24/08/2025
#-- আমাকে পছন্দ হয় তোমার!
-- পছন্দ না হওয়ায় কী আছে। আপনি আমার ভাবি, আপনাকে আমার আবার পছন্দ হবে না কেন?
- আমি তোমাকে এই কথা বলি নাই। বলছি মন থেকে আমকে তুমি পছন্দ কর নাকি!
- কি সব কথা যে বলেন না ভাবি আপনি। আপনি আমাকে এখানে কী জন্য ডেকেছেন তাই বলেন। কি পছন্দ আর অপছন্দের কথা বলছেন।
ভাবি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল আমাকে তুমি বিয়ে করবে!
ভাবির কথা শুনে আমি হাঁসি দিয়ে বললাম আরে ভাবি আপনি আর মজা করতে সময় পান নাই।
-- আমার চোখের দিকে একবার তাকিয়ে দেখ তো আমি কি সুন্দর না।
- আপনি আমার বড় বোনের মতো! আপনাকে আমি সম্মান করি। আর হে আমার কাছে আপনি অবশ্যই সুন্দর।
- সুন্দর যেহেতু তাহলে আমাকে বিয়ে করতে চাও না কেন!
" মাথা খারাপ হয়ে গেছে ভাবি আপনার।
-- তোমার কি মনে হয় আমি এতটাও বোকা।
- বুঝলাম না ভাবি আপনার কথা!
-- আমার চোখের দিকে একবার তাকাও তো।
ভাবি কথা মতো আমি ভাবির চোখের দিকে তাকাতেই ভাবি আমার সামনে এসে আমার গালে জোরে জোরে দুইটা চড় দিয়ে দিল।
আমি চড় খেয়ে ভাবির দিকে বোকার মতো তাকিয়ে আছি। কথা বলার মতো ভাষা আমি হারিয়ে ফেলেছি। যেই ভাবি আমাকে কোন দিন বকা পর্যন্ত দেয় নাই। আজকে তিনি আমকে চড় দিতে পারবেন।
ভাবি এবার পিছন থেকে ফোনটা বের করে হাসতে হাসতে বলল এই সবকিছুই একটা নাটক ছিল। এখানে তুই তো আমার চোখের দিকে তাকিয়ে দিলি। আমি কি করব জানিস এটাকে এমন ভাবে এডিট করব যেন এটা দেখে মনে হয় তুই নিজে আমাকে বিয়ে প্রস্তাব দিছত।
আমি বোকার মতো ভাবির দিকে তাকিয়ে বললাম এটা আপনি করতে পারলেন ভাবি।
-- হা হা! আমি পারি না এমন কোন জিনিস নাই।
- আপনি আমার কাছে কি চান?
-- তুই তর ভাইয়ের সামনে বলবি ভাইয়া আমি ভাবিকে বিয়ে করতে চাই।
-- আপনার মাথা খারাপ হয়ে গেছে ভাবি। এসব কথা যদি আমি ভাইয়াকে বলি তাহলে ভাইয়া আমাকে কেটে টুকরো টুকরো করে দিবে।
" তর ভাই তরে কি করবে না করবে সেটা তর ব্যাপার আমকে বলিস কেন এই বিষয়ে। আমি তরে যেটা করতে বলছি তুই সেটাই করবি।
-- আমি পারব না এই কাজ করতে। আমার দ্বারা এই কাজ হবে না।
-- যদি না বলতে পারিস আমি ভিডিও ইডিট করে তর ভাইকে দেখিয়ে দিব। আর এটাও বলে দিব তুই আমাকে প্রতি নিয়ত বিয়ের প্রস্তাব এর লোভ দেখিয়ে আমার শরীরে হাত দিতে চাস।
-- এমনটা করে আপনি কি পাবেন ভাবি।
" অনেক কিছু পাব। তুই যদি এই বাসা থেকে চলে যাস আমি অনেক খুশি