This page for Immigration, Visa, Travels and funs, educations, interview, viral topics and so on.
29/07/2025
কানাডায় একখন্ড সিঙ্গাপুর !
21/07/2025
🎉 Just completed level 3 and I'm so excited to continue growing as a creator on Facebook!
21/07/2025
কানাডা কি দিন দিন কঠিন হয়ে যাচ্ছে !
17/07/2025
With S M Rashidul Islam – I just made it onto their weekly engagement list by being one of their top engagers! 🎉
13/07/2025
হয়েগেল BIMT, Vancouver, Canada 🇨🇦 এর প্রথম গেটটুগেদার |
11/07/2025
কানাডার আম এতো দাম ক্যারে ! 🤦♂️😆
08/07/2025
Beautiful Canada 🇨🇦
06/07/2025
রাতের কানাডা 🇨🇦
28/06/2025
একটা টাকার মেশিনের বাস্তব গল্প:
মুন্সিগঞ্জের রাসেল দেওয়ানের লাশ তার পরিবার গ্রহণ করবে না বলে কোম্পানি কে লিখিত ভাবে কাগজ পাঠিয়েছেন।কারণ
তার লাশ দেশে আনার মত এত টাকা- সাইপ্রাসে পাঠানো পরিবারটির কারো পক্ষে সম্ভব নয় I
আগামীকাল তার লাশ দাফনের প্রস্তুতি নিয়েছেন তার কোম্পানির মালিক ।
আহারে প্রবাস জীবন। 😥😥🙂↕️😓
টাকার মেশিনের মেয়াদ শেষ, এই মেশিনের কোন সার্ভিসিং বা রেপিয়ার হয় না, তাই এখন আর তাকে কারো প্রয়োজন নেই।
মুহূর্তেই প্রিয়জনদের কাছে হয়ে গেছে অচেনা একজন মানুষ,ভালো আর কয়জনে বাসে? সবাই টাকার পাগল।
আল্লাহ তাআলা বাংলাদেশের সকল প্রবাসীদের কে সমস্ত বিপদ-আপদ রৌগ বালাই থেকে হেফাজত রাখুক, আমিন । 🤲🤲
18/06/2025
Celebrating my 5th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
18/06/2025
ঐ কিরে, ঐ কিরে, চেরি ফল চোর ! 🤦♂️😆😂
06/05/2025
জেনে নিন!
১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।
২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা।
৩. Pictory – লেখা থেকে অটো ভিডিও তৈরি করে।
৪. Copy.ai – মার্কেটিং কপিরাইটিং বা ব্লগ লেখে।
৫. Jasper AI – ব্লগ, বিজ্ঞাপন, ইমেইল লেখায় সাহায্য করে।
৬. Grammarly – ইংরেজি লেখার ভুল ধরিয়ে সংশোধন করে।
৭. Quillbot – লেখাকে রি-রাইট বা প্যারাফ্রেজ করে।
৮. Synthesia – AI এভাটার দিয়ে ভিডিও বানায়।
৯. Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন করে।
১০. Remove.bg – ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক ক্লিকে।
১১. Leonardo AI – কল্পনাশক্তির ইমেজ ডিজাইন করে।
১২. Durable – কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে।
১৩. SlidesAI – লেখা থেকে অটো স্লাইড প্রেজেন্টেশন বানায়।
১৪. Runway ML – ভিডিও এডিটিং ও AI ভিজ্যুয়াল এফেক্টে সাহায্য করে।
১৫. Tome – স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে।
১৬. Notion AI – নোট নেয়া, টাস্ক ম্যানেজমেন্ট ও লেখায় সাহায্য করে।
১৭. Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নোইজ রিমুভ করে।
১৮. Cleanup.pictures – ছবির অবাঞ্চিত জিনিস মুছে ফেলে।
১৯. Replika – AI ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গী।
২০. Soundraw – AI দিয়ে অরিজিনাল মিউজিক তৈরি করে।
২১. Beatoven – ভিডিও/পডকাস্টের জন্য মিউজিক তৈরি করে।
২২. Voicemod – ভয়েস চেঞ্জ বা ভয়েস ইফেক্টে ইউজ হয়।
২৩. Lumen5 – ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে।
২৪. Descript – ভিডিও এডিট করে টেক্সট দিয়ে।
২৫. Kaiber – AI দিয়ে ভিডিও অ্যানিমেশন বানায়।
২৬. AutoDraw – হ্যান্ড-ড্রয়িংকে পারফেক্ট ডিজাইনে রূপ দেয়।
২৭. ElevenLabs – রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে।
২৮. Heygen – AI স্পোকেন ভিডিও বানায় ফেস ও ভয়েস দিয়ে।
২৯. Writesonic – কনটেন্ট রাইটিং ও কপি তৈরি করে।
৩০. Play.ht – ব্লগ বা লেখাকে ভয়েসে পরিণত করে।
৩১. Papercup – ভিডিওর ভয়েস অন্য ভাষায় ডাব করে।
৩২. AI Dungeon – ইন্টার্যাকটিভ গল্প বানায়।
৩৩. TTSMaker – লেখা থেকে স্পিচ জেনারেট করে।
৩৪. Magic Eraser – ছবির অবজেক্ট সরিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়।
৩৫. Designs.ai – লোগো, ভিডিও, অডিও সব তৈরি করতে পারে।
৩৬. Midjourney – কমান্ড থেকে ইমেজ তৈরি করে।
৩৭. TinyWow – ডকুমেন্ট, ভিডিও, পিডিএফ টুলস ফ্রি অফার করে।
৩৮. ChatPDF – যেকোনো PDF পড়ে আপনাকে সারাংশ দেয়।
৩৯. Scalenut – SEO কনটেন্ট ও ব্লগ প্ল্যান করে।
৪০. INK – SEO, রাইটিং, মার্কেটিং একসাথে করে।
৪১. DeepL – প্রোফেশনাল লেভেলের ট্রান্সলেশন দেয়।
৪২. OpenArt – AI আর্ট ও ইমেজ তৈরি করে।
৪৩. NameSnack – AI দিয়ে বিজনেস নাম সাজেস্ট করে।
৪৪. Tidio – AI চ্যাটবট তৈরি করে ওয়েবসাইটের জন্য।
৪৫. FormX.ai – স্ক্যান করা ডকুমেন্ট থেকে ডেটা এক্সট্রাক্ট করে।
৪৬. Murf.ai – প্রফেশনাল ভয়েসওভার তৈরি করে।
৪৭. Zyro AI Writer – ওয়েবসাইট বা কনটেন্ট লেখায় ব্যবহার হয়।
৪৮. Hugging Face – বিভিন্ন ধরনের NLP ও AI টুলস হোস্ট করে।
৪৯. Adobe Firefly – AI দিয়ে ইমেজ ও ডিজাইন তৈরি করে।
৫০. Illustroke – লেখা থেকে SVG ইলাস্ট্রেশন তৈরি করে।
এই টুলগুলো ব্যবহার করে আপনি আপনার কাজের গতি যেমন বাড়াতে পারবেন, তেমনি সময় এবং খরচও বাঁচাতে পারবেন।
Remove image backgrounds automatically in 5 seconds with just one click. Don't spend hours manually picking pixels. Upload your photo now & see the magic.
