R&B Multimedia Production House

  • Home
  • R&B Multimedia Production House

R&B Multimedia Production House R&B Multimedia Production House is an exceptional creative organization. Video documentary, ad, shor Youtube Channel:

R&B Multimedia Production House

23/02/2025

An Untold Story of Servant of God BROTHER FLAVIAN LAPLANTE, CSC ...!!!

#হলিক্রস

21/09/2024
12/08/2024

জুলাই থেকে আগস্ট আজোবধি অনেককিছুই দেখলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুব কাছ থেকেই পরখ করেছি, বোঝার চেষ্টা করেছি, এক সময় ছাত্রদের সাথে মৌন্য সমর্থন দিয়েছি। আমাদের সোনার বাংলায় যদি সংস্কারের মাধ্যমে দুর্নীতি, অন্যায়, জুলুম সবকিছু শেষ হয়, সত্যিই তা দেশের মঙ্গলের জন্যই। সব সময় সমর্থন ছিল এই আন্দোলনের পজিটিভ দিকগুলোর দিকে। কিন্তু, ৫ আগস্ট এর দুইটা বিষয় মনের মধ্যে এখনো শান্তি দিচ্ছে না। আমি মুক্তিযুদ্ধ দেখিনি। কিন্তু মুক্তিযোদ্ধাদের (পরবর্তীতে কোনো কোনো মুক্তিযোদ্ধা হয়তো আওয়ামী লীগ বা বিএনপি’র রাজনীতিতে যুক্ত হয়েছেন) নিজ মুখে তাদের দুর্শাহসিক যুদ্ধের গল্প শুনেছি। কিন্তু যে দলেরই হোক, সবার মুখে মুক্তিযুদ্ধের গল্প কিন্তু একই ছিল, স্বাধীন রাষ্ট্রের রূপকারও ওই একজনই ছিল ‘বঙ্গবন্ধু’ । ছোটবেলায় এক মুক্তিযোদ্ধা কাকা যুদ্ধের ভয়াবহ ঘটনার বর্ণনা দিত, তখন যেন ভয়ে কুকরে যেতাম, মনে হতো আমিও মনে হয় এই যুদ্ধের মাঝখানে পড়েছি। ৫ আগস্ট ভয়ে নয়, লজ্জা আর কষ্টে কুকরে গিয়েছি, যা মনে হয় কখনো মন থেকে যাবে না। প্রধানমন্ত্রী’র পদত্যাগ চেয়েছি সবাই, হয়েছে তাই-ই। কিন্তু, কেন বঙ্গবন্ধুর স্মৃতি বিজরীত বাড়ীটি পোড়াতে হলো? কেন তার মূর্তিগুলো ভাঙ্গা হলো? কেন তার প্রতিকৃতির সাথে এমন অশ্লীল আচরণ করা হলো? মানুষ কি করে তার জন্মের সূতিকাগাড় ভুলে যায়, কি করে নিজের অস্তিত্বের সাথে এমন আচরণ করতে পারলো? একটি শাসক যে ভুল করেছে, তার মাশুল দিয়েছে। কিন্তু বাংলাদেশটি, বাঙালি জাতিটি যে মানুষের জন্য সবকিছু পেল, তার রেখে যাওয়া ইতিহাসের সাক্ষী বাড়িটির সাথে কেন এমন হলো? যে জায়গাটিতে গিয়ে ছোটবেলা থেকেই শিশুটি দেশত্ববোধ, দেশের ইতিহাস, ঐতিহ্য, স্বাধীনতার শিক্ষার সাহস, দেশের জন্য লড়াই করার অনুপ্রেরণা পাবে, তা কেন ধ্বংস করা হলো? খুব কষ্ট লাগছে ধানমন্ডি ৩২ নম্বর আমাদের অস্তিত্বের স্তম্ভটাকে ধ্বংস করার জন্য। ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলন দিয়েছে একটি নতুন দিনের আশার আলো। হয়তো আমরা যে বাংলাদেশ চেয়েছি, তার কিছুটা পাব। কিন্তু, বিশ্বাস করো, তোমাদের মধ্যে থেকেই কেউ কেউ বাংলাদেশের অস্তিত্বের সবচেয়ে অহংকারের জায়গাটা ধ্বংস করে দিয়েছ ৩২ নম্বর বঙ্গবন্ধুর (স্বাধীনতার স্তম্ভ) বাড়িটি ধ্বংস করে। যারা করেছ, তোমাদের পরবর্তী প্রজন্মের কাছে তোমাদেরই এর জন্য জবাবদিহীতা করতে হবে। তুমি তোমার এই কৃতকার্যের জন্য প্রজন্ম থেকে প্রজন্মতর ঘৃণা নিয়ে থাকবে। কারণ, তুমি তোমার বাঙালি অস্তিত্বের সাথে প্রতারণা করেছ। মানতে পারছি না এখনো, কেন ৩২ নম্বর বাড়িটি ধ্বংস করতে হলো.....???

