মুহাম্মাদ আল-আমীন

মুহাম্মাদ আল-আমীন মানুষের কল্যানে কিছু কাজ করতে চাই।
আমাদের পেইজে যুক্ত হওয়ার আমন্ত্রণ।
(2)

লিডার হামারা।💝😊
03/06/2025

লিডার হামারা।💝😊

হরিপুরআসছেন সদরে জমিয়ত আল্লামা উবায়দুলুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ।
03/06/2025

হরিপুরআসছেন সদরে জমিয়ত আল্লামা উবায়দুলুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ।

হাজারো মানুষের ভালোবাসায় শিক্ত হলেন জমিয়ত সভাপতি। 💝
03/06/2025

হাজারো মানুষের ভালোবাসায় শিক্ত হলেন জমিয়ত সভাপতি। 💝

শায়খুল হাদীস আল্লামা উবায়দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ'কে রিসিভ করতে সিলেটে যাচ্ছেন।
03/06/2025

শায়খুল হাদীস আল্লামা উবায়দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ'কে রিসিভ করতে সিলেটে যাচ্ছেন।

02/06/2025

দুঃখ থেকেই যাবে?
#দুঃখ

এই ফটো থেকে যা ইনকাম হবে,,সেগুলো দিয়ে আরেকটি কাঠাল কিনে দেব,,রিয়াজকে😀
02/06/2025

এই ফটো থেকে যা ইনকাম হবে,,সেগুলো দিয়ে আরেকটি কাঠাল কিনে দেব,,রিয়াজকে😀

02/06/2025

আগামীকাল সিলেটে আসছেন,জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুক কাসেমী।
#জমিয়ত #সিলেটে

02/06/2025

গোয়াইনঘাট উপজেলায়।😊

02/06/2025

আসন্ন ৩ জুন সিলেটে আগমন ঘটছে আমাদের শ্রদ্ধেয় মুরব্বি শায়খুল হাদীস, আল্লামা উবায়দুল্লাহ ফারুক কাসেমী সাহেব (দা.বা.)-এর। এ উপলক্ষে জমিয়তের উদ্যোগে আয়োজিত হচ্ছে এক জাঁকজমকপূর্ণ মোটরসাইকেল সডাউন। জমিয়তের কর্মীদের মাঝে বিরাজ করছে আনন্দ, উৎসাহ ও চলছে জোর প্রস্তুতি।

শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ এই শোভাযাত্রাকে স্মরণীয়
স্মরণীয় রূপ দিতে মিডিয়া ও ড্রোন কাভারেজের জন্য দায়িত্বশীলদের প্রতি আন্তরিক অনুরোধ রইল। দায়িত্বশীল ভাইদের প্রতি আহ্বান—সামান্য কিছু খরচ করে হলেও এই ইতিহাসগাঁথা মুহূর্তগুলোকে ধারণ করার উদ্যোগ নিন।

মুহাম্মাদ আল-আমীন ||

01/06/2025

গোয়াইনঘাট বাজার।মিছিল।

ইনাম ভাই:শায়খুল ইসলাম আল্লামা জুনায়েদ বাবুনগরী (রাহ.)-এর বিশ্বস্ত খাদেম ইনাম ভাই একজন নিরহংকারী, নিঃস্বার্থপ্রাণ ও দীনদা...
01/06/2025

ইনাম ভাই:

শায়খুল ইসলাম আল্লামা জুনায়েদ বাবুনগরী (রাহ.)-এর বিশ্বস্ত খাদেম ইনাম ভাই একজন নিরহংকারী, নিঃস্বার্থপ্রাণ ও দীনদার মানুষ। আজ তিনি অসুস্থ, ক্লান্ত শরীর আর জীর্ণ পা যেন তাঁর ত্যাগের ইতিহাসের নীরব সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে।

গত বছর আমার একটি প্রয়োজনীয় জিনিস এক ব্যক্তি আত্মসাৎ করে নেয়। আমি যখন দিশেহারা, তখন ইনাম ভাইকে ফোন করি। তিনি এক কথায় সেই জিনিস উদ্ধার করে দেন—আমার মতো সাধারণ মানুষের ডাকে সাড়া দেওয়াই প্রমাণ করে তাঁর মহানুভবতা। তিনি সাহায্য করেন না প্রচারের জন্য, বরং একান্ত আল্লাহর সন্তুষ্টির জন্য।

আজ তাঁর হাত-পায়ে যন্ত্রণার চিহ্ন, অথচ দায়িত্বশীল মহল এখনো নির্বিকার। হেফাজতে ইসলাম আজও কোনো ব্যবস্থা নেয়নি তাঁর চিকিৎসার জন্য। আমরা জানি, যদি শায়খ বাবুনগরী (রাহ.) আজ বেঁচে থাকতেন, তিনি কোনো না কোনো উপায়ে এই বিশ্বস্ত খাদেমের চিকিৎসার উদ্যোগ নিতেন।

ইনাম ভাই এখন নিঃসঙ্গ এক লড়াইয়ের নাম। আসুন, আমরা সকলে আমাদের সাধ্যানুযায়ী সহযোগিতার হাত বাড়াই। তাঁর জন্য দোয়া করি—আল্লাহ যেন তাঁকে শিফায়ে কামিলা ও নেক হায়াত দান করেন।

01/06/2025

নিবন্ধন ফিলে পেলো "জামাতে ইসলাম"

Address

Dhaka

Telephone

+97433073702

Website

Alerts

Be the first to know and let us send you an email when মুহাম্মাদ আল-আমীন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মুহাম্মাদ আল-আমীন:

Share