মানবতার খবর

  • Home
  • মানবতার খবর

মানবতার খবর আমরা আছি আপনার পাশে,আপনার পাশে ঘটে যাওয়া খরব নিয়ে।।

এদেশে মৃতুর মূল্য এখন ৫লক্ষ টাকা এই দেশে মৃত্যু যেন এখন সবচেয়ে সহজ ঘটনা।😢কখনো কখনো মনে হয়, বাংলাদেশে জন্ম নেওয়াই যেন ...
27/10/2025

এদেশে মৃতুর মূল্য এখন ৫লক্ষ টাকা
এই দেশে মৃত্যু যেন এখন সবচেয়ে সহজ ঘটনা।😢

কখনো কখনো মনে হয়, বাংলাদেশে জন্ম নেওয়াই যেন আমাদের সবচেয়ে বড় ভুল।

এখানে সব অন্যায়ের মূল্য দিতে হয় সাধারণ মানুষকেই।

ক্ষমতাবানদের লোভ আর দুর্নীতির হিসাব
শেষ পর্যন্ত গিয়ে জমা হয় আমাদের জীবনেই।
কখনো টাকা দিয়ে বাঁচতে হয়,
না হলে প্রাণ দিয়েই দিতে হয় চূড়ান্ত মূল্য। 🥹😓

আরিফুল হাসান (আরিফ)

১ নভেম্বর থেকে বিকাশ, নগদ, রকেট, উপায়ের মধ্যে লেনদেন করার পাশাপাশি  সব ব্যাংকেও টাকা পাঠানো যাবে।ব্যাংকে খরচ প্রতি হাজার...
14/10/2025

১ নভেম্বর থেকে বিকাশ, নগদ, রকেট, উপায়ের মধ্যে লেনদেন করার পাশাপাশি সব ব্যাংকেও টাকা পাঠানো যাবে।
ব্যাংকে খরচ প্রতি হাজারে সাড়ে ৮ টাকা।আর মোবাইল ব্যাংকিং এ হাজারে ২ বা ২.৫ টাকা হতে পারে।

বাছাইয়ের জন্য এনসিপিকে দেওয়া হলো ৫০ প্রতীকইসির চিঠিতে নতুন রাজনৈতিক দলের জন্য বরাদ্দযোগ্য ৫০টি প্রতীকের তালিকা দেওয়া হয়ে...
02/10/2025

বাছাইয়ের জন্য এনসিপিকে দেওয়া হলো ৫০ প্রতীক

ইসির চিঠিতে নতুন রাজনৈতিক দলের জন্য বরাদ্দযোগ্য ৫০টি প্রতীকের তালিকা দেওয়া হয়েছে:

আলমিরা, উটপাখি, কলম, কলস, কাপ-পিরিচ, কম্পিউটার, কলা, খাট, ঘুড়ি, চার্জার লাইট, চিংড়ী, চশমা, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল, টেবিল ঘড়ি, টেলিফোন, তবলা, তরমুজ, থালা, দালান, দোলনা, প্রজাপতি, ফুটবল, ফুলের টব, ফ্রিজ, বক, বাঁশি, বেঞ্চ, বেগুন, বালতি, বেলুন, বৈদ্যুতিক পাখা, মগ, মাইক, ময়ূর, মোবাইল ফোন, মোড়া, মোরগ, লাউ, লিচু, শঙ্খ, সেলাই মেশিন, সোফা, স্যুটকেস, হরিণ, হাঁস ও হেলিকপ্টার।

মির্জাপুরে একত্রে ৪ সন্তান প্র'স'ব করলেন সৌদি প্রবাসীর স্ত্রী বিথী আক্তার।নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান প্র'স'ব করলেও প...
05/09/2025

মির্জাপুরে একত্রে ৪ সন্তান প্র'স'ব করলেন সৌদি প্রবাসীর স্ত্রী বিথী আক্তার।নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান প্র'স'ব করলেও প্রতিটি ন''বজা'তকে'র ওজন এক কেজির কম।
গতকাল বৃহস্পতিবার কুমুদিনী হসপিটালে ৪ সন্তান প্রসব করেন।এর মধ্যে ৩ জন ছেলে ও ১ জন মেয়ে সন্তান।

কুমুদিনী হাসপাতালের উপপরিচালক অনিমেশ ভৌমিক বলেন,চিকিৎসক এবং নার্সদের আন্তরিকতায় বিথীর সফল ডেলিভারি সম্ভব হয়েছে।
নব'জাত'কের মা সুস্থ আছেন তবে চার শিশুর মধ্যে দুইটি শিশুর অবস্থা সং'ক'টা'প'ন্ন।

