Against Discrimination

Against Discrimination "নতুন চিন্তা, নতুন দৃষ্টিভঙ্গি। আপনাকে অনুপ্রাণিত করার জন্য প্রতিদিন নতুন কন্টেন্ট। আমাদের সাথে যুক্ত থাকুন!"

বৈষম্যের বিরুদ্ধে কথা বলা বা বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নেওয়া হলো এমন একটি সামাজিক এবং নৈতিক দায়িত্ব, যা সমাজের প্রতিটি ব্যক্তির প্রতি সমান অধিকার এবং মর্যাদা নিশ্চিত করে। বৈষম্য বিভিন্ন রূপে দেখা দিতে পারে, যেমন বর্ণ, লিঙ্গ, ধর্ম, জাতীয়তা, অর্থনৈতিক অবস্থা ইত্যাদির ভিত্তিতে। বৈষম্য সমাজে অনৈতিকতার বীজ বপন করে এবং মানুষকে বিভাজিত করে।

বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ানোর মানে হলো সবাইকে সমান চোখে দেখা,

সবার প্রতি সম্মান প্রদর্শন করা, এবং অন্যের অধিকার ও মর্যাদা রক্ষায় সচেষ্ট থাকা। এটা একটি মৌলিক মানবাধিকার, যা প্রতিটি মানুষের জন্য প্রযোজ্য। একত্রিত প্রচেষ্টা এবং সচেতনতার মাধ্যমে আমরা বৈষম্যহীন একটি সমাজ গড়ে তুলতে পারি, যেখানে সবাই তাদের সম্ভাবনা অনুযায়ী বিকশিত হতে পারে এবং সমাজের উন্নয়নে অবদান রাখতে পারে।

এই জন্য প্রয়োজন শিক্ষা, সহনশীলতা, এবং সঠিক মূল্যবোধের চর্চা। বৈষম্য থেকে মুক্ত একটি সমাজ গড়ে তোলার জন্য আমাদের প্রত্যেকেরই ভূমিকা অপরিসীম। আমাদের সকলকে এই লক্ষ্যে কাজ করতে হবে, যেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও সমানাধিকার ভিত্তিক সমাজ রেখে যেতে পারি।

এটি কি স্টুডন্টদের সাথে প্রতারণা নয়!একজন বইয়ের লেখক দাবি করছেন যে, এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষায় ...
27/01/2025

এটি কি স্টুডন্টদের সাথে প্রতারণা নয়!
একজন বইয়ের লেখক দাবি করছেন যে,
এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষায় তার বই থেকে সাধারণ জ্ঞানের ৩০টি MCQ প্রশ্নের মধ্যে ৩০টিই কমন পড়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

উনি আরো দাবি করছেন, উনার ফাইনাল সাজেশন বই থেকে সর্বোচ্চ সংখ্যক কমন পড়েছে, ২২টি প্রশ্ন কমন এসেছে উনার সাজেশন থেকে; সব মিলিয়ে উনার ২৪ টি প্রশ্ন কমন আছে। বাজারের অন্যান্য বই থেকে এর চেয়ে বেশী কমন আছে। নিচের ছবিগুলো দেখলেই স্টুডেন্টদের সাথে উনার প্রতারণা বুঝতে পারবেন।

এখানে গত বছরের পুরাতন সংস্করণ থেকে কমন দেখিয়েছে যা নতুন সংস্করণ বইয়ে নেই। আবার কিছু প্রশ্ন বইয়েই নেই এডিট করে বসিয়ে কমন দেখায়ছে।

কয়েকটি প্রশ্ন কমন দেখায়ছে যা সেম প্রশ্ন হয়নি।

এ কেমন ধরণের বাটপারি ভাই?

06/09/2024

এটাই মনেহয় আমাদের ভাগ্নে জয় এর শ্রেষ্ঠ আবিষ্কার 🤣

04/09/2024

প্রায় ১লক্ষ পুলিশ সদস্য চাকুরীতে অনুপস্থিত,
ধারণা করা হচ্ছে তার মধ্যে অধিকাংশ পুলিশ ছিলো
ভারতীয়।

04/09/2024

ছাত্র জনতার অভ্যুত্থানের একমাস !
শহীদদের স্মরণে ছাত্র-জনতার-

'শহীদী মার্চ'

সময় : বিকাল ৩.০০ ঘটিকা,
৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), ২০২৪

সেন্ট্রালি আয়োজনের স্থান: রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়৷

রুট :
রাজু ভাস্কর্য-নীলক্ষেত- সায়েন্সল্যাব-কলাবাগান- মানিক মিয়া এভিনিউ (সংসদ ভবনের সামনে দিয়ে)- ফার্মগেট- কারওয়ান বাজার- শাহবাগ - রাজু ভাস্কর্য - শহীদ মিনার ৷

ঢাকায় অবস্থিত সকলকে রাজু ভাস্কর্য চত্বরে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান করা হচ্ছে।

আয়োজনে : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ৷

04/09/2024

সেদিন সচিবালয়ের সামনে আনসার নামক কতিপয় সন্ত্রাসীর হামলায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিক্যালে ভর্তি হওয়া শাহীন হাওলাদার ভাই আজ পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন ৷

ছাত্রলীগ নেতা থেকে এখন হয়ে গেল সহ-সমন্বয়ক 😂যেখানে পাবেন গণধোলার ব্যবস্থা করুন 🔥
03/09/2024

ছাত্রলীগ নেতা থেকে এখন হয়ে গেল সহ-সমন্বয়ক 😂
যেখানে পাবেন গণধোলার ব্যবস্থা করুন 🔥

এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া দরকার। পুরানবাজার এলাকার আশেপাশের ভাইয়েরা বিষয়টা একটু দেখবেন.
02/09/2024

এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া দরকার। পুরানবাজার এলাকার আশেপাশের ভাইয়েরা বিষয়টা একটু দেখবেন.

