পাঁচ কড়ি-Paach Kori

পাঁচ কড়ি-Paach Kori 🌐 Explore | Inspire | Connect
📖 ভাবনা 📚 জ্ঞান 😊 আনন্দ — সবই একসঙ্গে! একই পেজ!! 🇧🇩✨
(8)

আমাদের এই পেজে আপনাকে জানাই আন্তরিক স্বাগতম। জীবনের প্রতিদিনের বাস্তবতা ও চ্যালেঞ্জের মাঝেও আমরা তুলে ধরতে চাই জ্ঞান, আত্মশুদ্ধির পথ ও হৃদয় ছুঁয়ে যাওয়া কিছু পরামর্শ।
এই প্রচেষ্টা শুধু আখিরাতের প্রস্তুতিতেই সীমাবদ্ধ নয়—এর লক্ষ্য দেশ, জাতি ও মানবতার কল্যাণে সদাচরণ, নৈতিকতা ও দায়িত্ববোধকে ছড়িয়ে দেওয়া। এই মাটিই আমাদের পরিচয়, আর ঈমানই আমাদের পথচলার প্রেরণা।
আসুন বিশ্বাস, নৈতিকতা ও দেশপ্রেমের আলো একসঙ্গে ছড়িয়ে দিই —ভালো পরিবর্তনের দিকে একসাথে এগিয়ে চলি।
🇧🇩

কোনটা 🤔1. স্বপ্নদ্রষ্টা ➡ সবসময় নতুন ভাবনা ও ভবিষ্যতের পরিকল্পনায় মগ্ন।2. বাস্তববাদী ➡ বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নেয়, আবেগ...
20/10/2025

কোনটা 🤔
1. স্বপ্নদ্রষ্টা ➡ সবসময় নতুন ভাবনা ও ভবিষ্যতের পরিকল্পনায় মগ্ন।
2. বাস্তববাদী ➡ বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নেয়, আবেগে ভেসে না।
3. নেতা ➡ অন্যদের পথ দেখায়, দায়িত্ব নিতে ভালোবাসে।
4. অনুসরণকারী ➡ নির্দেশনা মেনে চলে, নিরাপদে থাকতে চায়।
5. সাহসী ➡ ঝুঁকি নিতে ভয় পায় না, চ্যালেঞ্জকে স্বাগত জানায়।
6. সংবেদনশীল ➡ অন্যের অনুভূতির প্রতি গভীর মনোযোগী।
7. সৃজনশীল ➡ শিল্প, কবিতা, ডিজাইন সবকিছুতে নতুনত্ব খোঁজে।
8. পরিশ্রমী ➡ নিরলসভাবে কাজ করে, ফলাফলের অপেক্ষায় থাকে।
9. উদাসীন ➡ চারপাশের বিষয়ে আগ্রহ কম, নিজের জগতে থাকে।
10. আধ্যাত্মিক ➡ আত্মা, বিশ্বাস ও জীবনের গভীর অর্থ নিয়ে ভাবেন।

আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ চারটি স্বভাব যার মধ্যে বিদ্যমান সে হচ্ছে ...
19/10/2025

আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ চারটি স্বভাব যার মধ্যে বিদ্যমান সে হচ্ছে খাঁটি মুনাফিক। যার মধ্যে এর কোন একটি স্বভাব থাকবে, তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যায়। ১. আমানত রাখা হলে খিয়ানত করে; ২. কথা বললে মিথ্যা বলে; ৩. অঙ্গীকার করলে ভঙ্গ করে; এবং ৪. বিবাদে লিপ্ত হলে অশ্লীলভাবে গালাগালি দেয়। শু‘বা আ‘মাশ (রহ.) থেকে হাদীস বর্ণনায় সুফইয়ান (রহ.)-এর অনুসরণ করেছেন।

৩৪ সহীহ বুখারী, ৫৮ সহীহ মুসলিম।
#ইসলামিকউক্তি #হাদিস #কুরআনওহাদিস #ইসলামিকশিক্ষা #দোয়া #সুন্নাহ #নামাজ #জুমামুবার #পাঁচকড়ি

একটা রাস্তা, দুই দিক—একটা ফেলে আসে, আরেকটা ডাকে…
16/10/2025

একটা রাস্তা, দুই দিক—একটা ফেলে আসে, আরেকটা ডাকে…

নগরের কোলাহলের ঊর্ধ্বে,ডানা মেলে…ধোঁয়ার রেখা, হর্নের শব্দ,সব পেরিয়ে চলে সে একা!
14/10/2025

নগরের কোলাহলের ঊর্ধ্বে,
ডানা মেলে…
ধোঁয়ার রেখা, হর্নের শব্দ,
সব পেরিয়ে চলে সে একা!

