BD E-commerce

BD E-commerce "পৃথিবীকে বদলানোর আগে নিজেকে বদলাও। হতাশা নয়, আশায় বাঁচো। জীবন থেমে থাকে না। মানুষও না। প্রতিটা ব্যর্থতা, প্রতিটা লড়াই একেকটা নতুন গল্প"।।

জীবন আসলে কোনো মসৃণ পথ নয়। এখানে আছে কাঁটা, পাথর, ঝড় আর বৃষ্টি। কখনো হাসি, কখনো কান্না, কখনো ভীষণ একাকিত্ব— সবই মিশে আ...
20/09/2025

জীবন আসলে কোনো মসৃণ পথ নয়। এখানে আছে কাঁটা, পাথর, ঝড় আর বৃষ্টি। কখনো হাসি, কখনো কান্না, কখনো ভীষণ একাকিত্ব— সবই মিশে আছে জীবনের যাত্রায়। তবুও এই জীবনই আমাদের সবচেয়ে বড় শিক্ষক, সবচেয়ে বড় পরীক্ষা আর সবচেয়ে বড় আশীর্বাদ।

🔸 জীবনের সৌন্দর্য হলো – আমরা জানি না আগামীকাল আমাদের জন্য কী অপেক্ষা করছে। হয়তো আজকের ব্যথাই আগামী দিনের শক্তি হবে, হয়তো আজকের অশ্রুই কালকের হাসির আলো ফুটিয়ে তুলবে।

🔸 মানুষ সবকিছু হারাতে পারে – টাকা, সম্পদ, স্বপ্ন, প্রিয় মানুষ। কিন্তু যদি আশা হারায়, তবে জীবন থমকে যায়। আর যদি আশা আঁকড়ে ধরা যায়, তবে হাজারবার ভাঙা স্বপ্নও নতুন করে গড়ে তোলা যায়।

🔸 জীবন আমাদের শেখায় – কষ্ট ছাড়া শক্তি আসে না, অন্ধকার ছাড়া আলোকে মূল্য দেওয়া যায় না, আর হারানোর অভিজ্ঞতা ছাড়া পাওয়ার আনন্দ বোঝা যায় না।

জীবন হলো এক দীর্ঘ নদীর মতো। মাঝেমাঝে স্রোত এতটাই প্রবল হয় যে আমরা ভেসে যাওয়ার ভয় পাই, আবার কখনো নদী শান্ত হয়ে আমাদের গভীর স্বস্তি দেয়। কিন্তু যে যেভাবেই যাত্রা করি না কেন, শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছানোই জীবনের নিয়ম।

🌸 তাই জীবনের প্রতিটা মুহূর্তকে মূল্য দাও। কষ্টকে শত্রু মনে কোরো না, কারণ কষ্টই তোমাকে আরো শক্ত করে তোলে। দুঃখকে অভিশাপ ভাবো না, কারণ দুঃখই তোমাকে সুখের সত্যিকারের স্বাদ শেখায়। আর প্রতিটা দিনকে কৃতজ্ঞতার সাথে বাঁচো— কারণ জীবন একবারই পাওয়া যায়🙂

 #গীবত একজন মানুষ একটা সাগীরা গুনাহ করল, আপনি সেটা দেখলেন বা জানলেন,তারপর সেটা তার অসাক্ষাতে অন্য মানুষের সামনে উল্লেখ ক...
15/09/2025

#গীবত
একজন মানুষ একটা সাগীরা গুনাহ করল,
আপনি সেটা দেখলেন বা জানলেন,

তারপর সেটা তার অসাক্ষাতে অন্য মানুষের সামনে উল্লেখ করে গীবত করলেন,

ফলে আপনি কবীরা গুনাহে লিপ্ত হলেন....
নিজের মরা ভাইয়ের গোশত খাওয়ার মত জঘন্য অপরাধ করলেন...

পরকালে নিজের কষ্টের নেক আমল গুলো তাকে দিয়ে, তার নেকির পাল্লাকে ভারি করলেন, আর নিজে ফকির হয়ে গেলেন....

#গীবত কত সহজ,
কিন্তু তার পরিণাম কত কঠিন....

