Tamanna zahan

Tamanna zahan Just fun
(19)

01/12/2025

শত্রু বানানোর সবচেয়ে সহজ উপায় হলো রাজনীতি না করেও রাজনৈতিক পোস্ট করা!😊

আসল প্রেম ছিলো আমাদের জেনারেশনের! ব্রেকাপ হইলে হাত-পা কাই-ট্টা//কু-ইট্টা একাকার করে ফেলতো! রক্ত দিয়ে লাভ লেটার লিখতো! আজ...
26/11/2025

আসল প্রেম ছিলো আমাদের জেনারেশনের! ব্রেকাপ হইলে হাত-পা কাই-ট্টা//কু-ইট্টা একাকার করে ফেলতো! রক্ত দিয়ে লাভ লেটার লিখতো!
আজকালকের ব্রেকাপ দেখে মজা পাইনা!
আমরা দিনদিন সংস্কৃতি থেকে বের হয়ে যাচ্ছি 🙂

25/11/2025

হযরত মুহাম্মদ (সাঃ) এর উম্মত হিসাবে একবার শুকরিয়া আদায় করে বলি, আলহামদুলিল্লাহ!'❤️🌸

23/11/2025

কবে জানি এক বোন বলেছিলেন,
যোহরের নামাজ আদায় করতে গিয়ে যদি কখনো বেলা ২টা পার হয়ে যায়, তাঁর নাকি ভীষণ মন খারাপ হয়, কান্না আসে, অস্থীর লাগে!

তাই তিনি সবসময় ১টা থেকে ১:৩০ এর মধ্যে নামাজ পড়ার চেষ্টা করেন। বাই এনি চান্স, কখনো ২টা ক্রস করলে তাঁর কান্না চলে আসে।

বোনটার এই কথাগুলো আমার প্রায় সময় মনে পড়ে। মনে মনে ভাবতে থাকি, ইয়া রব! একই তো বান্দা আমরা আপনার, তবে আপনার দরবারে সিজদায় লুটিয়ে পড়ার অনুভূতিতে এত কেন পার্থক্য? তবে কি আমরা তাঁর মত করে আপনাকে ভালোবাসতে পারিনি? নাকি আপনার জন্য হৃদয়ে একই রকম টান অনুভব হয় না?

আর যদি সত্যিই ভালোবাসা আর টান একই রকম হয়ে থাকে, তবে কেন আমাদের হৃদয়ে তাঁর মত পেরেশানি লাগে না, কষ্ট হয় না, বুক ব্যথা করেনা, নামাজ আদায়ে দেরি হয়ে যাওয়ার কারণে?

আসমান জমিনের রব যেন আমাদেরকেও এমন একটা হৃদয় দান করেন, যে হৃদয় রবের হক ঠিকঠাক আদায় করতে না পারলেই ভেতরে ভেতরে আত্ম চিৎকার দিয়ে গুমরে ম*রে। সংশোধন না হওয়া পর্যন্ত যে ব্যাথা অনবরত চলতেই থাকে।

রবের জন্য কলিজায় ব্যাথা অনুভব হওয়াও তো সৌভাগ্যের!

লেখা : শামছুন্নাহার রুমি

22/11/2025

ঢাকায় আবারো ভূমিকম্প!! এইমাত্র টের পেলাম!!!

22/11/2025

গলায় ওড়না নিয়েই শুয়ে থাকি, খুঁজতে হয় না।🙂

21/11/2025

অতিরিক্ত পাপে যখন পৃথিবী ভারী হয়ে যায়, তখন আল্লাহ মানুষকে সতর্ক করতে ভূমি কাঁপিয়ে দেন।
ভুলে যেন না যাই— ভুমিকম্প শুধু ভূ-বিজ্ঞানের ঘটনা নয়, এটা আমাদের জন্য একটি নিঃশব্দ সতর্কবার্তা।
নিজেকে ফিরিয়ে আনি। তওবা করি। আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেন। 🙏

21/11/2025

তোমরা শুক্রবারকে ভয় করো, কারণ কোনো এক শুক্রবারে কিয়ামত হবে!😊🤍

21/11/2025

শুক্রবার এবং শরীর নাড়িয়ে দেওয়া মারাত্মক ভূমিকম্প!!! এমন ই কোনো এক শুক্রবারে....

21/11/2025

মাত্র ভূমিকম্প! আল্লাহ মাফ করুক! ❤️

20/11/2025

প্রেম করে যারা ধোকা খেয়েছেন, তারা নতুন কাউকে ধোকা দিন!
মনে রাখবেন- শিক্ষা দান করলেই বাড়ে।

20/11/2025

Life update?

আগে ভয় লাগতো , "মানুষ কি বলবে?"
এখন ভয় লাগে আমি , কখন, কাকে, কি বলে দেই!

Address

Dhaka
3800

Alerts

Be the first to know and let us send you an email when Tamanna zahan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share