07/07/2024

সাহিত্য বা দর্শন বা ইতিহাস পড়ে যে স্নাতক ডিগ্রিধারী ব্যাংকার হন, বিবিএ বা ফার্মেসিতে পড়ে যিনি হন প্রশাসনের বড় ‘ক্যাডার-স্যার’, তাঁকে বিশ্ববিদ্যালয়ে এতগুলো বছর পড়িয়ে জনগণের করের টাকার শ্রাদ্ধ করা ছাড়া রাষ্ট্র আর কী করছে, এই প্রশ্নের কোনো সদুত্তর পাওয়া যাবে না। কর্তৃপক্ষের কাছে এর থেকে নিদান পাওয়ারও কোনো টোটকা নেই। এটাই হলো বিভাগ-বিভাজিত পঠনকেন্দ্রিক বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার ব্যর্থতা।

05/06/2024

কেউ কেউ বলে, অন্যে কি ভাবে, তাতে আমার কিছু আসে-যায় না। আমি জানি আমি কেমন! কথাটা বলে নিজেকে ভাল মনে করারই ইঙ্গিত দেয়। কিন্তু, নিজের এমন কিছু ভুল থাকে, যা নিজেই বুঝে না। প্রত্যেকটা মানুষের এমন থাকে! এখন নিজের ভুলটা নিজেই ভাল মনে করে। সবচেয়ে মজার বিষয় হলো, যে বলে আমি কেমন আমি জানি, অন্যে কি ভাবলো তা নিয়ে আমার মাথা ব্যাথা নেই, তারা নিজেরাই জানে না, নিজেকে কতোটা ছোট করে রাখছে কথাটা বলে। আপনার চারপাশের মানুষ যখন আপনার ভালদিকটা নিয়ে চর্চা করবে না, তখন মনে রাখবেন, আপনার মধ্যে ভাল কিছুই নেই। আর যদি এরিয়ে যাওয়ার মতো চেষ্টা করেন, তাহলে এটা মনে রাখবেন, আপনার মতো দ্বিতীয় গর্দভও কেউ আর নেই। কারণ, মানুষ কি বললো, তা নিশ্চয়ই আসে এবং যায়। যদি তা না হতো, তাহলে স্মরণীয় নামক শব্দ, আদর্শিক শব্দ, এগুলো থাকতো না। আপনি যখন অন্যের মতামতকে গুরুত্ব দিতে পারছেন, তখন নিজেকে বুঝতে পারবেন। নিজেকে অন্যের সামনে গর্দভ, মূল্যহীন আর ফালতু প্রমাণ করার জন্য এই কথাটাই যথেষ্ট: অন্যে কি ভাবে, তাতে আমার কিছু আসে-যায় না।

পাড়ে লয়ে যাও আমায়.........!!!!!
06/04/2024

পাড়ে লয়ে যাও আমায়.........!!!!!

14/03/2024

যখন মানুষ ভাল কিছু পায়, এরপর ভাবে আরেকটু হলে ভাল হয়, তখন তার মধ্যে আগ্রহ জন্মায়। যখন তা-ও পায়, তখন সে যদি ভাবে আরো পেলে ভাল হয়, তখন তার মধ্যে লোভ জন্মায়। যখন সে তাও পায় এবং ভাবে আরেকটু চাই, তখন তার মধ্যে পাপ বাসা বাধে। যখন তা-ও পূরণ হয় এবং ভাবে না আরো চাই, তখন ভয়ঙ্কর রুপ পায়।যখন তা পেয়ে নিজেকে বলে, আরো কি পাওয়া সম্ভব নয়, তখন সে অন্যের জন্য বিপদজনক। যখন তাও পূরণ হয় এবং ভাবে ইস, কিছুই পেলাম না, তখন সে সবচে বেশি অসুখী হয়।...................................................................................................................................................................রবীন

যেভাবে যাও, যেদিন যাও, যেতে তোমার হবেই,মিছেমিছি দেমাগ নয়গো, ধরায় আছ যবে....!
10/03/2024

যেভাবে যাও, যেদিন যাও, যেতে তোমার হবেই,
মিছেমিছি দেমাগ নয়গো, ধরায় আছ যবে....!

09/03/2024

শঙ্খনীল, তোমাকে কতটা মিস করি,
তুমি কী বোঝো না!
এক পসলা বৃষ্টির ফাঁকে,
অজস্র বৃষ্টি কণার ঝাঁকে।
তুমিও একদিন খুঁজবে আমায়,
তোমার ওষ্ঠাধর ছুয়ে দেওয়ার জন্য,
তোমার রক্তিম বন্ধনীতে বেধে নিতে,
খুঁজে বেড়াবে উড়ে যাওয়া পায়রার ঝাঁকে।
হয়তো তুমিও মিস করো শঙ্খনীল,
হয়তো তুমিও চাও নীলাভ দেহচন্দন কটিবন্ধনে,
তবুও তুমি বুপুক্ষা হয়ে রয়ে গেছ চাতক নয়নে।
মন উজার করে উড়ে এসো শঙ্খনীল,
নতুন সৃষ্টিসুখের পাহার গড়ি আজ,
যেখানে শুধু আবেশ-অনুভূতির চন্দ্রকথা।
মিস করো না আর তুমি, মিস করবো না আমি,
যেখানে সমাহার রয়েছে, যেখানে মিলন রয়েছে,
সেখানে কোনোভাবেই আমাদের মিস করা শোভা পায় না।
তুমি শঙ্খনীল হয়ে উড়ে এসো,
আমি যে অপেক্ষায় আছি তোমার অতিন্দ্র প্রহরী.....!!!!!!!

খেলাঘর বাঁধতে শিখেছি........!!!
04/03/2024

খেলাঘর বাঁধতে শিখেছি........!!!

Address


Telephone

+8801303108880

Website

Alerts

Be the first to know and let us send you an email when R&B Multimedia Production House posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to R&B Multimedia Production House:

  • Want your business to be the top-listed Media Company?

Share