AdsHive

AdsHive Grow your business with AdsHive Welcome to AdsHive! Whether you aim to increase brand awareness, drive website traffic, or generate leads, we've got you covered.
(1)

About Us:
AdsHive is your one-stop destination for Social Media Marketing, Media Buying, and Analytics services. Our team of experts is dedicated to helping businesses harness the power of social media to achieve their marketing goals. What We Offer:

Social Media Marketing: Our creative and data-driven strategies amplify your brand's presence on popular social media platforms. We curate compellin

g content, engage with your audience, and foster a loyal community around your brand. Media Buying: Unlock the potential of targeted advertising with our Media Buying services. We leverage advanced analytics to identify your ideal audience and deliver tailored ads that yield maximum results and ROI. Analytics Insights: Data is the backbone of successful marketing campaigns. Our analytical prowess provides valuable insights into consumer behavior, campaign performance, and opportunities for continuous improvement. Why Choose Us:

✔ Experience: With years of industry experience, we excel in delivering effective social media marketing solutions.

✔ Results-Driven Approach: We are committed to achieving measurable and impactful results for your business.

✔ Customized Strategies: We understand that each business is unique. Our strategies are tailor-made to fit your specific goals and target audience.

✔ Transparency: We believe in open communication and complete transparency throughout our partnership.

✔ Cutting-Edge Technology: We utilize the latest tools and technologies to stay ahead in the rapidly evolving digital landscape. Join our community of satisfied clients who have experienced exponential growth and success through our Social Media Marketing, Media Buying, and Analytics services. Stay connected with us to receive valuable industry insights, marketing tips, and updates. Like our page, and don't forget to turn on notifications, so you never miss out on our latest content and exciting offers. For inquiries or to get started on your next successful campaign, reach out to us via direct message or email us at [email protected]. Let's elevate your brand together! 🚀

27/11/2024

ব্র‍্যান্ডকে আপনি ভালোবাসেন না,ব্র‍্যান্ড আপনার মাইন্ডকে হাইজ্যাক করে জাস্ট!🤹‍♂️

একটি সফল ব্র‍্যান্ডের যত স্ট্রেটেজি থাকে,তার মূল মাকসাদ হলো অডিয়েন্সের ব্রেইন হাইজ্যাক করা।আর কিচ্ছুনা।কারন এখন সবাই জানে,জমি দখলের চেয়েও মাইন্ড দখল বেশি টাফ।
আর ব্রেইন হাইজ্যাক না করলে বর্তমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারেন্সির শেয়ার নেওয়া অসম্ভব।
কারেন্সিটি হলো - এটেনশন।🧠

📬 দূরে গেলে সম্পর্কে কমে,কাছে থাকলে শুধুই বাড়ে।
এই ফর্মুলা ত ব্র‍্যান্ডও জানে।তাই আপনার কাছাকাছি সারাটি বছর থাকার জন্য ব্যাকএন্ডে চলে ব্র‍্যান্ডের নানাধরণের স্ট্রেটেজি সাজানো।

📈এরপর কন্টেন্ট মার্কেটিং করে একাধিক চ্যানেলে ব্র‍্যান্ডের প্রেজেন্স ধরে রাখে। যেন আপনি কোনোভাবেই তাকে ভুলে না যান।

🔐ব্র‍্যান্ডের সবচেয়ে বড় ভয়, অডিয়েন্স যেন তাকে না ভুলে যায় এই কোলাহল ওয়ার্ল্ডে।এ কারনে বিলিয়ন ডলার জায়েন্ট ব্র‍্যান্ডগুলো কখনোই তাদের প্রচারনা থামায় না। তারা জানে,অডিয়েন্সের সামনে প্রতিনিয়ত না গেলে ভুলে যাবেই must.