01/09/2024

সংস্কার আমাদের সংবিধান থেকেই শুরু করতে হবে।

"খুনি এখন ঘুমাইতেছেদিল্লী নামের স্বর্গতেমা কান্দে পুতের খোঁজেমর্গ থেকে মর্গতে"
01/09/2024

"খুনি এখন ঘুমাইতেছে
দিল্লী নামের স্বর্গতে
মা কান্দে পুতের খোঁজে
মর্গ থেকে মর্গতে"

অন্তত গত পাঁচ বছরে আনসারের সব নিয়োগ তদন্ত করা উচিত! বেল্ট খুলে ছাত্রদের পেটানোর এই ছবিই প্রমাণ করে যে, এরা বেশিরভাগই ছা...
01/09/2024

অন্তত গত পাঁচ বছরে আনসারের সব নিয়োগ তদন্ত করা উচিত! বেল্ট খুলে ছাত্রদের পেটানোর এই ছবিই প্রমাণ করে যে, এরা বেশিরভাগই ছাত্রলীগের পান্ডা।

আপনারা যারা মিহির'স জিকে বইটি পড়েন বা মিহিরকে সাধুর বেসে দেখেন তাদের জন্য সত্যিই সমবেদনা! সে বইয়ের বিজনেস করে স্টুডেন্টদ...
01/09/2024

আপনারা যারা মিহির'স জিকে বইটি পড়েন বা মিহিরকে সাধুর বেসে দেখেন তাদের জন্য সত্যিই সমবেদনা! সে বইয়ের বিজনেস করে স্টুডেন্টদের নিয়ে আর এই স্টুডেন্টই যখন রাস্তায় মাইর খায়, গুলি খেয়ে লুটে পড়ে থাকে রাস্তায় তখন এই মিহির জিকে বইয়ের লেখক মিহির তার গ্রুপে পেজে এডমিন প্যানেলে কোটা আন্দোলন নিয়ে ছাত্রদের দুঃখের কথা জানাতে নিষেধ করে দেয়। যে ছাত্ররা দুদিনপর তার বই নিয়ে পড়বে সেই ছাত্ররা মাইর খেলে মরে গেলে এই নিকৃষ্টতম লেখক আমি লেখক বলব না কপিবাজ লেখকের তার কিছু যায় আসে না। বরং কেউ এসব নিয়ে কথা বললে আন্দোলন চলাকালীন সে পোস্ট রিমুভ করে এবং যে পোস্ট করে তাকে পেজ, গ্রুপ থেকে ব্লক করে এবং যে এডমিন ওই পোস্ট এপ্রুভ করে তাকেও মিহির রিমুভ করতে ২বার ভাবে না।

আমরা সবাই জানি এবং মানি যে, যারা চুপ থাকে শুধু তাই না এভাবেই ঘোর বিরোধিতা করে সেও অন্যায়কারীর চেয়ে কম নয়। এই মিহির সরকারের চাটুকারিতা করতো আর আমরাই কিনা তার বই পড়ে তাকে মাথার উপরে তুলবো?

৪৩তম বিসিএসে সে প্রিলীতে টেকার পর মানুষের সিম্ফাতি পাওয়ার জন্য নিজের পকেটের টাকা খরচ করে নিউজ করাইতো দারোয়ান এখন বিসিএস ক্যাডার। এখনো সে গ্যাজেটভুক্ত হয়নি। নিজের স্বার্থে এই চাটুকারিতার জন্য মিহির কে অবশ্যই আমরা ছাত্ররা মিহিরকে বয়কট ও গণহত্যা সমর্থনকারী হিসেবে বিচারের কাঠগড়ায় দেখতে চাই ✊

মনে রাখবেন শক্ত হাতে এসব প্রতিবাদ না করলে এরাই পেছন থেকে আপনাকে আমাকে আমাদেরকে কুড়াল মারতে ২বার ভাববে না।

মিহির কে যেখানেই দেখা হোক তাকে জুতা মারা হোক✊

একজন ছাত্র হিসেবে এভাবে গণহত্যা সমর্থনকারী লেখকের বা সম্পাদকের বই আমরা পড়ে যারা রক্ত দিয়ে স্বাধীনতা এনে দিয়েছে সেসকল ভাই বোনদের রক্তের সাথে বেঈমানি করতে পারি না

#বয়কটমিহিরজিকে

13/08/2024

গণহত্যার রক্ত শুকায় নাই আর ৪৯ বছর আগের মৃত্যুতে শোক পালন!

তবুও মানতাম যদি আপনার নিজের বাবা হত 🤫

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Against Discrimination posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share