Anupreronar golpo

Anupreronar golpo নতুন জিবনের সুচনা গল্পই বদলে দিবে আপনার জিবন

16/03/2022

আসলে কোন মানুষই নিখুঁত হয় না, আমরা কেউ পারফেক্ট না, আমি,আপনি, কেউ না!

08/03/2022

তুমি অন্য সবার মতো নও, তুমি আলাদা !!

02/03/2022

অসুন্দর হয়ে জন্মানো পাপ! ভয়ঙ্কর রকম পাপ!

লেখক : নুজুম৷
কন্ঠ: স্বর্ণা কির্ত্তনীয়া

03/02/2022

প্রেম করে পালিয়ে যাওয়া মেয়ের প্রতি এক বাবার কষ্ট দায়ক চিঠি✍️📩

02/02/2022

বাস্তব কিছু কথা.।" 🖤🥀

28/01/2022
09/01/2022

২৩ থেকে ২৮ বছর বয়সটা অদ্ভুত রকমের বেমানান

লেখক : এ,কে,এম পারভেজ

07/01/2022

"হ্যাঁ মানুষ বার বার প্রেমে পড়ে "

voice & script : Swarna kirtoniya

[সাইকোলজিক্যাল পোস্ট]সবার জানা উচিত-এমবিভার্ট (Ambivert)আমাদের মাঝে কেউ কেউ ইন্ট্রোভার্ট হয় আবার কেউ হয় এক্সট্রোভার্ট অর...
27/11/2021

[সাইকোলজিক্যাল পোস্ট]
সবার জানা উচিত-
এমবিভার্ট (Ambivert)

আমাদের মাঝে কেউ কেউ ইন্ট্রোভার্ট হয় আবার কেউ হয় এক্সট্রোভার্ট অর্থাৎ কেউ খুব মিশুকে হয়(Extrovert) কেউ আবার নিজের মত একা থাকে(Introvert)। কিন্তু এদের মাঝামাঝি আরেক ভাগ আছে যারা কখনো ইন্ট্রোভার্ট আবার কখনো এক্সট্রোভার্ট।

এদেরকে বলা হয় এমবিভার্ট।
জীবনে চলার পথে সবচেয়ে বেশি সমস্যা এমবিভার্টদের হয়। যারা এমবিভার্ট তারা মাঝে মাঝে খুব হৈ চৈ করতে ভালোবাসে আবার মাঝে মাঝেই একা থাকতে ভালোবাসে।এরা সহজে সবার সাথে মিশে যায় কিন্তু তবুও এদের অনেক ফ্রেন্ড থাকেনা আবার এরা একদম একাও থাকেনা।

গুটিকয়েক ফ্রেন্ড নিয়েই এরা থাকে।
এদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো শত কষ্ট হলেও এরা মুখ ফুটে বলবেনা কিছু আপনাকে। বরং সেই কষ্ট সহ্য করেই হাসিমুখে থাকবে।
তাই এদের মন খারাপ হলেও সেটা মুখে না বলা পর্যন্ত আপনি সেটা ধরতে পারবেননা।

ওদের একটা আলাদা জগৎ থাকে।
নিজেদের চারপাশে এরা একটা দেয়াল বানিয়ে নেয়।সে
জগতে আপনি চাইলেই প্রবেশ করতেই পারবেননা।
বরং সেখানে প্রবেশ করার চাবি হচ্ছে আপনার ভালোবাসা আর ভরসা করার মতো ভালো ব্যবহার।

এমবিভার্টরা যাকে ভালোবাসে তাকে খুব মন দিয়ে
ভালোবেসে ফেলে। আর তাই কষ্টটাও বেশি পায়।
কিন্তু তবুও এরা আপনার খারাপ চাইবেনা কোনোদিন।এরা আপনার প্রতি ভরপুর ফিলিংস রেখেও আপনার থেকে নিদিষ্ট দূরত্ব চলবে আপনি চাইলেও সেটা বুঝাতে পারবেনা। এদের সবচেয়ে বড় সমস্যা হয় কেউই এদের বুঝতে পারেনা।

কারণ যে মানুষটা ঠিক একটু আগেই অনেক খুশি ছিলো হঠাৎ করেই সে বদলে গিয়ে একা থাকতে চাইলে কেউই সেটা ভালোভাবে নিবেনা।
তখন বেশিরভাগই তাদের ভুল বুঝে। কেউই বুঝেনা এখানে এদের কোনো হাত নাই। কেউ চাইলেও এদের এই চেঞ্জ হওয়া আটকাতে পারবেনা।

