15/07/2024
ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের বিরোধী শক্তি হিসাবে আত্ম প্রকাশ করেছে।
শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ
বাংলাদেশ ইসলামী ছাত্রমজলিসের
সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে কোটাপদ্ধতি সংস্কার করার এক দফা দাবিতে আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থীরা।ঢাকা বিশ্ববিদ্যালয়সহ
দেশব্যাপী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগ সন্ত্রাসী হামলা করে। এতে কয়েকজন নিহত ও অসংখ্য সাধারণ শিক্ষার্থী আহত হওয়ার খবর বিভিন্ন গণমাধ্যমে আসতেছে।
ছাত্রলীগের এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রমজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আশিকুর রহমান জাকারিয়া ও সেক্রেটারি জেনারেল মুহাম্মদ মাহদি হাসান।
১৫ জুলাই ২০২৪ ইং সোমবার এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দীর্ঘদিন ধরে দেশের সচেতন শিক্ষার্থীরা কোটা পদ্ধতি বাতিল করে কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছে। কিন্তু শিক্ষার্থীদের যৌক্তিক এই দাবি সমাধান না করে আন্দোলনরত শিক্ষার্থীদের তাচ্ছিল্য করে প্রধানমন্ত্রীর বেফাঁস মন্তব্য, মুক্তিযুদ্ধ বিরোধী ট্যাগ দেয়ার কারণে সাধারণ শিক্ষার্থীরা অত্যান্ত মর্মাহত হয়েছে।
নেতৃদ্বয় আর বলেন,দেশের উল্লেখযোগ্য ক্যাম্পাসসমূহে সাধারণ শিক্ষার্থীদের উপর বহিরাগতদের নিয়ে ছাত্রলীগের এই নগ্ন সন্ত্রাসী হামলা প্রমাণ করে যে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের বিরোধী শক্তি হিসাবে আত্ম প্রকাশ করেছে।
শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে রক্তাক্ত করে যৌক্তিক আন্দোলনকে দমানো যাবে না। সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের কোনও ক্ষতি হলে বর্তমান সরকার প্রধানকেই এর দায়ভার নিতে হবে।
সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ ও যৌক্তিক আন্দোলন সফল করতে শিক্ষার্থীদের পাশে সর্বস্তরের জনসাধারণ কে বলিষ্ঠ ভূমিকা পালন করার বিশেষভাবে আহ্বান জানানো হয়।