07/06/2024
আমার কাছে অনেকেই বিড়ালদের যত্নের ব্যাপারে বেসিক কিছু জিনিস জানতে চায়। বিশেষ করে নতুন যারা adopt করেন। আমি ও চেষ্টা করি নিরলস ভাবে বলে যেতে। একজনের উপকার হলেও অনেক বড় ব্যাপার।আজকে একটা গ্রুপে একজনকে গুছিয়ে সব পয়েন্ট করে কমেন্ট করে দিতে হলো। সেটাই এখানে দিলাম। যার যার লাগবে পড়ে নিতে পারবে। এরপরেও আমাকে ইনবক্সে গুতাইতে পারবে। আমি জীবিত থাকলে উত্তর দিব ইনশাআল্লাহ 🥰🥰🥰
মানুষ হিসেবে আমার ভুল থাকতে পারে। man is mortal 😁😁 কিন্তু নীচের লেখাগুলো তে কোন ভুল নাই কিন্তু আলহামদুলিল্লাহ 🥰🥰
আমি অনেকদিনের, অনেক বাচ্চার এক্সপেরিয়েন্স আর ভালো ভেটদের কথা অনুযায়ী উত্তর গুলি দিচ্ছি :
🔆 সিদ্ধ চিকেন, সিদ্ধ চিকেনের পানি,একটুকরা সিদ্ধ মিষ্টিকুমড়া বা গাজর ওদের বেষ্ট খাবার। মুরগীর অরগানস স্পেশালি গিলা,কলিজা, গলা,পা,পাখনা এগুলোও দিবেন সুসিদ্ধ করে আরেকটু বড় হলে। সপ্তাহে একদিন ডিমের কুসুম বা মুরগীর কলিজা দিবেন। মাঝে মাঝে একটু টকদই, ফ্রেশ ঘাস দিবেন ওদের সামনে।
সপ্তাহে দুইদিন মাছ কাঁটা বেছে দিন। আর ও যদি মাছ বেশি ভালোবাসে তাহলে মুরগীর সাথেই খুব অল্প মাছ সিদ্ধ দিন for smell. Potty পাতলা হলে কাঁচকলা মিক্স করবেন। potty বেশি শক্ত হলে মাছ আর কয়েক ফোঁটা অর্গানিক নারকেল তেল। ক্যাটফুড দিতে হলে অবশ্যই ভালো ব্র্যান্ড দিবেন নয়তো না দিলেই ভালো) পরিস্কার স্টিলের বাটিতে খাবার আর পানি সার্ভ করবেন।পানি বার বার বদলে দিবেন। ওরা টলটলে পরিস্কার পানি খেতে ভালোবাসে।avoid plastic and melamine.
🔆ঠিক ৪৫ দিন বয়সের পর থেকেই ফ্লু ভ্যাকসিন দেয়া যায়। খুবই ইম্পর্টেন্ট।ওকে আনা মাত্রই প্রথম কাজ হবে ফ্লু ভ্যাকসিন দেয়া ভালো কোন ক্লিনিক থেকে। বুষ্টার ডোজ টা ঐ ভেট বলে দিবেন। বুষ্টারের ডেট মিস করবেন না।
আরেকটা ভ্যাকসিন হলো rabies এর ভ্যাকসিন। এটা ৩মাস বয়সের পর দেয়া। প্রতি বছর একবার করে ফ্লু আর rabies এর টিকা দিবেন।
🔆বাইরের দেশে ছোট বাচ্চাদের স্পে/নিউটার করে ফেলে। আমাদের দেশে এখনো এই প্র্যাকটিস নেই।আর সব ভেট সমান এক্সপেরিয়েন্সড না। তাই সেফ সাইডে বলা যায়, ৭/৮ মাস বয়স হলে,ওজন ২কেজি হলে, শরীর সুস্থ থাকলে ভালো একজন ভেটের কাছে স্পে বা নিউটার করিয়ে ফেলা। এটা আরেকটা জরুরী কাজ। এটার সুবিধা বলে শেষ করতে পারবোনা। অনেক অসুখ-বিসুখ থেকে বেঁচে যায়, পালিয়ে যাওয়া বা হারিয়ে যাওয়ার বিপদ থেকে বেঁচে যায়, হিটে এসে কষ্ট পায় না এদিক সেদিক পি-পটি করে দেয় না, স্বাস্থ্য ভালো হয়, দেখতে সুন্দর হয়।স্পে -নিউটার করতেই হবে। ভালো ভেটের কাছে।ভেটদের নাম ও বলে দিব।