🧲তাই ত অডিয়েন্সের কাছাকাছি থাকার কত প্রচেষ্টা!
ইমেইল, নিউজলেটার,ভিডিও,আর্টিকেল,ব্লগ,গ্রাফিক্স,পডকাস্ট,এপ্স নোটিফিকেশন পপ আপ,কমিউনিটি বিল্ডাপ,অফার,ফ্রি ট্রায়াল সহ আরো কত কি স্ট্রেটেজি জাস্ট অডিয়েন্সের ব্রেইনের একটা কোষ যেন আমার ব্র‍্যান্ডকে মনে রাখে।

💰মনে রাখতে হবে,বিজনেসে আপনাকে ক্যাশফ্লো দিবে কাস্টমার,এখন এই কাস্টমারকে কেন্দ্র করে কিভাবে আপনি গেইম প্ল্যান সাজাচ্ছেন সেটাই ডিফাইন করবে আপনার ব্র‍্যান্ড কতটা আগাবে।

🤝এতসব কাজ ব্র‍্যান্ডগুলো প্রতিনিয়ত করে যায় শুধুমাত্র আপনার ব্রেইন হাইজ্যাক করার জন্য।কারন অডিয়েন্সের ভালোবাসা আপেহ্মিক। এমন নয় যে আপনার ব্র‍্যান্ডের সাথে কাবিন চুক্তি করে রাখছে, শুধুমাত্র আপনার থেকেই কিনবে।

🧲🧠ডিস্ট্রাকশনের এ যুগে,অডিয়েন্সকে এট্রাক্ট রাখাই বড় চ্যালেঞ্জ।

📌২০২৫ এর বড় চ্যালেঞ্জ।

27/11/2024

আপনার ই-কমার্স বিজনেসের জন্য আমাদের ফ্রি Pixel Setup অফার গ্রহণ করুন!

নিম্নলিখিত শর্তে অফারটি প্রযোজ্য:

1. যোগ্যতা:
✅ ওয়েবসাইট অবশ্যই WordPress CMS-এ তৈরি হতে হবে।

✅ Custom CMS-এর ক্ষেত্রে সাপোর্ট পেইড হবে, কারণ DataLayer enable করতে হবে।

2. কাজের সীমা:
✅ বেসিক Pixel Setup এবং Standard Events Tracking।
✅ ই-কমার্স সাইটের জন্য Purchase এবং Add to Cart ইভেন্ট অন্তর্ভুক্ত।

3. সীমাবদ্ধতা:
✅ অফারটি সীমিত সময়ের জন্য (৩ দিন)।
✅ শুধুমাত্র প্রথম ২ জন এই অফার পাবেন।

4. ফিডব্যাক:
✅ কাজ শেষে আমাদের সার্ভিস নিয়ে একটি রিভিউ দিতে হবে।

5. প্রয়োজনীয়তা:
✅ দ্রুত প্রয়োজনীয় তথ্য ও অ্যাক্সেস শেয়ার করতে হবে।

আপনি কি এই অফার নিতে প্রস্তুত? মেসেজ করুন এখনই!

26/11/2024

Social Media Advertising এর মাধ্যমে সহজে ব্র্যান্ড পরিচিতি বাড়ান!

Social Media Advertising আপনার ব্র্যান্ডের জন্য দারুণ সুযোগ তৈরি করে। সঠিক পদ্ধতিতে বিজ্ঞাপন পরিচালনা করলে আপনি সহজেই audience reach বাড়াতে এবং নতুন customers আকৃষ্ট করতে পারবেন।

নিচে কিছু টিপস দেওয়া হলো:

1. Targeted Ads:
আপনার নির্দিষ্ট audience-এর জন্য targeted ads চালান। সঠিক demographics এবং interests বেছে নিয়ে বিজ্ঞাপনের কার্যকারিতা নিশ্চিত করুন।

2. Engaging Content:
আকর্ষণীয় এবং মানসম্মত content তৈরি করুন যা আপনার audience-কে আকর্ষণ বাড়াবে এবং বিজ্ঞাপনে অংশ নিতে উৎসাহিত করবে।

3. Retargeting Campaigns:
যারা আগে আপনার সাইটে ভিজিট করেছে, তাদের জন্য retargeting campaigns চালান। এটি conversion বাড়াতে খুবই কার্যকর।

4. A/B Testing:
বিজ্ঞাপনের বিভিন্ন versions পরীক্ষা করুন এবং দেখুন কোনটি আপনার audience-এর জন্য বেশি কার্যকর। এটি আপনার বিজ্ঞাপনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করবে।

👉 Social Media Ads নিয়ে কার্যকর কৌশল জানতে বা বিজ্ঞাপন পরিচালনার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন!

26/11/2024

"Discount Strategies: বিক্রি বাড়ানোর সহজ উপায়!"

