Hafez Mehedi Hasan

Hafez Mehedi Hasan আমার আইডি 👉 Hafez Mehedi Hasan আমি মুসলিম এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না

মেয়েকে নিয়ে একটু ঘুরাঘুরি
18/10/2025

মেয়েকে নিয়ে একটু ঘুরাঘুরি

ধৈর্য্য নাই যার - তালাক হবে তার।দেখেন আবু ত্বহা আদনান সাহেবের মানহানি করা সেই সাবিকুন নাহারের রুচি! তার বোরকা পড়ার ষ্টাই...
16/10/2025

ধৈর্য্য নাই যার - তালাক হবে তার।

দেখেন আবু ত্বহা আদনান সাহেবের মানহানি করা সেই সাবিকুন নাহারের রুচি! তার বোরকা পড়ার ষ্টাইল দেখে বুজায় যাচ্ছে তার আচার ব্যবহারটাও কতটা স্টাইলিষ্ট ভয়ানক।

আবু ত্বহা আদনান সাহেব হয়তো আগে ভয় পেতেন মানহানি বিষয়ের কোনো কিছু প্রকাশ হওয়ার,
কিন্তু এখন সত্য মিথ্যা যাই হোক প্রকাশ হয়েছে,
আদনান সাহেবের ভয়টাও আশাকরি কেটে গেছে।

একটা পল্টিবাজ নারীর সর্বোচ্চ ক্ষমতা হলো, স্বামীর চরিত্রে আঘাত হেনে কথা বলা, আর মামলা দিয়ে হয়রানি করিয়ে সাময়িক জিত নেওয়া।

কিন্তু দেখবেন দিন শেষে, আদনান সাহেবের প্রথম স্ত্রী তার সন্তানাদি নিয়ে এক সংসারে ধৈর্যের ফলে ভালোই আছে,
এবং এই ভাইরাস মহিলা আগেই দুইবার তালাক পেয়েছে,
তিন নাম্বার তালাকটাও তার কপালে কড়া নাড়ছে।

সবার সবই ঠিক থাকবে, কিন্তু দেখবেন এই মহিলা সবার দ্বারে দ্বারে ঘুরবে, সময়ে অসময়ে ইজ্জত বিলাবে, আর কোনোরকম দিন পার করবে, সহজে যেটা বলা হয়, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট।

সমাজের বাস্তবতাও এটাই, যে মহিলা নিজ আশ্রয়কৃত ঘর থেকে যখনই বের হবে, তখনই সে শকুনদের ভোগে শিকার হবে, এবং পদে পদে, তলে তলে এমন অসংখ্য নারী ইজ্জত বিলিয়ে টিকে আছে।

কোনো জীদি ও অধৈর্যশ্যীল নারীকে পুরুষ পছন্দ করেনা,
সন্তানাদির জন্য কখনো কখনো পুরুষ সংসার চালিয়ে গেলেও,
এমন বেয়াদব নারী কোনো পুরুষের আন্তরিক মহব্বত পায়না।

মেয়েরা হবে ধৈর্য্যশীল, আনুগত্য শীল, কোমলমতি, মায়া ও মমতাময়ী, এতে নিজে তো ভালো থাকবেই, সংসার কেও জান্নাতি বানিয়ে রাখবে,
অবশ্য বেশিরভাগ ক্ষেত্রেই একজন নারীই পারে ঘরকে জান্নাতি করে রাখতে, এবং নারীই পারে সব কিছু তছনছ করে জাহান্নামি করে তুলতে।

এদিকে দেখবেন প্রথম ওয়াইফ, তার স্বামী সন্তান নিয়ে একই ঠিকানায় দিন পারি দিচ্ছে, আর উত্তেজিত বেয়াদব মহিলার
একের পর এক তালাক নিয়ে বিচারের আসায় দ্বারে দ্বারে ঘুরছে।

এখানেই বুজা যায় ধৈর্য্যই আসলে সুখের মূল,
ধৈর্য্য নাই যার - তালাক হবে তার।

মাসুম বিল্লাহ মারুফ - Masum Billah Maruf

এতই সমস্যা তাহলে দাওয়াত কেন দাও....?
15/10/2025

এতই সমস্যা তাহলে দাওয়াত কেন দাও....?

ইনামুল হাসান ফারুকীকে গতকাল আড়াই ঘন্টা অপারেশন করে ইন্টারভেনশনাল কেমো থেরাপি দেওয়া হয়েছে,সার্জারীর ব্যথা যন্ত্রণায় ও থের...
15/10/2025

ইনামুল হাসান ফারুকীকে গতকাল আড়াই ঘন্টা অপারেশন করে ইন্টারভেনশনাল কেমো থেরাপি দেওয়া হয়েছে,
সার্জারীর ব্যথা যন্ত্রণায় ও থেরাপির পার্শ্ব প্রতিক্রিয়ায় শারীরিক অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে,তাই ইমার্জেন্সি তাঁকে আই সি উ তে রাখা হয়েছে, সবার কাছে দোয়ার মোহতাজ।

এতো বড়ো পিলার এভাবে ভেঙ্গে যাওয়া কি সম্ভব??
14/10/2025

এতো বড়ো পিলার এভাবে ভেঙ্গে যাওয়া কি সম্ভব??

