Fiza'smom vlog

Fiza'smom vlog As salamu alaikum myself Fiza's mom, it's my page,pls keep supporting me and bless me
(12)

26/07/2025

***ফজর এর নামাজের পর তিনটি গুরুত্বপূর্ণ আমল
ফজরের নামাজ দিয়ে সকল মুমিন-মুসলমানরা দিন শুরু করে। তাই ফজরের নামাজের পরের আমল গুলো খুব গুরুত্বপূর্ণ। আজকে আমরা তিনটি ছোট ছোট গুরুত্বপূর্ণ আমল এর কথা উল্লেখ করব। যেগুলো নবী করীম সাল্লাল্লাহু আলাই সালাম এর কাছ থেকে বর্ণিত রয়েছে।**

*প্রথম নাম্বার আমল:
নবী করীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন,“ফজরের নামাজের পরে যদি কোন ব্যক্তি সুরা হাশরের তিন আয়াত তেলাওয়াত করে, তার জন্য সারাদিন ৭০ হাজার রহমতের ফেরেশতা দোয়া করতে থাকে।”

*দ্বিতীয় নাম্বার আমল:
নবী করীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন,“প্রতিদিন ফজরের নামাজের পর সাতবার যে ব্যক্তি এই (আল্লাহুম্মা আজিরনি মিনান্নার) দোয়াটি পড়বে, ঐদিন সে মৃত্যুবরণ করলে তার জন্য কবরের আজাব হারাম হয়ে যাবে।”

*তৃতীয় নাম্বার আমল:
যে ব্যক্তি ফজরের নামাজের পর সূরা ইয়াসিন পাঠ করবে তার জন্য আল্লাহ তাআলা সারাদিনকার প্রয়োজন কে পুরো করে দিবে।

25/07/2025

🕌✨ জুমা মোবারক!

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
পবিত্র জুমার দিন।
এই দিনটি মুসলিমদের জন্য এক বিশেষ বরকতময় উপহার।
আল্লাহ তাআলা এই দিনের মধ্যে রেখেছেন অফুরন্ত ফজিলত, দোয়া কবুলের মুহূর্ত এবং আত্মশুদ্ধির অসাধারণ সুযোগ।

🕋 রাসুলুল্লাহ ﷺ বলেন:
“জুমার দিন হচ্ছে দিনের সর্দার এবং আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ।”
(ইবনে মাজাহ: ১০৮৪)

এই পবিত্র দিনে আসুন আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করি—
📖 কুরআন তিলাওয়াত করি
🕌 জুমার নামাজ যথাসময়ে আদায় করি
🤲 পরিবার, বন্ধু, প্রতিবেশী ও সমাজের জন্য দোয়া করি

এই জুমার দিনে আল্লাহ আমাদের সকলকে হালাল রিজিক, সুস্থতা ও শান্তি দান করুক।

জুমা মোবারক 🌸

25/07/2025

# আল্লাহ একমাত্র ভরসা #যে কোনো দুর্ঘটনা ও বিপদ থেকে রক্ষা করার ৩টি আমল,জেনে রাখুন প্রতিটা বাবা,মা🙏

সন্তানের জন্য প্রতিদিন মাত্র কয়েক মিনিট সময় বের করে নিচের ৩টি কুরআনিক আমল করুন। ইনশাআল্লাহ, আপনার সন্তান থাকবেন আল্লাহর রক্ষণাবেক্ষণে।

---
★১. সূরা ফালাক ও সূরা নাস – ‘দুই রক্ষাকবচ’

রাসূল ﷺ নিজ হাতে হাসান ও হুসাইন রা.-কে এই দুই সূরা পড়ে ফুঁ দিয়ে হেফাজতের দোয়া করতেন।

➡️ নিয়ম:

সকালে ও সন্ধ্যায় ৩ বার করে সূরা ফালাক ও সূরা নাস পড়ে সন্তানের উপর ফুঁ দিন।

না থাকলে দূর থেকেও পড়ে তাঁর জন্য নিয়ত করুন।

★২. আয়াতুল কুরসি – ২৪ ঘণ্টার পাহারা

হাদীসে আছে, কেউ আয়াতুল কুরসি পড়লে আল্লাহ তার জন্য একজন ফিরিশতা পাহারায় নিযুক্ত করেন।

