পারে। man is mortal 😁😁 কিন্তু নীচের লেখাগুলো তে কোন ভুল নাই কিন্তু আলহামদুলিল্লাহ 🥰🥰

আমি অনেকদিনের, অনেক বাচ্চার এক্সপেরিয়েন্স আর ভালো ভেটদের কথা অনুযায়ী উত্তর গুলি দিচ্ছি :

🔆 সিদ্ধ চিকেন, সিদ্ধ চিকেনের পানি,একটুকরা সিদ্ধ মিষ্টিকুমড়া বা গাজর ওদের বেষ্ট খাবার। মুরগীর অরগানস স্পেশালি গিলা,কলিজা, গলা,পা,পাখনা এগুলোও দিবেন সুসিদ্ধ করে আরেকটু বড় হলে। সপ্তাহে একদিন ডিমের কুসুম বা মুরগীর কলিজা দিবেন। মাঝে মাঝে একটু টকদই, ফ্রেশ ঘাস দিবেন ওদের সামনে।
সপ্তাহে দুইদিন মাছ কাঁটা বেছে দিন। আর ও যদি মাছ বেশি ভালোবাসে তাহলে মুরগীর সাথেই খুব অল্প মাছ সিদ্ধ দিন for smell. Potty পাতলা হলে কাঁচকলা মিক্স করবেন। potty বেশি শক্ত হলে মাছ আর কয়েক ফোঁটা অর্গানিক নারকেল তেল। ক্যাটফুড দিতে হলে অবশ্যই ভালো ব্র্যান্ড দিবেন নয়তো না দিলেই ভালো) পরিস্কার স্টিলের বাটিতে খাবার আর পানি সার্ভ করবেন।পানি বার বার বদলে দিবেন। ওরা টলটলে পরিস্কার পানি খেতে ভালোবাসে।avoid plastic and melamine.

🔆ঠিক ৪৫ দিন বয়সের পর থেকেই ফ্লু ভ্যাকসিন দেয়া যায়। খুবই ইম্পর্টেন্ট।ওকে আনা মাত্রই প্রথম কাজ হবে ফ্লু ভ্যাকসিন দেয়া ভালো কোন ক্লিনিক থেকে। বুষ্টার ডোজ টা ঐ ভেট বলে দিবেন। বুষ্টারের ডেট মিস করবেন না।
আরেকটা ভ্যাকসিন হলো rabies এর ভ্যাকসিন। এটা ৩মাস বয়সের পর দেয়া। প্রতি বছর একবার করে ফ্লু আর rabies এর টিকা দিবেন।

🔆বাইরের দেশে ছোট বাচ্চাদের স্পে/নিউটার করে ফেলে। আমাদের দেশে এখনো এই প্র্যাকটিস নেই।আর সব ভেট সমান এক্সপেরিয়েন্সড না। তাই সেফ সাইডে বলা যায়, ৭/৮ মাস বয়স হলে,ওজন ২কেজি হলে, শরীর সুস্থ থাকলে ভালো একজন ভেটের কাছে স্পে বা নিউটার করিয়ে ফেলা। এটা আরেকটা জরুরী কাজ। এটার সুবিধা বলে শেষ করতে পারবোনা। অনেক অসুখ-বিসুখ থেকে বেঁচে যায়, পালিয়ে যাওয়া বা হারিয়ে যাওয়ার বিপদ থেকে বেঁচে যায়, হিটে এসে কষ্ট পায় না এদিক সেদিক পি-পটি করে দেয় না, স্বাস্থ্য ভালো হয়, দেখতে সুন্দর হয়।স্পে -নিউটার করতেই হবে। ভালো ভেটের কাছে।ভেটদের নাম ও বলে দিব।

🔆ওরা মানুষের ছোট বাচ্চার মতই।একা রেখে গেলে মন খারাপ করে,ভয় পায়,ডিপ্রেসড হয়। আমার পারসোনাল সাজেশন ২জন কে একসাথে adopt করা।ওরা খুব খেলতে ভালোবাসে। একসাথে ঘুমাতে ভালোবাসে। দুজন নিলে বেষ্ট।তাহলে একা দীর্ঘ সময় থাকলেও মন খারাপ করবেনা।
বাসায় ওদেরকে একা রেখে গেলে সব সেফটি মেনটেন করবেন।ক্যাটপ্রুফ বাসা, চুলা অফ,ইলেকট্রিক তার নাগালের বাইরে, মাল্টিপ্লাগ অফ এসব দেখবেন। ওরা অন্ধকারে ভালোই দেখে কিন্তু বাসায় একা থাকলে সব লাইট অফ করবেন না।
বেষ্ট হলো দুজনকে দত্তক নেন 🥰