বিথী আক্তার তিন বছর আগে টাঙ্গাইল কালিহাতি উপজেলার বল্লাবাড্ডা গ্রামের সৌদি প্রবাসী নাজমুল ইসলামের সঙ্গে বিয়ে করেন।

অবশেষে টাঙ্গাইলের  ক্যাপসুল মার্কেট দখল মুক্তকরণ এর কাজ চলতেছে।
04/09/2025

অবশেষে টাঙ্গাইলের ক্যাপসুল মার্কেট দখল মুক্তকরণ এর কাজ চলতেছে।

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কুমুদিনী সরকারি কলেজের ছাত্রী। গতকাল সন্ধ্যা ৭টার দিকে করটিয়া থেকে টাঙ্গাইল ফেরার ...
04/08/2025

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কুমুদিনী সরকারি কলেজের ছাত্রী।

গতকাল সন্ধ্যা ৭টার দিকে করটিয়া থেকে টাঙ্গাইল ফেরার পথে তারুটিয়ার নিকটে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

কুমুদিনী সরকারি কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সুমি আক্তার (বাসা: ফটিকজানি, পৌলি, এলেঙ্গা) পরীক্ষা শেষে সাদত কলেজ থেকে বাড়ি ফেরার পথে ইজিবাইক দুর্ঘটনায় গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এই দুর্ঘটনায় একই বিভাগের আরেক শিক্ষার্থী দিব্যাপ্রভা রায় আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয়রা জানান, করটিয়া থেকে টাঙ্গাইলগামী ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে, এতে আরও কয়েকজন আহত হয়েছেন।

সুমি আক্তারের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

জুলাই পদযাত্রার পরবর্তী গন্তব্য টাঙ্গাইল পৌঁছে বাংলাদেশের অবিসংবাদিত রাজনৈতিক নেতা এবং ভারতীয় আগ্রাসন বিরোধী লড়াইয়ের পথপ...
29/07/2025

জুলাই পদযাত্রার পরবর্তী গন্তব্য টাঙ্গাইল পৌঁছে বাংলাদেশের অবিসংবাদিত রাজনৈতিক নেতা এবং ভারতীয় আগ্রাসন বিরোধী লড়াইয়ের পথপ্রদর্শক মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত এবং পুষ্পস্তবক অর্পণ করেন নাহিদ ইসলাম এবং এনসিপি নেতৃবৃন্দ!

21/07/2025

১। বিমান দুর্ঘটনার পর যারা উদ্ধার করতে গিয়েছিলেন - প্রচন্ড গরমে কলেজের ক্যান্টিনে গেলে তাদের পানি কিনতে বাধ্য করা হয়। চাপ বাড়লে মাইলস্টোন কলেজের ঐ ক্যান্টিন অফ করে দেয়া হয় যখন সবচেয়ে বেশি পানির দরকার ছিল। কারণ, পানির টাকা কে দিবে?

২। ছোট ছোট বাচ্চারা যখন পোড়া শরীর নিয়ে বের হচ্ছিল - তখন তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে না দিয়ে উৎসুক জনতা মোবাইলে ভিডিও ধারণে ব্যস্ত ছিল। কারণ, ভিডিওতে যত বেশি ভিউ হবে, তত বেশি টাকা ইনকাম হবে।

৩। আগুনের ফুলকিতে ঝলসে যাওয়া শরীর নিয়ে বের হয়ে এলেও হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কোন সিএনজি বা রিকশা রাজি হচ্ছিল না। কাছাকাছি থাকা কোন প্রাইভেট কারকেও সাহায্যের জন্য এগিয়ে আসতে দেখা যায় নি। কারণ, এরা কেউ তার নিজের সন্তান নয়।

৪। মাইলস্টোন কলেজ থেকে উত্তরা আধুনিক হাসপাতালে সিএনজি দিয়ে আসতে ভাড়া গুনতে হয়েছে ১০০০ টাকা।

৫। উত্তরা-উত্তর মেট্রোর নিচ থেকে মনসুর আলী মেডিকেলে রিকশা দিয়ে আসতে ভাড়া গুনতে হয়েছে ১০০ টাকা।

৬। বাচ্চাদের অনেকগুলো আইডি কার্ডের ছবি ফেসবুকে ঘুরছে। বাচ্চারা হয়তো আহত হয় নি, কিন্তু এতটাই আতঙ্কিত হয়েছে যে বাসার ঠিকানা বা অভিভাবকদের ফোন নাম্বার বলতে পারছে না। কোন আইডি কার্ডেই অভিভাবকদের ফোন নাম্বার দেখতে পেলাম না।

৭। যে যুদ্ধ বিমানটি দুর্ঘটনা কবলিত হয়েছে, সেটি ১৯৭৬ সালের মডেলের।

জ্বি, এটাই বাংলাদেশের প্রকৃত চিত্র। যে বাচ্চাগুলো মারা গেছে, আল্লাহ তাদের এই জাহান্নাম থেকে বাঁচিয়ে নিয়েছেন।

দুর্ঘটনায় মৃত সকলকে মহান আল্লাহ তায়ালা জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন।
c: Md. Solaiman Mia sir.