Be the first to know and let us send you an email when Desh O Bidesh-দেশ ও বিদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
আমরা বেশীরভাগ প্রবাসীরাই বাবা-মা, ভাই-বোন, পরিবার তথা আত্মীয়স্বজন ছারা বিদেশের মাটিতে বছরের পর বছর পরেথাকি শুধুমাত্র পরিবার তথা দেশের মূখে হাসি ফোটাতে। তাই আমাদের নিজেদের মধ্যে একটা ভারটূয়াল পরিবার গঠন করতে চাই, যেখানে আমরা আমাদের সুখ-দুঃখ, ভালোলাগা-ভালোবাসা, বিভিন্ন প্রয়োজন এবং সঠিক তথ্য শেয়ার করতে পারবো ।
গ্রুপের নিয়ম নীতিঃ-
গ্রুপটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমাদের কিছু নিয়ম নীতি মেনে চলা খুবই জরুরী।
গ্রুপে কোনও রাজনৈতিক পোস্ট অথবা দলমতের প্রচার করা যাবে না।
গ্রুপে চাইলে লাইভে আসতে পারবেন যে কেউ তবে সেক্ষেত্রে গ্রুপ অ্যাডমিন বা মডারেটরের অনুমতি নিয়ে এপ্রুভাল নিতে হবে।
গালিবাজদের জন্য সতর্কবার্তা- আমরা জানি যে গালমন্দ কখনো কোন কিছুর সমাধান দিতে পারে না এবং ব্যবহার বংশের পরিচয়। আপনার একটি সুন্দর ব্যবহার, যৌক্তিক মন্তব্য আরেকজনকে সঠিক পথে আনতে পারে। সুন্দরভাবে কথা বলার যথেষ্ট জ্ঞান আপনাদের মধ্যে আছে। গালমন্দ করলে প্রয়োজনে আজীবনের জন্য ব্লক করা হবে। আমরা কখনই কোন ভাবেই অশ্লীলতাকে প্রশ্রয় দেই না, সেটা যে কারো বিরুদ্ধেই হউক। আপনাদের যেটা ভালো না লাগে এড়িয়ে যাবেন, যদি পছন্দ না হয় যৌক্তিকভাবে শালীনতার সাথে সমালোচনা করতে পারেন সে ক্ষেত্রে কেউ বাধা দিবেনা।
গ্রুপে কোনও ধরনের বীভৎস ছবিওয়ালা পোস্ট দেওয়া যাবে না। কারণ বীভৎস জিনিস দেখার মতো ক্ষমতা সবার থাকে না। আর এ ধরনের ছবি মানুষের মস্তিষ্কে এক ধরনের প্রভাব ফেলে। যা পরবর্তীতে মানুষের মানসিক রুচির জঘন্যতম পরিবর্তন ঘটায়।
ধর্মীয় উস্কানি মূলক ও শুধু আমীন ক্যাপশন দিয়ে পোস্ট করা যাবে না। এখানে সিমীত ইসলামিক পোষ্ট এপ্রুভ হবে তবে বিতর্কিত কোনোকিছু এপ্রুভ হবে না ।
গ্রুপে কেউ অশ্লীল বা বাজে মন্তব্য করলে কমেন্টস বা পোষ্ট থেকে Report To Admin লেখায় ক্লিক করুন আমরা যথাযথ ব্যবস্থা নিব ধন্যবাদ৷
সর্বোপরি সবার উদ্দেশ্যে বলছি এই গ্রুপের প্রতিটা মেম্বারই এই গ্রুপের ভাগীদার। আসুন সবাই মিলে খুবই ভালোভাবে গ্রুপটাকে পরিচালনা করি। এই গ্রুপটাকে আমরা ভালো কাজের অসাধারণ একটা প্ল্যাটফর্ম হিসেবে ব্যাবহার করতে পারি। যেকোনো ধরনের অন্যায় এবং প্রতারনা করা থেকে দূরে থাকুন। গ্রুপের কোনও মেম্বার যদি প্রতারণামূলক কিছু করে থাকে তবে তা সাথে সাথে গ্রুপ অ্যাডমিন এবং মডারেটর কে জানান।