Abdullah Al Kafi (রাহিমাহুল্লাহ)

খুঁজে পেলে জানাবেন🧐
14/09/2025

খুঁজে পেলে জানাবেন🧐

সাদ্দাম হোসেনকে  ফাঁসি দেওয়ার পর যখন তাঁর মরদেহ বাহিরে রাখা হল, তখন একদল মানুষ সেখানে এসে এই মানুষটার মৃতদেহের ওপরে থুতু...
14/09/2025

সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়ার পর যখন তাঁর মরদেহ বাহিরে রাখা হল,
তখন একদল মানুষ সেখানে এসে এই মানুষটার মৃতদেহের ওপরে থুতু ছিটিয়েছিল,
যারা প্রত্যেকেই ইরাকের নাগরিক;
পক্ষান্তরে তার নিরাপত্তায় নিয়োজিত সেই ১২ জন আমেরিকান সেনা সদস্যের প্রত্যেকেই কেঁদেছিল😰

ইন্দিরা গান্ধীর পরিণতি হয়েছিল আরও করুণ।
শত্রুর গুলিতে না, তার মৃত্যু হয়েছিল নিজেরই দেহরক্ষীর গুলিতে...

বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমানের দেহ নামাতে যে লোকটি কবরে নেমেছিল, বঙ্গবন্ধুর মাতার মৃত্যুতে যে লোকটি মাটিতে শুয়ে কান্নায় গড়াগড়ি করেছিলো, শেখ কামালের বিয়ের উকিল বাপ যে মানুষটি ছিলো, ১৯৭৫ সালের ১৪ই আগস্ট দুপুরে যে লোকটি বাসা থেকে তরকারী রান্না করে নিয়ে গিয়ে বঙ্গবন্ধুকে খাইয়েছিলো তারপরের দিন ১৫ই আগষ্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে সেই লোকই খুন করেছিল যার নাম খন্দকার মোশতাক...

ইতিহাসের পৃষ্ঠায় পৃষ্ঠায়, এক একটা সাম্রাজ্যের পতন হয়েছে তাদের সব চাইতে কাছের মানুষদের হাত ধরে। সৌদি আরবের বাদশা ফয়সাল যখন তার ভাইপোকে আলিঙ্গন করার উদ্দেশ্যে দু হাত বাড়িয়ে দিলেন, প্রতি উত্তরে হঠাৎই পকেট থেকে পিস্তল বের করে পরপর তিনটা গুলি করে বসলেন।

গোয়েন্দারা আসামী সনাক্ত করার জন্য অনেক গুলো পদ্ধতি অবলম্বন করে থাকে,
তার একটি হল প্রত্যেককেই সন্দেহের দৃষ্টিতে দেখা।
সব চাইতে বেশি সন্দেহ তাকে করা যাকে মনে হবে সব চাইতে কম সন্দেহজনক।

ইতিহাস আমাদের বার বার শিখিয়ে গেছে,
মানুষের জীবনের সব চাইতে বড় যে শত্রু তাকে কখনোই চেনা যায় না,
সে থাকে সব থেকে কাছের বন্ধুর মত করে।

আপনার ব্যক্তিগত জীবনেও তাই...

আপনি সব চাইতে বেশি প্রতারিত হবেন আপনার কাছের মানুষদের কাছ থেকে।

আপনাকে সব চাইতে বেশি কষ্ট দেয়া মানুষের তালিকা করলে সেখানে শত্রু না,আপন মানুষদের নাম দেখতে পাবেন।
শত্রু কখনো বিশ্বাস ঘাতক হয় না,বিশ্বাস ঘাতকতা করে কেবল আপন মানুষরাই।(সংগ্ৰহিত)

"এটা শুধু বাংলাদেশেই সম্ভব"🤣🤣🤣
11/09/2025

"এটা শুধু বাংলাদেশেই সম্ভব"🤣🤣🤣

💭 মানুষ আর টাকা – এই দুইয়ের সম্পর্ক বড় অদ্ভুত।টাকা থাকলে মানুষকে সবাই চিনতে চায়, পাশে থাকতে চায়। কিন্তু টাকা হারিয়ে...
10/09/2025

💭 মানুষ আর টাকা – এই দুইয়ের সম্পর্ক বড় অদ্ভুত।
টাকা থাকলে মানুষকে সবাই চিনতে চায়, পাশে থাকতে চায়। কিন্তু টাকা হারিয়ে গেলে তখন বোঝা যায় আসলেই কে আপনজন।

👉 টাকা দিয়ে তুমি একটা দামী বিছানা কিনতে পারবে, কিন্তু শান্তির ঘুম কিনতে পারবে না।
👉 টাকা দিয়ে তুমি ওষুধ কিনতে পারবে, কিন্তু সুস্থতা কিনতে পারবে না।
👉 টাকা দিয়ে তুমি অনেক মানুষকে জড়ো করতে পারবে, কিন্তু সত্যিকারের একজন আপন মানুষকে কিনতে পারবে না।

টাকা মানুষকে মুহূর্তের জন্য উঁচুতে তুলতে পারে, কিন্তু চরিত্র আর মানুষত্বই তাকে চিরদিন উঁচুতে রাখে।
কারণ টাকা শুধু খরচ করলে কমে, আর মানুষত্ব যত ভাগ করবে তত বাড়ে।