নু‘মান ইবনু বাশীর (রাঃ) হতে বর্ণিত যে, তার পিতা তাকে নিয়ে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর নিকট এলেন এবং ...
14/10/2025

নু‘মান ইবনু বাশীর (রাঃ) হতে বর্ণিত যে, তার পিতা তাকে নিয়ে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর নিকট এলেন এবং বললেন, আমি আমার এই পুত্রকে একটি গোলাম দান করেছি। তখন তিনি জিজ্ঞেস করলেন, তোমার সব পুত্রকেই কি তুমি এরূপ দান করেছ। তিনি বললেন, না; তিনি বললেন, তবে তুমি তা ফিরিয়ে নাও।

২৫৮৬ সহীহ বুখারী, ১৬২৩ সহীহ মুসলিম।

#ইসলামিকউক্তি #হাদিস #কুরআনওহাদিস #ইসলামিকশিক্ষা #দোয়া #সুন্নাহ #নামাজ #জুমামুবার #পাঁচকড়ি

আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যাঁর হাতে আমার প্রাণ, তা...
13/10/2025

আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যাঁর হাতে আমার প্রাণ, তাঁর শপথ! আমার ইচ্ছা হয়, জ্বালানী কাঠ সংগ্রহ করতে আদেশ দেই, অতঃপর সালাত কায়েমের আদেশ দেই, অতঃপর সালাতের আযান দেয়া হোক, অতঃপর এক ব্যক্তিকে লোকদের ইমামত করার নির্দেশ দেই। অতঃপর আমি লোকদের নিকট যাই এবং তাদের (যারা সালাতে শামিল হয়নি) ঘর জ্বালিয়ে দেই। যে মহান সত্তার হাতে আমার প্রাণ, তাঁর কসম! যদি তাদের কেউ জানত যে, একটি গোশ্তহীন মোটা হাড় বা ছাগলের ভালো দু’টি পা পাবে তাহলে অবশ্যই সে ‘ইশা সালাতের জামা‘আতেও হাযির হতো।

৬৪৪ সহীহ বুখারী, ৬৫১ সহীহ মুসলিম।
#ইসলামিকউক্তি #হাদিস #কুরআনওহাদিস #ইসলামিকশিক্ষা #দোয়া #সুন্নাহ #নামাজ #জুমামুবার #পাঁচকড়ি

যানজটের শহরে সময়ের সাশ্রয়! 🤔 নিরাপদ ও যথাসময়ে যাত্রার অপর নাম ঢাকা মেট্রোরেল!
10/10/2025

যানজটের শহরে সময়ের সাশ্রয়! 🤔 নিরাপদ ও যথাসময়ে যাত্রার অপর নাম ঢাকা মেট্রোরেল!

আবূ হুরাইরাহ্ (রাঃ) সূত্রে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) হতে বর্ণিত তিনি বলেন, সাতটি ধ্বংসকারী বিষয় থেকে তোমরা বি...
09/10/2025

আবূ হুরাইরাহ্ (রাঃ) সূত্রে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) হতে বর্ণিত তিনি বলেন, সাতটি ধ্বংসকারী বিষয় থেকে তোমরা বিরত থাকবে। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল! সেগুলো কী? তিনি বললেন, (১) আল্লাহর সঙ্গে শরীক করা (২) যাদু (৩) আল্লাহ্ তা‘আলা যাকে হত্যা করা হারাম করেছেন, শরীয়ত সম্মত কারণ ব্যতিরেকে তাকে হত্যা করা (৪) সুদ খাওয়া (৫) ইয়াতীমের মাল গ্রাস করা (৬) রণক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া এবং (৭) সরল স্বভাবা সতী-সাধ্বী মু’মিনাদের অপবাদ দেয়া।

২৭৬৬ সহীহ বুখারী, ৮৯ সহীহ মুসলিম।

#ইসলামিকউক্তি #হাদিস #কুরআনওহাদিস #ইসলামিকশিক্ষা #দোয়া #সুন্নাহ #নামাজ #জুমামুবার #পাঁচকড়ি

আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম - কে বলতে শুনেছি, মিথ্যা কসম...
09/10/2025

আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম - কে বলতে শুনেছি, মিথ্যা কসম পণ্য চালু করে দেয় বটে, কিন্তু বরকত নিশ্চিহ্ন করে দেয়।

২০৮৭ সহীহ বুখারী, ১৬০৬ সহীহ মুসলিম

#ইসলামিকউক্তি #হাদিস #কুরআনওহাদিস #ইসলামিকশিক্ষা #দোয়া #সুন্নাহ #নামাজ #জুমামুবার #পাঁচকড়ি

Express High Way Gazipur 🚘
08/10/2025

Express High Way Gazipur 🚘

08/10/2025

“আস-সালামু আলাইকুম”
শান্তি, করুণা ও বরকতের দোয়া! হৃদয়ে ভালোবাসা ছড়ায়, সম্পর্ক গড়ে ওঠে, আর নবীজির সুন্নাহ পালন হয়!

মুহাম্মাদ ইবনু যিয়াদ (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, আবূ হুরাইরাহ (রাঃ) আমাদের নিকট দিয়ে অতিক্রম করছিলেন। লোকেরা সে সময় পাত...
08/10/2025

মুহাম্মাদ ইবনু যিয়াদ (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, আবূ হুরাইরাহ (রাঃ) আমাদের নিকট দিয়ে অতিক্রম করছিলেন। লোকেরা সে সময় পাত্র থেকে উযূ করছিল। তখন তাঁকে বলতে শুনেছি, তোমরা উত্তমরূপে উযূ কর। কারণ আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ পায়ের গোড়ালিগুলোর জন্য জাহান্নামের ‘আযাব রয়েছে।

১৬৫ সহীহ বুখারী, ২৪২ সহীহ মুসলিম

Address

Mirpur 2
Dhaka
1216

Telephone

+8801715647711

Website

Alerts

Be the first to know and let us send you an email when পাঁচ কড়ি-Paach Kori posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share