🔆ওরা মানুষের ছোট বাচ্চার মতই।একা রেখে গেলে মন খারাপ করে,ভয় পায়,ডিপ্রেসড হয়। আমার পারসোনাল সাজেশন ২জন কে একসাথে adopt করা।ওরা খুব খেলতে ভালোবাসে। একসাথে ঘুমাতে ভালোবাসে। দুজন নিলে বেষ্ট।তাহলে একা দীর্ঘ সময় থাকলেও মন খারাপ করবেনা।
বাসায় ওদেরকে একা রেখে গেলে সব সেফটি মেনটেন করবেন।ক্যাটপ্রুফ বাসা, চুলা অফ,ইলেকট্রিক তার নাগালের বাইরে, মাল্টিপ্লাগ অফ এসব দেখবেন। ওরা অন্ধকারে ভালোই দেখে কিন্তু বাসায় একা থাকলে সব লাইট অফ করবেন না।
বেষ্ট হলো দুজনকে দত্তক নেন 🥰
🔆বাসা ক্যাটপ্রুফ করা খুব জরুরী।
🔆বাসায় বিষাক্ত কিছু বা ইঁদুর/ তেলাপোকা মারার ওষুধ রাখবেন না। বিড়ালকে নাপা/প্যারাসিটামল কখনো দেয়া যাবেনা। ওদের জন্য বিষ এগুলো। কোন ওষুধ ভেটের পরামর্শ ছাড়া দেয়া যাবেনা। কেটে-ছড়ে গেলে savlon/dettol দেয়া যাবেনা। ভায়োডিন দেয়া যাবে।
ফাংগাল ইনফেকশন হলে fundigal hc cream টা সেফ। বাকি ওষুধের সাথে। অন্য কম্বিনেশনের মলম স্কিন ইস্যু ভালো করলেও ওরা চাটলে সমস্যা হতে পারে। (ফ্রেন্ডলিস্টে কোন ভেট দেখে থাকলে এটা আমাকে কারেকশন করতে পারেন)
🔆 লিটার বক্স আর লিটার দিবেন। পি পটি করলে স্কুপ দিয়ে ছেঁকে পলিথিন ব্যাগ এ মুখ আটকে ফেলে দিবেন।লিটার বক্স ক্লিন রাখবেন।কয়দিন পরপর ধুয়ে ফেলবেন। ওরা ক্লিন লিটার বক্স পছন্দ করে। ঘর মোছা বা লিটার বক্স ধোয়ার জন্য সাবান পানি,এরপর ভিনেগার+বেকিং সোডা মিশানো পানি ব্যবহার করবেন।
🔆৩মাস পর পর ওজন অনুযায়ী বিড়ালদের কৃমির ওষুধ দিয়ে ডিওয়ার্মিং করাবেন। মাঝে মাঝে ২/৩সপ্তাহ ধরে ওদের খাবারে catstar তেল mix করে দিবেন। লোম আঁচড়ে দিবেন। কান পরিষ্কার করবেন তুলা আর ভিনেগার মিশানো পানি দিয়ে। ফ্লী থাকলে সমান সমান পরিমাণ পানি ও ভিনেগার মিশিয়ে শরীরের স্প্রে করে এক ঘণ্টা পর এন্টিফ্লি শ্যাম্পু দিয়ে গোসল করাতে হবে।
🔆গরম কালে মাসে একবার গোসল (কিছুতেই যেন কানে পানি না ঢুকে)।
আর শীতকালে একেবারেই কোন গোসল দিবেন না।
🔆 বাড়িওয়ালারা বিড়ালের জন্য বাসা ছাড়তে বললে বাসা ছেড়ে দিবেন।আমাকেও ছাড়তে হইসে 😁 কেউ কি বাসার জন্য বাচ্চা ফেলে দেয়, বলেন?? 🥰🥰
🔆 কোথাও বিড়াল ক্যারি করতে হলে ক্যাট ক্যারিয়ার অথবা ঝুড়ি (মুখ ভালো ভাবে বেঁধে নিবেন) ক্যাট ক্যারিয়ার বেষ্ট অপশন।
🔆 কোন ভেট বা ফস্টার হোমে যেতে হলে একটু খোঁজ খবর/রিভিউ দেখে তারপর যাবেন।