19/04/2025
গংগাচড়ায় চীনা ফ্রেন্ডশিপ হাসপাতাল নির্মাণের দাবিতে ১০ কিলোমিটারব্যাপী মানববন্ধন
নিউজ ডেস্ক রিপোর্ট :
রংপুরের গংগাচড়ার মহিপুরে তিস্তা নদীর পাড়ে চীনা সহায়তায় এক হাজার শয্যার ‘চীনা ফ্রেন্ডশিপ হাসপাতাল’ নির্মাণের দাবিতে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে 'তিস্তা উন্নয়ন ফোরাম' নামের একটি সংগঠন। শনিবার (১৯ এপ্রিল) বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রংপুর মহানগরের বুড়িরহাট থেকে শুরু হয়ে গংগাচড়ার মহিপুর হয়ে লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনা হাট পর্যন্ত ১০ কিলোমিটারব্যাপী এই মানববন্ধনে অংশ নেয় হাজারো মানুষ। শিশু, কিশোর, শিক্ষার্থী থেকে শুরু করে নদীপাড়ের সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও সাংবাদিক সংগঠনের সদস্যরা প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে একযোগে দাবি জানান— “হাসপাতাল চাই মহিপুরে”।
বক্তাদের যুক্তি ও মতামত
গংগাচড়া উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল আলীম প্রামাণিক বলেন,
> “মহিপুর ভৌগোলিকভাবে একটি কেন্দ্রীয় ও সহজ যোগাযোগযোগ্য এলাকা। এখানে হাসপাতাল নির্মিত হলে রংপুরসহ আশপাশের জেলার মানুষ উপকৃত হবে।”
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় উচ্চতর পরিষদ সদস্য হানিফ খান সজিব বলেন,
> “ভারত চিকিৎসা ভিসা বন্ধ করায় আমাদের দেশে আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা গড়ে তোলার প্রয়োজনীয়তা আরও বেড়েছে। চীনের এ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহিপুরে হাসপাতাল হলে রোগীদের পাশাপাশি অন্যান্য প্রয়োজনেও আসা মানুষের সুবিধা হবে।”
জামায়াতে ইসলামীর গংগাচড়া উপজেলার আমির মাওলানা নায়েবুজ্জামান বলেন,
> “চীন যেখানে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহী, সেখানে তিস্তা পাড়েই হাসপাতাল নির্মাণ যৌক্তিক। মহিপুরে সরকারি খাসজমিও রয়েছে। এটি দ্রুত সাইট হিসেবে নির্বাচন করা হলে স্বাস্থ্যসেবায় বিপ্লব আসবে।”
উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার বলেন,
> “দলমত নির্বিশেষে সবাই মহিপুরেই হাসপাতাল চাই। এতে শুধু স্বাস্থ্যসেবাই নয়, তিস্তা মহাপরিকল্পনাও দ্রুত বাস্তবায়িত হবে।”
তিস্তা উন্নয়ন ফোরামের সংগঠক এবং লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন,
> “চরাঞ্চলে আন্তর্জাতিক মানের হাসপাতাল স্থাপন এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। মহিপুরের চর কলাগাছি এলাকায় ২৯ একর খালি খাস জমি রয়েছে। এখানে হাসপাতালের মূল ভবন, হেলিপ্যাড, প্রশিক্ষণ কেন্দ্র, আবাসন ও গবেষণাগার নির্মাণ সম্ভব। সবুজ পরিবেশ ও উন্নত যোগাযোগ ব্যবস্থাও এটি বাস্তবায়নে সহায়ক হবে।”
মানববন্ধনে অংশগ্রহণকারীদের অভিন্ন দাবি— “তিস্তা পাড়ের মহিপুরেই হোক চীনা ফ্রেন্ডশিপ হাসপাতাল।” স্থানীয়দের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান এবং অর্থনৈতিক অগ্রগতির এক নতুন দ্বার উন্মোচিত হবে উত্তরাঞ্চলে।