13/12/2025
আমি একসময় শুধু নিজের সফলতা চাইতাম।
কিন্তু সেটা ধরা দিত না।
তারপর দৃষ্টিভঙ্গি বদলালাম।
অন্যদের এগোতে সাহায্য করা শুরু করলাম।
আমি যা হতে চাই,
অন্যকে সেটাই হতে সহায়তা করলাম।
ধীরে ধীরে সব বদলাতে লাগল।
বিশ্বাস তৈরি হলো।
অন্যকে বড় হতে সাহায্য করো।
সফলতা তোমাকেই খুঁজে নেবে।