দৈনিক জাগ্রত বার্তা

  • Home
  • দৈনিক জাগ্রত বার্তা

দৈনিক জাগ্রত বার্তা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from দৈনিক জাগ্রত বার্তা, News & Media Website, .

🌐 দৈনিক জাগ্রত বার্তা
"সত্যের আলোয় জাগ্রত সমাজ"

✔ তাত্ক্ষণিক খবর | ✔ নিখুঁত তথ্য | ✔ নাগরিক সাংবাদিকতা
➤ দেশ-বিদেশের বাছাইকৃত সংবাদ
➤ স্থানীয় ঘটনার রিয়েল-টাইম আপডেট
➤ বিশেষ প্রতিবেদন ও বিশ্লেষণ

21/04/2025

ভালোবাসার টানে বিয়ে—এখন স্বীকৃতির আশায় অনশন!

মৌলভীবাজার প্রতিনিধি:
প্রেমের পরিণতি হিসেবে চট্টগ্রামে কোর্ট ম্যারেজ করেছিলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট গ্রামের হালিমা আক্তার ও মৌলভীবাজার সদর উপজেলার কাটারাই গ্রামের ওয়াকিব আলী।
বিয়ে হয়েছিল চলতি বছরের ৬ এপ্রিল।

কিন্তু স্বপ্নের সেই সংসার দীর্ঘস্থায়ী হয়নি। বিয়ের ক’দিনের মধ্যেই হালিমাকে চট্টগ্রামে রেখে বাড়িতে ফিরে যান ওয়াকিব।
এরপর থেকে তিনি স্ত্রীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ।

সেই অবহেলা ও প্রতারণার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে স্বামীর স্বীকৃতির দাবিতে এখন কাটারাই গ্রামে অনশনে বসেছেন হালিমা আক্তার।
স্বামীর ভালোবাসা ফিরে পেতে নয়—স্বীকৃতি ও ন্যায়ের আশায় তাঁর এ অবস্থান।

সম্পূর্ণ ঘটনা জানতে দেখুন ভিডিওটি।

21/04/2025

হাঁস গিলে ফেলার সময় ধরা পড়লো অজগর, বন বিভাগের হাতে হস্তান্তর

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৩ নম্বর সদর ইউনিয়নের নওয়াগাঁও দেবপাড়া গ্রামে একটি অজগর সাপ হাঁস গিলে খাওয়ার সময় ধরা পড়ে।
সোমবার (২১ এপ্রিল) গ্রামের লন্ডনি ধনাই মিয়ার বাড়িতে সাপটি দেখা গেলে স্থানীয়রা বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানায়।
পরবর্তীতে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করেন এবং প্রক্রিয়াগতভাবে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।

প্রকৃতির ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণী সুরক্ষা আমাদের সবার দায়িত্ব।

গংগাচড়ায় চীনা ফ্রেন্ডশিপ হাসপাতাল নির্মাণের দাবিতে ১০ কিলোমিটারব্যাপী মানববন্ধননিউজ ডেস্ক রিপোর্ট :রংপুরের গংগাচড়ার মহিপ...
19/04/2025

গংগাচড়ায় চীনা ফ্রেন্ডশিপ হাসপাতাল নির্মাণের দাবিতে ১০ কিলোমিটারব্যাপী মানববন্ধন

নিউজ ডেস্ক রিপোর্ট :

রংপুরের গংগাচড়ার মহিপুরে তিস্তা নদীর পাড়ে চীনা সহায়তায় এক হাজার শয্যার ‘চীনা ফ্রেন্ডশিপ হাসপাতাল’ নির্মাণের দাবিতে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে 'তিস্তা উন্নয়ন ফোরাম' নামের একটি সংগঠন। শনিবার (১৯ এপ্রিল) বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রংপুর মহানগরের বুড়িরহাট থেকে শুরু হয়ে গংগাচড়ার মহিপুর হয়ে লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনা হাট পর্যন্ত ১০ কিলোমিটারব্যাপী এই মানববন্ধনে অংশ নেয় হাজারো মানুষ। শিশু, কিশোর, শিক্ষার্থী থেকে শুরু করে নদীপাড়ের সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও সাংবাদিক সংগঠনের সদস্যরা প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে একযোগে দাবি জানান— “হাসপাতাল চাই মহিপুরে”।

বক্তাদের যুক্তি ও মতামত
গংগাচড়া উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল আলীম প্রামাণিক বলেন,

> “মহিপুর ভৌগোলিকভাবে একটি কেন্দ্রীয় ও সহজ যোগাযোগযোগ্য এলাকা। এখানে হাসপাতাল নির্মিত হলে রংপুরসহ আশপাশের জেলার মানুষ উপকৃত হবে।”