➡️ নিয়ম:

সন্তান ঘর থেকে বের হওয়ার আগে আয়াতুল কুরসি পড়ে মাথায় হাত রেখে ফুঁ দিন।

ঘুমানোর সময়ও এই আয়াত পড়ে দিন।

★৩. ৬ দিক থেকে হেফাজতের দোয়া

এই দোয়াটি সন্তানের চারপাশের অজানা সব বিপদ থেকে হেফাজতের জন্য অনেক উলামা নিয়মিত পড়ার পরামর্শ দেন।

📖 দোয়া:
اللَّهُمَّ احْفَظْهُ مِنْ بَيْنِ يَدَيْهِ، وَمِنْ خَلْفِهِ، وَعَنْ يَمِينِهِ، وَعَنْ شِمَالِهِ، وَمِنْ فَوْقِهِ، وَأَعُوذُ بِعَظَمَتِكَ أَنْ يُغْتَالَ مِنْ تَحْتِهِ
উচ্চারণ:
আল্লাহুম্মা ইহফাযহু মিম্বাইনি ইয়াদাইহি, ওয়া মিন খলফিহি, ওয়া আন ইয়ামিনিহি, ওয়া আন শিমালিহি, ওয়া মিন ফাওকিহি, ওয়া আ’উযু বি‘আজমাতিকা আন ইউঘতাালা মিন তাহতিহি।
অর্থ: হে আল্লাহ! আমার সন্তানকে সামনের, পেছনের, ডান, বাঁ, উপর ও নিচ থেকে সব বিপদ থেকে হেফাজত করুন।

➡️ নিয়ম:

সকালে বা রাতে সন্তানের জন্য এই দোয়াটি অন্তত একবার হলেও পড়ুন।
-সংগৃহীত।

23/07/2025

আপনি ফুটপাত দিয়ে হাঁটছেন, অপরিকল্পিত নির্মাণাধীন ভবন থেকে আপনার মাথায় ইট পড়ে আপনি প্রাণ হা'রাবেন।

রেস্টুরেন্টে পরিবারের সঙ্গে এক খুশির উপলক্ষ্য নিয়ে খেতে গেছেন, অননুমোদিত গ্যাস লাইনের বি'স্ফো'রণে আপনি প্রাণ হা'রাবেন৷

নিয়ম মেনে ড্রাইভিং বা রাইডিং করছেন, ধনীর নেশাগ্রস্ত আদুরে দুলাল গাড়িচা'পা দিয়ে আপনার প্রাণ'না'শ করবে৷

প্রভাবশালীদের সাথে দ্ব'ন্দ্বে জড়াবেন, পাথর দিয়ে পি'ষে আপনার প্রাণ'না'শ করা হবে, আপনার লা'শের উপর উঠে নৃত্য করা হবে।

মানুষের অধিকার নিয়ে সোচ্চার হবেন, আয়না ঘর আপনাকে বলবে, "আহো ভাতিজা, আহো!"

গ্রাম থেকে ঢাকা এসে একটা ফ্যাক্টরিতে কাজ করে ঘষেমেজে নিজের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করবেন, ভবন ধ্ব'সে প্রাণ হা'রাবেন।

নারী হয়ে নির্বিঘ্নে লেখাপড়া, চাকরি-বাকরি করতে যাবেন, যৌ'ন হয়'রানির শিকার হবেন একশোতে একশো৷ ধ'র্ষি'তা হওয়ার সুযোগও কম না৷

শাসনযন্ত্রের অপ'শাসনের বিরুদ্ধে প্রশ্ন তুলবেন, আপনার পরিবার আপনার মৃ'তদেহটাও খুঁজে পাবে না৷

আপনার সন্তান বাহিরে খেলছে, সিটি কর্পোরেশনের অবহেলিত উন্মুক্ত ম্যানহোলে পড়ে প্রাণ হা'রাবে।

সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পাঠাবেন, তার মৃ'তদেহ পাবেন বিশ্ববিদ্যালয়ের পুকুরে।

সর্বশেষ, আপনার সন্তানকে স্কুলে পাঠাবেন, প্রশিক্ষণ বি'মান বি'ধ্ব'স্ত হয়ে আরো দুয়েকশো সন্তানের সাথে আপনার সন্তানেরও প্রাণ নিবে৷

আর হ্যাঁ, এগুলোর ন্যায় বিচার প্রত্যাশা করেন? তাহলে বলবো আপনারা বড্ড বোকা৷

জি, এটাই এশিয়া মহাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর মাছে ভাতে বাঙালির বাংলাদেশ।

© মূল লেখকের নাম পাওয়া যায়নি #

23/07/2025

কোথাও কোন দুর্ঘটনার পর যদি দেখেন রিক্সাওয়ালা, অটোওয়ালা, সিএনজি ওয়ালা ভাড়া বাড়ায় নিচ্ছে সেক্ষেত্রে যা করবেন....

ভদ্রভাবে উঠে পড়বেন। লোকেশানে পৌছার পর আশেপাশের লোক জড়ো করবেন। তারপর ধুমাইয়া পি*টাবেন...😡😡

কিছু সুশীল আসবে থামাইতে ওইগুলারেও ধুমাইয়া পি-টাবেন....🤬🤬

এই দেশে মাই.রের উপর কোন ওষুধ নাই‼️

23/07/2025
23/07/2025

সন্তান যখন আপনার কোলে থাকে, যতটা পারেন আদর করেন। কিছু ভেঙে গেলেও বকা দিয়েন না,পড়তে না চাইলেও বকা দিয়েন না ।আদর করবেন শুধু।গায়ে হাত তুলবেন না কখনো। এই যে ফুটফুটে মুখটা, ছোট্ট হাতটা , একটা দিন আসবে, এই হাত আপনার হাতের নাগালের বাইরে চলে যাবে।সন্তান চিরোকাল মায়ের কাছে থাকে না। ওদেরও তো জীবন আছে, স্বপ্ন আছে। ক্যারিয়ার গড়বে।কেউ চলে যাবে অন্য দেশে, কেউ উড়ে যাবে দূরের শহরে।তখন আপনি পড়েই থাকবেন এই বাড়িতে। এক কোণে।কখনো কখনো ফোন আসবে।কথা হবে, ‘মা ভালো আছো?’ আপনি বলবেন, ‘ভালো আছি বাবা।’মনের ভেতর হাজারটা কথা জমা থাকবে, বলতে পারবেন না। কারণ ওদের যে ব্যস্ত জীবন।তখন মনে পড়বে, যখন ও ছিল আপনার কোলে,তখন কেনো যে একটু বেশী আদর করেন নাই! কেনো যে বকা দিয়েছিলেন! তখন যে মেরেছিলেন,বকা দিয়েছিলেন, তার জন্য আপনাকে কাঁদতে হবে।

কাঁদতে কাঁদতে চোখ শুকিয়ে যাবে। তবুও সন্তানকে আদর করতে পারবেননা,কারণ সে তো থাকে আপনার থেকে কোটি কোটি মাইল দূরে।সন্তানকে কখনো মারবেন না। কখনো রাগের মাথায় কটু কথা বলবেন না।শুধু দোয়া করবেন।কারণ, ৫০ বছর আগেই তো লেখা হয়ে গেছে কে কি হবে। কার জীবনে কী আছে, ভাগ্য কোথায় নিয়ে যাবে।আপনি শুধু আল্লাহর কাছে বলো —
‘হে আল্লাহ, আমার সন্তান যেন ভালো মানুষ হয়।
সুন্দর জীবন পায়। ঈমানের সাথে জীবন কাটায়।’

লেখা- সংগৃহীত ও পরিমার্জিত।

21/07/2025
20/07/2025
🎉 Just completed level 3 and I'm so excited to continue growing as a creator on Facebook!
20/07/2025

🎉 Just completed level 3 and I'm so excited to continue growing as a creator on Facebook!

Address

Dhaka
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Fiza'smom vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fiza'smom vlog:

Share