এমবিভার্টরা মাঝে মাঝে নিজেদের ভীষণ একা ভাবে।কারণ মন খুলে কথা বলার মতো কেউ হয়তো নেই।
এদেরকে শামুক বলা যায়।
কারণ এরা বাহিরের দিকে শামুকের মতো শক্ত খোলস পরে থাকে কিন্তু এদের ভিতরটাও শামুকের শরীরের মতো নরম।
তাদের নিজেদের জগতে যদি আপনি একবার ঢুকে যেতে পারেন,তখন বুঝবেন সে আসলে আপনার চেনার চেয়েও কতটা অন্যরকম। তখন হয়তো আপনি তাকে আরও বেশি ভালোবেসে ফেলবেন।

কিন্তু প্রবেশ করার অধিকার পেয়েও আপনি যদি তার সেই ভরসা-বিশ্বাস একবার ভেঙে ফেলেন তখন তার সেই জগৎ টা ভেঙে চুরমার হয়ে যায়।
সে তখন ভীষণ একা হয়ে যায়।
এমবিভার্টদের ঠকানো অনেক সহজ।
কারণ হাজারবার ঠকলেও এরা আপনার নামে একটা অভিযোগও করবেনা।কিন্তু সেই ঠকে যাওয়াই এদের ভীষণভাবে পালটে দেয়।
তখন তারা তাদের চারপাশের জগৎ টাকে আরও ধোঁয়াশা বানিয়ে ফেলে।

একদল মানুষ তখন তাদের ভুল বুঝে,ভাবে এরা ভাব নেয়। কিন্তু এরা হাসিমুখে এটার পিছনে থাকা সত্যিটা লুকিয়ে সব মেনে নেয়।
আপনাকে না জানিয়েই এরা আপনাকে সারাজীবন ভালোবেসে যাওয়ার ক্ষমতা রাখে।
আপনি হয়তো কোনোদিন জানতেও পারবেননা দূর থেকে কেউ একজন সবসময়ই আপনার ভালো চায়।আর তার জন্যই দিনশেষে এরা ভীষণ একা,ধোঁয়াশার রাজ্যে ডুবে থাকা একদল মানুষ যাদের আমরা বলি এমবিভার্ট।

#সংগ্রহীত

একজন লোক একজন সুন্দরী মেয়েকে বিয়ে করেছেন। উনি উনার স্ত্রীকে খুব ভালবাসতেন, স্ত্রীও তাকে খুব ভালোবাসতেন।দিন যায় মাস যায়...
24/11/2021

একজন লোক একজন সুন্দরী মেয়েকে বিয়ে করেছেন। উনি উনার স্ত্রীকে খুব ভালবাসতেন, স্ত্রীও তাকে খুব ভালোবাসতেন।
দিন যায় মাস যায় এভাবে সুখে শান্তিতে চলতে থাকে তাদের বিবাহিত জীবন, কোন এক সময় তার স্ত্রীর চর্মরোগ দেখা দেয় এবং তিনি খেয়াল করে দেখলেন তার স্ত্রীর সৌন্দর্য দিনকে দিন হারিয়ে যাচ্ছে, কিন্তু তিনি তার স্ত্রীকে সেটা বুঝতে দেননি।

একদিন স্বামী কোথাও বেড়াতে গেলেন, ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ে তার দৃষ্টিশক্তি হারান,অন্ধ হওয়া সত্বেও স্ত্রী তাকে কোন অবহেলা করেননি এবং তার যথাসাধ্য সেবা যত্ন করতে থাকেন।

স্বামী স্ত্রীকে ভালবাসতে থাকেন এবং স্ত্রীও স্বামীকে খুব ভালবাসতেন, একদিন স্বামীর জীবনে নেমে আসে মহা বিপর্যয়, হটাৎ তার স্ত্রী মারা গেলেন।

স্ত্রীর মৃত্যুর দুঃখ নিয়ে স্বামী এই এলাকা থেকে চলে যাওয়ার মনস্থির করলেন এবং একদিন সত্যি সত্যিই চলে যাচ্ছেন।
পেছন থেকে একজন ডেকে বললেন, “এখন একা একা হাঁটবেন কী করে?
এতোদিন তো আপনার স্ত্রী আপনাকে সাহায্য করতেন।"

তিনি উত্তর দিলেন, “আমি অন্ধ নই..!
আমি অভিনয় করছিলাম, কারণ আমার স্ত্রী যদি জানতো যে আমি তার ত্বকের অবস্থা দেখতে পাচ্ছি, তবে এটি তার রোগের চেয়েও অনেক বেশি তাকে কষ্ট দিত।

আমি কেবল তার সৌন্দর্যের জন্য তাকে ভালবাসিনি, আমি তার যত্নশীল মনোভাব এবং প্রেমময় প্রকৃতির প্রেমে পড়েছিলাম,তাই আমি অন্ধ হওয়ার ভান করেছিলাম, আমি শুধু ওকে খুশি রাখতে চেয়েছিলাম।"তাই যেখানে তার সাথে প্রেমময় জীবন কাটিয়েছি সেখানে তাকে ছাড়া আমাকে বড় অসহায় লাগছে, তাই চলে যাচ্ছি।

