Trending Himel

Trending Himel 50 হাজার ফলোয়ারস হওয়া একটা স্বপ্ন হয়ে গেছে। সবাই পাশে থাকবেন ইনশাআল্লাহ আমাকেও পাবেন🙏🌿
(18)

এটাও আমার বেস্ট মতামত বইন। মিল পরছে আমার মাইন্ড সেটাপের সাথে।
24/07/2025

এটাও আমার বেস্ট মতামত বইন। মিল পরছে আমার মাইন্ড সেটাপের সাথে।

সন্তান হারানোর কষ্ট সহ্য করতে না পেরে চির বিদায় নিলেন মা। আজ মিরসাদের কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানি ধরে রাখতে পারিনি।হয়ত...
24/07/2025

সন্তান হারানোর কষ্ট সহ্য করতে না পেরে চির বিদায় নিলেন মা। আজ মিরসাদের কবরের

পাশে দাঁড়িয়ে চোখের পানি ধরে রাখতে পারিনি।
হয়তো আপনি-আমি আজও ভাবছি, “আহা, দুঃখজনক ঘটনা…” বলে স্ক্রল করে চলে যাব।
কিন্তু একজন মা তার সন্তানকে হারিয়ে কি করে বাঁচে?

মিরসাদ – মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একজন উজ্জ্বল ছাত্র।
যার মা-বাবা স্বপ্ন দেখেছিলেন—"আমার ছেলেটা বড় হয়ে পরিবারটার হাল ধরবে, ভালো মানুষ হবে…"
সেই স্বপ্নের ছেলেটিই আজ কবরে।
একটি বিমানের ধ্বংসাবশেষ তার ক্লাসরুমে বিধ্বস্ত হয়ে যখন তার ছোট শরীরটাকে ক্ষত-বিক্ষত করে দেয়, তখন সময়ের প্রতিটি মুহূর্ত যেন মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর হয়ে উঠে।

মায়ের চোখের সামনে শেষ নিঃশ্বাস নেয় মিরসাদ।
সেই চোখ, যেগুলো প্রতিদিন অপেক্ষা করত মিরসাদের স্কুল শেষে বাসায় ফেরার।

💔 আর পারেননি মিরসাদের মা।
নিজের নাড়িছেঁড়া ধনের মৃত্যু দেখে স্ট্রোক করেন। হাসপাতালের বিছানায় নিথর হয়ে যান।
আজ তিনি নেই।

এই কি আমরা চেয়েছিলাম? এই কি উন্নয়ন? এই কি নিরাপত্তা?

এই মৃত্যু কার দায়িত্বে?
➡️ কার অনুমতিতে একটি স্কুল বিল্ডিংয়ের পাশেই ছিল ঝুঁকিপূর্ণ বিমান পরিচালনা?
➡️ কে দেবে এই পরিবারের উত্তর?

আমরা সবাই আজ মিরসাদের মা-বাবা।
আজ যদি আমরা চুপ থাকি, কাল আমাদের সন্তানের নামেও হয়তো এমন পোস্ট লিখতে হবে।

🙏 আসুন প্রশ্ন করি, প্রতিবাদ করি। দোষীদের বিচার চাই। যেন আর কোনো মা তার সন্তানকে কফিনে না দেখে।

🕯️ মিরসাদ ও তার মায়ের আত্মার শান্তি কামনা করছি।
📢 শেয়ার করুন, ছড়িয়ে দিন — যেন এই অবিচারের ধুলো চাপা না পড়ে যায়।

23/07/2025

সবাই ঘুমাইয়া যাও

শুভ রাত্রি 🇧🇭🖤

23/07/2025

নিহত -২৪৭
আহত -৫২২
সোর্স : মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষ।

22/07/2025

অভিমান করে দেশ ছেড়ে দিবেন একজন বাবা যে দেশে জীবনের মূল্য নাই, যে দেশে মানুষের কোন নিরাপত্তা নাই সে দেশে মানুষ না থাকাই ভাল।😭😭

22/07/2025

শুভ রাত্রি আসসালামু আলাইকুম

মা বাবারা সন্তান গুলা কে কতই না কস্ট করে স্কুল পযন্ত নেই এই journey টা এত সহজ না, গতকাল মাইলস্টোন স্কুলে যে বাচ্চা গুলা ...
22/07/2025

মা বাবারা সন্তান গুলা কে কতই না কস্ট করে স্কুল পযন্ত নেই এই journey টা এত সহজ না, গতকাল মাইলস্টোন স্কুলে যে বাচ্চা গুলা আগুনে পুরছে সবগুলা বাচ্চা কে বাবা মা আইসা স্কুলে দিয়া জায় আইসা নিয়া জাই। কত আদরের ভাষায় প্রকাশ করা যাবে না, চোখের সামনে বাচ্চা গুলা কয়লা হয়েছে, আল্লাহ তায়ালা কার রিজিক কোথায় রাখছে আর কোন জমিনে কার মরন রাখছে কেও জানে না। আল্লাহ অবুজ শিশু গুলা কে জান্নাত বাসী করুক। আমিন
#মাইলস্টোন_কলেজ

22/07/2025

জুলাই মাস টাই কস্টের😭

শুভ সকাল

মাইলষ্টোনের এই শিক্ষকার নাম মাহিরীন চৌধুরী। বাড়ি নীলফামারী। বিমান যখন দু'র্ঘটনা ঘটে তখন উনি বের হবার সুযোগ পেয়েছিলেন।কিন...
22/07/2025

মাইলষ্টোনের এই শিক্ষকার নাম মাহিরীন চৌধুরী। বাড়ি নীলফামারী। বিমান যখন দু'র্ঘটনা ঘটে তখন উনি বের হবার সুযোগ পেয়েছিলেন।

কিন্তু আ'গুনের মধ্যে থেকে টেনে টেনে বাচ্চাদের বের করেন। অন্তত ২০ টা বাচ্চাকে সে নিরাপদে সরিয়ে আনতে সক্ষম হন।
তাকে যখন উ'দ্ধার করা হয় তখন প্রায় মৃ'ত্যু। হাসপাতালে নেয়ার পর সন্ধ্যায় ই'ন্তেকাল করেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-লিল্লাহ রাজেউন।

ঐ দগ্ধ হয়ে যাওয়া পুরো দেহটাই মা!
ফুলেদের রেখে চলে গেলেন শিক্ষিকা মাহরীন চৌধুরী 😢
যে ফুলেরা বেঁচে আছে ওরা আপনাকে কোনদিন ভুলবে না
#মাইলস্টোন_কলেজ 😢

আহা কি শান্তি লাগছে🤲😓
21/07/2025

আহা কি শান্তি লাগছে🤲😓

চোখে পানি ধরে রাখতে পারলাম না😭🤲
21/07/2025

চোখে পানি ধরে রাখতে পারলাম না😭🤲

Address

Dhaka

Telephone

+8801721457104

Website

Alerts

Be the first to know and let us send you an email when Trending Himel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Trending Himel:

Share

Category