Robi12

Robi12 MD Robiul islam

31/08/2024

৫ আগস্ট গণভবনে ঢুকে আমি প্রথমে পুকুর পারটায় যেয়ে বসি। কেউ পুকুর পাড়ে বসে কাঁদছে, কেউ গোসল করছে, কেউ মাছ ধরছে। সবার মাঝে মুক্তির আনন্দ।

এর মধ্যে এক মধ্য বয়সী ভদ্রলোক আমার পাশে এসে বসেন। যে গ্রুপটা সর্বপ্রথম গণভবনে ঢুকে তাদের মধ্যে তিনি একজন। লোকটা নানান গল্প করতে করতে বেশ বিষন্ন হয়ে যায়।

একটা পর্যায়ে বলে, জানেন ভাই, এই মহিলা দুপুরে খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তার ডাইনিংয়ে ১০-১২ পদের আইটেমের বুফে প্রস্তুত ছিল। একদম গরম টাটকা খাবার।

তার ফ্রিজ্গুলো খুলে দেখেছিলাম। এত বড় বড় পাংগাস মাছ আমি জীবনেও দেখিনি। একেকটা ১৫-২০ কেজি ওজনের নদীর পাংগাস।

অন্তত ১০-১২ টা আস্ত ইলিশ মাছ দেখেছি। একেকটা ১.৫ কেজির কম না।

একটা গরীব দেশে এই মহিলা রানীর মত বসবাস করছিল। অথচ এই মহিলা আমাদেরকে পিয়াজ ছাড়া, তেল ছাড়া রান্না করতে বলতো, বাচ্চাদেরকে কাঁঠালের বার্গার খাওয়াতে বলতো, ভাতের বদলে আলু খেতে বলতো।

আমার বাচ্চা অনেক দিন ইলিশ মাছ খায় না। সাধ্য হয় না কেনার। বলতে বলতে লোকটা কেঁদে ফেললো।

আমি কিচ্ছু ধরি নাই। খুব ঘৃনা লেগেছে এই খাবারগুলো দেখে।

তারপর চোখ মুছতে মুছতে বললো, শেখ হাসিনা এদেশের মানুষকে প্রচন্ড ঘৃণা করতেন আর আমাদের কস্ট দেখে আনন্দ পেতেন।

কথা সত্য। উনি আমাদেরকে ঘৃনা করতেন, অসম্ভব রকমের ঘৃনা করতেন।

বিজয় দারপ্রান্তে দয়া করে কেহ মাঠ ছেরে জাবেন না।
03/08/2024

বিজয় দারপ্রান্তে দয়া করে কেহ মাঠ ছেরে জাবেন না।

পৃথিবীতে কোন কিছুই success নয়!  অবাক হচ্ছেন?এক মৃত ব্যক্তির নিরব বার্তা :যখন জন্মালাম বাবা মা ভাবল এটা তাদের success,যখন...
30/05/2024

পৃথিবীতে কোন কিছুই success নয়! অবাক হচ্ছেন?
এক মৃত ব্যক্তির নিরব বার্তা :

যখন জন্মালাম বাবা মা ভাবল এটা তাদের success,
যখন হাটতে শিখলাম মনে হল এটাই success,
যখন কথা বলতে শিখলাম মনে হল এটাই success,

ভুল ভাঙল,

এরপর স্কুলে গেলাম, শিখলাম first হওয়াটা success,
এরপর বুঝলাম না আসলে মাধ্যমিকে স্টার পাওয়াটা success,
ভুল ভাঙল, বুঝলাম উচ্চমাধ্যমিকে এই রেসাল্টটা ধরে রাখাই success,

এখানেই শেষ নয়,

এরপর বুঝলাম ভালো সাবজেক্ট নিয়ে ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটাই success,

পরে বুঝলাম না বিশ্ববিদ্যালয় শেষে চাকরী পাওয়াটা success,
এরপর বুঝলাম না, নিজের টাকায় একটা ফ্ল্যাট কেনাটা success,
সেটাও নয়, এরপর নিজের টাকায় গাড়ি কেনাটাই আসল success,

আবার ভুল ভাঙল,

এরপর দেখলাম বিয়ে করে সংসার করাটাই success,

বছর ঘুরলো, দেখলাম আসলে বিয়ে করে বংশধর এনে তাকে বড় করাটাই success,
ছেলে হলে সে প্রতিষ্ঠিত হওয়াটাই success, মেয়ে হলে ভালো বাড়িতে বিয়ে দেওয়াটাই success,

এরপর এলো রিটায়ারমেন্ট, সারা জীবনের জমানো টাকার সঠিক utilization ই success...

এরপর যখন সবাই মিলে কবরে শুইয়ে দিল, তখন বুঝলাম পৃথিবীতে কোন কিছুই success নয় ,

পুরো টাই competition, যার মুলে আকাশ ছোঁয়া আকাঙ্ক্ষা, যা কখনো পূর্ণ হয়না।

13/05/2024

দুইজন student কে টিউশন করাতাম, গতকালকে তাদের রেজাল্ট দিছে শুনেছি দু'জনেই নাকি ফেল করেছে। 😜
এখন আমি ভাবছি টিউশনের টাকাটা চাওয়া ঠিক হবে কিনা পরামর্শ দিন!! 🤔🤣

বাড়িত কেউ নেই... 🤫🙆আজ প্রথম করতে যাচ্ছি..!এতদিন বন্ধুদের কাছে শুনেই গেছি, করতে নাকি অনেক মজা। কিন্তু কখনো সুযোগ হয়নি, আ...
09/05/2024

বাড়িত কেউ নেই... 🤫🙆
আজ প্রথম করতে যাচ্ছি..!
এতদিন বন্ধুদের কাছে শুনেই গেছি, করতে নাকি অনেক মজা। কিন্তু কখনো সুযোগ হয়নি, আর সাহসের অভাবে করতে পারি নাই.।😥
কিন্তু আজ সাহস করে ঢুকলাম রুমে। আজ করবোই আমি...🙈🙈
বন্ধুদের কাছ থেকে টিপস নিলাম কিভাবে করলে ভালো হবে, আর কি কি করলে সব থেকে বেশি মজা হবে..🤤😋
মনে হয় আজ সবকিছু ঠিকমতো করতে পারবো।
যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকেই আমার নিজে করার খুব ইচ্ছা 🤗 আজ মনে হয় আমার ইচ্ছাটা পূরণ হবে।😇
তাই আজ আমি নিজেই মিষ্টার নুডলসের এই মসলার প্যাকেট টা নিয়ে নুডলস রান্না করতে যাচ্ছি 😅🥴🥴

উপরের ছাদে উঠার সিরিটার ডিজাইনটা কেমন হলো।
07/05/2024

উপরের ছাদে উঠার সিরিটার ডিজাইনটা কেমন হলো।

24/03/2023

রোজার মাসে শয়তান কারাগারে ঢোকার আগে,বাংলাদেশের ব্যবসায়ীদের হাতে সমস্ত ক্ষমতা বুঝিয়ে দিয়ে যায়

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Robi12 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share