সঠিক discount strategies ব্যবহার করে সহজেই আপনার বিক্রি এবং গ্রাহকদের আকর্ষণ বাড়ানো সম্ভব। নিচে কিছু কার্যকর ডিসকাউন্ট কৌশল তুলে ধরা হলো:

1. Flash Sales:
সীমিত সময়ের জন্য বিশেষ discount offers দিন। এটি দ্রুত বিক্রি বাড়াতে সাহায্য করে।

2. Seasonal Discounts:
ঈদ, পুজো, নিউ ইয়ার বা অন্যান্য বিশেষ উপলক্ষে seasonal discounts দিন। এতে গ্রাহকদের কেনার আগ্রহ বাড়ে।

3. Bundling:
একাধিক পণ্য একসাথে বিক্রি করে বিশেষ discount দিন। যেমন, “2-in-1 Offer” বা “Buy 1 Get 1”।

4. Member-Only Discounts:
আপনার লয়্যাল গ্রাহকদের জন্য বিশেষ exclusive discounts অফার করুন। এটি গ্রাহকদের ব্র্যান্ডের প্রতি আরও অনুগত করে তোলে।

👉 আপনার ব্যবসার জন্য কার্যকর Discount Strategies তৈরি করতে আমাদের সাথে যোগাযোগ করুন!

26/11/2024

Sales নেই কি করবেন?

ভালো মানের কন্টেন্ট তৈরি করুন। আপনার কম্পিটিটরদের ফলো করুন, তাদের থেকে আইডিয়া নিন আপনিও নতুন আইডিয়া জেনারেট করুন।

সঠিক অডিয়েন্স টার্গেট করুন। কিছু টাকা সেভ করতে গিয়ে নিজেই নিজের এড চালাবেন না এক্সপার্ট না হলে। সস্তা খুজতে গিয়ে অন্যকে দিয়ে এড চালাবেন না, পুরা টাকায় লস হবে।

রিটার্গেটিং মার্কেটিং করুন। ওয়েবসাইট আছে? ভিজিটর বাড়ান, তাদের এক্টিভিটিস ট্রাক করুন এরপর তাদের রিটার্গেটিং করে এডস দিন। Follow-up এডস দিন একসময় সেলস হবেই।

সেলস ফানেল ও বিভিন্ন অফার দিয়ে আপনি সেল বাড়াতে পারেন। আরো অনেক কিছু আছে যা ধাপে ধাপে প্রয়োগ করে সেল বৃদ্ধি করাতে সহায়তা করবে।

কোনো হেল্প লাগলে নক দিবেন।
সার্টিফাইয়েড ডিজিটাল মার্কেটার।
pixel setup, Custom Conversion tracking setup # Retargeting Audience Creat সকল সার্ভিসের জন্য নক দিতে পারেন।

" : আপনার ব্যবসার দ্রুত গ্রোথের জন্য সেরা পন্থা!"Facebook Ads আপনার ব্যবসাকে দ্রুত এবং সহজে গ্রোথ করতে সাহায্য করে। এর শ...
25/11/2024

" : আপনার ব্যবসার দ্রুত গ্রোথের জন্য সেরা পন্থা!"

Facebook Ads আপনার ব্যবসাকে দ্রুত এবং সহজে গ্রোথ করতে সাহায্য করে। এর শক্তিশালী advertising tools ব্যবহার করে আপনি সঠিক audience-এ পৌঁছাতে পারবেন। নিচে Facebook Ads এর কিছু প্রধান সুবিধা তুলে ধরা হলো:

1. Targeted Ads:
Facebook-এর advanced targeting options ব্যবহার করে নির্দিষ্ট demographics, interests, এবং behaviors অনুযায়ী গ্রাহক নির্বাচন করুন।

2. Retargeting Ads:
যারা আগে আপনার সাইটে ভিজিট করেছে বা add to cart করেছে, তাদের জন্য retargeting ads চালান। এটি conversion rate বাড়াতে সাহায্য করে।

3. Video Ads:
Video ads দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে এবং বেশি engagement পেতে সাহায্য করে। এটি ব্র্যান্ড মেসেজ দ্রুত ছড়িয়ে দেয়।

4. Conversion Tracking:
Facebook Pixel ব্যবহার করে আপনার ads থেকে আসা ফলাফল track করুন। এটি আপনার ক্যাম্পেইনকে আরও ভালোভাবে অপটিমাইজ করতে সাহায্য করবে।

👉 আপনার ব্যবসার জন্য Facebook Ads শুরু করতে আমাদের সাথে যোগাযোগ করুন!

