Lifebd24.com

Lifebd24.com Online Lifestyle Newspaper. All the important issues and news of life. Breaking News, Fashion, Shopp

পারমাণবিক যুদ্ধের আশঙ্কা!! 📣
10/05/2025

পারমাণবিক যুদ্ধের আশঙ্কা!! 📣

পাক- ভারত যুদ্ধ আপডেট....
08/05/2025

পাক- ভারত যুদ্ধ আপডেট....

01/01/2025
16/07/2024

কোটা বিরোধী আন্দোলন
@ব্যাক ইউনিভার্সিটি

আগামী কাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটে কেয়ারী সিন্দবাদ জাহাজ নিয়মিত চলাচল শুরু করবে। হোটেল বুকিং, বাস,শীপ, এয়ার টিকেট ...
06/10/2023

আগামী কাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটে কেয়ারী সিন্দবাদ জাহাজ নিয়মিত চলাচল শুরু করবে।
হোটেল বুকিং, বাস,শীপ, এয়ার টিকেট এর জন্য
কল করুন: ০১৬৭১৬৪৭৪৬৪ ( হোয়াটসঅ্যাপ)
হটলাইনঃ ০১৮২০০২০৩০০

🧾টিকেট প্রাইজ⤵️
🛳️কেয়ারী সিন্দবাদ (আপ-ডাউন)ঃ-
১। মেইন ডেক- ১০০০৳
২। ওপেন ডেক- ১৩০০৳
৩। ব্রিজ ডেক- ১৪০০৳

⛴️কেয়ারী ক্রুজ এন্ড ডাইন (আপ-ডাউন)ঃ-
১। এক্সক্লুসিভ লাউঞ্জ- ১২০০৳
২। কোরাল লাউঞ্জ- ১৪০০৳
৩। পার্ল লাউঞ্জ - ১৬০০৳

ঘুরতে যাবেন?এয়ার, বাস, শীপ টিকিট লাগবে?একটি ম্যাসেজ বা কল দিলেই কাজ হয়ে যাবে।018 200 20 300
18/09/2023

ঘুরতে যাবেন?
এয়ার, বাস, শীপ টিকিট লাগবে?
একটি ম্যাসেজ বা কল দিলেই কাজ হয়ে যাবে।
018 200 20 300

খুব সুন্দরী সফল ক্যারিয়ারের নারীকে দেখেছি ডিভোর্সি হয়ে যেতে।অতি সুখী দম্পতিকে দেখেছি নিঃসন্তান থেকে যেতে শত চেষ্টার পরেও...
30/08/2023

খুব সুন্দরী সফল ক্যারিয়ারের নারীকে দেখেছি ডিভোর্সি হয়ে যেতে।
অতি সুখী দম্পতিকে দেখেছি নিঃসন্তান থেকে যেতে শত চেষ্টার পরেও।

বাংলাদেশের সর্বোচ্চ সফল পেশায় থাকা মানুষটিকে দেখেছি সুইসাইড করতে।

অনেক ফ্যামিলির উচ্চশিক্ষিত সুন্দরী তরুনীকে দেখেছি বয়স ৪০ এর কোটায় চলে গেলেও পার্টনার না খুঁজে পেতে।
আবার অতি কুৎসিত মেয়েটির ও দেখেছি অত্যন্ত ভাল পার্টনার এসেছে জীবনে।

একদম ফার্স্ট গার্ল মেয়েটাকে দেখেছি একদম হাউজ ওয়াইফ হয়ে থাকার ডিপ্রেশন বুকে নিয়ে বেড়াতে।
আবার অতি ব্যাক বেঞ্চার মানুষটিকেও অনেক সময় দেখেছি সাফল্যের চুড়ায় উঠতে।

আসলে মানুষ এর জীবনে সুখ,সফলতা,ভাল পার্টনার, এসব কিছু কিন্তু সৌন্দর্য্য,মেধা,ভাল ক্যারিয়ার এসবের উপর নির্ভর করেনা।

একসময় সবচেয়ে পিছিয়ে যাওয়া মানুষটিও এগিয়ে যেতে পারে।
আবার সবচেয়ে এগিয়ে থাকা মানুষটিও দিন শেষে ব্যর্থ হতে পারে।

বিসিএস হয়ে যাওয়া মানেই এইনা সেই সবচেয়ে সফল ব্যাক্তি,
সবচেয়ে সুন্দরী হওয়া মানেই এইনা সেই সবচেয়ে ভাল পার্টনার পাবে।
ফার্স্ট স্টুডেন্ট থাকা মানে এইনা সেই সবচেয়ে ভাল চাকরী পাবে।

জীবনের এই প্যারামিটারগুলো আমরা ফিক্সড করতে চাই।
কিন্তু আমরা জানিনা এই ফিক্সড করার ক্ষমতা আমাদের হাতে নেই।

কারন আল্লাহপাকই সর্বোত্তম পরিকল্পনাকারী।

✍️সংগৃহীত

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।কিছু মৃত্যু পৃথিবীকে নাড়িয়ে দিয়ে যায়, কিছু তারার আলো চিরকাল থেকে যায়, কিছু আল্লাহর...
14/08/2023

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।
কিছু মৃত্যু পৃথিবীকে নাড়িয়ে দিয়ে যায়, কিছু তারার আলো চিরকাল থেকে যায়, কিছু আল্লাহর বান্দার বরকতে আর তার আগমনে পৃথিবী আলোকিত থাকে। তারা যখন আল্লাহর ডাকে সারাদিয়ে চলে যায় তখন পৃথিবীর খুঁটি গুলো নড়ে ওঠে। তেমন আজ আল্লাহর এক রাহবারের বিদায়ে কেঁপে উঠেছিল বাংলাদেশ সহ পুরো পৃথিবী।

হে আল্লাহর রাহবার আপনার মর্যাদা এবং সম্মান দেওয়ার মত ক্ষমতা এই পৃথিবী মানুষের পক্ষে সম্ভব ছিল না। আপনার সম্মান তো উপরোল্লা দিবে।

**কিছু অধম কখনো বুজবে না তারা কি হারিয়েছে তারা পৃথিবীর ক্ষমতা সম্পর্কে হয়ত জ্ঞান রাখে তারা আল্লাহর ক্ষমতা সম্পর্কে কিছু ই বুজে না, তারা হয় ত সম্মান দেয় নি বা দেওয়ার যোগ্যতা অর্জন করে নি, কারন হয় ত তার সম্মান আল্লাহ দিবে।

হে আল্লাহ আপনার কুরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাঈদি সাহেব কে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

আমাদের কে আপনার পথে চলার তৌফিক নসিব করুন।

Address

Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Lifebd24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lifebd24.com:

Share