19/09/2025
নতুন ৯জন রেসকিউড বাচ্চাদের (ভ্যাকসিন+বুস্টার) এর জন্য এবং আরো কয়কজন টিনেজারদের জন্য (সিঙ্গেল ডোজ) আর ৪জন কুকুরের জন্য অক্টোবরের মধ্যে আমার টোটাল ৪০টা ভ্যাকসিন লাগবে।
৮০০×৪০ = ৩২,০০০/-
টোটাল ৭জনের নিউটার (winter আসার আগেই করাতে চাই)
১৫০০×৭ = ১০,৫০০/-
আমার একার পক্ষে ১০০+ বাচ্চাদের বাকি খরচ সামলে এই বিশাল কিন্তু জরুরী অ্যামাউন্ট আলাদা করা কঠিন।
এই রেসকিউড বাচ্চাদের সাহায্য প্রয়োজন। কেউ চাইলে ওদের জন্য মান্থলি ডোনার/ভার্চুয়াল adopter হতে পারেন। সেজন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কাকে ভার্চুয়ালি adopt করতে চান বা কয়জন বাচ্চাকে স্পন্সর করতে চান।আমার একজনের জন্য যেটা কঠিন,সবাই মিলে করলে সেটা কিন্তু আর কঠিন না ।
Bkash : 01718435099( bkash করলে রেফারেন্স দিতে হবে)
💜💜💜