সবশেষে মনে রাখো—
"টাকা হারালে আবার কামাই করা যায়, কিন্তু একজন মানুষ হারালে জীবনের সবচেয়ে বড় সম্পদটাই হারিয়ে যায়।"

---

সব মানুষকে ক্ষমা করা গেলেও, দু'ধরনের মানুষকে কখনোই ক্ষমা করা উচিত নয়...1. যারা দ্বিমুখী— এক জায়গায় এক রূপে থাকে, আরেক জা...
09/09/2025

সব মানুষকে ক্ষমা করা গেলেও, দু'ধরনের মানুষকে কখনোই ক্ষমা করা উচিত নয়...

1. যারা দ্বিমুখী— এক জায়গায় এক রূপে থাকে, আরেক জায়গায় আবার ভিন্ন রূপে। কথা লাগিয়ে বেড়ায় এবং নিজে ভালো সাজার নাটক করে যায় সবসময়। দেখবেন এরা ছোটখাটো বিষয় নিয়েও রাজনীতি করতে থাকে, আর নিজের স্বার্থের জন্য অন্যকে দোষারোপ করে ভালো থাকার চেষ্টা করে।

2.যারা প্রয়োজনে অন্যকে ব্যবহার করে, দরকার ফুরোলেই আসল মুখোশ খুলে ফেলে। প্রয়োজনের সময় মিষ্টি কথা বলে, কাছে টেনে নেয়, প্রয়োজন শেষ হলে আবার আপনাকেই দূরে ঠেলে দেয়।

বিশ্বাস করুন, এদের মতো নিকৃষ্ট আর কেউ হয় না।জীবনে শান্তি চাইলে এই মানুষগুলোকে দূরে রাখুন।কারণ, ক্ষত একদিন ঠিকই সেরে যাবে, কিন্তু বিশ্বাস ভাঙার কষ্ট'টা সারাজীবন থেকে যাবে, যা আপনাকে তিলে তিলে কষ্ট দিবে।

শেষ কথা:
যে যেমন তার সাথে তেমন'টাই করা উঠিত। প্রয়োজনে একা থাকুন ,তবুও এড়িয়ে চলুন এইসব নোংরা মস্তিষ্কের মানুষদের..

“Remove all toxic people from your life, starting with certain ones.”.....👌

জিনিসটা আসলেই ভাবনার বিষয়, কি বলেন???🤔🫩😑
08/09/2025

জিনিসটা আসলেই ভাবনার বিষয়, কি বলেন???🤔🫩😑

"...তোমরা যখন গ্রহণ লাগতে দেখ, আল্লাহর জিকিরে মশগুল হও যতক্ষণ তা আলোকিত না হয়ে যায়!" -কেমন যেন ভয় হচ্ছে এই চাঁদটা দেখে.....
07/09/2025

"...তোমরা যখন গ্রহণ লাগতে দেখ, আল্লাহর জিকিরে মশগুল হও যতক্ষণ তা আলোকিত না হয়ে যায়!" -কেমন যেন ভয় হচ্ছে এই চাঁদটা দেখে.. এখানে আমাদের জন্য কি নিদর্শন রেখেছেন আল্লাহ! কি বুঝাতে চেয়েছেন উনি, কি শিক্ষা রেখেছেন.. ক্ষুদ্র জ্ঞানে যদি জানতে পারতাম। তবে এমন সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয়ে আর কে আমাদের সতর্ক করবে আমাদের প্রিয় নবী ‎ﷺ ছাড়া!?

আজ রাতে প্রচুর দোয়া ও ইস্তিগফার করতে পারি চলেন?
যতটুকু সম্ভব কুরআন তিলাওয়াত করতে পারি?

[আজ রাত ৯:২৪ মিনিট থেকে ২:৫৫ পর্যন্ত চন্দ্র গ্রহন।

চন্দ্র ও সূর্য গ্রহনে আমাদের করনীয় কী?
কুরআন ও সুন্নাহ অনুযায়ী সূর্য গ্রহন ও চন্দ্র গ্রহনের কোন প্রভাব গর্ভবতী মা, বা তার গর্ভস্থ ভ্রুনের উপর পড়ে না।

গর্ভবতী মা কোন কিছু কাটলে, ছিঁড়লে বাচ্চা ঠোঁট কাটা জন্মাবে, কোন কিছু ভাঙলে, বাঁকা করলে সন্তান বিকলাঙ্গ হয়ে জন্ম নেবে – এধরনের যত কথা প্রচলিত আছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা, যার সাথে কুরআন ও সুন্নাহর কোন সম্পর্ক নেই। চন্দ্র, সূর্য বা অন্য কোন সৃষ্ট বস্তু অদৃশ্য ভাবে কারও উপকার বা ক্ষতি করার ক্ষমতা রাখে এধরনের বিশ্বাস রাখা তাওহীদের পরিপন্থী।

