
06/06/2025
সকলকে "পবিত্র ঈদুল আযহা" এর শুভেচ্ছা।🐄
সকলেই সাবধানের সাথে কাজ করবেন যাতে করে আনন্দের মুহূর্ত কোনভাবেই দুঃখের মুহূর্তে পরিণত না হয়।
কোরবানির পশু জবাইর পর যথাসম্ভব দ্রুত চারপাশের অংশ পরিষ্কার করে ফেলতে হবে। চামড়া, রক্ত, নাড়িভুঁড়ি, ময়লা ও পানি যতখানি সরিয়ে ফেলা সম্ভব হবে ততই ভালো। বিশেষ করে রক্ত ও পানি যেন কোথাও জমাটবদ্ধ হয়ে থাকতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।