
11/05/2025
গোলাম আযম রাজাকার এটা সারা দুনিয়া জানে। আবু বাকেররা যখন আলাদা করে বলছে তখন জানতে হবে হুট করে এরা এসব কেন বলছে? ভুতের মুখে রামরাম কেন?
মূলত এন্টি আওয়ামী লীগরা দুই গ্রুপ হয়ে গেসে গত কয়েকদিন ধরে।
এটার কারণ হলো শাহবাগে শিবির যখন গোলাম আযমের বাংলা বলে স্লোগান দিলো, তখন এই স্লোগানের বিরুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রগতিশীল এন্টি আওয়ামী লীগরা ক্ষেপে উঠসে।
এরা জানে যে জামাত টামাত এরা যতই শক্তিশালী হোক, মুক্তিযুদ্ধকে অস্বীকার করে আগানো সম্ভব নয়। (গোলাম আযমের বাংলা বলা মানেই মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রাম সবকিছুকে অস্বীকার করা)
ভোটের মাঠে মুক্তিযুদ্ধের স্বপক্ষ আর জামাত (রাজাকার পক্ষ) গুরুত্বপূর্ণ হিসেব। বাংলাদেশের মানুষ আর যাই করুক আর যাই বলুক, রাজাকার পন্থীদের কখনো ভোট দেবে না। তাই ভোটের মাঠের হিসাবে মুক্তিযুদ্ধ প্রাসঙ্গিক।
একারণেই এরা মুক্তিযুদ্ধের কথা বইলা পাবলিককে আইওয়াশ করার চেষ্টা করতেসে। দিনশেষে শিবির-মাজফুজ-বাকের গং লালকুত্তা শিয়ালের ভাই।
এদের মিষ্টিকথার প্রেমে পড়লে ছ্যাঁকা খাবেন। ধন্যবাদ।
--------------
নিউক্লিয়াস।