যে আল্লাহ তা’য়ালা ও শেষ দিবসে বিশ্বাস রাখে তার মনে রাখা উচিত যে, আল্লাহর অসংখ্য নিদর্শনের মধ্যে চন্দ্র, সূর্যের গ্রহণও একেকটি নিদর্শন।
কেউ যদি চন্দ্র বা সূর্য গ্রহন দেখে, তার উচিত হবে রাসুল (সাঃ) এর সুন্নাহ অনুযায়ী কাজ করা ও বেশী বেশী করে সে সময় আল্লাহকে স্মরণ করা।

রাছূলুল্লাহ ‎ﷺ বলেছেন -
•► “চন্দ্র এবং সূর্য এ দুটি আল্লাহর নিদর্শনের অন্যতম। কারও জন্ম বা মৃত্যুর কারণে এদের গ্রহন হয় না। তাই তোমরা যখন প্রথম গ্রহণ দেখতে পাও, তখন আল্লাহকে স্মরণ কর তার নিকট দুয়া কর এবং তাকবীর দাও,ছলাত আদায় কর এবং সদকাহ প্রদান কর।”
[সহিহ বুখারীঃ৯৯৪,৯৯৫,৯৯৭, ৪৮১৮ ]

অন্য বর্ণনায় রাসুল‎ ﷺ বলেছেন-
•► “চন্দ্র ও সূর্য গ্রহণ কারও জন্ম বা মৃত্যুর কারণে লাগেনা বরং এদুটো আল্লাহর নিদর্শন, যা দ্বারা আল্লাহ তাঁর বান্দাকে সতর্ক করেন। অতএব তোমরা যখন গ্রহণ লাগতে দেখ, আল্লাহর জিকিরে মশগুল হও যতক্ষণ তা আলোকিত না হয়ে যায়।”
[সহীহ মুসলিমঃ ১৯৭২]

আমাদের উচিত যা কিছু কুরআন ও রাসুল (ছল্লাল্লাহু আলাইহি ওয়া ছাল্লাম) এর সুন্নাহতে রয়েছে সে সম্পর্কে জানা ও সে অনুযায়ী আমল করা।

ছলাতুল কূসুফ ওয়াল খুসূফ বা চন্দ্র ও সূর্য গ্রহনের ছলাত।

বিজ্ঞানের যুক্তি : সূর্য ও চন্দ্র গ্রহণের সময় চন্দ্র, সূর্য ও পৃথিবী একই সরলরেখায় চলে আসে। ফলে সূর্য ও চন্দ্রের আকর্ষণী শক্তি বেশী মাত্রায় পৃথিবীর উপরে পতিত হয়। এর প্রচন্ড টানে অন্য কোন গ্রহ থেকে পাথর বা কোন মহাজাগতিক বস্ত্ত পৃথিবীর দিকে ধেয়ে আসলে পৃথিবী ধ্বংসের একটা কারণও হ’তে পারে। ১৯০৮ সালের ৩০ শে জুন ১২ মেগাটন টিএনটি ক্ষমতা সম্পন্ন ১৫০ ফুট দৈর্ঘ্যের একটি বিশালাকার জ্বলন্ত পাথর (মিটিওরাইট) রাশিয়ার সাইবেরিয়ার জঙ্গলে পতিত হয়ে ৪০ মাইল ব্যাস সম্পন্ন ধ্বংসগোলক সৃষ্টি করেছিল। আগুনের লেলিহান শিখায় লক্ষ লক্ষ গাছপালা পুড়ে ছাই হয়ে গিয়েছিল।
[ ঢাকা, দৈনিক ইনকিলাব, ৪ঠা ফেব্রুয়ারী ২০০০, পৃঃ ১১। উল্লেখ্য যে, ১০ লাখ টনে এক মেগাটন হয়।]

আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করেন এবং আমাদেরকে রাসুল (সাঃ) এর দেওয়া শিক্ষাকে দৃঢ় ভাবে আঁকড়ে থাকতে সাহায্য করুক। আমীন।
-উস্তাযা আমেনা বিনতে আজিজুর রহমান ]🤍

শুভ রাত্রি
06/09/2025

শুভ রাত্রি

Address

Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when BD E-commerce posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BD E-commerce:

Share

BD E-commerce

আপনার প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি বা কিনতে পারবেন খুব সহজেই