" : পেইড অ্যাডভারটাইজিং দিয়ে ব্র্যান্ডের গ্রোথ বাড়ান!"Paid Advertising আপনার ব্র্যান্ডকে দ্রুত গ্রোথ করতে সাহায্য করে। স...
25/11/2024

" : পেইড অ্যাডভারটাইজিং দিয়ে ব্র্যান্ডের গ্রোথ বাড়ান!"

Paid Advertising আপনার ব্র্যান্ডকে দ্রুত গ্রোথ করতে সাহায্য করে। সঠিক কৌশল ব্যবহার করলে এটি নতুন customers আনতে এবং sales বাড়াতে পারে। নিচে কয়েকটি কার্যকর টিপস দেওয়া হলো:

1. Target Your Audience:
সঠিক audience চিহ্নিত করুন, যারা আপনার পণ্য বা সেবার প্রতি আগ্রহী। সঠিক targeting আপনার ROI বৃদ্ধি করবে।

2. Set a Budget:
আপনার advertising campaign-এর জন্য একটি নির্দিষ্ট বাজেট ঠিক করুন। এটি আপনার খরচ নিয়ন্ত্রণে রাখবে এবং results-এ ফোকাস করতে সাহায্য করবে।

3. Monitor Campaigns:
আপনার paid campaigns নিয়মিত monitor করুন। কোনো issues বা কম পারফরম্যান্স দেখলে দ্রুত পরিবর্তন আনুন।

4. Optimize Ads:
Ads-এর design, content, এবং targeting অপটিমাইজ করুন, যাতে সেগুলোর performance আরও ভালো হয়।

👉 Paid Advertising কৌশল নিয়ে আরও জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন!

✨ নতুন ই-কমার্স সাইটের Pixel & GA4 Setup সম্পন্ন! ✨ক্লায়েন্টের নতুন ই-কমার্স ওয়েবসাইটে Meta Pixel এবং Google Analytics 4...
23/11/2024

✨ নতুন ই-কমার্স সাইটের Pixel & GA4 Setup সম্পন্ন! ✨

ক্লায়েন্টের নতুন ই-কমার্স ওয়েবসাইটে Meta Pixel এবং Google Analytics 4 (GA4) এর সেটআপ সফলভাবে সম্পন্ন করা হয়েছে। 🎯

✅ Pixel Setup:

🔸 Website ভিজিটরদের Activities ট্র্যাকিং
🔸 কাস্টম ইভেন্ট Setup
🔸 রিমার্কেটিং এর জন্য Data কালেক্ট

✅ GA4 Setup:

🔸 ইভেন্ট Tracking
🔸 ই-কমার্স রিপোর্টিং
🔸 ভিজিটর ডেটা বিশ্লেষণ (কোন প্রোডাক্ট বেশি সেল হচ্ছে, কোন প্রোডাক্ট বেশি ভিউ হচ্ছে, ইত্যাদি)

এখন ক্লায়েন্ট তাদের সাইটের Visitor Data এবং মার্কেটিং পারফরম্যান্স আরও ভালোভাবে Analysis করতে পারবেন, যা তাদের ব্যবসার উন্নতিতে সহায়ক হবে। 📈

আপনার সাইটেও কি Pixel বা GA4 Setup প্রয়োজন? আজই যোগাযোগ করুন!
📩 ইনবক্স করুন বিস্তারিত জানতে।

💻 বিশেষজ্ঞ সমাধান দিয়ে আপনার ডিজিটাল উপস্থিতি আরও কার্যকরী করুন। 💼

⚡কিভাবে ব্র্যান্ড তৈরি করবেন?🚀১ম 🔰মনে করেন, আপনার এক বন্ধু আপনার কাছে পাঁচ হাজার টাকা ধার চেয়েছে। এখন আপনার কাছে যথেষ্ট ...
23/11/2024