পিছনের দেয়াল টা দেখলে বোঝা যাচ্ছে কতটা পরিচ্ছন্ন জায়গায় দীর্ঘ ৩ বছর হুজুর কাটিয়েছেন।
12/10/2025

পিছনের দেয়াল টা দেখলে বোঝা যাচ্ছে
কতটা পরিচ্ছন্ন জায়গায় দীর্ঘ ৩ বছর হুজুর কাটিয়েছেন।

আমার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই 🤲
11/10/2025

আমার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই 🤲

নওগাঁ জেলার পোরশা উপজেলার আল জামিয়া" আরাবিয়া' দারুল হেদায়া পোরশা বড় মাদ্রাসায় ডা/য়/রি/য়া আ/ক্রা/ন্ত হয়ে ৫০ থেকে ১০০ জ...
09/10/2025

নওগাঁ জেলার পোরশা উপজেলার আল জামিয়া" আরাবিয়া' দারুল হেদায়া পোরশা বড় মাদ্রাসায় ডা/য়/রি/য়া আ/ক্রা/ন্ত হয়ে ৫০ থেকে ১০০ জন ছাত্র অসুস্থ হয়েছেন।
তাদেরকে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেলে ভর্তি করা হয়েছে।
মাদ্রাসা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছেন।
মহান আল্লাহ পাক সবাই কে সুস্থতা দান করুক আমিন।🥲🥲😭

ইন্নালিল্লাহ ভালো নেই পোরশা মাদরাসার ছাত্র ভাইয়েরা 😢বলছিলাম আল জামিয়াতুল আরাবিয়া দারুল হেদায়া, পোরশা, নওগাঁ মাদরাসার কথা...
08/10/2025

ইন্নালিল্লাহ

ভালো নেই পোরশা মাদরাসার ছাত্র ভাইয়েরা 😢
বলছিলাম আল জামিয়াতুল আরাবিয়া দারুল হেদায়া, পোরশা, নওগাঁ মাদরাসার কথা।
মাদরাসায় চলছিল পরীক্ষার ঘোষণা (খেয়ার)। আগামি কাল থেকে পরীক্ষা আরম্ভ হওয়ার কথা ছিল।
কিন্তু এর মধ্যেই মাদরাসায় শুরু হলো এক মহামারি—ডায়রিয়া।
অনেক ছাত্র ডায়রিয়ায় আক্রান্ত হতে লাগল। এ পর্যন্ত প্রায় ১০০ জন ছাত্র আক্রান্ত হয়েছে।
অনেকের অবস্থা গুরুতর; তাদেরকে রাজশাহী সরকারি মেডিকেলে নেওয়া হয়েছে।
নিতপুর মেডিকেলে কোনো বেড খালি নেই, অনেক ছাত্র ফ্লোরে আছে।
অনেকের রক্তস্বল্পতা দেখা দিচ্ছে, আবার কারো পেশির লো (দুর্বলতা)।
কারো শরীরে যদি একটা মশা বসে, সেটি তাড়ানোর মতো শক্তিও নেই।

সব মিলিয়ে ছাত্র ভাইয়েরা বর্তমানে ভালো নেই।
আপনাদের কাছে দোয়ার আরজি থাকল—
আল্লাহ তায়ালা যেন তাঁদের দ্রুত শেফা (সুস্থতা) দান করেন,
এবং কোনো নতুন ছাত্র যেন আর ডায়রিয়ায় আক্রান্ত না হয়।

📢 জরুরি ভিত্তিতে মাদরাসা আজ থেকে ১৭/১০/২৫ ইং পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।
১৭/১০/২৫ ইং থেকে পরীক্ষা আরম্ভ হবে, ইনশাআল্লাহ

07/10/2025

🇪🇬ব্রেকিং নিউজ!
আলহামদুলিল্লাহ আজকে মিশরের
প্রতিযোগিতায় বাংলাদেশ এর দুজন ছাত্রর বিজয় হাঃ আনাছ প্রথম ও হাঃ ইলিয়াস দ্বিতীয়🇧🇩

06/10/2025

"যে তার উস্তাদ কে ছোট করে,
সে কখনো বড় হতে পারে না ।

চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এসেছি, সবার কাছে দোয়ার দরখাস্ত 🤲
03/10/2025

চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এসেছি, সবার কাছে দোয়ার দরখাস্ত 🤲

Address

Dhaka

Telephone

+8801784032805

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hafez Mehedi Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hafez Mehedi Hasan:

Share

Category