05/09/2025
প্রিয় ভাই-বোনেরা,
মাওলানা ইনামুল হাসান ফারুকী, আল্লামা জুনায়েদ বাবুনগরীর বিশ্বস্ত খাদেম ও ছায়াসঙ্গী, বর্তমানে গভীর অসুস্থতায় ভুগছেন। তাকে দীর্ঘ সময়কার অমানবিক নির্যাতন ও চাপের পর ক্যান্সার ধরা পড়েছে, যা এতদূর চিকিৎসার পরেও নিয়ন্ত্রণে আসছে না। চিকিৎসার খরচ ইতোমধ্যেই কোটি টাকা ছুঁই ছুঁই করায় তিনি প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন, আর উন্নত চিকিৎসার জন্য এখনো বৃহৎ অর্থের প্রয়োজন রয়েছে ।
তাঁর জীবনকে বাঁচাতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। দোয়া ও আর্থিক সহযোগিতা—দু'টোই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্লাহর পথে আজ আপনার সামান্য সাহায্যই হয়তো তার জীবনের শেষ আশা হতে পারে।
আমরা কি তার পাশে দাঁড়াতে পারি না?
একজন আলেম, একজন খাদেম—যিনি সারাজীবন দ্বীনের সেবা করেছেন—আজ আমাদের সাহায্যের অপেক্ষায়।
যেভাবে সহযোগিতা করতে পারেন:
1. বিকাশ / রকেট / নগদ
01880-476060 (বিকাশ/নগদ পার্সোনাল)
01806-575688 (বিকাশ/রকেট পার্সোনাল)
01611-283404 (নগদ পার্সোনাল)
2. ব্যাংক ট্রান্সফার:
Account Name: INAMUL HASAN FARUQI TREATMENT FUND
Account Number: 0861120126728
Routing Number: 015263429
Bank: Al-Arafah Islami Bank Limited
Branch: Natun Bazar, Baridhara, Dhaka-1212
SWIFT Code: ALARBDDH086
উল্লেখ্য সহযোগিতার জন্য যেই ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ নগদ রকেট নাম্বার দেওয়া রয়েছে সেগুলো তার নিজস্ব একাউন্ট থেকে নেওয়া
দু’আ ও দানের মাধ্যমে আপনার অংশগ্রহণ হতে পারে তার জীবন বাঁচানোর পথ। আল্লাহ তায়ালা আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন।
#ইনামুল_হাসান_ফারুকী #মানবতা #সহায়তাআপনারহাতে