⚡কিভাবে ব্র্যান্ড তৈরি করবেন?🚀

১ম

🔰মনে করেন, আপনার এক বন্ধু আপনার কাছে পাঁচ হাজার টাকা ধার চেয়েছে। এখন আপনার কাছে যথেষ্ট পরিমাণ টাকাও আছে। কিন্তু আপনি টাকা দিতে সাহস পাচ্ছেন না।কারণ, আপনার সন্দেহ হচ্ছে টাকা দিলে, তার ফেরত দেওয়ার সম্ভবনা নেই। এখন সে বুঝতে পেরে গেছে যে, আপনি তাকে বিশ্বাস করতে পারছেন না ।তখন সে কসম কাটা শুরু করলো, বন্ধু বিশ্বাস কর, কসম আল্লাহর আমি তোর টাকা ফেরত দিয়ে দিবো।
কিন্তু আপনি বাপ্পারাজের মতো বলে উঠলেন, এ আমি বিশ্বাস করিনা😑

২য়

🔰অন্যথায়, আপনার এক বন্ধু পাঁচ ওয়াক্ত নামায পড়ে। সবসময় আপনাদের হাসিদ শুনায়।মানুষের হক, মানুষের টাকা পয়সা মেরে খেলে পরকালে কি শাস্তি সেসব বিষয়ে আলোচোনা করে। কেউকে কথা দিয়ে কথা না রাখলে কি শাস্তি সেসব আলোচোনা করে। একদিন হঠাৎ করে সে আপনার কাছে পাঁচ হাজার টাকা ধার চাইলো।আপনিও সাথে সাথে টাকা দিয়ে দিলেন✅

➡️তার কিন্তু কসম, টসম কিছুই কাটতে হয়নি।তবুও তাকে টাকা দিয়ে দিলেন। কারণ? ❓
⚡কারণ, সে বিশ্বস্ত। আর ব্র্যান্ড মানেই বিশ্বস্ততা। যাকে বিশ্বাস করা যায় সেই ব্র্যান্ড হয়। আর যাকে বিশ্বাস করা যায়না সে কখনও ব্র্যান্ড হয়না। যে বন্ধুকে টাকা ধার দিছেন, সে ছোটখাটো একটা (ধার্মিক দিক) দিয়ে ব্র্যান্ড।তাই তাকে বিশ্বাস করতে পারছেন এবং টাকা ধার দিছেন।আর সে যে মাধ্যমে আপনার বিশ্বস্ততা অর্জন করেছে সেটি হচ্ছে কনটেন্ট। সে যে আপনাকে বিভিন্ন হাদিস শুনাইতো, এগুলোই কন্টেন্ট🚀

➡️আর যাকে টাকা ধার দেননি, সে ফুটপাতের হকার।সে মাইক নিয়ে যতোই কসম কাটুক তাকে বিশ্বাস করা কষ্টসাধ্য‼️

🔰আমাদের ব্র্যান্ড হয়না কেন?❓

⚡কারণ, আমরা ওইসব হকার বন্ধুদের মতো প্রোডাক্ট ফেসবুক পেজে এনেই, আমার প্রোডাক্ট ভালো, আমার প্রোডাক্ট ভালো বলে চিল্লাচিল্লি করি।আর বুস্ট মারি।প্রোডাক্ট বিক্রি করার জন্যে পাগল হয়ে যাই। এভাবে কখনও ব্র্যান্ড হয়না।‼️

➡️কিভাবে ব্র্যান্ড হবে?❓

⚡যে বন্ধুকে টাকা ধার দিছেন, সর্বপ্রথম ঠিক সেই বন্ধুর মতো কনটেন্ট এর মাধ্যমে মানুষের কাছে বিশ্বস্ততা অর্জন করুন।কন্টেন্ট এর কোনো বিকল্প নেই।যখন আপনি মানুষের বিশ্বস্ততা অর্জন করতে পারবেন, তখন আপনার প্রোডাক্ট সেল করার চেষ্টা করেন।তাহলে দেখবেন মানুষকে আপনি প্রোডাক্ট দিতে পারছেন না। (এতোটুকুতে কিন্তু ব্র্যান্ড হয়না, কিন্তু এতোটুকুতে ব্র্যান্ড তৈরির মূল থিমটা বুঝানোর চেষ্টা করেছি)🚀✅