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় উচ্চতর পরিষদ সদস্য হানিফ খান সজিব বলেন,

> “ভারত চিকিৎসা ভিসা বন্ধ করায় আমাদের দেশে আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা গড়ে তোলার প্রয়োজনীয়তা আরও বেড়েছে। চীনের এ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহিপুরে হাসপাতাল হলে রোগীদের পাশাপাশি অন্যান্য প্রয়োজনেও আসা মানুষের সুবিধা হবে।”

জামায়াতে ইসলামীর গংগাচড়া উপজেলার আমির মাওলানা নায়েবুজ্জামান বলেন,

> “চীন যেখানে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহী, সেখানে তিস্তা পাড়েই হাসপাতাল নির্মাণ যৌক্তিক। মহিপুরে সরকারি খাসজমিও রয়েছে। এটি দ্রুত সাইট হিসেবে নির্বাচন করা হলে স্বাস্থ্যসেবায় বিপ্লব আসবে।”

উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার বলেন,

> “দলমত নির্বিশেষে সবাই মহিপুরেই হাসপাতাল চাই। এতে শুধু স্বাস্থ্যসেবাই নয়, তিস্তা মহাপরিকল্পনাও দ্রুত বাস্তবায়িত হবে।”

তিস্তা উন্নয়ন ফোরামের সংগঠক এবং লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন,

> “চরাঞ্চলে আন্তর্জাতিক মানের হাসপাতাল স্থাপন এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। মহিপুরের চর কলাগাছি এলাকায় ২৯ একর খালি খাস জমি রয়েছে। এখানে হাসপাতালের মূল ভবন, হেলিপ্যাড, প্রশিক্ষণ কেন্দ্র, আবাসন ও গবেষণাগার নির্মাণ সম্ভব। সবুজ পরিবেশ ও উন্নত যোগাযোগ ব্যবস্থাও এটি বাস্তবায়নে সহায়ক হবে।”

মানববন্ধনে অংশগ্রহণকারীদের অভিন্ন দাবি— “তিস্তা পাড়ের মহিপুরেই হোক চীনা ফ্রেন্ডশিপ হাসপাতাল।” স্থানীয়দের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান এবং অর্থনৈতিক অগ্রগতির এক নতুন দ্বার উন্মোচিত হবে উত্তরাঞ্চলে।

08/04/2025

আমাদের পেইজের কাজ প্রায় শেষের দিকে....
দৈনিক জাগ্রত বার্তা।

02/04/2025

**📢 নতুন উদ্যোমে, নতুন শপথে!**
**"দৈনিক জাগ্রত বার্তা"** – _সত্যের আলোয় আলোকিত আপনার প্রতিদিনের সাথী_

✨ **কেন আজই আমাদের সঙ্গে যুক্ত হবেন?**
✅ **নতুন রূপে, নতুন গতিতে**: আরও দ্রুত, আরও নির্ভরযোগ্য।
✅ **মুক্তি পেলো এক্সক্লুসিভ ফিচারস**: লাইভ রিপোর্টিং, ফ্যাক্ট-চেক সিরিজ, স্থানীয় নায়কদের গল্প।
✅ **আপনার কণ্ঠই এখন খবর**: আপনার পাঠানো খবরই হতে পারে আগামীকালের হেডলাইন!

**🔊 আমাদের অঙ্গীকার**:
_"শুধু খবর নয়, সত্যের প্রতিশ্রুতি।
ফেক নিউজের বিরুদ্ধে শূন্য সহনশীলতা।
সম্প্রদায়ের শক্তি, আমাদের অগ্রগতি।"_

**📲 যোগ দিন আমাদের যাত্রায়**:
✔ **পেইজটি লাইক করুন**
✔ **নোটিফিকেশন চালু রাখুন**
✔ **শেয়ার করুন কমিউনিটিতে**

**🗨️ আপনার মতামতই আমাদের পথ দেখায়**:
কী ধরনের কন্টেন্ট চান? কমেন্টে লিখুন বা ইনবক্স করুন!

#নতুন_যাত্রা #জাগ্রত_বার্তা
#সত্যের_আলো
🌍 সত্যের আলো ছড়িয়ে দিন – এক ক্লিকে শেয়ার করুন!

Address


Opening Hours

Monday 09:00 - 23:00
Tuesday 09:00 - 23:00
Wednesday 09:00 - 23:00
Thursday 09:00 - 23:00
Friday 09:00 - 23:00
Saturday 09:00 - 23:00
Sunday 09:00 - 23:00

Telephone

+8801712092811

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক জাগ্রত বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক জাগ্রত বার্তা:

  • Want your business to be the top-listed Media Company?

Share