শিহ্মনীয় বিষয়, আপনি যখন কাউকে সত্যিকারের ভালোবাসেন, তখন আপনি আপনার প্রিয়জনকে খুশি রাখতে যে কোনও প্রান্তে যাবেন এবং কখনও কখনও সুখী হতে অন্ধ হওয়ার আচরণ করবেন এবং একে অপরের প্রতি সৌহার্দ্য আচরণ করবেন।

সৌন্দর্য সময়ের সাথে বিবর্ণ হবে, কিন্তু হৃদয় এবং আত্মা সব সময় একই থাকবে, মানুষটিকে বাহিরে থেকে নয়, ভিতর থেকে তার জন্য ভালোবাসুন।

পবিত্র হোক প্রতিটি মানুষের আত্মা তার প্রিয় মানুষটির জন্য।

#সংগ্রহীত

আমার আজও একটা বেষ্টফ্রেন্ড হলো না! 🥀
24/11/2021

আমার আজও একটা বেষ্টফ্রেন্ড হলো না! 🥀

বেশি অভিমান যেমন দুটি মানুষের বিচ্ছেদ ঘটায়! আবার অভিমান শেষে দু'জন মানুষের ভালোবাসার রংটা আরো গাঢ় হয়...🥀
22/11/2021

বেশি অভিমান যেমন দুটি মানুষের বিচ্ছেদ ঘটায়! আবার অভিমান শেষে দু'জন মানুষের ভালোবাসার রংটা আরো গাঢ় হয়...🥀

মানুষ দুটো সময় চুপ থাকে! 🥀
22/11/2021

মানুষ দুটো সময় চুপ থাকে! 🥀

দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ বোধহয় আমি! 🥀
21/11/2021

দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ বোধহয় আমি! 🥀

জীবন বড়ই অদ্ভুত, যে পায় সে সব কিছু পায় আর যে পায় না তার জীবন খাতা সারাজীবন শুন্যই থেকে যায়🥀🥀
11/10/2021

জীবন বড়ই অদ্ভুত, যে পায় সে সব কিছু পায় আর যে পায় না তার জীবন খাতা সারাজীবন শুন্যই থেকে যায়🥀🥀

“Too many of us are not living our dreams because we are living our fears.”– Les Brown
22/09/2021

“Too many of us are not living our dreams because we are living our fears.”
– Les Brown

"প্রত্যেক মানুষই প্রেমে পরে, কেউ প্রকাশ করে, কেউবা লুকিয়ে রাখে"
23/08/2021

"প্রত্যেক মানুষই প্রেমে পরে, কেউ প্রকাশ করে, কেউবা লুকিয়ে রাখে"

ভালবাসলে ভালবাসাকে আগলেও রাখতে হয় প্রিও :)
22/08/2021

ভালবাসলে ভালবাসাকে আগলেও রাখতে হয় প্রিও :)

নীরবতা পৃথিবীর সবচেয়ে বড় চিৎকার যেটা বুঝার হ্মমতা সবার থাকে না।
03/08/2021

নীরবতা পৃথিবীর সবচেয়ে বড় চিৎকার যেটা বুঝার হ্মমতা সবার থাকে না।

আমি ব্যর্থতা কে মেনে নিতে পারব কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারব না ।—মাইকেল জর্ডান
30/07/2021

আমি ব্যর্থতা কে মেনে নিতে পারব কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারব না ।—মাইকেল জর্ডান

30/07/2021

একটি বাজপাখির গল্প। একটি সামান্য বাজপাখি যদি এতটা কষ্ট সহ্য করতে পারে তাহলে আপনি কেন পারবেন না?

"Many of life’s failures are people who did not realize how close they were to success when they gave up.”– Thomas A. Ed...
28/07/2021

"Many of life’s failures are people who did not realize how close they were to success when they gave up.”– Thomas A. Edison. Anupreronar Golpo

সফল ব্যাক্তিরা ১০ টা কাজ করে না তারা একটা কাজই ১০ ভাবে করে। অনুপ্রেরনামুলোক উক্তি
28/07/2021

সফল ব্যাক্তিরা ১০ টা কাজ করে না তারা একটা কাজই ১০ ভাবে করে। অনুপ্রেরনামুলোক উক্তি

ওঠো জাগো যতহ্মন না লহ্মে পৌছাতে পারছো থেমনা।  অনুপ্রেরনামুলোক উক্তি - স্বামি বিবেকানন্দ
27/07/2021

ওঠো জাগো যতহ্মন না লহ্মে পৌছাতে পারছো থেমনা। অনুপ্রেরনামুলোক উক্তি - স্বামি বিবেকানন্দ

Address

Madaripur
Dhaka
7902

Alerts

Be the first to know and let us send you an email when Anupreronar golpo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anupreronar golpo:

Videos

Share

Category