🔆বাসা ক্যাটপ্রুফ করা খুব জরুরী।
🔆বাসায় বিষাক্ত কিছু বা ইঁদুর/ তেলাপোকা মারার ওষুধ রাখবেন না। বিড়ালকে নাপা/প্যারাসিটামল কখনো দেয়া যাবেনা। ওদের জন্য বিষ এগুলো। কোন ওষুধ ভেটের পরামর্শ ছাড়া দেয়া যাবেনা। কেটে-ছড়ে গেলে savlon/dettol দেয়া যাবেনা। ভায়োডিন দেয়া যাবে।
ফাংগাল ইনফেকশন হলে fundigal hc cream টা সেফ। বাকি ওষুধের সাথে। অন্য কম্বিনেশনের মলম স্কিন ইস্যু ভালো করলেও ওরা চাটলে সমস্যা হতে পারে। (ফ্রেন্ডলিস্টে কোন ভেট দেখে থাকলে এটা আমাকে কারেকশন করতে পারেন)

🔆 লিটার বক্স আর লিটার দিবেন। পি পটি করলে স্কুপ দিয়ে ছেঁকে পলিথিন ব্যাগ এ মুখ আটকে ফেলে দিবেন।লিটার বক্স ক্লিন রাখবেন।কয়দিন পরপর ধুয়ে ফেলবেন। ওরা ক্লিন লিটার বক্স পছন্দ করে। ঘর মোছা বা লিটার বক্স ধোয়ার জন্য সাবান পানি,এরপর ভিনেগার+বেকিং সোডা মিশানো পানি ব্যবহার করবেন।

🔆৩মাস পর পর ওজন অনুযায়ী বিড়ালদের কৃমির ওষুধ দিয়ে ডিওয়ার্মিং করাবেন। মাঝে মাঝে ২/৩সপ্তাহ ধরে ওদের খাবারে catstar তেল mix করে দিবেন। লোম আঁচড়ে দিবেন। কান পরিষ্কার করবেন তুলা আর ভিনেগার মিশানো পানি দিয়ে। ফ্লী থাকলে সমান সমান পরিমাণ পানি ও ভিনেগার মিশিয়ে শরীরের স্প্রে করে এক ঘণ্টা পর এন্টিফ্লি শ্যাম্পু দিয়ে গোসল করাতে হবে।

🔆গরম কালে মাসে একবার গোসল (কিছুতেই যেন কানে পানি না ঢুকে)।
আর শীতকালে একেবারেই কোন গোসল দিবেন না।

🔆 বাড়িওয়ালারা বিড়ালের জন্য বাসা ছাড়তে বললে বাসা ছেড়ে দিবেন।আমাকেও ছাড়তে হইসে 😁 কেউ কি বাসার জন্য বাচ্চা ফেলে দেয়, বলেন?? 🥰🥰

🔆 কোথাও বিড়াল ক্যারি করতে হলে ক্যাট ক্যারিয়ার অথবা ঝুড়ি (মুখ ভালো ভাবে বেঁধে নিবেন) ক্যাট ক্যারিয়ার বেষ্ট অপশন।

🔆 কোন ভেট বা ফস্টার হোমে যেতে হলে একটু খোঁজ খবর/রিভিউ দেখে তারপর যাবেন।

I won't give up on you...... Please fight for me......   Mashallah 💜💜💜
18/05/2024

I won't give up on you......
Please fight for me......


Mashallah 💜💜💜

এই বাচ্চাটার নাম রাখসি  #মুয়েজ্জা। কারণ, ও একটা মসজিদের বিড়াল। ঐ মসজিদের ইমাম সাহেব পালতেন ওকে। খুব আদর করতেন। ও নাকি মু...
17/05/2024