⚡তবে মনে রাখবেন, আপনার সেই বন্ধু, যাকে আপনি বিশ্বাস করে টাকা ধার দিছেন, সে যদি আপনাকে সময় মতো টাকা ফেরত না দেয়, তখন তার প্রতি থেকে আপনার বিশ্বস্ততা চলে যাবে। সে আর ব্র্যান্ড থাকবেনা✅

⚡ঠিক তেমনি আপনিও মানুুষের বিশ্বস্ততা অর্জন করে, যদি খারাপ প্রোডাক্ট দেন তাহলে আপনিও মানুষের থেকে বিশ্বস্ততা হারাবেন।এবং আপনার আর ব্র্যান্ড থাকবেনা✅

How We Set Up Facebook Pixel in WordPress for Precise Conversion Tracking?
29/09/2024

How We Set Up Facebook Pixel in WordPress for Precise Conversion Tracking?

How We Set Up Facebook Pixel in WordPress for Precise Conversion Tracking. …

📚 রিটার্গেটিং মার্কেটিং: আপনার অনলাইন কোর্স বা বই বিক্রির জন্য সেরা কৌশল!আপনি কি লক্ষ্য করেছেন যে অনেক ভিজিটর আপনার ওয়েব...
11/09/2024

📚 রিটার্গেটিং মার্কেটিং: আপনার অনলাইন কোর্স বা বই বিক্রির জন্য সেরা কৌশল!

আপনি কি লক্ষ্য করেছেন যে অনেক ভিজিটর আপনার ওয়েবসাইটে আসে, পণ্য দেখে, কিন্তু কেনাকাটা না করেই চলে যায়? আপনি হয়তো ভাবছেন, তাদের কীভাবে আবার আপনার পণ্যের প্রতি আগ্রহী করে তুলবেন। রিটার্গেটিং মার্কেটিং ঠিক এই কাজটাই করে।

💡 রিটার্গেটিং কী?
রিটার্গেটিং হলো এমন একটি মার্কেটিং কৌশল যেখানে আপনার ওয়েবসাইটে আগত ভিজিটরদের বিভিন্ন প্ল্যাটফর্মে (যেমন ফেসবুক, গুগল, ইনস্টাগ্রাম) আপনার পণ্যের বিজ্ঞাপন দেখানো হয়। এতে করে তারা আপনার সাইটে ফিরে আসে এবং কেনাকাটার সম্ভাবনা বৃদ্ধি পায়।

❓কেন রিটার্গেটিং গুরুত্বপূর্ণ?
কাস্টমারদের মনে থাকা: বেশিরভাগ ভিজিটর প্রথম ভিজিটেই কেনাকাটা করেন না। রিটার্গেটিং বিজ্ঞাপন তাদের মনে করিয়ে দেয় যে তারা আপনার পণ্য বা সেবা নিয়ে আগ্রহী ছিল, যা তাদেরকে সাইটে ফিরে আসতে প্ররোচিত করে।

💹কনভার্সন রেট বৃদ্ধি: ওয়েবসাইটের ভিজিটরদেরকে রিটার্গেটিং করে আপনি ৭০-৮০% পর্যন্ত কনভার্সন রেট বাড়াতে পারেন। অনেক সময় মানুষ প্রথমবারেই সিদ্ধান্ত নিতে পারেন না, কিন্তু কিছুদিন পর সঠিক বিজ্ঞাপন দেখে সেই পণ্য কিনতে আগ্রহী হন।

🛃কার্যকরী বিনিয়োগ: রিটার্গেটিং হলো এমন একটি পদ্ধতি যা নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক, অর্থাৎ আপনি যাদেরকে আবার টার্গেট করবেন, তারা ইতোমধ্যে আপনার পণ্যে আগ্রহ দেখিয়েছে। তাই আপনার বিজ্ঞাপনের অর্থ অপচয় হওয়ার সম্ভাবনা কম।

🔰কীভাবে অনলাইন কোর্স বা বই বিক্রির জন্য রিটার্গেটিং করবেন?

