Tamanna zahan

Tamanna zahan যে আঘাত রুহ অব্দি পৌছায়, সে আঘাতের জন্য কোন ক্ষমা বরাদ্দ নেই! 🖤
(19)

ডিপ্রেশনে ছিলাম একজন বললো বিলাই পাললে নাকি ডিপ্রেশন কমে। এখন বিলাই আমার বিছানায় হাগে, কিবোর্ডে মুতে। রাইত তিনটার সময় কয় ...
11/08/2025

ডিপ্রেশনে ছিলাম একজন বললো বিলাই পাললে নাকি ডিপ্রেশন কমে। এখন বিলাই আমার বিছানায় হাগে, কিবোর্ডে মুতে। রাইত তিনটার সময় কয় মিয়াও মিয়াও ভাত খাউ। আমি জেগে থাকলে সে ঘুমায়, আমি ঘুমাইলে সে ডিজে বাহারুলের মত সুরেলা কণ্ঠে গান গায়।

পাশের বাসার বিলাইয়ের সাথে ফ্লার্টিং করে। গতকাল সেই বিলাইয়ের গার্ডিয়ান এসে কয় "আপনার বিলাইরে বাইন্ধা রাখবেন। আমার বিলাইরে প্রেগন্যান্ট করে ফেলছে, যেমন মালিক তেমন বিলাই।" হতভম্ব হয়ে বললাম আমি আবার কারে প্রেগন্যান্ট করলাম, কি মুশকিল। বেডি চোখ গরম করে চলে গেছে।

কতবড় কুতাবাসা ভাবেন ডিপ্রেশন থেকে তুলার বদলে চরিত্রে শীল মেরে দিছে।
©

দেব আর শুভশ্রী হাঙ্গা করলে পৃথিবীটা সুন্দর হতো। ইন্সপায়ার হয়ে মিথিলা ফিরে আসতো তাহসানের বুকে, সাকিব খান অপু বিশ্বাসের বু...
09/08/2025

দেব আর শুভশ্রী হাঙ্গা করলে পৃথিবীটা সুন্দর হতো।
ইন্সপায়ার হয়ে মিথিলা ফিরে আসতো তাহসানের বুকে, সাকিব খান অপু বিশ্বাসের বুকে৷
সেক্ষেত্রে সৃজিত মুখার্জি বিয়ে করতো বুবলিকে।
আর রাজ চক্রবর্তী রুক্মিণীকে।
হাতে থাকতো রোজা আহমেদ।
দেব আর শুভশ্রী হাঙ্গা করলে পৃথিবীটা সত্যিই সুন্দর হতো।
হুমায়ূন আহমেদ কবর থেকে উঠে এসে শাওনকে ডিভোর্স দিতো।
হুমায়ূন ফরিদী ফিরে পেত সুবর্ণা মোস্তাফাকে।
সেক্ষেত্রে ডক্টর ইউনূস আমেরিকায় থাকতো,
আপা বাংলাদেশে।

আর আমি আয়নাঘরে...🙂

09/08/2025

গরীবের আবার পেডিকিউর মেনিকিউর,
এক বালতি কাপড় ধুইলেই হাতের নখ সব ঝকঝকা হয়ে যায়🫤

04/08/2025

গুছিয়ে বলতে না পারা প্রত্যেকটা দোয়া তুমি কবুল করে নাও মালিক

02/08/2025

নোয়াখালীর মানুষকে জীবন সঙ্গী হিসাবে পাওয়া,কানাডার/আমেরিকার গ্রিন-কার্ড পাওয়া সমান!!!

01/08/2025

আজ পহেলা আগষ্ট ২০২৪ সালে বন্ধ হয়ে যায় হাউন আংকেল ভাতারের হোটেল 🏨।

view 💙
28/07/2025

view 💙

27/07/2025

তোমাকে চাই যেভাবে ফখরুল চায় নির্বাচন 🙂

24/07/2025

শেষ এর কথা টা ভালো লাগছে?

কি হচ্ছে এসব...!🙂
23/07/2025

কি হচ্ছে এসব...!🙂

23/07/2025

:কথা ⛔
বুলেট✅

23/07/2025

:যেই দেশ এ ফুলের মতো শিশুদের লাশ নিয়েও"politics" চলে, দেশের মিডিয়া ভূয়া নিউজ দেয়" This fu***ng system only works in Bangladesh..!!

Address

Noakhali Sadar Upazila

Alerts

Be the first to know and let us send you an email when Tamanna zahan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share