এই বাচ্চাটার নাম রাখসি #মুয়েজ্জা। কারণ, ও একটা মসজিদের বিড়াল। ঐ মসজিদের ইমাম সাহেব পালতেন ওকে। খুব আদর করতেন। ও নাকি মুরগীর মাংস,মুরগীর ডানা খেত। তারপর একদিন........
ঐ মসজিদে নামাজ পড়তে আসা "কিছু মুসল্লীর" মনে হলো এই বিড়াল মসজিদে থাকলে ওনাদের বেহেশতে যেতে একটু সমস্যা হতে পারে। বাকিরা ওকে পছন্দ করতো। কিন্তু শয়তান অল্প হলেও শয়তানের গলার জোর বেশি ছিল। ইমাম সাহেবকে ওকে অন্য একজন কে দিয়ে দিতে হলো। সেই "অন্য একজন " আমার পরিচিত। তারা ঠিক এক সপ্তাহ ওকে রাখলো। এরপর সেই অন্য একজনের বড় বোন, ওনার নাম নূরজাহান। উনি একদিন বাসায় এসে বললো ওকে বাসায় রাখার দরকার নাই। খায় আবার ট্যাঁ ট্যাঁ করে, না জানি কি কি অসুখ নিয়ে আসবে। এরকম অনেক কুকথা কানে দিল। ব্যাস.... এই অবুঝ বাচ্চাটার এই আশ্রয় টাও গেল।ঐ বাসার ছোট বাচ্চাটা মুয়েজ্জা কে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে আমার বাসায় আসলো। অঝোরে কাঁদতেসে। বলতেসে, "আপনি কি তনি আপু? আপু আমার আম্মু আব্বু আর বড় ফুপী বলসে আমি স্কুলে গেলে নাকি ওকে ফেলে দিয়ে আসবে।আপনি ওকে রাখবেন?? ও শুধু একটু মুরগীর ডানা খাবে। "
আমার অনেকদিন ধরেই আর একজনকেও নেয়ার মতো অবস্থা নাই। তাও সামনে কেউ পড়লে নিয়ে আসি। এখন এই বাচ্চাটার কান্না দেখে আর মুয়েজ্জার চেহারা দেখে খুব মায়া লাগলো বাচ্চাটার অন্য কোন উপায়ও নাই। আমি ও চোখের পানি মুছে দিলাম। খুব ঠান্ডা মাথায় বললাম, তোমার আম্মু আব্বু আর বড় ফুপি খুব খারাপ মানুষ। তুমি ওদের মতো না। তুমি ওদের মতো কখনো হবা ও না। বাসায় গিয়ে বলবা তনি আপু এই কথা বলসে।আর ওনারা যেন কখনো আমাদের বাসায় আর না আসে। (কাজটা হয়তো ঠিক হয়নাই কিন্তু আমি খুব রাগ হয়ে বলসি।ওনারা যে খারাপ এটা আমি ওনাদের সাথে দেখা হলেও বলতে পারতাম, আর একদম কিছু না বলাই বেটার)
#মুয়েজ্জা
নিউটার করায় ফেলসি।ভ্যাকসিন ও দিয়ে দিবো।আমার মতো মায়াবতী কেউ ওকে নিতে চাইলে দিয়ে দিব।
💗💗💗

আমার আর শাকিল এর ঈদ আনন্দ। আল্লাহর অশেষ রহমতে প্রায় 70 জন কুকুরের জন্য খাবার গেল মাত্র ।ঈদের সময়টা অনেকটা লকডাউনের মতো...
13/04/2024

আমার আর শাকিল এর ঈদ আনন্দ। আল্লাহর অশেষ রহমতে প্রায় 70 জন কুকুরের জন্য খাবার গেল মাত্র ।ঈদের সময়টা অনেকটা লকডাউনের মতোই হয়। লোকজন থাকে না,দোকানপাট বন্ধ থাকে। বিশেষ করে মেইন রোডের বেশিরভাগ কুকুরগুলো না খেয়ে থাকে। অলিগলির কুকুররা কিছুটা খাবার পাওয়ার সুযোগ থাকলেও মেইন রোডের কুকুরগুলো একেবারেই না খেয়ে থাকে। সেজন্য আজকে প্ল্যান ছিল যে মেইন রোড ধরে যতদূর সম্ভব অভুক্ত কুকুরগুলোকে কিছু খাবারের ব্যবস্থা করে দেওয়া। আলহামদুলিল্লাহ। এটাকে অবশ্যই শোঅফ পোস্ট হিসেবে না দেখে ইন্সপিরেশনাল পোস্ট হিসেবে দেখা উচিত এবং আপনার নিজের এলাকায় কোন প্রাণী না খেয়ে আছে কিনা সেটা খেয়াল করে তাকে খাবারের ব্যবস্থা করে দেওয়া উচিত। কারণ, ওদের তো আর ঈদ নেই কিন্তু পেটের ক্ষুধার জ্বালা ঠিকই আছে।

একটা ছোট্ট announcement: আমি অফিসিয়ালি বিড়াল ফস্টার করা শুরু করসি আলহামদুলিল্লাহ।কেউ গ্রামের বাড়িতে, বিদেশে অথবা দেশে...
22/03/2024

একটা ছোট্ট announcement:

আমি অফিসিয়ালি বিড়াল ফস্টার করা শুরু করসি আলহামদুলিল্লাহ।কেউ গ্রামের বাড়িতে, বিদেশে অথবা দেশের ভিতরেই ট্যুরে গেলে আপনার আদরের বিড়াল কে আমার কাছে ফস্টারে রেখে যেতে পারবেন। স্লট খুব অল্প আপাতত। বিড়াল অবশ্যই vaccinated (flu+rabies) আর spayed/neutered হতে হবে।

❤️🧡💛💚🩵💙💜🤎🖤🩶🤍🩷

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bilaimatarani Tintin -বিলাইমাতারানী টিনটিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bilaimatarani Tintin -বিলাইমাতারানী টিনটিন:

Share