✅ পিক্সেল সেটআপ করুন:
প্রথম ধাপ হলো আপনার ওয়েবসাইটে একটি ফেসবুক পিক্সেল বা গুগল অ্যাডস পিক্সেল যুক্ত করা। এটি এমন একটি কোড যা আপনার সাইটে ভিজিটরদের ট্র্যাক করবে এবং তাদেরকে পরবর্তী সময়ে টার্গেট করতে সহায়তা করবে।

🪢বিজ্ঞাপনের কৌশল ঠিক করুন:
আপনার বিজ্ঞাপনগুলোতে বিশেষ অফার, ডিসকাউন্ট বা কন্টেন্টের হাইলাইট দেখান, যা নতুন ভিজিটরদের আকর্ষণ করতে পারে। উদাহরণস্বরূপ, “এই কোর্সে নিবন্ধন করুন এবং ২০% ছাড় পান” বা “বইয়ের অর্ডারে বিশেষ গিফট ফ্রি”।

📢ডাইনামিক অ্যাডস ব্যবহার করুন:
ফেসবুক বা গুগল অ্যাডসের মাধ্যমে আপনি ডাইনামিক অ্যাডস ব্যবহার করতে পারেন, যেখানে আপনার সাইটে ভিজিট করা প্রতিটি ব্যক্তিকে তাদের দেখানো পণ্য অনুযায়ী কাস্টমাইজড বিজ্ঞাপন দেখানো হবে।

🎞️ভিডিও কনটেন্ট:
ভিডিও মার্কেটিং আজকাল অনেক বেশি কার্যকর। রিটার্গেটিং ক্যাম্পেইনে ৩০ সেকেন্ড থেকে ১ মিনিটের ভিডিও ব্যবহার করে আপনি কাস্টমারদের কাছে আপনার পণ্য বা সেবা আরও সুন্দরভাবে তুলে ধরতে পারেন।

📧ইমেইল রিটার্গেটিং:
যদি আপনার কাছে কাস্টমারদের ইমেইল অ্যাড্রেস থাকে, তাহলে ইমেইল রিটার্গেটিং ক্যাম্পেইন করতে পারেন। একটি ভালোভাবে ডিজাইন করা ইমেইল কাস্টমারদের কাছে পৌঁছালে তাদের সাইটে ফিরে আসার এবং কেনাকাটার সম্ভাবনা বাড়ে।

🫵 আপনার জন্য রিটার্গেটিং মার্কেটিং!
আপনার অনলাইন কোর্স বা বই বিক্রি বাড়ানোর জন্য রিটার্গেটিং মার্কেটিং একটি অপরিহার্য কৌশল। আপনি যদি আপনার সাইটের ভিজিটরদের কার্যকরীভাবে রিটার্গেট করতে চান এবং সেল বাড়াতে আগ্রহী হন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন।

সঠিক কৌশলে আপনার পণ্য বিক্রি বৃদ্ধি করতে রিটার্গেটিং ব্যবহার করুন!

📧 আমাদেরকে মেসেজ করুন এবং আপনার রিটার্গেটিং ক্যাম্পেইন শুরু করুন আজই!

মুক্তিযুদ্ধের আগের বঙ্গবন্ধু আর মুক্তিযুদ্ধের পরের বঙ্গবন্ধুতে অনেক তফাৎ।এই ইতিহাসগুলো অনেকেই জানতো কিন্তু ভয়ে কেউ বলতো ...
06/08/2024

মুক্তিযুদ্ধের আগের বঙ্গবন্ধু আর মুক্তিযুদ্ধের পরের বঙ্গবন্ধুতে অনেক তফাৎ।এই ইতিহাসগুলো অনেকেই জানতো কিন্তু ভয়ে কেউ বলতো না।যেই তাজউদ্দীন আহমেদ যুদ্ধটাকে পরিচালনা করলেন স্বধীনতার পর বঙ্গবন্ধু সেই তাজউদ্দীন আহমেদকেই দূরে সরিয়ে দিলেন! তাজউদ্দিন আহমেদ আক্ষেপ করে বলেছিলেন, "বঙ্গবন্ধু আমাকে একটাবার জিজ্ঞেসও করলো না ৯ টা মাস কীভাবে আমি যুদ্ধটা চালিয়েছি।"

© Zubair Ahmed

Address

129/6 New Elephant Road
Dhaka
1205

Opening Hours

Monday 11:00 - 23:00
Tuesday 11:00 - 23:00
Wednesday 11:00 - 23:00
Thursday 11:00 - 23:00
Friday 10:00 - 12:00
15:00 - 23:00
Saturday 11:00 - 23:00
Sunday 11:00 - 23:00

Alerts

Be the first to know and let us send you an email when AdsHive posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AdsHive:

Share