27/11/2024
ব্র্যান্ডকে আপনি ভালোবাসেন না,ব্র্যান্ড আপনার মাইন্ডকে হাইজ্যাক করে জাস্ট!🤹♂️
একটি সফল ব্র্যান্ডের যত স্ট্রেটেজি থাকে,তার মূল মাকসাদ হলো অডিয়েন্সের ব্রেইন হাইজ্যাক করা।আর কিচ্ছুনা।কারন এখন সবাই জানে,জমি দখলের চেয়েও মাইন্ড দখল বেশি টাফ।
আর ব্রেইন হাইজ্যাক না করলে বর্তমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারেন্সির শেয়ার নেওয়া অসম্ভব।
কারেন্সিটি হলো - এটেনশন।🧠
📬 দূরে গেলে সম্পর্কে কমে,কাছে থাকলে শুধুই বাড়ে।
এই ফর্মুলা ত ব্র্যান্ডও জানে।তাই আপনার কাছাকাছি সারাটি বছর থাকার জন্য ব্যাকএন্ডে চলে ব্র্যান্ডের নানাধরণের স্ট্রেটেজি সাজানো।
📈এরপর কন্টেন্ট মার্কেটিং করে একাধিক চ্যানেলে ব্র্যান্ডের প্রেজেন্স ধরে রাখে। যেন আপনি কোনোভাবেই তাকে ভুলে না যান।
🔐ব্র্যান্ডের সবচেয়ে বড় ভয়, অডিয়েন্স যেন তাকে না ভুলে যায় এই কোলাহল ওয়ার্ল্ডে।এ কারনে বিলিয়ন ডলার জায়েন্ট ব্র্যান্ডগুলো কখনোই তাদের প্রচারনা থামায় না। তারা জানে,অডিয়েন্সের সামনে প্রতিনিয়ত না গেলে ভুলে যাবেই must.
🧲তাই ত অডিয়েন্সের কাছাকাছি থাকার কত প্রচেষ্টা!
ইমেইল, নিউজলেটার,ভিডিও,আর্টিকেল,ব্লগ,গ্রাফিক্স,পডকাস্ট,এপ্স নোটিফিকেশন পপ আপ,কমিউনিটি বিল্ডাপ,অফার,ফ্রি ট্রায়াল সহ আরো কত কি স্ট্রেটেজি জাস্ট অডিয়েন্সের ব্রেইনের একটা কোষ যেন আমার ব্র্যান্ডকে মনে রাখে।
💰মনে রাখতে হবে,বিজনেসে আপনাকে ক্যাশফ্লো দিবে কাস্টমার,এখন এই কাস্টমারকে কেন্দ্র করে কিভাবে আপনি গেইম প্ল্যান সাজাচ্ছেন সেটাই ডিফাইন করবে আপনার ব্র্যান্ড কতটা আগাবে।
🤝এতসব কাজ ব্র্যান্ডগুলো প্রতিনিয়ত করে যায় শুধুমাত্র আপনার ব্রেইন হাইজ্যাক করার জন্য।কারন অডিয়েন্সের ভালোবাসা আপেহ্মিক। এমন নয় যে আপনার ব্র্যান্ডের সাথে কাবিন চুক্তি করে রাখছে, শুধুমাত্র আপনার থেকেই কিনবে।
🧲🧠ডিস্ট্রাকশনের এ যুগে,অডিয়েন্সকে এট্রাক্ট রাখাই বড় চ্যালেঞ্জ।
📌২০২৫ এর বড় চ্যালেঞ্জ।