Unofficial: Chat

Unofficial: Chat সুখই জীবন

14/09/2025

তোমার 'বাচ্চা টাইপের মন' এর কারনেই তুমি অতি অল্পতে কষ্ট পাও! মানুষ তোমাকে যেভাবে ইচ্ছে সেভাবেই কষ্ট দিতে পারে!

14/09/2025

প্রেম না করেও শুনতে হয় প্রেম করি, কিছুদিন না দেখলে বলবে পালিয়ে গেছি!

14/09/2025

কেউ যদি একটু সেজেগুজে আপনার সামনে আসে তাহলে তারে বলিয়েন, আপনারে সুন্দর লাগছে। কেউ হাসলে তারে বলিয়েন, আপনার হাসিটা এত সুন্দর। কেউ ভালো একটা ড্রেস পড়লে বলিয়েন ড্রেসটায় আপনারে ভীষণ সুন্দর মানাইছে। কেউ নতুন হেয়ার কাট দিলে বলিয়েন পারফেক্ট হইছে। কেউ এক গ্লাস পানি এগিয়ে দিলেও থ্যানক ইউ দিয়েন।

মানুষরে সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট দেয়ার অভ্যাস করুন, দেখবেন ভালো লাগবে। একটা সুন্দর কমপ্লিমেন্ট একজনের সারাদিন ভালো থাকার কারণ হয়ে দাঁড়ায়।🌸

মানুষ তার কল্পনাতে'ই সবচেয়ে বেশি সুখী! ❤️🌸
12/09/2025

মানুষ তার কল্পনাতে'ই সবচেয়ে বেশি সুখী! ❤️🌸

'ইন্সটাগ্রাম' চালাই! ফটো আপলোড দেই; স্টোরিও দেই; কিন্তু ইন্সটাগ্রাম এর 'পাসওয়ার্ড' জানি নাহ। 🙂
12/09/2025

'ইন্সটাগ্রাম' চালাই! ফটো আপলোড দেই; স্টোরিও দেই; কিন্তু ইন্সটাগ্রাম এর 'পাসওয়ার্ড' জানি নাহ। 🙂

Whatta view.❤️
12/09/2025

Whatta view.❤️

আমার বয়স ৩৩ বছর, আমার স্ত্রীর বয়স ২৩ বছর,আমাদের বিয়ে হয়েছে ৭ বছর আগে। সে সম্পর্কে আমার চাচাতো বোন হতো।বিয়ের পূর্বে আমাদে...
12/09/2025

আমার বয়স ৩৩ বছর, আমার স্ত্রীর বয়স ২৩ বছর,আমাদের বিয়ে হয়েছে ৭ বছর আগে। সে সম্পর্কে আমার চাচাতো বোন হতো।বিয়ের পূর্বে আমাদের কোন প্রেমের সম্পর্ক ছিলো না।আমার মা, কাকা ও কাকিমার ইচ্ছাতে বিয়ে হয়। তবে আমিও অমত ছিলাম না। 😍

আমাদের একটি কন্যা সন্তান আছে বয়স ২ বছর। সমস্যা হলো যখন আমি বিয়ে করি তখন আমি বেকার ছিলাম, এমবিএ পড়তাম, আমি হোটেলে থেকে পড়াশুনা করতাম। আমার বউয়ের কোন হাত খরচ দিতে পারতাম না, সম্ভবত এই কারনে বা ওর মনের কোন কারনে আমাকে সহ্য করতে পারতো না, আমার সাথে তেমন কথা বলতো না, মোবাইলে কল দিলেও কথা বলতো না,যদিও বলতো সেটা ওর মনের ইচ্ছায় বলতো না। এই রকম অবস্থায় দুই বছর কেটে যায়, দুই বছরে ওর সাথে আমার ৩-৪ বার ফিজিক্যাল সম্পর্ক হয়। তবে ওর ইচ্ছায় না, আমি ওকে খুব ভালবাসতাম, আমার ইচ্ছাতেই হয়। 😌

এর পর আমার একটা কোম্পানির ভালো বেতনের চাকরি হয়, আমি ফ্ল্যাট বাসা নেই, অনেক অনুরোধ করে ওকে বাসায় নিয়ে যায়, প্রতিমাসে আব্বু-আম্মুর জন্য ১০,০০০/ টাকা দিতাম। বাকি টাকার সবই খরচ করে ফেলতাম।

বাসায় কখনো খারাপ খাবার খেতাম না, আগে যা কিছু ওকে দিতে পারতাম না, তা এখন সব কিছুই আলহামদুলিল্লাহ পরিপূর্ণ ভাবে দিতাম। তবে ও আমার সাথে ফিজিক্যাল সম্পর্ক করতে চায়তো না, নামাজ পড়ে না, প্রতিদিন সকাল ১০-১১ টা পর্যন্ত ঘুমায়, আমি সকালে অধিকাংশ দিন না খেয়ে অফিসে যায়, তাতে ওর কিছু যায় আসে না।

আমি যে কথা বলি সে কথা কিছুটা শুনে অধিকাংশ কথাই শুনে না। বাধ্য হয়ে আমার কাকিমাকে অভিযোগ করি তাতেও কোন লাভ হয় না।

বর্তমান আমি ওকে কোন কিছুর অভাবে রাখি নাই,এখনও ও নামাজ পড়ার জন্য এতো অনুরোধ করি তবুও নামাজ পরে না, আমি নামাজ পড়ি তবে রেগুলার না। এখনও ঘুম থেকে সকাল ১০-১১ টায় উঠে, আমার একটি ফুটফুটে সুন্দর সন্তান আছে ও ওর আম্মুর সাথে ঘুমিয়ে থাকে।

আমার দুই রুম,দুই ব্যথরুম,একটি কিচেন,একটি ডাইনিং রুমের বাসা শুধু আমি, ও,আর আমার মেয়ে থাকি। কিন্তু এই রুমটাও ঠিক মত ঘুচিয়ে রাখে না, ঠিক মত রান্না করে না, আমি কোন কথা বললে শুনে না, ওর সাথে মাঝে মাঝেই ঝগড়া হয় এই সব বিষয় নিয়ে, ওকে ভয় দেখানোর জন্য বলি এই রকম করলে তোমাকে আমি ডিবোর্স দিবো, ও বলে, দিও দাও, আমি চলে যাবো।

এই রকম অশান্তি আমার ভালো লাগছে না, 🥲আমি কি করবো সেটাও বুঝতে পারছি না। বিয়ের আগে স্বপ্ন দেখতাম, আমার বউকে আমি পাগলের মত ভালবাসবো, সুন্দর ছোট একটি বাসা থাকবে, বাসাটা আমি ভালবাসা দিয়ে রাঙিয়ে রাখবো,ভালবাসায় পরিপূর্ণ হয়ে থাকবে আমার ভুবন। এখন সবই আছে শুধু ভালোবাসাটাই💔 নেই।

-ভালোবাসার মানুষের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই, যে আমার সে সম্পূর্ণ শুধু আমারই!❤️‍🩹
11/09/2025

-ভালোবাসার মানুষের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই, যে আমার সে সম্পূর্ণ শুধু আমারই!❤️‍🩹

01/09/2025

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Unofficial: Chat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category