02/07/2025
এই ছবিটি বড় ম্যাসেজ দিয়ে যায় আমাদের। মর্গে শুয়ে থাকা দুই ইঞ্জিনিয়ারের সাথে আজিজ / সোনালী বিড়ি খোর অথবা ডার্বি সিগারেট খাওয়া শ্রমিকটিও শুয়ে আছে৷ সবার আগে বড় স্যারের আসন পাওয়ার কথা থাকলেও- মূল আসনে শুয়ে আছেন শ্রমিক আর সাইট ইঞ্জিনিয়ার। বড় স্যারের জায়গাই হয়নি ৷ তাকে স্ট্রেচারেই শুইয়ে রাখা হয়েছে।
অথচ কেউ জেষ্ঠ্যতার পালাক্রমের জন্য / সম্মানের জন্য হানাহানি চিৎকার কিছুই করছে না৷ সব অহংকার এখানেই শেষ! কেউ বলতেও আসছেনা ❝‘স্যারকে সিটটা ছেড়ে দে- তোর কত্ত বড় সাহস! সালা ডার্বি খোর লেবার! স্যারের সিটে শুয়ে আছিস!?❞ কেউ সাইট ইঞ্জিনিয়ারকে ধমক দিয়ে বলছে না ❝তুমি কেমন পড়াশোনা করেছো- দু কলম পড়ালেখা শিখে বড্ড অহংকার হয়েছে তোমার! সিনিয়রদের সম্মান দিতে ভুলে গেছো? ❞
নিজেকে নিয়ে আমার বড্ড মায়া হয় আহারে 😭 জানিনা অজ্ঞতাবশত কত মানুষের সাথে অহংকার করে ফেলেছি৷ বিশাল আকাশের মালিকের কাছে ক্ষমা চাই৷ ক্ষমা চাই অহংকারের চাদরের মালিকের কাছে 🤲
🖼 ছবি : যশোরের সার্কিট হাউজপাড়ায় বহুতল ভবন থেকে পড়ে দুই ইঞ্জিনিয়ার ও এক শ্রমিক নি’হ’ত ।