🚨Update:Fl Lt Tawkir Islam Sir is no more!He was admitted in Dhaka CMH ICU with multiple body trauma.Declared: 3:42 pm.আ...
21/07/2025

🚨Update:

Fl Lt Tawkir Islam Sir is no more!
He was admitted in Dhaka CMH ICU with multiple body trauma.

Declared: 3:42 pm.

আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সৌল অফ ফ্লাইট ট্রেনিং (Soul Of Flight Training)

সৌল অফ ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিংয়ের সর্বশেষ ধাপ। ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিল্ড, সেটি'ই প্রমাণিত হয় সৌল অফ ফ্লাইটের মাধ্যমে। ট্রেনিং-এর এপর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কো-পাইলট বা কোনো প্রকার ইন্সট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইট অপারেট করতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আজ সেরকমই একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন।

যেকোনো প্রকার ট্রেনিং ফ্লাইট সিভিলিয়ান এরিয়া থেকে দূরেই হয়ে থাকে, তবে সৌল অব ফ্লাইট সাধারণত আর্বান এরিয়াতেই হয়ে থাকে৷ আর আর্বান এরিয়াতে এধরণের সেন্সিটিভ ফ্লাইট অপারেট করার জন্য পাইলটকে যথেষ্ট কোয়ালিফাইড হতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তেমনই একজন পাইলট। তো ট্রেনিংয়ের লক্ষ্যে তৌকির তার এফ-৭ বিমান নিয়ে কুর্মিটোলা পুরাতন এয়ারফোর্স বেস থেকে টেক অফ করেন। এরপর উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল, রামপুরা'র আকাশজুড়ে তিনি উড়তে থাকেন। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানে কিছু সমস্যা আঁচ করেন। কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান যে তার বিমান আকাশে ভাসছে না, মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে। কন্ট্রোল রুম থেকে ইন্সট্যান্ট রেসপন্স করে ইজেক্ট করার জন্য জানানো হয়। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জানা সম্ভব হয়েছে: ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত অব্দি চেষ্টা করেছেন বিমান বাচানোর জন্য। তিনি বিমানটির সর্বোচ্চ ম্যাক স্পিড তুলে বেসের দিকে ছুটতে থাকেন। এর মধ্যেই কন্ট্রোল রুমের সাথে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার ঠিক এক থেকে দেড় মিনিটের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয়।

এখন পর্যন্ত এতটুকুই জানা গেছে। তবে বিমানের ঠিক কি ধরণের টেকনিক্যাল ফেইলিওরের জন্য এই দুর্ঘটনা ঘটলো, তা কেবলমাত্র ম্যাসিভ ইনভেস্টিগেশন হলেই জানা সম্ভব।

মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী হত্যার ঘটনায় অস্ত্রসহ গ্রেফতার ৪!ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাস...
12/07/2025

মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী হত্যার ঘটনায় অস্ত্রসহ গ্রেফতার ৪!

ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল এলাকায় ভাঙাড়ি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে।

এর মধ্যে যৌথবাহিনীর অভিযানে এজহারনামীয় আসামি মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিনকে (২২) গ্রেফতার করর হয়েছে। তারেক রহমান রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার (১১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বুধবার বিকেল ৬টার দিকে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর একদল লোক সোহাগকে এলোপাতাড়িভাবে আঘাত করে ও কুপিয়ে হত্যা করে। ঘটনার সংবাদ পাওয়ার পর কোতয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য তা হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহার নামীয় আসামি মাহমুদুল হাসান মহিন ও তারেক রহমান রবিনকে গ্রেফতার করে। এ সময় রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা যায়, ব্যবসায়িক দ্বন্দ্ব এবং পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড হয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে এবং ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে র‍্যাব আরও দুইজনকে গ্রেফতার করেছে। এ নিয়ে মোট চারজনকে গ্রেফতার হলো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।’

উল্লেখ্য, গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টায় মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগকে পিটিয়ে ও ইট-পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যা করা হয়। তারপর মরদেহের ওপর চলে বর্বরতা।

06/07/2025
টাঙ্গাইল জেলায় হচ্ছে নতুন ৯ টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ।
06/07/2025

টাঙ্গাইল জেলায় হচ্ছে নতুন ৯ টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ।

Address


1944

Alerts

Be the first to know and let us send you an email when মানবতার খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মানবতার খবর:

  • Want your business to be the top-listed Media Company?

Share