29/08/2025
কমলগঞ্জের মানুষ কি নাগরিক অধিকার পাওয়ার অযোগ্য ?
আমরা কি মৌলিক স্বাস্থ্যসেবারও যোগ্য নই?
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই গাইনি ডাক্তার, হয় না সিজার, নেই এন্টি ভেনম, নেই প্রয়োজনীয় টেস্ট—যন্ত্রপাতি পড়ে থাকে নষ্ট হয়ে, পরিবেশও অপরিচ্ছন্ন। অথচ পাশের উপজেলা শ্রীমঙ্গলে এসব সুবিধা স্বাভাবিকভাবে পাওয়া যায়! তাহলে কমলগঞ্জবাসীর অপরাধ কী?
কমলগঞ্জ পাহাড়ি ও কৃষিনির্ভর জনপদ—এখানকার মানুষকে প্রতিদিন সাপের সঙ্গে মিলেমিশে বাস করতে হয়। যেকোন সময় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এখানে, অথচ হাসপাতালে এন্টি ভেনম নেই! বিষধর সাপে কাটার পর রুগীকে ১০০ মিনিটের মধ্যেই চিকিৎসা নিতে হয়,কমলগঞ্জের মাধবপুর,আদমপুরসহ সীমান্তের মানুষগুলো কি এই সময়ের ভিতরে মৌলভীবাজার গিয়ে এন্টি ভেনম নেয়া সম্ভব? এটা কি আমাদের জীবনের সাথে সরাসরি প্রতারণা নয়?
আজ সময় এসেছে প্রশ্ন তোলার—
কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে মৌলিক সেবা কেন থাকবে না?
বিভিন্ন সামাজিক সংগঠন ইতিমধ্যেই এই অব্যবস্থাপনার বিরুদ্ধে একাত্মতা প্রকাশ করেছে। তালিকা আরও বড় হচ্ছে। এখন দরকার আমাদের সবার ঐক্যবদ্ধ কণ্ঠস্বর।
এই উপজেলা আমাদের—এর উন্নয়ন ও অধিকার রক্ষার দায়িত্বও আমাদের