দ্যা প্রফেট

দ্যা প্রফেট Words can inspire, thoughts can provoke, but only action truly brings you closer to your dreams

সব মনে নেই, তাই অসমাপ্ত
18/03/2025

সব মনে নেই, তাই অসমাপ্ত

ঘোড়ার মাংস খাওয়া শতভাগ হালালতবেআমি  আশংকা করি যে ঘোড়ার মাংসের প্রচলনের কারণে গরুর মাংসে ভেজাল ঢুকে যাবে। বিশেষ করে শহর ক...
18/03/2025

ঘোড়ার মাংস খাওয়া শতভাগ হালাল
তবে
আমি আশংকা করি যে ঘোড়ার মাংসের প্রচলনের কারণে গরুর মাংসে ভেজাল ঢুকে যাবে। বিশেষ করে শহর কেন্দ্রিক কিছু অসাধু ব্যাবসায়ী গরুর মাংসের সাথে ঘোড়ার মাংস মিক্স করে বিক্রি করবে বলেই আমার ধারণা কারণ ঘোড়ার মাংসের কেজি ২৫০ টাকা। যাইহোক ঘোড়ার মাংস ও গরুর মাংস চেনার জন্য কিছু সাধারণ বৈশিষ্ট্য লক্ষ করা যায়। যেমন:
১. রঙ
• গরুর মাংস: উজ্জ্বল লাল বা হালকা গাঢ় লাল রঙের হয়।
• ঘোড়ার মাংস: সাধারণত গাঢ় লাল বা কিছুটা বাদামি-লাল হয়।
২. চর্বি
• গরুর মাংস: চর্বি সাধারণত সাদা বা ক্রিম রঙের হয়।
• ঘোড়ার মাংস: চর্বি বেশিরভাগ সময় হলুদাভ হয়।
৩. টেক্সচার ও আঁশ
• গরুর মাংস: আঁশ (fibers) সাধারণত ঘন এবং সুস্পষ্ট থাকে।
• ঘোড়ার মাংস: আঁশ তুলনামূলকভাবে নরম ও কম স্পষ্ট হয়।
৪. স্বাদ ও গন্ধ
• গরুর মাংস: সাধারণভাবে পরিচিত স্বাদ ও গন্ধ থাকে।
• ঘোড়ার মাংস: কিছুটা মিষ্টি স্বাদের হয় এবং গন্ধে সামান্য পার্থক্য থাকে।

সংগৃহীত || নেহাল

ও চাঁদ, সামলে রাখো, জোছনাকে।
18/03/2025

ও চাঁদ, সামলে রাখো, জোছনাকে।

অপূর্ব সূর্যগ্রহণ...
18/03/2025

অপূর্ব সূর্যগ্রহণ...

এই আবু ত্বহা যদি মাহরাম ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া বোরখা নেকাব হিজাব পরা মেয়েগুলোকে যারা মুখ না দেখিয়ে এনআইডি ক...
18/03/2025

এই আবু ত্বহা যদি মাহরাম ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া বোরখা নেকাব হিজাব পরা মেয়েগুলোকে যারা মুখ না দেখিয়ে এনআইডি কার্ড চাচ্ছে, ভাইবা চাচ্ছে তাদের শায়েস্তা করতে এগিয়ে আসে সাপোর্ট করবো! মাহরাম ছাড়া যে সমন্বয়ক হিজাব পরে এখন জাতিকে সবক দিচ্ছে তাকে ঘরে রাখতে বাধ্য করতে পারে, মেডিকেল বুয়েটে বোরকাওয়ালীদের পাছায় বেত মেরে ঘরে রাখতে পারে তাহলে তাকে সাপোর্ট করবো! ইসলাম কি ও কেমন সেটা ত্বহা হুজুরদের ছাড়া এই জাতিকে বুঝানো সম্ভব নয়! যে জাতি পিনাকীর কাছ থেকে ইসলাম শিখে তারা জাহান্নামী জাহান্নামী জাহান্নামী!!!

©সুষুপ্ত পাঠক

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when দ্যা প্রফেট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দ্যা প্রফেট:

Share